মাধ্যমিক ভূগোল – ভারতের প্রকৃতিক পরিবেশ – ভারতের স্বাভাবিক উদ্ভিদ – একটি বা দুটি শব্দে উত্তর দাও।

Gopi

মাধ্যমিক ভূগোলে ভারতের প্রকৃতিক পরিবেশ এবং স্বাভাবিক উদ্ভিদ দুটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের প্রাকৃতিক পরিবেশ বিশাল এবং প্রাকৃতিক সৌন্দর্য একটি আকর্ষণ। এটি প্রাণী এবং উদ্ভিদের জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করে এবং পরিবেশ ও জীবজন্তুদের মধ্যে একটি সম্প্রসারিত সম্পর্ক রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ অত্যন্ত বিস্তৃত এবং প্রকৃতিগুলির সাথে মিশে মিশে সমস্তকিছু একটি অনন্য স্থান রয়েছে। দুটি শব্দে সারমর্মে বলা যায় যে ভারতের প্রকৃতিগুলি মহান এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ বিশেষ।

Table of Contents

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রকৃতিক পরিবেশ – ভারতের স্বাভাবিক উদ্ভিদ 2

হেক্টর প্রতি কত শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা যায়?

5 শতাংশ।

ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণিবিভাগ কে করেন?

আবহবিজ্ঞানী চ্যাম্পিয়ন।

আন্দামান নিকোবরে কী ধরনের বনভূমি রয়েছে?

ক্রান্তীয় চিরহরিৎ।

রবার গাছ কী ধরনের উদ্ভিদ?

ক্রান্তীয় চিরহরিৎ।

যেখানে বছরে 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে কী ধরনের বনভূমি জন্মায়?

চিরহরিৎ।

কোন্ ধরনের গাছের বর্ষবলয় ভালোভাবে বোঝা যায়?

ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের।

ভারতে কোন্ ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?

ক্রান্তীয় পর্ণমোচী।

মরু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য বলো।

কাঁটাযুক্ত হয়।

ফণীমনসা কী জাতীয় উদ্ভিদ?

মরু উদ্ভিদ।

পূর্ব হিমালয়ের 1000-3000 মিটার উচ্চতায় কোন্ ধরনের উদ্ভিদ জন্মায়?

মিশ্র অরণ্য।

যে কাল্পনিক রেখার ওপরে কোনো গাছ জন্মায় না, তাকে কী বলে?

উদ্ভিদ রেখা।

কোন ধরনের উদ্ভিদ থেকে দিয়াশলাই তৈরি করা যায়?

সরলবর্গীয়।

কোন্ ধরনের গাছে ঠেসমূল থাকে?

ম্যানগ্রোভ অরণ্যে।

অরণ্যের একটি পরোক্ষ উপকার সম্পর্কে বলো।

ভূমিক্ষয় রোধ।

ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?

সুন্দরবন।

ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?

দেরাদুনে।

পৃথিবীর মোট ভূমিভাগের কত শতাংশ ভারতে আছে?

এক শতাংশের মতো।

ভারতের ক্ষেত্রমানের মধ্যে বনভূমির পরিমাণ কত?

24.01 শতাংশ (সূত্র: India State of Forest report 13)

ভারতের কত মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল?

35 লক্ষ।

সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?

দুই শতাংশ।

খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের কত অংশ বনাবৃত ছিল?

প্রায় ৪০ শতাংশ।

কৃষির সাথে বনপ্রতিপালনকে কী বলে?

কৃষি বনসৃজন।

অরণ্যের দুটি প্রত্যক্ষ ব্যবহার বলো।

আসবাব নির্মাণ ও কাগজশিল্পের কাঁচামাল।

অরণ্যের দুটি অপ্রত্যক্ষ ব্যবহার লেখো।

ভূমিক্ষয় রোধ, জলবায়ু নিয়ন্ত্রণ।

তামিলনাড়ুর কাবেরী নদীর মোহানায় যে অরণ্য দেখা যায় তার নাম কী?

পয়েন্ট ক্যালিমেয়ার ওয়াইল্ড লাইফ এন্ড বার্ড অভয়ারণ্য (Point Calimere Wildlife and Bird Sanctuary)

ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?

জেরোফাইট জাতীয় উদ্ভিদ।

হিমালয়ের কত মিটার উচ্চতায় আল্পীয় বনভূমি দেখা যায়?

4000 মিটারের বেশি উচ্চতায়।

ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম করো |

পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।

কোন্ সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়?

1952 সালে।

একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও।

বাবলা।

মাধ্যমিক ভূগোলে ভারতের প্রকৃতিক পরিবেশ এবং স্বাভাবিক উদ্ভিদ একটি মুখ্য বিষয়। ভারতের প্রাকৃতিক পরিবেশ বিশাল এবং আলোকপাত প্রকৃতির সমন্বয় দেখতে পাওয়া যায়। এটি প্রাণী ও উদ্ভিদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে এবং পরিবেশ ও জীব জন্তুদের মধ্যে একটি সম্প্রসারিত সম্পর্ক রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদগুলি সমস্তকিছুর মধ্যে বিশেষ এবং অনন্য হয়। ভারতে প্রচুর ধরণের উদ্ভিদ রয়েছে যা আরও বেশি জ্ঞাত হয় না। ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং স্বাভাবিক উদ্ভিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলি মানবজীবনের সাথে অবিভাজ্য সম্পর্ক রয়েছে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer