এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ বিভাগের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Table of Contents

%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E2%80%93 %E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA

মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়?

নিম্নগতি।

কিউমেক কি?

নদীর জলপ্রবাহ মাপার একক।

আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কী বলে?

নগ্নীভবন বলে।

মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকা বেশি হয়?

যান্ত্রিক আবহবিকা।

ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম কী?

পর্যায়ন।

পর্যায়ন কোন্ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?

পর্যায়ন প্রাকৃতিক প্রক্রিয়ার বহির্জাত প্রক্রিয়ার অংশ।

কোন্ প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়?

পর্যায়ন প্রক্রিয়া।

ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলনকে কী বলে?

পুঞ্জিত ক্ষয়।

ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কী বলে?

অবরোহণ।

আবহবিকারজাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে কী বলে?

ক্ষয়ীভবন।

যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে?

জলবিভাজিকা

বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কী?

সূর্য।

ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন?

চেম্বারলিন ও সলিসবেরি।

ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন?

গিলবার্ট।

দুটি নিমজ্জমান দ্বীপের নাম করো।

সুপারিভাঙা এবং কাপাসগড়ি।

1978 সালে নিউমুরের আয়তন কত ছিল?

2500 বর্গমিটার।

নিউমুর দ্বীপটি কোন্ নদীর মোহানায় অবস্থিত?

হাড়িভাঙা।

ঘোড়ামারা, লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কী?

সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি।

ঘোড়ামারা দ্বীপটি কলকাতার কত দক্ষিণে অবস্থিত?

কলকাতা থেকে 150 কিমি দক্ষিণে।

ঘোড়ামারা দ্বীপে কত মানুষের বাস ছিল?

2001 সালের হিসেবে 50000 জন মানুষের বাস ছিল।

বহির্জাত শক্তিকে কী ধরনের শক্তি বলে?

বিনাশকারী শক্তি।

কোন্ ঘূর্ণিঝড় থেকে নিউমুর দ্বীপটি নিমজ্জিত হতে শুরু করে?

ভোলা ঘূর্ণিঝড়।

ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম করো।

নিউমুর বা দক্ষিণ তালপট্টি।

নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে?

কিউসেক বা কিউমেক।

যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কী বলে?

আদর্শ নদী।

নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়?

সমুদ্রপৃষ্ঠে।

বুদ্‌বুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোটো ছোটো গর্তকে কী বলে?

ক্যাভিটেশন।

প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কী বলে?

কিউসেক।

ফানেল আকৃতির নদীর মোহানাকে কী বলে?

খাড়ি বলা হয়।

নদীগঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কী?

অশ্বক্ষুরাকৃতি হ্রদ।

হাতপাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কী নামে পরিচিত?

পলল ব্যজনী নামে পরিচিত।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত।

আঁকাবাঁকা নদীর গতিপথকে কী বলে?

মিয়েন্ডার।

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

যোগ জলপ্রপাত।

পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?

গ্র্যান্ড ক্যানিয়ন।

গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত?

গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত।

আজকে আমরা আমাদের আর্টিকেলে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন