মাধ্যমিক ভূগোল – ভারতের অর্থনৈতিক পরিবেশ – ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” এর ‘ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা’ বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক। কারণ, এই ধরনের প্রশ্ন প্রায়ই মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

মাধ্যমিক ভূগোল - ভারতের অর্থনৈতিক পরিবেশ – ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা.
মাধ্যমিক ভূগোল – ভারতের অর্থনৈতিক পরিবেশ – ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা.
Contents Show

পণ্য, মানুষ অথবা স্থানান্তরযোগ্য যে কোনো দ্রব্যকে একজায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোকে কী বলে?

পরিবহণ।

পরিবহনের রাজনৈতিক গুরুত্ব কী?

দেশের প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য স্থাপন।

ইংল্যান্ডে আমাদের দেশের হাইওয়ে কী নামে পরিচিত?

মোটরওয়ে।

ভারতে মোট কত ধরনের সড়কপথ রয়েছে?

সাত ধরনের।

স্থলপথের সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম কোনটি?

রেলপথ।

পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেলপথ কোনটি?

ভারতীয় রেল।

মেট্রোরেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

কলকাতা।

পশ্চিমবঙ্গের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বলো।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা।

ভারতের একটি অন্তর্দেশীয় বিমান সংস্থার নাম বলো।

এয়ার ইন্ডিয়া।

পবন হংস লিমিটেড সংস্থাটি কত সালে গঠিত হয়?

1985 সালে।

কোন ধরনের পরিবহন ব্যবস্থায় ব্যয় সবচেয়ে কম?

জলপথ।

বর্তমানে দূরবর্তী যোগাযোগ করার মূল মাধ্যম কী?

কৃত্রিম উপগ্রহ।

দেশের মধ্যে টেলিযোগাযোগ সরকারি পরিষেবা কোন সংস্থার মাধ্যমে ঘটে?

বিএসএনএল (BSNL)।

বিদেশের সঙ্গে টেলি পরিষেবা করতে সাহায্য করে কে?

ভিএসএনএল (VSNL)।

টেলি পরিষেবা – সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে কোন সংস্থা?

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)।

ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি কোনটি?

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI)।

পৃথিবীর প্রথম ডাক যোগাযোগের ব্যবস্থা কোথায় এবং কত সালে গড়ে ওঠে?

চীন, খ্রিস্টপূর্ব 900 সালে।

কোন দেশের ডাক ব্যবস্থা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ?

ভারতের।

কত সালে ভারতে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?

1955 সালে।

ভারতে প্রথম কম্পিউটার কোথায় ব্যবহার শুরু হয়?

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (ISI)।

এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে?

কলকাতা (1955 সালে)।

পরিবহন ও যোগাযোগ কোন ধরনের পরিষেবা?

তৃতীয় পর্যায়ের পরিষেবা।

বাজারের চাহিদা এবং যোগানে ভারসাম্য রক্ষা করে কোন মাধ্যম?

পরিবহন।

পৃথিবীর যাবতীয় পরিবহনের মধ্যে কোন ধরনের পরিবহন পথ সবচেয়ে বেশি?

সড়কপথ।

সীমান্ত সড়কপথগুলি তৈরি হয়েছে কেন?

সীমান্ত পাহারা দেওয়ার জন্য।

জাতীয় সড়ক নং 1 রাস্তাটি কোথা থেকে কতদূর বিস্তৃত?

নতুন দিল্লি থেকে পাঞ্জাবের আটারি শহর পর্যন্ত।

পৃথিবীর উচ্চতম সীমান্ত সড়ক কোনটি? এর উচ্চতা কত?

লেহ্ থেকে তিব্বত সীমান্ত; এর উচ্চতা 5,639 মিটার।

ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।

গুজরাটের কান্ডলা।


আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” এর ‘ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা’ বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্ন-উত্তরগুলো মাধ্যমিক পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত কার্যকর হতে পারে, কারণ এই ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে অসুবিধা অনুভব করেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা