মাধ্যমিক ইতিহাস – সংস্কার: বৈশিষ্ট ও পর্যালোচনা – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Table of Contents

মাধ্যমিক ইতিহাস – সংস্কার – বৈশিষ্ট ও পর্যালোচনা

বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়?

1863 খ্রিস্টাব্দে।

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো।

হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন?

হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক।

নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?

দীনবন্ধু মিত্র।

হুতোম প্যাঁচার নকশা–র রচয়িতা কে?

কালীপ্রসন্ন সিংহ।

গ্রামবার্তা প্রকাশিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?

কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।

কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষাখাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়?

1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে।

লর্ড মেকলে কে ছিলেন?

লর্ড মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের আইন পরিষদের সদস্য।

কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

1824 খ্রিস্টাব্দে।

চার্লস উড কে ছিলেন?

চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং উডের ডেসপ্যাচের প্রণেতা।

উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?

1854 খ্রিস্টাব্দে।

ভারতে কবে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়?

1835 খ্রিস্টাব্দের 7 মার্চ।

হান্টার কমিশন কবে নিযুক্ত হয়?

1882 খ্রিস্টাব্দে।

চার্লস উডের সুপারিশ মেনে কবে সরকারি দফতর খোলা হয়?

1855 খ্রিস্টাব্দে।

কবে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

1819 খ্রিস্টাব্দে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

কথামালা গ্রন্থটি কার লেখা?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

কেশবচন্দ্র সেন, মেরি কার্পেন্টার কবে নরম্যাল স্কুল প্রতিষ্ঠা করেন?

1872 খ্রিস্টাব্দে।

ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত?

রাজা রামমোহন রায়।

রাধাকান্ত দেব কে ছিলেন?

রাধাকান্ত দেব ছিলেন উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা।

উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিষয়ে অগ্রণী দুজন ব্যক্তির নাম লেখো।

রাধাকান্ত দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ডেভিড হেয়ার কে ছিলেন?

ডেভিড হেয়ার ছিলেন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

ডেভিড হেয়ার।

ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

1817 খ্রিস্টাব্দে।

ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন?

জন এলিয়ট ডিস্কওয়াটার বেথুন।

কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

1835 খ্রিস্টাব্দে।

কার উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়?

লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে।

মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?

মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ভারতীয় শল্যবিদ এবং প্রথম শব ব্যবচ্ছেদকারী।

মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন?

10 জানুয়ারি, 1836 খ্রিস্টাব্দে।

কে হিন্দু কুসংস্কার উপেক্ষা করে প্রথম শব ব্যবচ্ছেদ করেন?

ডা. মধুসূদন গুপ্ত।

কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

1857 খ্রিস্টাব্দে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

স্যার জেমস উইলিয়াম কোলভিল।

আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়?

1815 খ্রিস্টাব্দে।

ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

রাজা রামমোহন রায়।

ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

1828 খ্রিস্টাব্দে।

তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে?

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?

1839 খ্রিস্টাব্দে।

তিন আইন কবে প্রবর্তিত হয়?

1872 খ্রিস্টাব্দে।

সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে কে সাফল্য আনেন?

রাজা রামমোহন রায়।

সতীদাহ প্রথা কবে রদ করা হয়?

1829 খ্রিস্টাব্দে।

কোন বড়োলাটের আমলে সতীদাহ প্রথা রদ করা হয়?

লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে।

ডিরোজিও কে ছিলেন?

ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক এবং ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায়ের প্রাণপুরুষ।

ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত?

ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায় নামে পরিচিত ছিলেন।

অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (1828 খ্রি.) কে প্রতিষ্ঠা করেন?

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

ইয়ং ক্যালকাটা নামে কারা পরিচিত?

ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায়।

হাজী মহম্মদ মহসীন কে ছিলেন?

হুগলির একজন মানবতাবাদী ও দানশীল ব্যক্তি এবং হাজী মহম্মদ মহসীন ফান্ডের প্রতিষ্ঠাতা।

কোন সমাজ সংস্কারকের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রবর্তিত হয়?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বিধবা বিবাহ আইন কবে পাস হয়?

1856 খ্রিস্টাব্দে।

লালন ফকির কে ছিলেন?

একজন মানবতাবাদী ও অসংখ্য বাউল গানের রচয়িতা।

লালন ফকির কোথায় বাউল সংঘ প্রতিষ্ঠা করেন?

কুষ্টিয়ার ছেঁউড়িয়াতে

তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়?

1843 খ্রিস্টাব্দে।

ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক বইটি কে রচনা করেন?

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

কেশবচন্দ্র সেন।

বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন?

একজন বিখ্যাত ব্রাহ্মধর্ম প্রচারক।

সাধারণ ব্রাহ্মসমাজ কারা প্রতিষ্ঠা করেন?

শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ।

ব্রাহ্মসমাজ আন্দোলনে নববিধান কবে প্রবর্তিত হয়?

1880 খ্রিস্টাব্দে।

নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

কেশবচন্দ্র সেন।

“যত মত তত পথ” বাণীটি কার?

শ্রীরামকৃষ্ণ দেবের।

কে উনিশ শতকের বাংলায় সর্বধর্ম সমন্বয়বাদী মতাদর্শের উদ্ভব ঘটান?

শ্রীরামকৃষ্ণ দেব।

রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়?

1897 খ্রিস্টাব্দে।

রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

স্বামী বিবেকানন্দ।

রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র কোথায় অবস্থিত?

হাওড়ার বেলুড় মঠে।

স্বামী বিবেকানন্দের রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো?

বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক প্রভৃতি।

শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন?

স্বামী বিবেকানন্দ।

কবে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দেন?

1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর।

কলকাতায় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

1784 খ্রিস্টাব্দে।

এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

স্যার উইলিয়াম জোন্স।

ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

1800 খ্রিস্টাব্দে।

ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

লর্ড ওয়েলেসলি।

হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

1817 খ্রিস্টাব্দে।

হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা?

স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব প্রমুখ।

হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?

প্রেসিডেন্সি কলেজ।

ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী?

কলকাতা বিশ্ববিদ্যালয়।

বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল?

কলকাতা।

বাংলায় নবজাগরণের ফলে কোন ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটে?

সংস্কৃত ঐতিহ্যের।

বাংলার নবজাগরণকে “অতিকথা” বলে কে অভিহিত করেছেন?

গবেষক বিনয় ঘোষ।

Share via:

মন্তব্য করুন