এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

জলপ্রপাত কি? ভারতের উচ্চতম জলপ্রপাত কি?

নদী প্রবাহ পথে পরপর দু’রকমের শিলা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কঠিন শিলা থেকে নরম শিলায় যখন জল প্রবেশ করে তখন ওই নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয় ফলে কঠিন শিলা থেকে নরম শিলাই জল খাড়াভাবে নিচে পড়ে একে জলপ্রপাত বলে।

জলপ্রপাত কীভাবে তৈরি হয়?

নদী যখন দুই ধরনের শিলার উপর দিয়ে বয়ে যায়, তখন জলপ্রপাত তৈরি হতে পারে। প্রথম ধরনের শিলা হলো কঠিন শিলা, যেমন গ্রানাইট। দ্বিতীয় ধরনের শিলা হলো নরম শিলা, যেমন চুনাপাথর। নদীর জল যখন কঠিন শিলার উপর দিয়ে বয়ে যায়, তখন তেমন ক্ষয় হয় না। কিন্তু যখন জল নরম শিলার উপর দিয়ে বয়ে যায়, তখন জল নরম শিলাকে দ্রবীভূত করে ফেলে। এই প্রক্রিয়াটিকে “ক্ষয়” বলা হয়। ক্ষয়ের ফলে নরম শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীর তলদেশে গর্ত তৈরি হয়। কিন্তু কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত না হওয়ায় নদীর তলদেশে একটি খাড়া প্রান্ত তৈরি হয়। এই খাড়া প্রান্ত থেকে নদীর জল নিচে পড়ে, যাকে আমরা “জলপ্রপাত” বলি।

ভারতের উচ্চতম জলপ্রপাত

ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল জলপ্রপাত। এটি কর্ণাটকের শিবমোগ্গা জেলার কাছে অবস্থিত। বারাহি নদী থেকে উৎপন্ন এই জলপ্রপাতের উচ্চতা 455 মিটার

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত

ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা 979 মিটার (3,212 ফুট)। এটি কানাইমা ন্যাশনাল পার্কের অংশ।

ভারতের সেরা ১০ টি জলপ্রপাত!

ভারত তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে অসাধারণ জলপ্রপাত। এই জলপ্রপাতগুলি তাদের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং জলের ধাক্কার শব্দের জন্য পর্যটকদের আকর্ষণ করে।

এখানে ভারতের সেরা ১০ টি জলপ্রপাতের তালিকা:

  1. ভম্বাভলি ভাজরাই জলপ্রপাত (মহারাষ্ট্র) – 560 মিটার (1840 ফুট)
  2. নোহকালিকাই জলপ্রপাত (মেঘালয়) – 340 মিটার (1115 ফুট)
  3. কুঞ্চিকাল জলপ্রপাত (কর্ণাটক) – 455 মিটার (1493 ফুট)
  4. থেনজাউল জলপ্রপাত (মিজোরাম) – 396 মিটার (1300 ফুট)
  5. ঝির্না জলপ্রপাত (ঝাড়খণ্ড) – 390 মিটার (1280 ফুট)
  6. কেভটি জলপ্রপাত (মধ্যপ্রদেশ) – 299 মিটার (980 ফুট)
  7. দুধসাগর জলপ্রপাত (কর্ণাটক) – 310 মিটার (1017 ফুট)
  8. ল্যাংটং জলপ্রপাত (মেঘালয়) – 305 মিটার (1000 ফুট)
  9. কাংটোক জলপ্রপাত (সিকিম) – 244 মিটার (800 ফুট)
  10. রামদা জলপ্রপাত (ছত্তিশগড়) – 91 মিটার (300 ফুট)

কিছু আকর্ষণীয় তথ্য:

  • ভম্বাভলি ভাজরাই ভারতের সর্বোচ্চ জলপ্রপাত।
  • নোহকালিকাই জলপ্রপাত বিশ্বের অন্যতম উঁচু প্লাঞ্জ জলপ্রপাত।
  • কুঞ্চিকাল জলপ্রপাত তার স্তরযুক্ত কাঠামোর জন্য বিখ্যাত।

আরও পড়ুন – অপ্রচলিত শক্তি কাকে বলে? অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা

জলপ্রপাত সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর

জলপ্রপাত কীভাবে তৈরি হয়?

জলপ্রপাত তৈরি হয় যখন নদী দুই ধরনের শিলার উপর বয়ে যায়। এই শিলা দুই প্রকার – কঠিন শিলা এবং নরম শিলা। কঠিন শিলা যখন জলের প্রভাবে ক্ষয় হয় না, তখন জলপ্রপাত তৈরি হয়।

নদী যখন দুই ধরনের শিলার উপর বয়ে যায়, তখন কি ঘটতে পারে?

নদী যখন দুই ধরনের শিলার উপর বয়ে যায়, তখন জলপ্রপাত তৈরি হতে পারে। কঠিন শিলা ক্ষয় হয় না, তবে নদীর তলদেশে একটি খাড়া প্রান্ত তৈরি হয়। যেটি থেকে জলপ্রপাত উত্পন্ন হয়।

কঠিন শিলা এবং নরম শিলা হলে কী প্রভাব পড়ে?

কঠিন শিলা ক্ষয় হয় না, তবে নদীর তলদেশে একটি খাড়া প্রান্ত তৈরি হয়। নরম শিলা ক্ষয় হয়ে জলপ্রপাত তৈরি হয় এবং জলপ্রপাতটি নদীর তলদেশে গর্ত তৈরি করে। এই প্রক্রিয়াকে “ক্ষয়” বলা হয়।

ভারতের উচ্চতম জলপ্রপাত কী?

ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল জলপ্রপাত, যা কর্ণাটকের শিবমোগ্গা জেলার কাছে অবস্থিত। এটির উচ্চতা 455 মিটার।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত?

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার (3,212 ফুট)। এটি কানাইমা ন্যাশনাল পার্কের অংশ।

ভম্বাভলি ভাজরাই জলপ্রপাতের উচ্চতা কত

ভম্বাভলি ভাজরাই জলপ্রপাতের উচ্চতা 560 মিটার (1840 ফুট)।

নোহকালিকাই জলপ্রপাতের বিশেষ আকর্ষণ কী?

নোহকালিকাই জলপ্রপাত বিশ্বের অন্যতম উঁচু প্লাঞ্জ জলপ্রপাত।

কুঞ্চিকাল জলপ্রপাতের জনপ্রিয়তা কারণে কী?

কুঞ্চিকাল জলপ্রপাত তার স্তরযুক্ত কাঠামোর জন্য বিখ্যাত।

Share via:

মন্তব্য করুন