এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের অবস্থান – প্রশাসনিক বিভাগ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশেরভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ‘ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Table of Contents

মাধ্যমিক ভূগোল - ভারতের প্রকৃতিক পরিবেশ - ভারতের অবস্থান - প্রশাসনিক বিভাগ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের অবস্থান – প্রশাসনিক বিভাগ – একটি বা দুটি শব্দে উত্তর

কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?

1950 সালের 26 জানুয়ারি।

বেঙ্গালুরু কোন রাজ্যের রাজধানী?

কর্ণাটক।

ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি?

চীন।

দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কী?

সিলভাসা।

ছত্তিশগড়ের রাজধানী কোনটি?

রায়পুর।

সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

নেপালের কাঠমান্ডুতে।

ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?

মালদ্বীপ।

তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়?

2014 সালের 2 জুন।

কোন রাজ্যের পরিবর্তিত নাম কর্ণাটক?

মহীশূর।

গুজরাত ও মহারাষ্ট্র কোন রাজ্য ভেঙে তৈরি হয়?

বোম্বে (মুম্বাই)।

ত্রিপুরায় বাংলা ছাড়া আর কোন কোন ভাষা প্রচলিত?

ককবোরক এবং মণিপুরি ভাষা।

ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে কী বলে?

র‍্যাডক্লিফ লাইন।

ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

লাক্ষাদ্বীপ।

ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে কী বলে?

ম্যাকমোহন লাইন।

কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানার সৃষ্টি হয়?

1966 সালে।

কেরলের বর্তমান রাজধানীর নাম কী?

তিরুবনন্তপুরম।

জলবায়ুগতভাবে ভারত কোন জলবায়ুর অন্তর্গত?

ক্রান্তীয় উষ্ণমণ্ডল।

ইন্ডিয়া নামটি কাদের দেওয়া?

গ্রিকদের।

কার নাম অনুসারে এদেশের নাম ভারত হয়েছে?

সম্ভবত রাজা ভরতের নামানুসারে।

ভারতের পশ্চিমতম অংশে কোন রাজ্যটি রয়েছে?

গুজরাত।

সার্ক (SAARC) কথাটির পুরো নাম কী?

South Asian Association for Regional Cooperation.

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

গোয়া।

ভারতের বর্তমান রাজ্যশাসিত অঞ্চলসমূহ

রাজ্যের নামরাজধানী
অন্ধ্রপ্রদেশহায়দরাবাদ
অরুণাচল প্রদেশইটানগর
অসমদিসপুর
বিহারপাটনা
ছত্তিশগড়রায়পুর
গোয়াপানাজি
গুজরাতগান্ধিনগর
হরিয়ানাচণ্ডীগড়
হিমাচল প্রদেশসিমলা
ঝাড়খণ্ডরাঁচি
জম্মু ও কাশ্মীরশ্রীনগর (গ্রীষ্ম), জম্মু (শীত)
কর্ণাটকবেঙ্গালুরু
কেরলতিরুবনন্তপুরম
মধ্যপ্রদেশভোপাল
মহারাষ্ট্রমুম্বাই
মণিপুরইম্ফল
মেঘালয়শিলং
মিজোরামআইজল
নাগাল্যান্ডকোহিমা
ওডিশাভুবনেশ্বর
পাঞ্জাবচণ্ডীগড়
রাজস্থানজয়পুর
সিকিমগ্যাংটক
তামিলনাড়ুচেন্নাই
ত্রিপুরাআগরতলা
উত্তরপ্রদেশলখনউ
উত্তরাখন্ডদেরাদুন
পশ্চিমবঙ্গকলকাতা
তেলেঙ্গানাহায়দরাবাদ

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ

রাজ্যের নামরাজধানী
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জপোর্টব্লেয়ার
চণ্ডীগড়চণ্ডীগড়
দাদরা ও নগর হাভেলিসিলভাসা
দমন ও দিউদমন
দিল্লিদিল্লি
লাক্ষাদ্বীপকাভারত্তি
পুদুচেরিপুদুচেরি

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ এর ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ নিয়ে আলোচনা করেছি। এই অংশের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি কাজে লাগবে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন