এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর অন্তর্গত ‘জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জীব (Living beings) ও জড়ের (Non-living things) মধ্যে পার্থক্য লেখো।
জীব (Living beings) ও জড়ের (Non-living things) মধ্যে পার্থক্য –
| বিষয় | জীব | জড় |
| আকার ও আয়তন | নির্দিষ্ট আকার ও আয়তন আছে। | নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না। |
| কোশীয় সংগঠন | প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কোশ দিয়ে গঠিত। | জড়ের এরকম কোনো প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না। |
| উত্তেজিতা | বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়। | জড় উত্তেজনায় সাড়া দেয় না। |
| বৃদ্ধি | জীবের বৃদ্ধি আছে। | জড়ের বৃদ্ধি হয় না। |
| বিপাক | প্রত্যেক জীবদেহে বিপাকক্রিয়া সম্পন্ন হয়। | জড়ের বিপাকক্রিয়া পরিলক্ষিত হয় না। |
| পুষ্টি | নতুন প্রোটোপ্লাজম গঠন ও শক্তির চাহিদা পূরণের জন্য পুষ্টির প্রয়োজন হয়। | পুষ্টির প্রয়োজন হয় না। |
| চলন ও গমন | কয়েকটি ব্যতিক্রম ছাড়া সমস্ত সজীব বস্তুই স্বেচ্ছায় চলন ও গমনে সক্ষম। | জড়বস্তু স্বতঃস্ফূর্ত ও স্বেচ্ছায় চলন ও গমনে অক্ষম। |
| জনন | জনিতৃ জীব থেকে নিজস্ব সত্তাযুক্ত অপত্য জীব সৃষ্টির মাধ্যমে জীবের বংশবিস্তার হয়। | জড় বংশবিস্তার করে না। |
| পরিব্যক্তি | জীবের পরিব্যক্তি ঘটে। | জড়ের পরিব্যক্তি ঘটে না। |
| বিবর্তন | জীবের বিবর্তন তথা অভিব্যক্তি ঘটে। | জড়ের বিবর্তন দেখা যায় না। |
| অভিযোজন | সজীব বস্তু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকে। | জড়ের কোনো অভিযোজন ঘটে না। |
| জীবনচক্র | জীবের জীবনচক্র সংঘটিত হয়। | জড়ের জীবনচক্র নেই। |
চলন (Movement) ও গমনের (Locomotion) মধ্যে পার্থক্য লেখো।
চলন (Movement) ও গমনের (Locomotion) মধ্যে পার্থক্য –
| বিষয় | চলন | গমন |
| জীবদেহের সামগ্রিক অবস্থা | জীবের দেহ বা দেহাংশের কেবলমাত্র সঞ্চালন ঘটে, স্থান পরিবর্তন ঘটে না। | জীবের সমগ্র দেহের সঞ্চালন ঘটে এবং সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। |
| নির্দিষ্ট অঙ্গের উপস্থিতি | থাকতেও পারে আবার নাও থাকতে পারে। | নির্দিষ্ট গমন অঙ্গ থাকে। |
| পারস্পরিক সম্পর্ক | চলন গমনের ওপর নির্ভর করে না। | গমন হলে চলন হবেই। |
| সংশ্লিষ্ট জীব | সমস্ত জীবদেহেই ঘটে। | প্রধানত প্রাণীদেহে ঘটে (ব্যতিক্রম – স্পঞ্জ)। |
কোয়াসারভেট (Coacervate) ও মাইক্রোস্ফিয়ারের (Microsphere) মধ্যে পার্থক্য লেখো।
কোয়াসারভেট (Coacervate) ও মাইক্রোস্ফিয়ারের (Microsphere) মধ্যে পার্থক্য –
| বিষয় | কোয়াসারভেট | মাইক্রোস্ফিয়ার |
| উপস্থাপক | বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট মডেল উপস্থাপন করেন। | বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার মডেল উপস্থাপন করেন। |
| গঠন | প্রোটিন, কার্বোহাইড্রেট, জল প্রভৃতি দ্বারা গঠিত। | নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত। |
| আবরণ | দ্বিস্তরীয় লিপিড পর্দা দ্বারা আবৃত। | অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত। |
| গুরুত্ব | ওপারিনের মতে কোয়াসারভেটই ছিল আদি পৃথিবীতে প্রথম কোশীয় অবস্থা। বর্তমানে কোয়াসারভেট মডেল গৃহীত হয় না। | ফক্সের মতে মাইক্রোস্ফিয়ারই ছিল আদি পৃথিবীতে প্রথম কোশীয় জীব। বর্তমানে এই মডেলটি সর্বজন গৃহীত হয়েছে। |
কোয়াসারভেট (Coacervate) ও প্রোটোসেল (Protocell) -এর মধ্যে পার্থক্য নির্ণয় করো।
কোয়াসারভেট (Coacervate) ও প্রোটোসেল (Protocell) -এর মধ্যে পার্থক্য নির্ণয় –
| বিষয়/বৈশিষ্ট্য | কোয়াসারভেট | প্রোটোসেল |
| প্রকৃতি | পর্দাবৃত জৈব পদার্থ সমন্বিত জীবন সৃষ্টির প্রাথমিক সংগঠন। | কোশ পর্দাবৃত, জৈব পদার্থ পূর্ণ পৃথিবীর প্রথম জীব সদৃশ সংগঠন। |
| গঠন | প্রোটিন, কার্বোহাইড্রেট ও লিপিডযুক্ত সলজেলধর্মী যৌগ। | প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডযুক্ত প্রাথমিক প্রোটোপ্লাজমীয় পদার্থ। |
| বিভাজন ক্ষমতা | বিভাজন ক্ষমতাবিহীন। | বিভাজন সক্রিয়তা। |
জিনগত বৈচিত্র্য (Genetic diversity) ও প্রজাতিগত বৈচিত্র্যের (Species diversity) মধ্যে পার্থক্য লেখো।
জিনগত বৈচিত্র্য (Genetic diversity) ও প্রজাতিগত বৈচিত্র্যের (Species diversity) মধ্যে পার্থক্য –
| বিষয় | জিনগত বৈচিত্র্য | প্রজাতিগত বৈচিত্র্য |
| সংজ্ঞা | কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় জিনগত বৈচিত্র্য। | একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। |
| পারস্পরিক নির্ভরশীলতা | জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্যের ওপর নির্ভরশীল নয়। | প্রজাতিগত বৈচিত্র্য জিনগত বৈচিত্র্যের ওপর নির্ভরশীল। |
| তাৎপর্য | জীবে-জীবে কিংবা এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির পার্থক্য লক্ষ করা যায়। | নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন রকম প্রজাতির দ্বারা জীবগোষ্ঠী বা কমিউনিটি গঠন করে। |
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর অন্তর্গত ‘জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন