মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Gopi

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ বিভাগের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Table of Contents

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত?

গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হলো গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত।

পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?

পৃথিবীর বৃহত্তম গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন।

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

ভারতের উচ্চতম জলপ্রপাত হলো শরাবতী নদীর ওপর যোগ জলপ্রপাত।

আঁকাবাঁকা নদীর গতিপথকে কী বলে?

আঁকাবাঁকা নদীর গতিপথকে বলা হয় মিয়েন্ডার।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত।

হাতপাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কী নামে পরিচিত?

হাতপাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ পলল ব্যজনী নামে পরিচিত।

নদীগঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কী?

নদীগঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম অশ্বক্ষুরাকৃতি হ্রদ।

ফানেল আকৃতির নদীর মোহানাকে কী বলে?

ফানেল আকৃতির নদীর মোহানাকে খাড়ি বলা হয়।

প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কী বলে?

প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কিউসেক বলা হয়।

বুদ্‌বুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোটো ছোটো গর্তকে কী বলে?

বুদ্‌বুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোটো ছোটো গর্তকে ক্যাভিটেশন বলা হয়।

নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়?

নদীর ক্ষয়ের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠে।

যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কী বলে?

যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে আদর্শ নদী বলা হয়।

নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে?

নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কিউসেক বা কিউমেক বলা হয়।

ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম করো।

ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপ হলো নিউমুর বা দক্ষিণ তালপট্টি।

কোন্ ঘূর্ণিঝড় থেকে নিউমুর দ্বীপটি নিমজ্জিত হতে শুরু করে?

কোন্ ঘূর্ণিঝড় থেকে নিউমুর দ্বীপটি নিমজ্জিত হতে নিউমুর দ্বীপটি ভোলা ঘূর্ণিঝড় থেকে (১৯৭০ সালে) নিমজ্জিত হতে শুরু করে।

বহির্জাত শক্তিকে কী ধরনের শক্তি বলে?

বহির্জাত শক্তিকে বিনাশকারী শক্তি বলা হয়।

ঘোড়ামারা দ্বীপে কত মানুষের বাস ছিল?

২০০১ সালের হিসেবে ৫০০০ জন মানুষের বাস ছিল ঘোড়ামারা দ্বীপে।

ঘোড়ামারা দ্বীপটি কলকাতার কত দক্ষিণে অবস্থিত?

কলকাতা থেকে 150 কিমি দক্ষিণে।

ঘোড়ামারা, লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কী?

ঘোড়ামারা, লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ হলো সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি।

নিউমুর দ্বীপটি কোন্ নদীর মোহানায় অবস্থিত?

নিউমুর দ্বীপটি হাড়িভাঙা নদীর মোহানায় অবস্থিত।

১৯৭৪ সালে নিউমুরের আয়তন কত ছিল?

১৯৭৪ সালে নিউমুরের আয়তন ছিল ২৫০০ বর্গমিটার।

দুটি নিমজ্জমান দ্বীপের নাম করো।

দুটি নিমজ্জমান দ্বীপের নাম হলো সুপারিভাঙা এবং কাপাসগড়ি।

ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন?

ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট।

ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন?

ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি প্রবর্তন করেন চেম্বারলিন ও সলিসবেরি।

বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কী?

বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য।

যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে?

জলবিভাজিকা

আবহবিকারজাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে কী বলে?

আবহবিকারজাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে ক্ষয়ীভবন বলা হয়।

ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কী বলে?

ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে অবরোহণ বলা হয়।

ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলনকে কী বলে?

ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলনকে পুঞ্জিত ক্ষয় বলে।

কোন্ প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়?

পর্যায়ন প্রক্রিয়া।

পর্যায়ন কোন্ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?

পর্যায়ন প্রাকৃতিক প্রক্রিয়ার বহির্জাত প্রক্রিয়ার অংশ।

ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম কী?

পর্যায়ন।

মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকা বেশি হয়?

মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার বেশি হয় যান্ত্রিক আবহবিকা।

আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কী বলে?

আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে নগ্নীভবন বলে।

কিউমেক কি?

নদীর জলপ্রবাহ মাপার একক হল কিউমেক কিউবিক মিটার/সেকেন্ড।

অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়?

নিম্নগতি।

আজকে আমরা আমাদের আর্টিকেলে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer