এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর অন্তর্গত ‘জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
প্রতিটি সজীব বস্তুর থাকে –
- মস্তিষ্ক
- বিশেষ শ্বাসঅঙ্গ
- উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা
- সৌরশক্তি আবদ্ধকরণ ক্ষমতা
উত্তর – 3. উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা
প্রাণ আছে –
- চকের টুকরো
- কাঠ
- পাথর
- ব্যাকটেরিয়াতে
উত্তর – 4. ব্যাকটেরিয়াতে
কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? –
- অভিযোজন
- উত্তেজিতা
- ক্ষয়
- প্রজনন
উত্তর – 3. ক্ষয়
সজীব বস্তুর বৈশিষ্ট্য নয় –
- বহিঃসংযোজন
- রেচন
- জনন
- অভিযোজন
উত্তর – 1. বহিঃসংযোজন
প্রতিটি জীবের দেহ এক বা একাধিক –
- কোশ দ্বারা গঠিত
- কলা দ্বারা গঠিত
- অঙ্গ দ্বারা গঠিত
- তন্ত্র দ্বারা গঠিত
উত্তর – 1. কোশ দ্বারা গঠিত
প্রোটোপ্লাজমকে ‘জীবনের ভৌতভিত্তি’ রূপে অভিহিত করেন –
- ওপারিন
- মিলার
- অ্যারিস্টট্ল
- হাক্সলে
উত্তর – 4. হাক্সলে
জীবের দেহ সংগঠনের অন্তর্গত নয় –
- কলাতন্ত্র
- পেশিতন্ত্র
- জননতন্ত্র
- বাস্তুতন্ত্র
উত্তর – 4. বাস্তুতন্ত্র
প্রাণী পুষ্টির পর্যায় নয় –
- খাদ্য পরিপাক
- আত্তীকরণ
- খাদ্য সংশ্লেষ
- বহিষ্করণ
উত্তর – 3. খাদ্য সংশ্লেষ
জীবকোশের অভ্যন্তরে অবিরত সংঘটিত রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বলা হয় –
- পরিপাক
- বিপাক
- উপচিতি
- অপচিতি
উত্তর – 2. বিপাক
___ জীবের শুষ্ক ওজন বৃদ্ধি করে।
- উত্তেজিতা
- শ্বসন
- উপচিতি বিপাক
- অপচিতি বিপাক
উত্তর – 3. উপচিতি বিপাক
ক্রেবস চক্র একপ্রকার –
- উপচিতি বিপাক
- অপচিতি বিপাক
- সমচিতি বিপাক
- গঠনমূলক বিপাক
উত্তর – 3. সমচিতি বিপাক
উপচিতি বিপাক অপচিতি বিপাক অপেক্ষা বেশি হলে জীবের –
- ক্ষয় হয়
- বৃদ্ধি হয়
- ভাঙন হয়
- মৃত্যু হয়
উত্তর – 2. বৃদ্ধি হয়
শ্বসনে জীবকোশের শুষ্ক ওজন –
- হ্রাস পায়
- বৃদ্ধি পায়
- একই থাকে
- প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়
উত্তর – 1. হ্রাস পায়
প্রায় কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল? –
- 5.6 বিলিয়ন
- 4.6 বিলিয়ন
- 3.6 বিলিয়ন
- 6 বিলিয়ন
উত্তর – 2. 4.6 বিলিয়ন
‘জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে’ -এই সিদ্ধান্তটি বলেছেন –
- অ্যারিস্টট্ল
- ওপারিন
- মরগ্যান
- লুই পাস্তুর
উত্তর – 4. লুই পাস্তুর
কোয়াসারভেট মডেলটি আবিষ্কার করেন –
- হ্যালডেন
- ওপারিন
- ফক্স
- মিলার
উত্তর – 2. ওপারিন
মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক হলেন –
- ফক্স
- স্ট্যানলি
- উরে
- ওপারিন
উত্তর – 1. ফক্স
মাইক্রোস্ফিয়ার হল –
- ফ্যাটি অ্যাসিড
- প্রোটিনয়েড
- গ্লিসারল
- শর্করার একত্রীভূত রূপ
উত্তর – 2. প্রোটিনয়েড
জীবনের উৎপত্তির রাসায়নিক বিবর্তনের শেষে সৃষ্টি হয়েছিল –
- প্রোটোবায়োন্ট
- কোয়াসারভেট
- প্রোটোভাইরাস
- ভাইরাস
উত্তর – 1. প্রোটোবায়োন্ট
কোয়াসারভেট হল –
- শর্করা গঠন
- কোলয়েড গঠন
- আদিতম কোশ
- অ্যামিনো অ্যাসিড দানা
উত্তর – 2. কোলয়েড গঠন
আদিকোশ বা প্রোটোসেল কোন্ গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়? –
- RNA
- ভাইরাস
- কোয়াসারভেট
- ব্যাকটেরিয়া থেকে
উত্তর – 1. RAN
পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল যার দ্বারা তা হল –
- সবুজ উদ্ভিদ
- সায়ানোব্যাকটেরিয়া
- ব্যাকটেরিয়া
- শৈবাল
উত্তর – 2. সায়ানোব্যাকটেরিয়া
প্রায় কত বছর আগে প্রকৃতিতে অক্সিজেনের আবির্ভাব ঘটে –
- 1 বিলিয়ন
- 6 বিলিয়ন
- 3.4 বিলিয়ন
- 4.6 বিলিয়ন
উত্তর – 3. 3.4 বিলিয়ন
পৃথিবীতে ইউক্যারিওটিক কোশের আবির্ভাব ঘটে –
- 1.5 বিলিয়ন বছর আগে
- 2.5 বিলিয়ন বছর আগে
- 1 বিলিয়ন বছর আগে
- 2 বিলিয়ন বছর আগে
উত্তর – 3. 1 বিলিয়ন বছর আগে
‘Biodiversity’ শব্দটি প্রবর্তন করেন –
- ডারউইন
- ওপারিন
- হ্যালডেন
- রোজেন
উত্তর – 4. রোজেন
জীববৈচিত্র্যের প্রধান কারণ হল –
- জিনের পরিব্যক্তি
- অভিযোজন
- প্রাকৃতিক নির্বাচন
- অভিব্যক্তি
উত্তর – 1. জিনের পরিব্যক্তি
জীববৈচিত্র্য বলতে বোঝায় –
- জিনগত বৈচিত্র্য
- বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
- প্রজাতিগত বৈচিত্র্য
- সবকটিই
উত্তর – 4. সবকটিই
কোনটি প্রকরণ সৃষ্টির কারণ হয়? –
- ক্রসিং ওভার
- মাইটোসিস
- অঙ্গজ জনন
- মিউটেশন
উত্তর – 1. ক্রসিং ওভার
পৃথিবীতে বর্তমানে জ্ঞাত জীবপ্রজাতির সংখ্যা –
- 1.2 মিলিয়ন
- 1.7 মিলিয়ন
- 1.8 মিলিয়ন
- 1.7-1.8 মিলিয়ন
উত্তর – 4. 1.7-1.8 মিলিয়ন
বর্তমানে পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা হল –
- 10 মিলিয়ন
- 20 মিলিয়ন
- 30 মিলিয়ন
- 40 মিলিয়ন
উত্তর – 3. 30 মিলিয়ন
কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে বলা হয় –
- প্রজাতি বৈচিত্র্য
- বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
- আলফা বৈচিত্র্য
- জিনগত বৈচিত্র্য
উত্তর – 1. প্রজাতি বৈচিত্র্য
পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে বড়ো ভাণ্ডার হল –
- ক্রান্তীয় বর্ষাঅরণ্য
- গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য
- সাভানা
- সুন্দরবন
উত্তর – 1. ক্রান্তীয় বর্ষাঅরণ্য
জীববৈচিত্র্য অবলুপ্তির প্রধান কারণ হল –
- পরিবেশ দূষণ
- খাদ্যাভাব
- সংরক্ষণের অভাব
- সবকটিই
উত্তর – 4. সবকটিই
দু-একটি শব্দে উত্তর দাও
জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ক্ষমতাকে কী বলে?
জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ক্ষমতাকে গমন বলে।
চলন ও গমনের মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য?
চলন ও গমনের মধ্যে চলন উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য।
উৎসেচক, মকরন্দ, দুগ্ধ প্রভৃতি পদার্থকে কী জাতীয় পদার্থ বলা হয়?
উৎসেচক, মকরন্দ, দুগ্ধ প্রভৃতি পদার্থকে ক্ষরণ জাতীয় পদার্থ বলা হয়।
জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কী বলা হয়?
জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে জীবনচক্র বলা হয়।
জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে?
জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে।
কোন্ যুগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয়?
প্রোটেরোজোইক যুগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয়।
পৃথিবীতে সর্বপ্রথম কোন্ প্রকার জীব সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়?
পৃথিবীতে সর্বপ্রথম নীলাভ-সবুজ শৈবাল জীব সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়।
জৈব অভিব্যক্তিবাদের জনক কে?
জৈব অভিব্যক্তিবাদের জনক হলেন অ্যারিস্টট্ল।
কোয়াসারভেটে বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম লেখো।
কোয়াসারভেটে বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম নগ্ন রাইবোনিউক্লিক অ্যাসিড (নগ্ন RNA)।
আদিকোশ বা প্রোটোসেল কোন্ কোন্ অংশের সমষ্টি?
আদিকোশ বা প্রোটোসেল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড (RNA) অংশের সমষ্টি।
আদি পৃথিবীতে সৃষ্ট দুটি প্রোটোবায়োন্টের নাম লেখো।
আদি পৃথিবীতে সৃষ্ট দুটি প্রোটোবায়োন্টের নাম কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার।
আধুনিক মানুষের উৎপত্তি কোন্ যুগে হয়?
আধুনিক মানুষের উৎপত্তি হয় সিনোজোইক যুগে।
প্রাথমিক কোশের জেনেটিক বস্তু কী ছিল?
প্রাথমিক কোশের জেনেটিক বস্তু ছিল RNA।
কোন্ প্রোক্যারিওট পৃথিবীতে মুক্ত গ্যাসীয় অক্সিজেনের আবির্ভাবের জন্য দায়ী?
সায়ানোব্যাকটেরিয়া প্রোক্যারিওট পৃথিবীতে মুক্ত গ্যাসীয় অক্সিজেনের আবির্ভাবের জন্য দায়ী।
সবচেয়ে বেশি প্রজাতি কোন্ গোষ্ঠীর প্রাণীদের?
সবচেয়ে বেশি প্রজাতি পতঙ্গ শ্রেণির প্রাণীদের (60,000)।
ভারতে Biodiversity Act কবে চালু হয়?
ভারতে Biodiversity Act চালু হয় 1992 খ্রিস্টাব্দে।
‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ রূপে কোন্ দিনটিকে পালন করা হয়?
29 ডিসেম্বর দিনটিকে ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ রূপে পালন করা হয়।
পৃথিবীতে কোন্ গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়?
পৃথিবীতে আমাজনের বর্ষাঅরণ্যে গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়।
ভারতে আনুমানিক কত উদ্ভিদ প্রজাতি বর্তমান?
ভারতে প্রায় 45,000 উদ্ভিদ প্রজাতি বর্তমান।
বর্তমানে পৃথিবীতে মেগাডাইভারসিটি দেশের সংখ্যা কত?
বর্তমানে পৃথিবীতে মেগাডাইভারসিটি দেশের সংখ্যা 17টি।
সবথেকে সমৃদ্ধ জীববৈচিত্র্যযুক্ত জলজ বাস্তুতন্ত্রের নাম লেখো।
সবথেকে সমৃদ্ধ জীববৈচিত্র্যযুক্ত জলজ বাস্তুতন্ত্রের নাম প্রবাল দ্বীপ (Coral reef)।
কোন্ বিজ্ঞানী স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদকে বাতিল করেন?
লুই পাস্তুর স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদকে বাতিল করেন।
জীবের নিজস্ব পরিবেশের জীববৈচিত্র্যের সংরক্ষণকে কী বলা হয়?
জীবের নিজস্ব পরিবেশের জীববৈচিত্র্যের সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলা হয়।
জীবের দেহগঠনকারী সংগঠনের নাম কী?
জীবের দেহগঠনকারী সংগঠন হল কোশ।
জীবনের ভৌত ভিত্তি কী?
জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।
জীব ও জড়ের মধ্যে প্রধান পার্থক্য কোনটি?
জীবে জীবন উপস্থিত, জড়ে জীবন অনুপস্থিত।
জীবন কী?
জীবের কতগুলি নির্দিষ্ট বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যের সমষ্টিকে জীবন বলে।
চারাগাছের বিটপ অংশ আলোকিত জানলার দিকে বেঁকে যাওয়া জীবনের কোন্ ধর্মকে নির্দেশ করে?
চারাগাছের বিটপ অংশ আলোকিত জানলার দিকে বেঁকে যাওয়া জীবনের উত্তেজিতাকে নির্দেশ করে।
জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে?
পৃথিবীতে সমস্ত জীবের বিজ্ঞানসম্মত ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলা হয়।
কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রতিটি জীব আপন সত্তাবিশিষ্ট অপত্যের জন্ম দেয়?
জনন প্রক্রিয়ায় আপন সত্তাবিশিষ্ট অপত্যের জন্ম হয়।
কোন্ কাজের ফলে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়?
উপচিতি বিপাকের ফলে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়।
সবুজ উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হওয়া জীবের কোন্ প্রকার বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
সবুজ উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হওয়া জীবের বিপাক প্রক্রিয়াকে নির্দেশ করে।
উদ্ভিদদেহে ঘটে এমন একটি উদাহরণ দাও যেখানে একই সঙ্গে জীবের উত্তেজিতা ও চলন ঘটে।
জীবে একই সঙ্গে উত্তেজিতা ও চলন ঘটে এমন একটি উদাহরণ হল – কোনো উদ্ভিদের আলোর উৎসের দিকে বেঁকে যাওয়া।
উদ্ভিদদেহে পরিস্ফুরণের কোন্ মাত্রা অনুপস্থিত?
অঙ্গ ও তন্ত্র উদ্ভিদদেহে অনুপস্থিত।
শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে?
শ্বসন প্রক্রিয়া ঘটে সজীব কোশের অভ্যন্তরে।
মিউটেশন (Mutation) কী?
জিনের আকস্মিক ও বংশানুক্রমে সঞ্চারিত স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে।
কোন্ প্রক্রিয়া দ্বারা পৃথিবীতে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়?
পৃথিবীতে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় অভিব্যক্তি প্রক্রিয়ার দ্বারা।
পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের গঠনগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তনকে কী বলে?
পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের গঠনগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে।
জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কী বলা হয়?
জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে স্থিতিকাল বলা হয়।
আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত দুটি গ্যাসীয় উপাদানের নাম লেখো।
আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত দুটি গ্যাসীয় উপাদানের নাম হল – মিথেন (CH4) ও অ্যামোনিয়া (NH3)।
অ্যাবায়োজেনেসিস কাকে বলে?
নির্জীব বস্তু থেকে জীবন সৃষ্টির ঘটনাকে অ্যাবায়োজেনেসিস বলে।
বায়োজেনেসিস কী?
পূর্ববর্তী জীবন থেকে জীবন উৎপত্তির ঘটনাকে বায়োজেনেসিস বলে।
মিলার ও উরের পরীক্ষার কোন্ পদার্থ উৎপাদিত হয়েছিল?
মিলার ও উরের পরীক্ষায় প্রোটিন উৎপাদিত হয়েছিল।
ইউক্যারিওট ও প্রোক্যারিওটের মধ্যে কোনটির আগে উৎপত্তি ঘটেছিল?
প্রোক্যারিওট -এর উৎপত্তি আগে ঘটেছিল।
প্রোটোপ্লাজম গঠনের জন্য বাতাসের কোন্ উপাদানটি একান্ত প্রয়োজন?
প্রোটোপ্লাজম গঠনের জন্য বাতাসের নাইট্রোজেন একান্ত প্রয়োজন।
সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?
সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল আনুমানিক 5000°-6000°C।
প্রাচীন জিনের বৈশিষ্ট্য কী?
প্রাচীন জিন নগ্ন প্রকৃতির ছিল এবং এই জিনের রেপ্লিকেশন, ট্রান্সলেশন পদ্ধতিসমূহ ত্রুটিযুক্ত ছিল।
নগ্ন জিন (Naked gene) কী?
আদি পৃথিবীতে সৃষ্ট কোয়াসারভেটের মধ্যে প্রোটিনবিহীন রাইবোনিউক্লিক অ্যাসিড (RNA) কেই নগ্ন জিন বলা হয়।
নিউক্লিওপ্রোটিনের উৎপত্তি কীভাবে ঘটেছিল?
নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনয়েড অণুর সংমিশ্রণে নিউক্লিওপ্রোটিনের উৎপত্তি ঘটেছিল।
দুটি আদি নিউক্লিওপ্রোটিনের নাম লেখো।
দুটি আদি নিউক্লিওপ্রোটিন হল প্রোটোরাইবোজোম ও প্রোটোভাইরাস।
প্রোটোভাইরাস (Protovirus) কী?
আদি পৃথিবীতে কিছু কিছু আদি নিউক্লিওপ্রোটিন মিলিত হয়ে যে বৃহৎ নিউক্লিওপ্রোটিনয়েড একক সৃষ্টি করে, তাকে প্রোটোভাইরাস (Protovirus) বলে।
বায়োপোয়েসিস কাকে বলে?
জীবন সৃষ্টির পদ্ধতিকে বায়োপোয়েসিস বলে।
‘হট ডাইলুট স্যুপ’ কথাটির প্রবক্তা কে?
হট ডাইলুট স্যুপ কথাটির প্রবক্তা হলেন বিজ্ঞানী হ্যালডেন।
‘প্রাইমরডিয়াল স্যুপ’ কাকে বলে?
বিজ্ঞানী হ্যালডেন যে তরলকে ‘হট ডাইলুট স্যুপ’ বলে আখ্যা দিয়েছেন তারই অপর নাম প্রাইমরডিয়াল স্যুপ।
বর্তমানে জীবনের উৎপত্তি সম্ভব নয় কেন?
বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের উপস্থিতির জন্য বর্তমানে জীবনের উৎপত্তি সম্ভব নয়।
এককোশী ও বহুকোশী জীবের কাজের মধ্যে প্রধান পার্থক্য কী?
এককোশী জীবে শ্রমবিভাজন পরিলক্ষিত হয় না, কিন্তু বহুকোশী জীবে শ্রমবিভাজন উপস্থিত।
ক্রায়োসংরক্ষণ (Cryopreservation) কাকে বলে?
-196° সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়োসংরক্ষণ বলে।
জিনগত জীববৈচিত্র্যের কারণ কী?
জিন বা ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন বা মিউটেশন।
প্রাকৃতিক বিপর্যয়বাদের প্রবক্তা কে?
প্রাকৃতিক বিপর্যয়বাদের প্রবক্তা হলেন প্রত্নতত্ত্ববিদ ক্যুভিয়র।
অন্তঃসংযোজন ও বহিঃসংযোজন বলতে কী বোঝো?
অন্তঃসংযোজন (Intus-susception) – জীবকোশে অপচিতি বিপাকের তুলনায় উপচিতি বিপাক বেশি হলে প্রোটোপ্লাজমের আয়তনের বৃদ্ধি ঘটে। এর ফলে কোশের বিভাজন ঘটে ও জীবদেহ আকারে ও আয়তনে বৃদ্ধি পায়। জীবদেহের অভ্যন্তরীণ সংশ্লেষের ওপর নির্ভরশীল এইরূপ বৃদ্ধিকে অন্তঃসংযোজন বলে।
বহিঃসংযোজন (Accretion) – জড় বস্তুর ক্ষেত্রে সমজাতীয় বস্তুর বাহ্যিক সংযোজনের ভিত্তিতে আকার ও আয়তনের বৃদ্ধিকে বহিঃসংযোজন বলে। যেমন – একটি তুঁতের কেলাসকে ঘন তুঁতের দ্রবণে রাখলে কেলাসটির আকার ও আয়তনের বৃদ্ধি ঘটে।
এক্সোবায়োলজি কী?
এক্সোবায়োলজি (Exobiology) – পৃথিবী বহির্ভূত জীব সংক্রান্ত জীববিদ্যাকে বলা হয় এক্সোবায়োলজি। 1996 খ্রিস্টাব্দে আগস্ট মাসে NASA (National Aeronautics and Space Administration) উল্কাপাতের (meteorite) ওপর একটি পরীক্ষা (Allan Hills – 84,001) করেছিল। এই উল্কাপাতটি দক্ষিণমেরুতে আছড়ে পড়েছিল। উল্কার পাথরে জটিল সুগন্ধি হাইড্রোকার্বনের (Polycyclic aromatic hydrocarbon) সন্ধান মিলেছে। মনে করা হয়, এইপ্রকার যৌগ জৈবিকভাবে ক্রিয়াশীল ছিল। সুতরাং, বিজ্ঞানীরা অনুমান করছেন পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহেও (যেমন – মঙ্গল গ্রহ) জীবনের উৎপত্তি ঘটেছিল।
হটস্পট কাকে বলে?
পৃথিবীর যে-সমস্ত স্থান অত্যন্ত বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং বর্তমানে ওই জীববৈচিত্র্য বিপন্ন বা অবলুপ্ত হতে চলেছে তাদের ‘হটস্পট’ (Hot Spot) রূপে অভিহিত করা হয়। বিজ্ঞানী Norman Myers (1988) প্রথম ‘হটস্পট’ শব্দটি ব্যবহার করেন। যেমন – ভারতের পশ্চিমঘাট পর্বতমালা ‘হটস্পট’ রূপে চিহ্নিত হয়েছে।
স্ট্রোমালাইট কী?
প্রাচীন সালফার ব্যাকটেরিয়া ও খনিজের জীবাশ্মকে স্ট্রোমালাইট বলে।
দেহকোশীয় ভেদ (Stomatogenic variation) কী?
এই ধরনের ভেদ কেবলমাত্র দেহকোশে পরিলক্ষিত হয়। বংশগত সঞ্চারণে বা অভিযোজনে কোনো ভূমিকা পালন করে না। ফলে জৈব বৈচিত্র্যের কারণ হিসেবে দেহকোশীয় ভেদে পরিবর্তন হয় না।
জননকোশীয় ভেদ (Blastogenic variation) কী?
এই ধরনের প্রকরণ জননকোশে দেখা যায়। এই প্রকরণ এক জনু থেকে পরবর্তী জনুতে স্থানান্তরিত হয়, নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটায়, যা অভিযোজনের পথকে সুদৃঢ় করে। ফলে এটি জীববৈচিত্র্যের একটি প্রধান কারণ হিসেবে কাজ করে।
মৌলের স্তরীভবন বলতে কী বোঝো?
মৌলের স্তরীভবন সম্পর্কিত কিছু তথ্য – মৌলের স্তরীভবনে মৌলগুলির অবস্থান মৌলগুলির ভরের উপর নির্ভর করে। যেমন – লোহা (Fe), নিকেল (Ni) প্রভৃতি ভারী ধাতু পৃথিবীর কেন্দ্রে বিন্যস্ত হয়। সিলিকন (Si), অ্যালুমিনিয়াম (AI), সালফার (S) প্রভৃতি তুলনামূলকভাবে হালকা মৌলগুলি, পৃথিবীর মধ্যস্তরে সঞ্চিত হয়। অনেক হালকা মৌলগুলি, যেমন – কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) প্রভৃতি পৃথিবীর বাইরের পৃষ্ঠে জমা হয় এবং পৃথিবীতে আবহাওয়া সৃষ্টি করে।
জীবনের উদ্ভব ও বংশগতির ধারক হিসেবে কার্বন পরমাণু ও DNA -এর ভূমিকা কী?
পৃথিবীতে জীবনের উদ্ভব ঘটেছে কার্বন পরমাণু থেকে। একটি ক্ষুদ্র বস্তুর মধ্যেও কার্বন পরমাণুর শৃঙ্খল দেখা যায়। কিছু কার্বন পরমাণু শৃঙ্খলাবদ্ধ হয়ে DNA গঠন করে যা সমস্ত জীবে বর্তমান এবং এর মধ্যে উপস্থিত জিন ‘বংশগতির ধারক ও বাহক’।
সপুষ্পক উদ্ভিদের উৎপত্তি কোন যুগে হয়েছিল?
সপুষ্পক উদ্ভিদের উৎপত্তি হয়েছিল জুরাসিক কালে।
মেগাডাইভার্সিটি কান্ট্রি (Megadiversity Country) বলতে কী বোঝায়? পৃথিবীর মোট জীবপ্রজাতির 70% যেসব দেশে রয়েছে, সেগুলোর মধ্যে চারটির নাম লেখো।
পৃথিবীর যাবতীয় জীবপ্রজাতির 70% থাকে মাত্র 12টি দেশে। এগুলি হল অতিবৈচিত্র্যশালী দেশ বা Megadiversity Country। যেমন – ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল।
তোমার হাত ও পায়ের নখ এবং মাথার চুল কীভাবে বৃদ্ধি পায়? নখ ও চুলের দৈর্ঘ্য বৃদ্ধির পেছনে কোন কোশগুলোর ভূমিকা রয়েছে?
তোমার হাত ও পায়ের নখ এবং মাথার চুলের বৃদ্ধি ঘটে তাদের গোড়া থেকে। নখের এবং চুলের গোড়ায় যে কোশ আছে সেগুলোর কার্যকারিতার ফলেই নখ ও চুলের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে।
সদ্য মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ (যেমন – বৃক্ক, যকৃৎ, কর্নিয়া) কিভাবে অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা সম্ভব?
সদ্যোমৃত ব্যক্তির বিভিন্ন আন্তর-যন্ত্র সক্রিয় থাকে। যেমন – বৃক্ক, যকৃৎ, চোখ (কর্নিয়া) প্রভৃতি। এগুলি প্রয়োজনীয় ব্যক্তির দেহে সফলভাবে প্রতিস্থাপন করা যায়।
পৃথিবীর মোট প্রাণীর কত শতাংশ এখনও আবিষ্কার করা বাকি আছে?
পৃথিবীতে যত প্রাণী আছে বিজ্ঞানীরা তার মধ্যে মাত্র 15 শতাংশ এখনো আবিষ্কার করতে পেরেছেন।
বর্তমান বাজারে প্রাপ্ত ওষুধের কত শতাংশ 120 প্রজাতির উদ্ভিদ থেকে তৈরি হয়?
এখন বাজারে যত ওষুধ পাওয়া যায় তার 25% 120 প্রজাতির উদ্ভিদ থেকে পাওয়া যায়।
নেবুলার প্রকল্প (Nebular hypothesis) অনুযায়ী পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছিল?
পৃথিবীর উৎপত্তি বিষয়ক নেবুলার প্রকল্প (Nebular hypothesis) অনুযায়ী কোনো এক মহাজাগতিক ধূলিকণার ঘনীভবনের মাধ্যমে আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়।
বিগ ব্যাং তত্ত্ব অনুসারে, অতিঘন থার্মোনিউক্লিয়ার বস্তু থেকে মহাবিশ্বের বিকাশের ধাপগুলো কী ছিল?
বিগ ব্যাং (Big Bang) তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় 15 বিলিয়ন বছর আগে বিরাট একখণ্ড অতিঘন মহাজাগতিক পদার্থ বা থার্মোনিউক্লিয়ার বস্তু বিগ ব্যাং -এর দ্বারা এই মহাবিশ্বের উৎপত্তি ঘটে। এটি ক্রমে প্রসারিত হতে হতে হঠাৎ কোনো বিস্ফোরণের দ্বারা খণ্ড-বিখণ্ড হয়ে যায় এবং প্রতি খণ্ড থেকে নক্ষত্রগুচ্ছ বা Galaxy তৈরি করে।
শূন্যস্থান পূরণ করো
বৃদ্ধি, প্রজনন, রেচন, শ্বসন, অভিযোজন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় সত্তাকে বলা হয় ___।
উত্তর – বৃদ্ধি, প্রজনন, রেচন, শ্বসন, অভিযোজন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় সত্তাকে বলা হয় জীবন।
___ কে জীবনের আধার বলা হয়।
উত্তর – প্রোটোপ্লাজম কে জীবনের আধার বলা হয়।
জীবের দেহ এক বা একাধিক ___ দ্বারা গঠিত।
উত্তর – জীবের দেহ এক বা একাধিক কোশ দ্বারা গঠিত।
জীবের জীবন ___ -এর সক্রিয়তার ওপর নির্ভর করে।
উত্তর – জীবের জীবন প্রোটোপ্লাজম -এর সক্রিয়তার ওপর নির্ভর করে।
এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে বলে ___।
উত্তর – এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে বলে চলন।
ক্ষরণ একপ্রকার ___ বিপাক।
উত্তর – ক্ষরণ একপ্রকার অপচিতি বিপাক।
জীবের প্রতিটি সজীব কোশে শ্বসন ___ ঘটে।
উত্তর – জীবের প্রতিটি সজীব কোশে শ্বসন আমৃত্যু ঘটে।
জীবের বৃদ্ধি ___ -এর মাধ্যমে ঘটে।
উত্তর – জীবের বৃদ্ধি অন্তঃসংযোজন -এর মাধ্যমে ঘটে।
বহুকোশী উদ্ভিদে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে ___ ঘটে।
উত্তর – বহুকোশী উদ্ভিদে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে সংবহন ঘটে।
জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যুর ধারাবাহিক পর্যায়গুলিকে তার ___ বলে।
উত্তর – জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যুর ধারাবাহিক পর্যায়গুলিকে তার জীবনচক্র বলে।
জীবনের ভিত্তি হল ___।
উত্তর – জীবনের ভিত্তি হল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড।
___ হল প্রথম কোশীয় জীব।
উত্তর – কোয়াসারভেট হল প্রথম কোশীয় জীব।
___ -এর আবির্ভাবের ফলে আদি পৃথিবীর বায়ুমণ্ডল জারণধর্মী হয়েছিল।
উত্তর – অক্সিজেন -এর আবির্ভাবের ফলে আদি পৃথিবীর বায়ুমণ্ডল জারণধর্মী হয়েছিল।
বিজ্ঞানী হ্যালডেনের মতে জৈবঅণু সমৃদ্ধ সমুদ্রের উত্তপ্ত জল হল ___।
উত্তর – বিজ্ঞানী হ্যালডেনের মতে জৈবঅণু সমৃদ্ধ সমুদ্রের উত্তপ্ত জল হল ‘হট ডাইলুট স্যুপ’।
___ -এর মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয়।
উত্তর – জৈববিবর্তন -এর মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয়।
পর্দাবৃত নিউক্লিক অ্যাসিডের সংগঠনকে বলা হয় ___।
উত্তর – পর্দাবৃত নিউক্লিক অ্যাসিডের সংগঠনকে বলা হয় প্রোটোসেল।
আদি মহাসমুদ্রে উৎপন্ন প্রথম জীবের প্রতিভূর নাম দেওয়া হয় আদিকোশ বা ___।
উত্তর – আদি মহাসমুদ্রে উৎপন্ন প্রথম জীবের প্রতিভূর নাম দেওয়া হয় আদিকোশ বা প্রোটোসেল।
সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোশযুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় ___।
উত্তর – সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোশযুক্ত জীবগোষ্ঠীকে বলা হয় মনেরা।
___ হল প্রথম অক্সিজেন উৎপাদনকারী স্বভোজী।
উত্তর – সায়ানোব্যাকটেরিয়া হল প্রথম অক্সিজেন উৎপাদনকারী স্বভোজী।
সবাত শ্বসনকারীদের আবির্ভাব ঘটেছিল ___ যুক্ত পরিবেশে।
উত্তর – সবাত শ্বসনকারীদের আবির্ভাব ঘটেছিল মুক্ত অক্সিজেন যুক্ত পরিবেশে।
নতুন প্রজাতির বিবর্তনের মূলে থাকে ___।
উত্তর – নতুন প্রজাতির বিবর্তনের মূলে থাকে জিনগত বৈচিত্র্য।
জীবসম্প্রদায়ের মধ্যে অবস্থিত জীববৈচিত্র্যকে বলে ___।
উত্তর – জীবসম্প্রদায়ের মধ্যে অবস্থিত জীববৈচিত্র্যকে বলে আলফা বৈচিত্র্য।
প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে ___।
উত্তর – প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে এক্স-সিটু সংরক্ষণ।
ঠিক বা ভুল নির্বাচন করো
জড় বস্তুতে জীবন উপস্থিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অনুপস্থিত।
জড়ের বৃদ্ধি ঘটে অভ্যন্তরীণভাবে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বাহ্যিকভাবে।
জীবের বৃদ্ধি ঘটে কোশবিভাজনের মাধ্যমে।
উত্তর – ঠিক [✓]
প্রতিটি জীবের সুনির্দিষ্ট আকার ও আয়তন আছে।
উত্তর – ঠিক [✓]
জীবের শ্বসন বন্ধ হলে তার মৃত্যু ঘটে।
উত্তর – ঠিক [✓]
বিভিন্ন পরিবেশীয় শর্তসাপেক্ষে সজীব বস্তুর আন্তঃক্রিয়ার বহিঃপ্রকাশকে অভিব্যক্তি বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জীবন।
শরীরের দূষিত পদার্থ অপসারণ পদ্ধতিকে বলে জনন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রেচন।
জীব উত্তেজনায় সাড়া দেয়।
উত্তর – ঠিক [✓]
জীবের সংখ্যাবৃদ্ধি করার ঘটনাকে বলে অভিযোজন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জনন।
পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে বেঁচে থাকাই হল অভিযোজন।
উত্তর – ঠিক [✓]
প্রতিটি জীব ও জড়ে প্রোটোপ্লাজমীয় সংগঠন বর্তমান।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কেবলমাত্র জীবে।
উদ্ভিদের বৃদ্ধি নিয়ত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অনিয়ত।
প্রাণীদেহে যৌবন দশার পর বার্ধক্য আসে।
উত্তর – ঠিক [✓]
প্রতিটি জীব ও জড় -এরই মৃত্যু ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জড়ের মৃত্যু ঘটে না।
উদ্ভিদদেহে অঙ্গতন্ত্রের পরিস্ফুরণ ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কলাতন্ত্রের।
ক্ষরণ প্রক্রিয়া দ্বারা জীব নিজস্ব সত্তাযুক্ত অপত্য সৃষ্টি করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জনন।
জিনের পরিবর্তনের ফলে নতুন প্রজাতি সৃষ্টি হলে তাকে অভিব্যক্তি বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পরিব্যক্তি।
জীবনের বিশেষ উদ্ভব তত্ত্বের প্রস্তাবক হলেন ফাদার সোয়ার্জ।
উত্তর – ঠিক [✓]
জড়বস্তু থেকে জীবনের উৎপত্তির তত্ত্বটি বায়োজেনেসিস নামে পরিচিত।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অ্যাবায়োজেনেসিস।
জীবন পূর্ববর্তী জীবন থেকেই সৃষ্টি হয় এটি হল বায়োজেনেসিস তত্ত্ব।
উত্তর – ঠিক [✓]
আদি পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থা ছিল বিজারণধর্মী।
উত্তর – ঠিক [✓]
নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স ‘হট ডাইলুট স্যুপ’ নামে অভিহিত করেন।
উত্তর – ঠিক [✓]
গবেষণাগারে কোয়াসারভেট তৈরি করতে সক্ষম হন হ্যালডেন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ওপারিন ও ফক্স।
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. একটি চলন্ত মোটরগাড়ি | (i) গমন | 1 → (vii) |
| 2. সূর্যমুখী ফুলের সূর্যের দিকে মুখ করে থাকা | (ii) রেচন | 2 → (iv) |
| 3. একঝাঁক পাখির উড়ে যাওয়া | (iii) জনন | 3 → (i) |
| 4. একটি গাছের শুকনো কাণ্ড | (iv) উত্তেজিতা | 4 → (vi) |
| 5. উদ্ভিদের পাতা ঝরে যাওয়া | (v) পরিব্যক্তি | 5 → (ii) |
| 6. ডিম ফুটে মুরগির ছানা জন্মানো | (vi) মৃতবস্তু | 6 → (iii) |
| (vii) জড়বস্তু |
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো – B
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. আদি পৃথিবীতে প্রথম জীবন সৃষ্টি হয় | (i) হ্যালডেন | 1 → (v) |
| 2. পৃথিবীতে জ্ঞাত জীবপ্রজাতির সংখ্যা | (ii) সমুদ্রের জলে | 2 → (vi) |
| 3. পৃথিবীর বুকে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল | (iii) ওপারিন | 3 → (ii) |
| 4. কোয়াসারভেট মডেল | (iv) জীববৈচিত্র্য | 4 → (iii) |
| 5. কোনো স্থানের বিভিন্ন প্রজাতির সমাবেশকে বলে | (v) 3.7 বিলিয়ন বছর আগে | 5 → (iv) |
| 6. হট ডাইলুট স্যুপের ধারণা দেন | (vi) 1.7-1.8 মিলিয়ন | 6 → (i) |
| (vii) ফক্স |
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. প্রোটিনয়েড | (i) কার্বক্সিলিক অ্যাসিড | 1 → (ii) |
| 2. মনেরান | (ii) মাইক্রোস্ফিয়ার | 2 → (ii) |
| 3. কোয়াসারভেট | (iii) নীলাভ-সবুজ শৈবাল | 3 → (iv) |
| 4. কার্বোহাইড্রেট | (iv) কোলয়েড বস্তু | 4 → (vi) |
| 5. প্রোটিন | (v) নতুন প্রজাতির সৃষ্টি | 5 → (vii) |
| 6. মিউটেশন | (vi) সুবৃহৎ অণু | 6 → (v) |
| (vii) অ্যামিনো অ্যাসিড |
সম্পর্ক নির্ধারণ করো
নিকট সম্পর্কযুক্ত শব্দগুলি পাশাপাশি লিখে জোড় বাঁধো – প্রোটিনয়েড, মনেরান, কোয়াসারভেট, নীলাভ-সবুজ শৈবাল, মাইক্রোস্ফিয়ার, কোলয়েড বস্তু, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, সুবৃহৎ অণু, প্রোটিন।
উত্তর – প্রোটিনয়েড – মাইক্রোস্ফিয়ার; মনেরান – নীলাভ-সবুজ শৈবাল; কোয়াসারভেট – কোলয়েড বস্তু; কার্বোহাইড্রেট – সুবৃহৎ অণু; প্রোটিন – অ্যামিনো অ্যাসিড।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় ‘জীবন ও তার বৈচিত্র্য’ -এর অন্তর্গত ‘জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন