নবম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য – জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য – একটি বাক্যে উত্তর দাও

Rahul

নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়ে জীবনের মৌলিক বৈশিষ্ট্য এবং জীবনের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের মৌলিক বৈশিষ্ট্যগুলি বুঝতে পারবে এবং জীবনের বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে।

Table of Contents

নবম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য

নবম শ্রেণীতে জীবন বিজ্ঞান পাঠে শিক্ষার্থীদেরকে জীবনের বৈচিত্র্য এবং এর মূল বৈশিষ্ট্যগুলির সারাংশ প্রদান করতে, তাদেরকে একটি বাক্যে তাদের ধারণা প্রকাশ করতে উৎসাহিত করা হয়েছে। এই একক বাক্যের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের প্রধান এবং মূল বৈশিষ্ট্যগুলির উপর মনোনিবেশ করতে এবং তাদের বৈজ্ঞানিক চিন্তা ও মতামত সংরক্ষণ করতে উৎসাহিত হয়।

জীবের দেহগঠনকারী সংগঠনের নাম কী?

জীবের দেহগঠনকারী সংগঠন হল কোশ।

জীবনের ভৌত ভিত্তি কী?

জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।

জীব ও জড়ের মধ্যে প্রধান পার্থক্য কোনটি?

জীবে জীবন উপস্থিত, জড়ে জীবন অনুপস্থিত।

জীবন কী?

জীবের কতগুলি নির্দিষ্ট বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যের সমষ্টিকে জীবন বলে।

চারাগাছের বিটপ অংশ আলোকিত জানলার দিকে বেঁকে যাওয়া জীবনের কোন্ ধর্মকে নির্দেশ করে?

চারাগাছের বিটপ অংশ আলোকিত জানলার দিকে বেঁকে যাওয়া জীবনের উত্তেজিতা-কে নির্দেশ করে।

জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? 

পৃথিবীতে সমস্ত জীবের বিজ্ঞানসম্মত ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলা হয়।

কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রতিটি জীব আপন সত্তাবিশিষ্ট অপত্যের জন্ম দেয়?

জনন প্রক্রিয়ায় আপন সত্তাবিশিষ্ট অপত্যের জন্ম হয়।

কোন্ কাজের ফলে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়?

উপচিতি বিপাকের ফলে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়।

সবুজ উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হওয়া জীবের কোন প্রকার বৈশিষ্ট্যকে নির্দেশ করে?

সবুজ উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হওয়া জীবের বিপাক প্রক্রিয়াকে নির্দেশ করে।

উদ্ভিদদেহে ঘটে এমন একটি উদাহরণ দাও যেখানে একই সঙ্গে জীবের উত্তেজিতা ও চলন ঘটে।

জীবে একই সঙ্গে উত্তেজিতা ও চলন ঘটে এমন একটি উদাহরণ হল- কোনো উদ্ভিদের আলোর উৎসের দিকে বেঁকে যাওয়া।

উদ্ভিদদেহে পরিস্ফুরণের কোন্ মাত্রা অনুপস্থিত?

অঙ্গ ও তন্ত্র উদ্ভিদদেহে অনুপস্থিত।

শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে?

শ্বসন প্রক্রিয়া ঘটে সজীব কোশের অভ্যন্তরে।

মিউটেশন (Mutation) কী?

জিনের আকস্মিক ও বংশানুক্রমে সঞ্চারিত স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে।

কোন্ প্রক্রিয়া দ্বারা পৃথিবীতে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়?

পৃথিবীতে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় অভিব্যক্তি প্রক্রিয়ার দ্বারা।

পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের গঠনগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তনকে কী বলে?

পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের গঠনগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে।

জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কী বলা হয়?

জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে স্থিতিকাল বলা হয়।

আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত দুটি গ্যাসীয় উপাদানের নাম লেখো।

আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত দুটি গ্যাসীয় উপাদানের নাম হল- মিথেন (CH4) ও অ্যামোনিয়া (NH3)।

অ্যাবায়োজেনেসিস কাকে বলে?

নির্জীব বস্তু থেকে জীবন সৃষ্টির ঘটনাকে অ্যাবায়োজেনেসিস বলে।

বায়োজেনেসিস কী?

পূর্ববর্তী জীবন থেকে জীবন উৎপত্তির ঘটনাকে বায়োজেনেসিস বলে।

মিলার ও উরের পরীক্ষার কোন পদার্থ উৎপাদিত হয়েছিল?

মিলার ও উরের পরীক্ষায় প্রোটিন উৎপাদিত হয়েছিল।

ইউক্যারিওট ও প্রোক্যারিওটের মধ্যে কোন্টির আগে উৎপত্তি ঘটেছিল?

প্রোক্যারিওট-এর উৎপত্তি আগে ঘটেছিল।

প্রোটোপ্লাজম গঠনের জন্য বাতাসের কোন উপাদানটি একান্ত প্রয়োজন?

প্রোটোপ্লাজম গঠনের জন্য বাতাসের নাইট্রোজেন একান্ত প্রয়োজন।

সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?

সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল আনুমানিক 5000°- 6000°C

প্রাচীন জিনের বৈশিষ্ট্য কী?

প্রাচীন জিন নগ্ন প্রকৃতির ছিল এবং এই জিনের রেপ্লিকেশন, ট্রান্সলেশন পদ্ধতিসমূহ ত্রুটিযুক্ত ছিল।

নগ্ন জিন (Naked gene) কী?

আদি পৃথিবীতে সৃষ্ট কোয়াসারভেটের মধ্যে প্রোটিনবিহীন রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA) – কেই নগ্ন জিন বলা হয়।

নিউক্লিওপ্রোটিনের উৎপত্তি কীভাবে ঘটেছিল?

নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনয়েড অণুর সংমিশ্রণে নিউক্লিওপ্রোটিনের উৎপত্তি ঘটেছিল।

দুটি আদি নিউক্লিওপ্রোটিনের নাম লেখো।

দুটি আদি নিউক্লিওপ্রোটিন হল প্রোটোরাইবোজোম ও প্রোটোভাইরাস।

প্রোটোভাইরাস (Protovirus) কী?

আদি পৃথিবীতে কিছু কিছু আদি নিউক্লিওপ্রোটিন মিলিত হয়ে যে বৃহৎ নিউক্লিওপ্রোটিনয়েড একক সৃষ্টি করে, তাকে প্রোটোভাইরাস (Protovirus) বলে।

বায়োপোয়েসিস কাকে বলে?

জীবন সৃষ্টির পদ্ধতিকে বায়োপোয়েসিস বলে।

হট ডাইলুট স্যুপ কথাটির প্রবক্তা কে?

হট ডাইলুট স্যুপ কথাটির প্রবক্তা হলেন বিজ্ঞানী হ্যালডেন।

প্রাইমরডিয়াল স্যুপ কাকে বলে?

বিজ্ঞানী হ্যালডেন যে তরলকে হট ডাইলুট স্যুপ বলে আখ্যা দিয়েছেন তারই অপর নাম প্রাইমরডিয়াল স্যুপ।

বর্তমানে জীবনের উৎপত্তি সম্ভব নয় কেন?

বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের উপস্থিতির জন্য বর্তমানে জীবনের উৎপত্তি সম্ভব নয়।

এককোশী ও বহুকোশী জীবের কাজের মধ্যে প্রধান পার্থক্য কী?

এককোশী জীবে শ্রমবিভাজন পরিলক্ষিত হয় না, কিন্তু বহুকোশী জীবে শ্রমবিভাজন উপস্থিত।

ক্রায়োসংরক্ষণ (Cryopreservation) কাকে বলে?

-196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়োসংরক্ষণ বলে।

জিনগত জীববৈচিত্র্যের কারণ কী?

জিন বা ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন বা মিউটেশন।

প্রাকৃতিক বিপর্যয়বাদের প্রবক্তা কে?

প্রাকৃতিক বিপর্যয়বাদের প্রবক্তা হলেন প্রত্নতত্ত্ববিদ ক্যুভিয়র।

নবম শ্রেণীতে জীবন বিজ্ঞান পাঠে জীবনের বৈচিত্র্য এবং এর মূল বৈশিষ্ট্যগুলির উপর মনোনিবেশ করতে, একটি বাক্যে উত্তর দিতে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয়েছে। এই সংক্ষেপ উত্তরের মাধ্যমে তারা জীবনের মৌলিক বৈশিষ্ট্যগুলি সহজে অধিকার করতে সক্ষম হয়েছে এবং তাদের বৈজ্ঞানিক চিন্তা এবং মতামত বৃদ্ধি করতে উৎসাহিত হয়েছে।

এই অধ্যায়টি শিক্ষার্থীদের জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানতে সহায়তা করে। এই ধারণাগুলি শিক্ষার্থীদের জীববিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি বুঝতে সহায়তা করে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Tom Loses a Tooth

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

The North Ship

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer