আজকের আলোচনার বিষয় – দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা কেন বেশি? এই প্রশ্নটি দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের “ভারতের জলসম্পদ” বিভাগে এই প্রশ্নটি বারবার আসে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।
দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি কেন?
যেসব নদীতে সারাবছর জল থাকে, সেইসব নদী থেকে খনন-করা খালগুলিকে বলে নিত্যবহ খাল। দক্ষিণ ভারতের নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে এগুলি গ্রীষ্মকালে প্রায় শুকিয়ে যায়। এজন্য এইসব নদী থেকে নিত্যবহ খাল খনন করা খুবই অসুবিধাজনক। এর ফলে দক্ষিণ ভারতে নিত্যবহ খালের সংখ্যাও খুব কম। কিন্তু উত্তর ভারতের নদীগুলি তুষারগলা জলে পুষ্ট বলে নদীগুলিতে সারাবছরই জল থাকে, অর্থাৎ এগুলি নিত্যবহ। তাই উত্তর ভারতেই নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি। যেমন – উত্তর ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে অনেক নিত্যবহ খাল আছে।
উত্তর ভারতে বেশি বৃষ্টিপাত, হিমালয়ের নদী এবং সমতল ভূমি, সেচের দীর্ঘ ঐতিহ্য ও সরকারি উদ্যোগের ফলে দক্ষিণ ভারতের তুলনায় এখানে নিত্যবহ খালের সংখ্যা অনেক বেশি।