এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ইতিহাস – বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন – বৈশিষ্ট্য ও বিশ্লেষন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বিংশ শতকে ভারতে স্বাধীনতা আন্দোলন জোরদার হলে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলনগুলিতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীরা তাদের নিজস্ব দাবি-দাওয়া তুলে ধরে এবং স্বাধীনতার সংগ্রামকে আরও জোরালো করে তোলে।

Table of Contents

মাধ্যমিক ইতিহাস - বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

স্বদেশি আন্দোলনকালে স্বদেশভূমিকে কার সঙ্গে তুলনা করা হয়?

মাতার সঙ্গে।

কোন্ উপন্যাসে স্বদেশভূমিকে দেশমাতা বলে অভিহিত করা হয়?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে।

ভারতমাতার চিত্রটি কে অঙ্কন করেন?

অবনীন্দ্রনাথ ঠাকুর।

সরলাদেবী চৌধুরানি কে ছিলেন?

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনি/স্বর্ণকুমারী দেবীর কন্যা।

বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন?

সরলাদেবী চৌধুরানি।

স্বদেশি আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন?

সরলাদেবী চৌধুরানি।

কে স্বদেশি আন্দোলনকালে গোপনে বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখতেন ও সরবরাহ করতেন?

ননীবালা দেবী।

ভারত স্ত্রী মহামণ্ডল কবে প্রতিষ্ঠিত হয়?

১৯১১ খ্রিস্টাব্দে।

বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন?

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

স্বদেশি আন্দোলনকালে কোনো নারী দেশের জন্য দুঃসাহসিক কাজ করলে কী উপাধি পেতেন?

বঙ্গলক্ষ্মী।

কোন্ কবি বঙ্গনারীকে রেশমি চুড়ি ছাড়ার পরামর্শ দেন?

কবি মুকুন্দ দাস।

বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়?

১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর।

বঙ্গভঙ্গ কার্যকরের দিন কে অরন্ধন পালনের আহ্বান জানান?

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে ফেডারেশন হলের ভিত্তি কবে স্থাপিত হয়?

১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর।

বঙ্গভঙ্গ কালে বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে কে গ্রেফতার হন?

ননীবালা দেবী।

জাতীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী দু’জন নেত্রীর নাম লেখো।

সরোজিনী নাইডু ও মুথুলক্ষ্মী রেড্ডি।

ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত?

সরোজিনী নাইডু।

ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য কে বিল আনেন?

মুথুলক্ষ্মী রেড্ডি।

মুথুলক্ষ্মী রেড্ডি কে ছিলেন?

পেশায় চিকিৎসক ও ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্যা।

ব্রিটিশ যুবরাজ বা প্রিন্স অব্ ওয়েলস্ – এর ভারতভ্রমণের বিরুদ্ধে প্রতিবাদকারী একজন বিখ্যাত নারীর নাম লেখো।

বাসন্তী দেবী।

অসহযোগ আন্দোলনকালে ব্রিটিশ শাসনকে কে শয়তানের শাসনের সঙ্গে তুলনা করেন?

মহাত্মা গান্ধি।

কারা আলি ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন?

মহম্মদ আলি ও শওকত আলি।

বি-আম্মা নামে কে পরিচিত ছিলেন?

আবাদি বানু বেগম।

আইন অমান্য আন্দোলনকালে কে ওয়াডালা লবণ কারখানা অভিযানের নেতৃত্ব দেন?

কমলাদেবী চট্টোপাধ্যায়।

মহিলা রাষ্ট্রীয় সংঘ (১৯২৮ খ্রিস্টাব্দে) কে প্রতিষ্ঠা করেন?

লতিকা ঘোষ।

আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দু’জন বিখ্যাত নারীর নাম লেখো।

বিজয়লক্ষ্মী পণ্ডিত, কমলা দাশগুপ্ত প্রমুখ।

ভারতছাড়ো আন্দোলনকালে নারীদের সংগঠিত করার ক্ষেত্রে দুজন নেত্রীর নাম লেখো।

অরুণা আসফ আলি ও সুচেতা কৃপালিনী।

ভয়েস অব ফ্রিডম কে প্রতিষ্ঠা করেন?

ঊষা মেহতা।

ভয়েস অব ফ্রিডম কোন্ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়?

ভারতছাড়ো আন্দোলনের সময়।

ভারতছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে কে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন?

অরুণা আসফ আলি।

ভারতছাড়ো আন্দোলনকালে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার জন্য কোথায় ভগিনী সেনা গঠিত হয়?

মেদিনীপুরে।

গান্ধিবুড়ি নামে কে পরিচিত?

মাতঙ্গিনী হাজরা।

ভারতে বিপ্লববাদের প্রাথমিক পর্বে নারী সমাজকে অনুপ্রাণিত করেছিলেন এমন একজন বিদেশিনির নাম লেখো।

ভগিনী নিবেদিতা।

কে ভারতে বিপ্লববাদের জননী নামে পরিচিত?

মাদাম কামা।

মাদাম কামা কোথায় ভারতের স্বাধীনতার প্রতীকরূপে বন্দে মাতরম লেখা তেরঙ্গা পতাকা উত্তোলন করেন?

স্টুটগার্টে।

দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন?

বিপ্লবী লীলা রায়।

কোথায় দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়?

ঢাকায়।

কবে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়?

১৯২৩ খ্রিস্টাব্দে।

দীপালি সংঘের মুখপাত্রের নাম কী?

‘জয়শ্রী’।

কে চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন?

প্রীতিলতা ওয়াদ্দেদার।

কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত?

কল্পনা দত্ত।

কে ঝাঁসির রানি রেজিমেন্ট গঠন করেন?

সুভাষচন্দ্র বসু।

ঝাঁসির রানি রেজিমেন্ট’ কবে গঠিত হয়?

১৯৪৩ খ্রিস্টাব্দে।

কে দার্জিলিং-এর গভর্নর অ্যান্ডারসনকে হত্যার চেষ্টা করেন?

উজ্জ্বলা মজুমদার।

ম্যাজিস্ট্রেট সি. জি. ভি. স্টিভেনকে কারা হত্যা করেন?

শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী।

কে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ প্রসঙ্গে ছাত্রদেরকে স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেন?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

কার্লাইল সার্কুলার কবে ঘোষিত হয়?

১৯০৫ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর।

অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন?

শচীন্দ্রপ্রসাদ বসু।

কবে স্বদেশ বান্ধব সমিতি গঠিত হয়?

১৯০৬ খ্রিস্টাব্দে।

কার নেতৃত্বে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া’ নামক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে?

জাকির হোসেন।

কে ভারতে বিপ্লববাদের জনক?

বাসুদেব বলবস্তু ফালকে।

কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?

সতীশচন্দ্র বসু।

অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?

১৯০২ খ্রিস্টাব্দে।

ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর উপর কাকে হত্যার দায়িত্ব দেওয়া হয়?

মুজফ্ফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে।

বেঙ্গল ভলান্টিয়ার্স দল অন্য কী নামে পরিচিত?

বি. ভি. গোষ্ঠী।

অলিন্দ যুদ্ধ কবে হয়?

১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর।

মাস্টারদা নামে কে পরিচিত?

সূর্য সেন।

বীনা দাস কাকে হত্যার চেষ্টা করেন?

বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে।

কলকাতায় রশিদ আলি দিবস কবে পালিত হয়?

১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি।

সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?

জ্যোতিবা ফুলে।

শ্রী নারায়ণ গুরু কোন্ সম্প্রদায়ের মানুষের কল্যাণের জন্য আন্দোলন শুরু করেন?

দলিত সম্প্রদায়ের।

দলিত মিশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

ভি. আর. শিন্ডে।

সাম্প্রদায়িক বাঁটোয়ারা চুক্তি (১৯৩২ খ্রি:) কে করেন?

ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড।

দলিতদের হরিজন নামে কে অভিহিত করেন?

মহাত্মা গান্ধি।

বি. আর. আম্বেদকর কে?

দলিত আন্দোলনের বিখ্যাত নেতা।

বি. আর. আম্বেদকর কবে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে দেন?

১৯২৭ খ্রিস্টাব্দে।

কে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন (১৯৪০ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা করেন?

বি. আর. আম্বেদকর।

কে তাঁর শিষ্যদের মতুয়া বলে সম্বোধন করেন?

শ্রী গুরুচাঁদ ঠাকুর।

‘বেঙ্গল নমঃশূদ্র অ্যাসোসিয়েশন’ কবে প্রতিষ্ঠিত হয়?

১৯১২ খ্রিস্টাব্দে।

গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর কে নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন?

প্রমথরঞ্জন ঠাকুর।

বিংশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনগুলি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলনগুলির মাধ্যমে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীরা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন।

নারী আন্দোলনের মাধ্যমে ভারতীয় নারীরা শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক ও রাজনৈতিক অধিকার ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছিলেন। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজ ইত্যাদি আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ছাত্র আন্দোলনের মাধ্যমে ভারতীয় ছাত্ররা শিক্ষার মান উন্নয়ন, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ইত্যাদি দাবিতে আন্দোলন করেছিলেন। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ভূমিকা অপরিসীম।

Share via:

মন্তব্য করুন