আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর “বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল –
- ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
- আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা
- ভারতের যোগ জলপ্রপাত
- জাম্বিয়ার ভিক্টোরিয়া
উত্তর – 1 ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
পৃথিবীর দীর্ঘতম নদী –
- মিসিসিপি-মিসৌরি
- নীলনদ
- ইয়াংসি
- গঙ্গা
উত্তর – 2. নীলনদ
ইংরেজি ‘I’-আকৃতির নদী উপত্যকাকে বলে –
- গিরিখাত
- ক্যানিয়ন
- পিরামিড চূড়া
- হিমদ্রোণি
উত্তর – 2. ক্যানিয়ন
পললশঙ্কু গঠিত হয় নদীর –
- পার্বত্য প্রবাহে
- বদ্বীপ প্রবাহে
- উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে
- উপত্যকা হিমবাহের প্রবাহে
উত্তর – 3. উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে
শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা যে নামে পরিচিত –
- গিরিখাত
- ক্যানিয়ন
- ‘U’-আকৃতির উপত্যকা
- ক্রেভাস
উত্তর – 2.ক্যানিয়ন
পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয়, তাকে বলে –
- নদীমঞ্চ
- স্বাভাবিক বাঁধ
- খরস্রোত
- কর্তিত স্পার
উত্তর – 1. নদীমঞ্চ
অতিগভীর ‘V’-আকৃতির উপত্যকাকে বলে –
- গিরিখাত
- ক্যানিয়ন
- কর্তিত স্পার
- প্লাঞ্জপুল
উত্তর – 1. গিরিখাত
মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে –
- নদীর
- বায়ুর
- হিমবাহের
- সমুদ্রতরঙ্গের
উত্তর – 1. নদীর
পলল শঙ্কু দেখা যায় –
- পর্বতের উচ্চভাগে
- পর্বতের পাদদেশে
- বদ্বীপ অঞ্চলে
- নদীর মধ্যপ্রবাহে
উত্তর – 2. পর্বতের পাদদেশে
লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
উত্তর – 4. দ্রবণ ক্ষয়
পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল –
- গঙ্গানদী অববাহিকা
- কঙ্গো নদী অববাহিকা
- আমাজন নদী অববাহিকা
- নীলনদ অববাহিকা
উত্তর – 3. আমাজন নদী অববাহিকা
নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে কত জল বয়ে গেল, তাকে 1 কিউসেক বলে? –
- 1 ঘনমিটার
- 1 ঘনফুট
- 1 ঘনইঞ্চি
- 1 ঘনসেমি
উত্তর – 1. 1 ঘনফুট
পৃথিবীর বৃহত্তম গিরিখাত –
- ইচাং গিরিখাত
- কালি-গণ্ডকী গিরিখাত
- মার্চিসন গিরিখাত
- গ্র্যান্ড ক্যানিয়ন
উত্তর – 4. গ্র্যান্ড ক্যানিয়ন
পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত –
- ভিক্টোরিয়া
- ইটাইপু
- নায়াগ্রা
- স্ট্যানলি
উত্তর – 3. নায়াগ্রা
অবতল পাড়ের দিকে নদীর খাতের গভীর অংশ জলপূর্ণ হলে, তাকে বলে –
- রিফিল
- প্লাঞ্জপুল
- পুল
- থলওয়েগ
উত্তর – 3. পুল
পৃথিবীর বৃহত্তম নদীগঠিত দ্বীপ হল –
- মারিয়ানা
- মারাজো
- সাগরদ্বীপ
- মাজুলি
উত্তর – 2. মারাজো
বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে, তাকে বলে –
- টিলাইট
- ভ্যালিট্রেন
- গ্রাবরেখা
- ব্যবচ্ছিন্ন সমভূমি
উত্তর – 4. ব্যবচ্ছিন্ন সমভূমি
কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে বলে –
- ক্যাটারাক্ট
- কাসকেড
- র্যাপিড
- জলস্রোত
উত্তর – 3. র্যাপিড
একটি বহির্জাত ভূগাঠনিক পদ্ধতি হল –
- লাভা উদগিরণ
- ভঙ্গিল পর্বত সৃষ্টি
- স্তূপ পর্বত নির্মাণ
- নদীর ক্ষয়কার্য
উত্তর – 4 নদীর ক্ষয়কার্য
বহির্জাত প্রক্রিয়াতে সামগ্রিকভাবে ঘটে –
- পর্যায়ন
- ভূমি সঞ্চয়
- ভূমির ক্ষয়
- ভূমির উত্থান
উত্তর – 1. পর্যায়ন
সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার মূল কারণ –
- অত্যধিক বৃষ্টিপাত
- ঘূর্ণিঝড়
- সমুদ্র জলতলের উত্থান
- সুন্দরবনের অবনমন
উত্তর – 3. সমুদ্র জলতলের উত্থান
বর্তমানে প্রতি বছর সমুদ্র জলতল বাড়ছে গড়ে –
- 3 মিমি
- 4 মিমি
- 5 মিমি
- 6 মিমি
উত্তর – 3. 5 মিমি
বিগত শতাব্দীতে সমুদ্র জলতলের বৃদ্ধির হার ছিল বছরে –
- 3 মিমি
- 4 মিমি
- 5 মিমি
- 6 মিমি
উত্তর – 1. 3 মিমি
দক্ষিণ তালপট্টি বা নিউ মুর দ্বীপটি যে দেশের শাসনাধীন ছিল –
- ভারতের
- বাংলাদেশের
- মায়ানমারের
- কারোর নয়
উত্তর – 1. ভারতের
যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –
- বহির্জাত প্রক্রিয়া
- অন্তর্জাত প্রক্রিয়া
- গিরিজ
- মহীভাবক আলোড়ন
উত্তর – 1. বহির্জাত প্রক্রিয়া
পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল –
- ঘোড়ামারা
- সাগরদ্বীপ
- সন্দেশখালি
- নয়াচর
উত্তর – 1. ঘোড়ামারা
নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় –
- আরোহণ প্রক্রিয়ায়
- অবরোহণ প্রক্রিয়ায়
- অবঘর্ষ প্রক্রিয়ায়
- নগ্নীভবন প্রক্রিয়ায়
উত্তর – 1. আরোহণ প্রক্রিয়ায়
পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় –
- নীলনদের মোহানা
- সিন্ধু নদের মোহানায়
- হোয়াংহো নদীর মোহানায়
- মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়
উত্তর – 4. মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়
কোনটি নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া নয়?
- লম্ফদান প্রক্রিয়া
- জলপ্রবাহ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- অবঘর্ষ ক্ষয়
উত্তর – 1. লম্ফদান প্রক্রিয়া
একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হল –
- স্পেনের এব্রো নদীর বদ্বীপ
- মিসিসিপি নদীর বদ্বীপ
- নীলনদের বদ্বীপ
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ
উত্তর – 3. নীলনদের বদ্বীপ
কোনটি নদীর বহনকার্যের প্রক্রিয়া নয়?
- লম্ফদান
- ভাসমান
- অবঘর্ষ
- টান
উত্তর – 3. অবঘর্ষ
দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে –
- নদীর উৎস
- দোয়াব
- জলবিভাজিকা
- জলপ্রপাত
উত্তর – 3. জলবিভাজিকা
সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল –
- নদী
- বায়ু
- হিমবাহ
- সমুদ্রতরঙ্গ
উত্তর – 1. নদী
লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
- অবঘর্ষ ক্ষয়
- ঘর্ষণ ক্ষয়
- জলপ্রবাহ ক্ষয়
- দ্রবণ ক্ষয়
উত্তর – 4. দ্রবণ ক্ষয়
শূন্যস্থান পূরণ করো।
দুই নদী অববাহিকাকে যে ___ পৃথক করে, তাকে বলে জলবিভাজিকা।
উত্তর – দুই নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে, তাকে বলে জলবিভাজিকা।
নদীপ্রবাহ পরিমাপের একক হল ___।
উত্তর – নদীপ্রবাহ পরিমাপের একক হল কিউসেক।
পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় ___ প্রবাহ।
উত্তর – পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় জলপ্রপাত প্রবাহ।
পার্বত্যপ্রবাহে নদীর গতিপথে ___ সৃষ্টি হয়।
উত্তর – পার্বত্যপ্রবাহে নদীর গতিপথে গিরিখাত সৃষ্টি হয়।
পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহকে বলে ___।
উত্তর – পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহকে বলে পার্বত্য প্রবাহ বা উচ্চপ্রবাহ।
পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ___ প্রক্রিয়ায় ঘটে।
উত্তর – পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত অবঘর্ষ প্রক্রিয়ায় ঘটে।
ভারতের ___ অঞ্চলে গিরিখাত দেখা যায়।
উত্তর – ভারতের হিমালয় অঞ্চলে গিরিখাত দেখা যায়।
জলপ্রপাতের ঢাল বেশি হলে, তাকে ___ বলে।
উত্তর – জলপ্রপাতের ঢাল বেশি হলে, তাকে ক্যাটারাক্ট বলে।
পৃথিবীর দীর্ঘতম নদী ___।
উত্তর – পৃথিবীর দীর্ঘতম নদী নীল।
পৃথিবীর বৃহত্তম নদী ___।
উত্তর – পৃথিবীর বৃহত্তম নদী আমাজন।
___ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে।
উত্তর – আমাজন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে।
নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ ___।
উত্তর – নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ সমুদ্র জলতলের উত্থান।
একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হল ___।
উত্তর – একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হল পাতের চলন।
নদী, হিমবাহের ক্ষয় একধরনের শক্তি ___।
উত্তর – নদী, হিমবাহের ক্ষয় একধরনের শক্তি বহির্জাত।
বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়। একে ___ বলে।
উত্তর – বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়। একে পর্যায়ন বলে।
বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হল, ক্ষয় এবং ___।
উত্তর – বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হল, ক্ষয় এবং সঞ্চয়।
___ গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে।
উত্তর – নিম্ন গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে।
গঙ্গানদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে ___ পর্যন্ত বিস্তৃত।
উত্তর – গঙ্গানদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত।
বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে, তাকে ___ বলে।
উত্তর – বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে, তাকে পর্যায়ন বলে।
লিভিংস্টোন জলপ্রপাতটি ___ নদীর ওপর অবস্থিত।
উত্তর – লিভিংস্টোন জলপ্রপাতটি কঙ্গো বা জাইর নদীর ওপর অবস্থিত।
আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ___।
উত্তর – আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ক্যাটারাক্ট।
দুই নদীর মধ্যবর্তী স্থানকে ___ বলে।
উত্তর – দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে।
নদী উপত্যকা গভীর হলে তাকে ___ বলে।
উত্তর – নদী উপত্যকা গভীর হলে তাকে গিরিখাত বলে।
জলপ্রপাতের নীচের গর্তের নাম ___।
উত্তর – জলপ্রপাতের নীচের গর্তের নাম প্লাঞ্জপুল।
মিয়েন্ডার নামটি এসেছে ___ নদীর নাম থেকে।
উত্তর – মিয়েন্ডার নামটি এসেছে মেনডারেস নদীর নাম থেকে।
রাইন নদীর বদ্বীপকে ___ বদ্বীপ বলে।
উত্তর – রাইন নদীর বদ্বীপকে খাড়ীয় বদ্বীপ বলে।
পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে বলা হয় ___।
উত্তর – পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে বলা হয় মন্থকূপ।
নদীর ___ প্রবাহে প্লাবনভূমি গঠিত হয়।
উত্তর – নদীর সমভূমি প্রবাহে প্লাবনভূমি গঠিত হয়।
বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ___ গতিতে কাজ করে।
উত্তর – বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে।
উৎস থেকে মোহানা পর্যন্ত নদী তার চলার পথে ___ ধরনের কাজ করে।
উত্তর – উৎস থেকে মোহানা পর্যন্ত নদী তার চলার পথে তিন ধরনের কাজ করে।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ ক্ষয়।
উত্তর – শুদ্ধ।
হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়।
উত্তর – অশুদ্ধ।
মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে।
উত্তর – শুদ্ধ।
সরস্বতী নদীতে গঠিত গারসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত।
উত্তর – অশুদ্ধ।
চিনের হোয়াংহো অববাহিকায়, ফ্রান্সের রাইন অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্যকূপ।
উত্তর – শুদ্ধ।
অবঘর্ষ এবং ঘর্ষণে নদীখাতে গর্তের সৃষ্টি হয়।
উত্তর – শুদ্ধ।
সমুদ্রপৃষ্ঠ হল ক্ষয়ের শেষ সীমা।
উত্তর – শুদ্ধ।
গোদাবরীকে ভারতের আদর্শ নদী বলা হয়।
উত্তর – অশুদ্ধ।
কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
গিরিখাত এবং ক্যানিয়নে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হয়।
উত্তর – অশুদ্ধ।
নিম্নগতিতে নদীর দুই পাশে স্বাভাবিক বাঁধ তৈরি হয়।
উত্তর – শুদ্ধ।
যে জলপ্রপাতে প্রচুর জল থাকে, তাকে ক্যাটারাক্ট বলে।
উত্তর – শুদ্ধ।
ক্যানিয়ন আর্দ্র ক্রান্তীয় এবং গিরিখাত শুষ্ক অঞ্চলে গঠিত হয়।
উত্তর – অশুদ্ধ।
আমাদের রাজ্যে কাঁথি বালিয়াড়ি একটি উপকূলীয় বালিয়াড়ি।
উত্তর – শুদ্ধ।
নদীর বিজ্ঞানসম্মত আলোচনাকে পোটামোলজি বলে।
উত্তর – শুদ্ধ।
স্রোতযন্ত্রের মাধ্যমে নদীর জলের প্রবাহ পরিমাপ করা হয়।
উত্তর – শুদ্ধ।
খরস্রোত কাসকেডের তুলনায় আকারে বড়ো।
উত্তর – অশুদ্ধ।
জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়।
উত্তর – শুদ্ধ।
নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয়।
উত্তর – শুদ্ধ।
পার্বত্য প্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়।
উত্তর – অশুদ্ধ।
পৃথিবীর অধিকাংশ বড়ো নদীর ধারে প্লাবনভূমি দেখা যায়।
উত্তর – শুদ্ধ।
সুন্দরবনের দ্বীপগুলি ক্রমাগত ডুবে যাচ্ছে।
উত্তর – শুদ্ধ।
হরিদ্বারের কাছে গঙ্গানদীতে পললশঙ্কু গঠিত হয়েছে।
উত্তর – শুদ্ধ।
উত্তরপ্রদেশের অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলিকে কোর বা তাল বলে।
উত্তর – শুদ্ধ।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পেরুতে অবস্থিত।
উত্তর – অশুদ্ধ।
সুপারিভাঙা সুন্দরবন অঞ্চলের নিমজ্জমান দ্বীপ।
উত্তর – শুদ্ধ।
হরিদ্বার থেকে বঙ্গোপসাগরের মোহানা পর্যন্ত গঙ্গানদীর বদ্বীপ প্রবাহ।
উত্তর – অশুদ্ধ।
নদী উৎপাটন ক্রিয়ায় ক্ষয়সাধন করে।
উত্তর – অশুদ্ধ।
অবরোহণ পদ্ধতির মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়।
উত্তর – অশুদ্ধ।
1980 খ্রিস্টাব্দ থেকে স্থায়ীভাবে লোহাচড়া দ্বীপটি প্লাবিত হয়।
উত্তর – শুদ্ধ।
স্তম্ভ মেলাও।
1.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. জলপ্রপাত | A. মোহানা | 1. → B. |
2. বদ্বীপ | B. জলমগ্ন হিমদ্রোণি উপত্যকা | 2. → D. |
3. পলিশঙ্কু | C. ডিমভরতি ঝুড়ির মতো ভূমিরূপ | 3. → E. |
4. ফিয়র্ড | D. উচ্চগতি | 4. → A. |
5. ড্রামলিন | E. পর্বতের পাদদেশ | 5. → C. |
2.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. ত্রিকোণ আকৃতির বদ্বীপ | A. টাইবার নদীর বদ্বীপ | 1. → E. |
2. হ্রদ বদ্বীপ | B. রাইন নদীর বদ্বীপ | 2. → C. |
3. খাড়ীয় বদ্বীপ | C. কাস্পিয়ান সাগরের বদ্বীপ | 3. → B. |
4. পাখির পায়ের মতো বদ্বীপ | D. গঙ্গার বদ্বীপ | 4. → A. |
5. কাসপেট বদ্বীপ | E. মিসিসিপি-মিসৌরি নদীর বদ্বীপ | 5. → D. |
3.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. প্রপাত কূপ | A. সমভূমি প্রবাহ | 1. → B. |
2. পললব্যজনী | B. নদী বাঁকের সঞ্চয় | 2. → E. |
3. খাঁড়ি | C. অমরকণ্টক শৈলশিরা | 3. → D. |
4. জলবিভাজিকা | D. পার্বত্যপ্রবাহ | 4. → A. |
5. বিন্দুবার | E. নদী মোহানা | 5. → C. |
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
গঙ্গানদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত?
গঙ্গানদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত।
পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?
পৃথিবীর বৃহত্তম গিরিখাত হল গ্র্যান্ড ক্যানিয়ন।
ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
ভারতের উচ্চতম জলপ্রপাত হল ভরহি (Varahi) নদীর ওপর কুঞ্চিকাল জলপ্রপাত।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত।
আঁকাবাঁকা নদীর গতিপথকে কী বলে?
আঁকাবাঁকা নদীর গতিপথকে মিয়েন্ডার বলে।
হাতপাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কী নামে পরিচিত?
হাতপাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ পলল ব্যজনী নামে পরিচিত।
নদীগঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কী?
নদীগঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম হল অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
ফানেল আকৃতির নদীর মোহানাকে কী বলে?
ফানেল আকৃতির নদীর মোহানাকে খাড়ি বলে।
প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কী বলে?
প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কিউসেক বলে।
বুদ্বুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোটো ছোটো গর্তকে কী বলে?
বুদ্বুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোটো ছোটো গর্তকে ক্যাভিটেশন বলে।
নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়?
নদীর ক্ষয়ের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ।
যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায়, তাকে কী বলে?
যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায়, তাকে আদর্শ নদী বলে।
নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে?
নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কিউসেক/কিউমেক বলে।
কোন্ ঘূর্ণিঝড় থেকে নিউমুর দ্বীপটি জেগে ওঠে?
ভোলা ঘূর্ণিঝড় থেকে (1970 সালে) নিউমুর দ্বীপটি জেগে ওঠে।
বহির্জাত শক্তিকে কী ধরনের শক্তি বলে?
বহির্জাত শক্তিকে বিনাশকারী শক্তি বলে।
ঘোড়ামারা দ্বীপে কত মানুষের বাস ছিল?
ঘোড়ামারা দ্বীপে 2001 সালের হিসেবে 5000 জন মানুষের বাস ছিল।
ঘোড়ামারা দ্বীপটি কলকাতার কত দক্ষিণে অবস্থিত?
ঘোড়ামারা দ্বীপটি কলকাতা থেকে 92 কিমি দক্ষিণে অবস্থিত।
ঘোড়ামারা, লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কী?
ঘোড়ামারা, লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি।
যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা।
দুটি নিমজ্জমান দ্বীপের নাম করো।
দুটি নিমজ্জমান দ্বীপের নাম হল সুপারিভাঙা এবং কাপাসগদি।
ভূমিরূপ বিদ্যায় ‘গ্রেড’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
ভূমিরূপ বিদ্যায় ‘গ্রেড’ কথাটি প্রথম গিলবার্ট ব্যবহার করেন।
ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন?
ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি চেম্বারলিন ও সলিসবেরি প্রবর্তন করেন।
বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কী?
বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল সূর্য।
আবহবিকারজাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে কী বলে?
আবহবিকারজাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে ক্ষয়ীভবন বলে।
ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কী বলে?
ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে অবরোহণ বলে।
ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্বালনকে কী বলে?
ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্বালনকে পুঞ্জিত ক্ষয় বলে।
কোন্ প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়?
পর্যায়ন প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়।
পর্যায়ন কোন্ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?
পর্যায়ন বহির্জাত ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ।
ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম কী?
ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম হল পর্যায়ন।
মরু অঞ্চলে কোন্ ধরনের আবহবিকার বেশি হয়?
মরু অঞ্চলে যান্ত্রিক ধরনের আবহবিকার বেশি হয়।
আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কী বলে?
আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে নগ্নীভবন বলে।
কিউমেক কী?
নদীর জলপ্রবাহ মাপার একক হল কিউমেক বা কিউবিক মিটার/সেকেন্ড।
যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হল জলবিভাজিকা।
অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন্ গতিতে সৃষ্টি হয়?
অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর নিম্নগতিতে সৃষ্টি হয়।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর “বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন