মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা – প্রথম অধ্যায় – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তরগুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধে দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। এই প্রশ্নগুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অতিরিক্ত প্রস্তুতি হিসেবে কাজে লাগতে পারে।

ইতিহাসের ধারণা
কে ইতিহাসের জনক নামে পরিচিত?

গ্রিক ঐতিহাসিক থকি ডিডিস।

কে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক নামে পরিচিত?

গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

নিউ সায়েন্স (১৭২৫ খ্রি.) গ্রন্থটির রচয়িতা কে?

তালির চিন্তাবিদ ভিকো।

দ্য অ্যানালস নামক পত্রিকা কবে প্রকাশিত হয়?

১৯২৮ খ্রিস্টাব্দে।

দ্য অ্যানালস (১৯২৮ খ্রি.) পত্রিকাটি কে প্রকাশ করেন?

মার্ক ব্লখ ও লুসিয়েন ভেবর নামক দুই ইতিহাসবিদ।

হিস্ট্রি ফ্রম বিলো (History From below) প্রবন্ধটি (১৯৬৬ খ্রি.) কে প্রকাশ করেন?

ব্রিটিশ ঐতিহাসিক ই. পি. টমসন।

ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়?

১৯৭০ খ্রিস্টাব্দে।

নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্টিত হয়?

১৯৭৬ খ্রিস্টাব্দে।

কবে ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়?

১৯৮২ খ্রিস্টাব্দে।

কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়?

১৭২১ খ্রিস্টাব্দে।

ভারতের পরসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে যায়?

১৮৮৬ খ্রিস্টাব্দে।

কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?

১৭৯২ খ্রিস্টাব্দে।

কোন্ খেলা খেলার রাজা নামে পরিচিত?

ক্রিকেট খেলা।

বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

১৯২০ খ্রিস্টাব্দে।

ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো।

বোরিয়া মজুমদার।

খাদ্যাভাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।

কে. টি. আচাইয়া ও তাঁর রচিত গ্রনেঅতদ্দর ন্তুনাম ইতিয়ান ফুট।

শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণা গ্রন্থের নাম লেখো।

ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত গ্রন্থ হল বঙ্গীয় নাট্যশালার ইতিহাস।

কলকাতায় স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৮৪ খ্রিস্টাব্দে।

নটী বিনোদিনী কে?

উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ অভিনেত্রী।

আ রেস্টলিং ম্যাচ নামক সচল ছবি কবে তৈরি হয়?

১৮৯৬ খ্রিস্টাব্দে।

আলম আরা ছবিটি কবে তৈরি হয়?

১৯৩১ খ্রিস্টাব্দে।

পোশাক সংক্রান্ত সুম্পটুয়ারি লজ কোন্ দেশে কঠোরভাবে মেনে চলা হত?

ফ্রান্সে।

পোশাক পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো।

এল. টেলর। তাঁর গবেষণা গ্রন্থের নম হল দ্য স্টাডি অব্ ড্রেস হিস্ট্রি।

১৮৭০-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো।

মিসেস স্টানটন।

পারসিক রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরিধান করত তার নাম কী?

ব্রাত্মিকা শাড়ি।

মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত?

গান্ধি টুপি।

যদুনাথ সরকার রচিত একটি সাময়কি ইতিহাস গ্রন্থের নাম লেখো।

মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া।

রাইট ভ্রাতৃদ্বয় করে এরাপ্লেন আবিষ্কার করেন?

১৯০৩ খ্রিস্টাব্দে।

কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়?

১৮৩০ খ্রিস্টাব্দে।

সুয়েজ খাল কবে খনন করা শুরু হয়?

১৮৫৯ খ্রিস্টাব্দে।

কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?

ইংল্যান্ডে।

কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ প্রতিষ্ঠিত হয়?

১৮৮২ খ্রিস্টাব্দে।

কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাগাড়ি চালু হয়?

১৯০২ খ্রিস্টাব্দে।

যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তাঁর রচিত গ্রন্থের নাম লেখো।

উইলিয়াম আরনেস্ট ওয়েল্ড। তাঁর রচিত গ্রন্থের নাম হল ইন্ডিয়ান ডিমান্‌ড্ ফর ট্রান্সপর্টেশন।

ব্রটিশ মিউজিয়াম করে প্রতিষ্ঠিত হয়?

১৭৫৯ খ্রিস্টাব্দে।

ভারতীয় যাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?

১৮১৪ খ্রিস্টাব্দে।

ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি?

কলহনের রাজতরঙ্গিনী।

ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে?

লুমের ব্রাদার্স।

মুরশিদাবাদ সম্পর্কিত নিখিলনাথ রায় কর্তৃক লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী?

মুরশিদাবাদের ইতিহাস।

সতীশ্চন্দ্র মিত্র লিখিত একটি স্থানীয় ইতিহাসের নাম লেখো।

যশোর-খুলনার ইতিহাস।

সেতিহাস বগুড়ার বৃত্তান্ত (১৮৬১ খ্রি.) গ্রন্থিটির কার লেখা?

কালিকলম সার্ব্বভৌম – এর।

কলকাতায় শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম লেখো।

প্রদীপ সিন্হা।

বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখো।

ক্রিস্টিন ডবিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কী?

দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস।

রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সম্পের্কে একটি গ্রন্থের নাম লেখো।

ইনভায়ারন মেন্টালিড – আ গ্লোবাল হিস্ট্রি।

দি অরিজিনস অব্ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র এই গ্রন্থিটির রচয়িতা কে?

এ. জে. পি. টেলর।

ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।

নেচার, কালচার।

দি স্ট্রাকচার অব সায়েন্টফিক রেভোলিউশন (১৯৬০) নামক গ্রন্থিটির রচয়িতা কে?

টমাস কুন।

ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয়?

১০১৩ খ্রিস্টাব্দে।

চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার কখন হয়?

১৮৯৫ খ্রিস্টাব্দে।

বিজ্ঞান প্রযুক্তি চর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।

দীপক কুমার রচিত সায়েন্স এ্যান্ড দ রাজ।

ভারতের নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম লেখো।

ভারতী রায়, রত্নাবলী চট্টোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।

জেরান্ডিন ফরবেশ রচিত ভারতের নারী ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম কী?

উওম্যান ইন মডার্ন ইন্ডিয়।

ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয় কথাটি কে বলেছিলেন?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

সরকারি দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ব্রিটিশ ভারতে কোন্ প্রতিষ্ঠান স্থাপিত হয়?

মহাফেজখানা বা লেখ্যাগার।

ভারতের জাতীয় মহাফেঝখানা কোথায় অবস্থিত?

দিল্লিতে।

গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলি কী কী?

পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের নথিপত্র।

সরকারি আধিকারীকদের প্রতিবেদনের একটির উদাহরণ লেখো।

টমাস ব্যারিংটন মেকলের প্রতিবেদন।

সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ – এর উদাহরণ লেখো।

নীল কমিশনের বিবরণ।

উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন?

ব্রিটিশ শাসনকালের একজন প্রশাসক ও ঐতিহাসিক। 

সত্তর বছর নাম আত্মজীবনী কার লেখা?

বিপিনচন্দ্র পাল।

বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী সত্তর বছর কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?

১৯৫৪ খ্রিস্টাব্দে।

জীবন স্মৃতি নামক আত্ম জীবনী কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুরের।

রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি কবে প্রকাশিত হয়?

১৯২২ খ্রিস্টাব্দে।

সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?

জীবনের ঝরাপাতা।

জীবনের ঝরাপাতা কবে কোথায় প্রকাশিত হয়?

১৯৫৪-৫৫ খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায়।

স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন?

সরলা দেবী চৌধুরানী।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী?

দিগদর্শন।

দগিদর্শন – এর সম্পাদক কে ছিলেন?

জন মার্শম্যান।

সমাচার দর্পন কবে প্রকাশিত হয়?

১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে।

বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?

১২ এপ্রিল, ১৮৭২ খ্রিস্টাব্দে।

বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়?

 ১৮৫৮ খ্রিস্টাব্দে।

সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

 সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ।

দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তরগুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধে দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। এই প্রশ্নগুলি আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অতিরিক্ত প্রস্তুতি হিসেবে কাজে লাগতে পারে।

এই প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলি থেকে বোঝা যায় যে ইতিহাস একটি বহুমাত্রিক বিষয়। ইতিহাস শুধুমাত্র রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ইত্যাদির উপর আলোকপাত করে না, বরং এটি ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবন, খেলাধুলা, শিল্প-সাহিত্য, বিজ্ঞান-প্রযুক্তি ইত্যাদির উপরও আলোকপাত করে। তাই ইতিহাসচর্চা করতে হলে আমাদের এই সমস্ত বিষয়গুলির উপর সম্যক ধারণা থাকা প্রয়োজন।

আগামী পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুত হতে হলে শিক্ষার্থীদের এই প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলির উত্তর ভালোভাবে বুঝে নেওয়া উচিত। এছাড়াও, শিক্ষার্থীদের বিভিন্ন উৎস থেকে ইতিহাস সম্পর্কে আরও জানতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়

  • ইতিহাস হল অতীতের ঘটনাবলীর বর্ণনা।
  • ইতিহাসের ধারণা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে।
  • ইতিহাসচর্চার বিভিন্ন পদ্ধতি রয়েছে।
  • ইতিহাসচর্চায় বিভিন্ন ধরনের উৎস ব্যবহার করা হয়।

শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ

  • ইতিহাসচর্চার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
  • শিক্ষার্থীদের ইতিহাসের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে হবে।
  • শিক্ষার্থীদের ইতিহাসের বিভিন্ন দিক সম্পর্কে জানতে হবে।

আশা করি এই প্রবন্ধটি শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে।

Rate this post


Join WhatsApp Channel For Free Study Meterial Join Now
Join Telegram Channel Free Study Meterial Join Now

মন্তব্য করুন