এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব লেখো।

নমস্কার বন্ধুরা! আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করবো জল সংরক্ষণ সম্পর্কে। জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব কতটুকু? – এই প্রশ্নগুলো দশম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের জলসম্পদ” বিভাগের অন্তর্ভুক্ত।

জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব

জল সংরক্ষণ কী?

জল সংরক্ষণ বলতে বোঝায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন জলাশয় ব্যবহার করে সুপরিকল্পিতভাবে আমাদের জলের চাহিদা মেটানো। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ জল ধরে রাখা এবং অপব্যবহার রোধ করা হয়।

পৃথিবীতে স্বাদুজলের পরিমাণ সীমিত। এই জলকে সংরক্ষণ করে রাখার নামই জল সংরক্ষণ। এই জল সংরক্ষণ খুব গুরুত্বপূর্ণ।

জল সংরক্ষণের গুরুত্ব

  • পানীয় জল সংরক্ষণ – বর্তমানে পানযোগ্য স্বাদুজলের ব্যবহার আরও বেড়েছে। তাই জলের জোগান বজায় রাখা খুব জরুরি।
  • কৃষিকাজে জল সংরক্ষণ – কৃষিকাজে জলের চাহিদা পূরণের জন্য জল সংরক্ষণ অত্যন্ত দরকারি।
  • শিল্প ও বিভিন্ন অর্থনৈতিক কাজে জল সংরক্ষণ – শিল্প ও বিভিন্ন অর্থনৈতিক কাজে পর্যাপ্ত জলের জোগান বজায় রাখার জন্য জল সংরক্ষণ একান্ত প্রয়োজন।

এ ছাড়া, ভবিষ্যতে পর্যাপ্ত স্বাদু জলের জোগান নিশ্চিত করার জন্যও জল সংরক্ষণ করা দরকার।

আজকের আলোচনায় আমরা খালের মাধ্যমে জল সংরক্ষণ এবং এর গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি। এই বিষয়টি দশম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” এর “ভারতের জলসম্পদ” বিভাগের অন্তর্ভুক্ত।

Share via:

মন্তব্য করুন