নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জীবন সংগঠনের স্তর – কলা – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Rahul

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কলা’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জীবন সংগঠনের স্তর-কলা-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

কোশ (Cell) ও কলার (Tissue) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

কোশ (Cell) ও কলার (Tissue) মধ্যে পার্থক্য –

বিষয়কোশকলা
প্রকৃতিজীবনের গঠনগত ও কার্যগত একক হল কোশ।অনেকগুলি কোশ মিলিতভাবে একই কাজ করলে তাদের একত্রে কলা বলে।
অবস্থানএককোশী ও বহুকোশী উভয় জীবদেহেই বর্তমান।কেবলমাত্র বহুকোশী জীবদেহে বর্তমান।
কাজশ্বসন, পুষ্টি, ক্ষরণ প্রভৃতি কাজ সম্পন্ন করে।একটি নির্দিষ্ট কাজ (যেমন – আচ্ছাদন সৃষ্টি, সংবহন প্রভৃতি) সম্পন্ন করে।
উদাহরণস্নায়ুকোশ, পেশিকোশ প্রভৃতি।আবরণী কলা, স্নায়ু কলা, ভাজক কলা প্রভৃতি।

উদ্ভিদ কলা (Plant Tissue) ও প্রাণী কলার (Animal Tissue) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

উদ্ভিদ কলা (Plant Tissue) ও প্রাণী কলার (Animal Tissue) মধ্যে পার্থক্য –

বিষয়উদ্ভিদ কলাপ্রাণী কলা
আধিক্যসজীব কোশের তুলনায় মৃত কোশের পরিমাণ বেশি থাকে।মৃত কোশের তুলনায় সজীব কোশের পরিমাণ বেশি থাকে।
শক্তির প্রয়োজনীয়তাকম নিয়ন্ত্রণকারী শক্তির প্রয়োজন হয়।বেশি নিয়ন্ত্রণকারী শক্তির প্রয়োজন হয়।
প্রকৃতিভাজক কলা ও স্থায়ীকলায় বিভেদিত থাকে।কোনো বিভেদন দেখা যায় না।
কলা দ্বারা নিয়ন্ত্রিত বৃদ্ধিভাজককলা দ্বারা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়।পরিণতি লাভের পর কোনো বৃদ্ধি ঘটে না। (ব্যতিক্রম – ক্ষয়পূরণ, জননকোশ উৎপাদন)।
সংগঠনসরল।জটিল।
সংগঠনের উদ্দেশ্যউদ্ভিদের এক জায়গায় আটকে থেকে জীবন নির্বাহকে সমর্থন করে।প্রাণীদের সক্রিয় জীবন নির্বাহকে নির্দেশ করে।

প্রাথমিক ভাজক কলা (Primary Meristem) ও গৌণ ভাজক কলার (Secondary Meristem) মধ্যে পার্থক্য লেখো।

প্রাথমিক ভাজক কলা (Primary Meristem) ও গৌণ ভাজক কলার (Secondary Meristem) মধ্যে পার্থক্য –

বিষয়প্রাথমিক ভাজক কলাগৌণ ভাজক কলা
উৎপত্তিআদি ভাজক কলা বা প্রোমেরিস্টেম থেকে উৎপত্তি লাভ করে।সরল স্থায়ীকলা বা প্রাথমিক স্থায়ীকলা থেকে উৎপত্তি লাভ করে।
বিভাজনকালসমস্ত জীবিতকাল জুড়ে বিভাজনক্ষম থাকে।অল্প সময়ের জন্য বিভাজনক্ষমতা লাভ করে।
অবস্থানমূল, কাণ্ড, পাতার অগ্রে, পর্বমধ্যে, পত্রমূলে ও নালিকা বান্ডিলের অভ্যন্তরে থাকে।কান্ডের পরিধি বরাবর ও নালিকা বান্ডিলের মাঝখানে অবস্থান করে।
বৃদ্ধিমুখ্য বৃদ্ধির সঙ্গে যুক্ত।গৌণ বৃদ্ধির সঙ্গে যুক্ত।
উপাদানঅগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম।ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং পার্শ্বস্থ ভাজককলা।
কাজপ্রাথমিক স্থায়ীকলা গঠন।গৌণ স্থায়ীকলা গঠন।

ভাজক কলা (Meristematic Tissue) ও স্থায়ী কলার (Permanent Tissue) মধ্যে পার্থক্য লেখো।

ভাজক কলা (Meristematic Tissue) ও স্থায়ী কলার (Permanent Tissue) মধ্যে পার্থক্য –

বিষয়ভাজক কলাস্থায়ী কলা
কোশের প্রকৃতিসাংগঠনিক কোশ ক্ষুদ্র গোলাকার, বহুভুজাকার এবং অবিভেদিত।সাংগঠনিক কোশ বৃহৎ এবং বিভিন্ন আকারে বিভেদিত থাকে।
বিভাজনকোশ নিয়মিত বিভাজনে যুক্ত থাকে।কোশ সাধারণ বিভাজনে অক্ষম।
নিউক্লিয়াসবৃহৎ এবং সুস্পষ্ট।সুস্পষ্ট বা অস্পষ্ট।
ভ্যাকুওলসাধারণত থাকে না।বৃহৎ কেন্দ্রীয় গহ্বরযুক্ত।
কোশের প্রকৃতিসজীব ও অপরিণত।সজীব বা মৃত এবং পরিণত।
বিপাক হারঅত্যন্ত বেশি।তুলনামূলকভাবে কম।
কোশপ্রাচীরপাতলা।পাতলা বা পুরু।
কাজউদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে।প্রতিরক্ষা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, সংবহন, সালোকসংশ্লেষ, খাদ্য সঞ্চয় প্রভৃতি।
অবস্থানউদ্ভিদের বর্ধনশীল অংশে।উদ্ভিদের স্থায়ী অংশে।
কোশান্তর রন্ধ্রঅনুপস্থিত।উপস্থিত।

অগ্রস্থ, পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলার মধ্যে পার্থক্য লেখো।

অগ্রস্থ, পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলার মধ্যে পার্থক্য –

বিষয়অগ্রস্থপার্শ্বস্থনিবেশিত
অবস্থানউদ্ভিদের বর্ধনশীল অঙ্গের অগ্রভাগ অর্থাৎ কাণ্ড, মূলের অগ্রভাগে থাকে।উদ্ভিদদেহের পার্শ্বদেশ অর্থাৎ মূল ও কান্ডের পার্শ্বদেশে থাকে।এই কলা পর্বমধ্য, পত্রমূল ইত্যাদি স্থানে থাকে।
কোশের গঠনসাধারণত গোলাকার বা ডিম্বাকার।লম্বাটে।আয়তাকার।
কোশ বিভাজন তলবিভিন্ন তলে বিভাজিত হয়।একটি তলে বিভাজিত হয়।একটি তলে বিভাজিত হয়।
উৎপত্তিআদি ভাজক কলা।আদি ভাজক কলা।অগ্রস্থ ভাজক কলা।
কাজকান্ড ও মূলের দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে সাহায্য করে।কান্ড ও মূলের প্রস্থে বৃদ্ধি পেতে সাহায্য করে।সংশ্লিষ্ট অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।
উদাহরণমূল, কাণ্ড ও শাখার শীর্ষে অবস্থিত ভাজককলা।মূল ও কান্ডের পরিধিতে অবস্থিত ভাজক কলা।ঘাস, আখ, বাঁশ ইত্যাদির পর্বমধ্যে অবস্থিত ভাজক কলা।

সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখো।

সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলার মধ্যে পার্থক্য –

বিষয়সরল স্থায়ী কলাজটিল স্থায়ী কলা
সংজ্ঞাএকই প্রকার কোশগোষ্ঠী দ্বারা গঠিত স্থায়ী কলা।বিভিন্ন আকৃতির একাধিক কোশগোষ্ঠী দ্বারা গঠিত স্থায়ী কলা।
প্রকারভেদপ্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা।জাইলেম ও ফ্লোয়েম।
নালিকা বান্ডিলগঠন করে না।গঠন করে।
প্রান্তপ্রাচীরসমস্ত কোশে থাকে।কয়েকটি কোশে থাকে।
কাজখাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় ও যান্ত্রিক কার্য।খাদ্য সঞ্চয়, সংবহন ও যান্ত্রিক কার্য।

প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য নির্দেশ করো।

অনুরূপ প্রশ্ন, প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার পার্থক্য লেখো।
অথবা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা। কলার পার্থক্য নির্দেশ করো।

প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য –

বিষয়প্যারেনকাইমাকোলেনকাইমাস্ক্লেরেনকাইমা
পরিণত কোশসজীব।সজীব।মৃত।
অবস্থানউদ্ভিদ অঙ্গের বর্ধনশীল অংশে, বহিঃস্তরে, মজ্জা অংশে।দ্বিবীজপত্রী কান্ডের অধস্ত্বকে, পাতার মধ্যশিরায়, পত্রবৃন্তে।একবীজপত্রী কান্ডের অধত্ত্বকে, বান্ডিল টুপিতে।
কোশান্তর রন্ধ্রবর্তমান।খুব কম।অনুপস্থিত।
কোশপ্রাচীরসেলুলোজ নির্মিত, পাতলা ও নমনীয়।সেলুলোজ বা লিগনিন নির্মিত, অসমভাবে স্থূল ও অল্প দৃঢ়।লিগনিন নির্মিত, সমভাবে স্থূল ও অধিক দৃঢ়।
কোশের আকারগোলাকার, ডিম্বাকার, বহুভুজাকৃতি।প্রস্থচ্ছেদে বহুভুজাকৃতি। লম্বচ্ছেদে আয়তাকার।লম্বচ্ছেদে লম্বাটে, সরু, প্রস্থচ্ছেদে বহুভুজাকৃতি।
কাজখাদ্যপ্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যরস পরিবহণ।উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্যপ্রস্তুত, খাদ্য সঞ্চয়।জল ও খনিজ লবণ সংবহন, যান্ত্রিক দৃঢ়তা প্রদান।

জাইলেম কলা (Xylem Tissue) ও ফ্লোয়েম কলার (Phloem Tissue) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

জাইলেম কলা (Xylem Tissue) ও ফ্লোয়েম কলার (Phloem Tissue) মধ্যে পার্থক্য –

বিষয়জাইলেম কলাফ্লোয়েম কলা
গঠনগত উপাদানট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু নিয়ে গঠিত।সীভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু নিয়ে গঠিত।
কোশের প্রকৃতিতিনটি মৃত ও একটি সজীব (জাইলেম প্যারেনকাইমা) উপাদান।তিনটি সজীব (সীভনল, সঙ্গীকোশ ও প্যারেনকাইমা) ও একটি মৃত (ফ্লোয়েম তন্তু) উপাদান।
কাজজল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পরিবহণ করে এবং উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে।পাতায় উৎপন্ন খাদ্য সারাদেহে ছড়িয়ে দেয় কিন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদানে কোনো ভূমিকা নেই।
পরিবহণের পথট্র্যাকিড ও ট্র্যাকিয়া।কেবলমাত্র সীভনল।

ট্র্যাকিড (Tracheid) ও ট্র্যাকিয়ার (Trachea) মধ্যে পার্থক্য লেখো।

ট্র্যাকিড (Tracheid) ও ট্র্যাকিয়ার (Trachea) মধ্যে পার্থক্য –

বিষয়ট্র্যাকিডট্র্যাকিয়া
অবস্থানসমস্ত নালিকাবান্ডিলযুক্ত উদ্ভিদে পাওয়া যায়।কেবলমাত্র সপুষ্পক উদ্ভিদে পাওয়া যায়।
কোশের আকারকোশগুলি দীর্ঘ ও উভয়প্রান্ত সরু, মাকু আকৃতির হয়।কোশগুলি নলাকার হয়।
প্রান্তপ্রাচীরউপস্থিত।অনুপস্থিত।
কূপসপাড় কূপ উপস্থিত।সরল কূপ উপস্থিত।
কাজজল সংবহন ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা।জলসংবহন, সঞ্চয় ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা।

সীভনল (Sieve Tube) ও সঙ্গীকোশের (Companion Cell) মধ্যে পার্থক্য লেখো।

সীভনল (Sieve Tube) ও সঙ্গীকোশের (Companion Cell) মধ্যে পার্থক্য –

বিষয়সীভনলসঙ্গীকোশ
আকারকোশগুলি নলাকার হয়।কোশগুলি লেন্স আকৃতিবিশিষ্ট হয়।
প্রান্তপ্রাচীরপ্রান্তপ্রাচীর ছিদ্রযুক্ত হয়।প্রান্তপ্রাচীর ছিদ্রযুক্ত হয় না।
নিউক্লিয়াসঅনুপস্থিত।উপস্থিত।
কাজপাতায় প্রস্তুত খাদ্য ও অন্যান্য পদার্থ পরিবহণ করা প্রধান কাজ।খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহণে সীভনলকে সাহায্য করা এর প্রধান কাজ।

আবরণী কলা (Epithelial Tissue) ও যোগকলার (Connective Tissue) মধ্যে পার্থক্য লেখো।

আবরণী কলা (Epithelial Tissue) ও যোগকলার (Connective Tissue) মধ্যে পার্থক্য –

বিষয়আবরণী কলাযোগকলা
অবস্থানদেহের অভ্যন্তরভাগ বা বহির্ভাগে কোশগুলি ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত।এই কলা অপর কলার সঙ্গে যুক্ত থাকে এবং বিচ্ছিন্নভাবে ধাত্রে প্রলম্বিত অবস্থায় থাকে।
রক্তবাহআবরণী কলায় কোনো রক্তবাহ থাকে না।রক্তবাহ উপস্থিত।
ভিত্তিপর্দাভিত্তিপর্দার উপর কোশগুলি সজ্জিত।ভিত্তিপর্দা থাকে না।
প্রকৃতিআন্তঃকোশীয় বস্তু, ধাত্র অনুপস্থিত।আন্তঃকোশীয় বস্তু বা ধাত্রের মধ্যে প্রোথিত থাকে।
কাজদেহের প্রতিরক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত।বিভিন্ন অঙ্গ ও তন্ত্রকে এই কলা যুক্ত করে। দেহকে ধারণ করে।

অস্থি (Bone) ও তরুণাস্থির (Cartilage) মধ্যে পার্থক্য লেখো।

অস্থি (Bone) ও তরুণাস্থির (Cartilage) মধ্যে পার্থক্য –

বিষয়অস্থিতরুণাস্থি
প্রকৃতিকঠিন, দৃঢ় ও অস্থিতিস্থাপক।নমনীয় ও স্থিতিস্থাপক।
ধাত্রপ্রোটিন কমপ্লেক্স ওসেইন (Ossein) দ্বারা গঠিত।প্রোটিন কমপ্লেক্স কনড্রিন দ্বারা গঠিত।
কোশীয় উপাদানঅস্টিওসাইট ও অস্টিওব্লাস্ট কোশ দ্বারা গঠিত।কনড্রোসাইট কোশ দ্বারা গঠিত।
হ্যাভারসিয়ান তন্ত্রঅস্থিতে হ্যাভারসিয়ান ক্যানাল ও রক্তবাহ থাকে।হ্যাভারসিয়ান তন্ত্র থাকে না।
মজ্জা গহ্বরউপস্থিত।অনুপস্থিত।
কাজদেহের কাঠামো গঠন, আকৃতি দান, ভারবহন প্রভৃতি। রক্তকোশ উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে।দেহের আকৃতি দান, ঋজুতা প্রদান, অঙ্গপ্রত্যঙ্গের দৃঢ়তা প্রদান।

ঐচ্ছিক বা সরেখ, অনৈচ্ছিক বা অরেখ ও হৃৎপেশির মধ্যে পার্থক্য লেখো।

ঐচ্ছিক বা সরেখ, অনৈচ্ছিক বা অরেখ ও হৃৎপেশির মধ্যে পার্থক্য –

বিষয়ঐচ্ছিক পেশিঅনৈচ্ছিক পেশিহৃৎপেশি
অবস্থানঅস্থি সংলগ্ন স্থানে।দেহের আন্তরযন্ত্রে। যেমন – পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, রক্তবাহ।হৃৎপিণ্ড।
পেশিতন্তুর আকারলম্বা ও বেলনাকার, শাখাবিহীন।লম্বা ও মাকুর মতো, শাখাবিহীন।ক্ষুদ্র ও চ্যাপটা, শাখাযুক্ত।
সংকোচনব্যক্তির ইচ্ছাধীন।ব্যক্তির ইচ্ছাধীন নয়।ব্যক্তির ইচ্ছাধীন নয়।
সারকোলেমাবর্তমান।অস্পষ্ট।অস্পষ্ট ও অসম্পূর্ণ।
নিউক্লিয়াসসারকোলেমার নীচে একাধিক।কেন্দ্রস্থলে একটি।কেন্দ্রস্থলে একটি।
ইন্টারক্যালেটেড ডিস্কঅনুপস্থিত।অনুপস্থিত।উপস্থিত।
অনুপ্রস্থ রেখাএকান্তরভাবে উপস্থিত।অনুপস্থিত।উপস্থিত।
নিঃসাড়কালস্বল্পস্থায়ী।দীর্ঘস্থায়ী।ক্ষণস্থায়ী।

পেশিকলা (Muscular Tissue) ও স্নায়ুকলার (Nervous Tissue) মধ্যে পার্থক্য লেখো।

পেশিকলা (Muscular Tissue) ও স্নায়ুকলার (Nervous Tissue) মধ্যে পার্থক্য –

বিষয়পেশিকলাস্নায়ুকলা
গঠনগত ও কার্যগত এককপেশিকোশ।স্নায়ুকোশ বা নিউরোন।
আবরণসারকোলেমা।নিউরোলেমা।
নিউক্লিয়াসএক বা একাধিক নিউক্লিয়াসযুক্ত হয়।একটিমাত্র নিউক্লিয়াসযুক্ত হয়।
তন্তুমায়োফাইব্রিলস।নিউরোফাইব্রিলস।
কাজসংকোচন-প্রসারণের মাধ্যমে প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন ও গমনে সাহায্য করে।স্নায়ুউদ্দীপনা গ্রহণ, পরিবহণ ও পেশি এবং গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে।

অ্যাক্সন (Axon) ও ডেনড্রনের (Dendron) মধ্যে পার্থক্য লেখো।

অ্যাক্সন (Axon) ও ডেনড্রনের (Dendron) মধ্যে পার্থক্য –

বিষয়অ্যাক্সনডেনড্রন
প্রকৃতিচেষ্টীয় প্রবর্ধক অর্থাৎ, অন্য স্নায়ুকোশে উদ্দীপনা পরিবহণ করে।সংজ্ঞাবহ প্রবর্ধক অর্থাৎ, অন্য স্নায়ুকোশ থেকে উদ্দীপনা গ্রহণ করে।
সংখ্যাএকটি।একাধিক।
আকারদীর্ঘাকার।স্বল্প দৈর্ঘ্যের।
মায়োলিন আবরণীউপস্থিত।অনুপস্থিত।
প্রোটোপ্লাজমীয় অংশঅ্যাক্সোপ্লাজম বর্তমান।অনুপস্থিত।
সোয়ান কোশপরিলক্ষিত হয়।পরিলক্ষিত হয় না।
নিজল দানাবর্তমান।অনুপস্থিত।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কলা’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-সালোকসংশ্লেষ-নবম শ্রেণী-জীবনবিজ্ঞান

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-সালোকসংশ্লেষ-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – টীকা

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-সালোকসংশ্লেষ-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – সালোকসংশ্লেষ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর