মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবহমানতা – জনন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘জনন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

জনন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
জনন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব নিজের প্রতিরূপ গঠন করে, তাকে বলে –

  1. শ্বসন
  2. সংবহন
  3. রেচন
  4. জনন

উত্তর – 4. জনন

গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র দেহকোশ বিভাজিত হয়ে অপত্য সৃষ্টি হয় –

  1. যৌন জননে
  2. অঙ্গজ জননে
  3. অযৌন জননে
  4. অপুংজনিতে

উত্তর – 3. অযৌন জননে

অযৌন জননের একক হল –

  1. গ্যামেট
  2. রেণু
  3. পরাগ
  4. স্টক ও সিয়ন

উত্তর – 2. রেণু

যে জননে মিয়োসিস অবশ্যম্ভাবী তা হল –

  1. অঙ্গজ বিস্তার
  2. অযৌন জনন
  3. যৌন জনন
  4. মাইক্রোপ্রোপাগেশন

উত্তর – 3. যৌন জনন

দুটি সমগোত্রীয় গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে বলে –

  1. আইসোগ্যামি
  2. হেটেরোগ্যামি
  3. অ্যানাইসোগ্যামি
  4. সিনগ্যামি

উত্তর – 4. সিনগ্যামি

হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনকে বলে –

  1. সাইটোসিস
  2. সিনগ্যামি
  3. কোশচক্র
  4. মিয়োসিস

উত্তর – 2. সিনগ্যামি

দুটি গ্যামেটের মিলনকে বলে –

  1. সংশ্লেষ
  2. নিষেক
  3. অপুংজনি
  4. অযৌন জনন

উত্তর – 2. নিষেক

জাইগোটের ক্রোমোজোমীয় প্রকৃতি হল –

  1. 2n
  2. n
  3. 3n
  4. 4n

উত্তর – 1. 2n

নিষিক্ত ডিম্বাণু হল –

  1. এমব্রায়ো
  2. জাইগোট
  3. মরুলা
  4. স্পোর

উত্তর – 2. জাইগোট

সম-আকৃতির দুটি জননকোশের মিলন পদ্ধতিকে বলে –

  1. আইসোগ্যামি
  2. অ্যানাইসোগ্যামি
  3. উগ্যামি
  4. কোনোটিই নয়

উত্তর – 1. আইসোগ্যামি

উন্নত জীবের যৌন জননকালে পুং ও স্ত্রীগ্যামেটের নিষেক প্রক্রিয়ার নাম হল –

  1. আইসোগ্যামি
  2. উগ্যামি
  3. সিনগ্যামি
  4. অ্যানাইসোগ্যামি

উত্তর – 2. উগ্যামি

যৌন জনন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক?

  1. যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
  2. যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
  3. যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
  4. যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়

উত্তর – 1. যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য।

নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় –

  1. কিছু কিছু ক্ষেত্রে অযৌন জনন অ্যামাইটোসিস নির্ভর
  2. অযৌন জননে জনিতৃ জীবের সংখ্যা একটি
  3. যৌন জননে গ্যামেট উৎপাদন প্রক্রিয়াটি মিয়োসিস নির্ভর
  4. যৌন জননে অপত্য জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় না

উত্তর – 4. যৌন জননে অপত্য জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয় না

অ্যামিবা -তে লক্ষ করা যায় –

  1. বিভাজন
  2. খন্ডীভবন
  3. রেণু উৎপাদন
  4. কোরকোদগম

উত্তর – 1. বিভাজন

বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে –

  1. প্লাসমোডিয়াম
  2. হাইড্রা
  3. ফার্ন
  4. প্ল্যানেরিয়া

উত্তর – 1. প্লাসমোডিয়াম

বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে এমন জীব হল –

  1. স্পাইরোগাইরা
  2. প্লাসমোডিয়াম
  3. হাইড্রা
  4. ঈস্ট

উত্তর – 2. প্লাসমোডিয়াম

যে প্রক্রিয়াটি প্লাসমোডিয়াম -এর সাইজন্ট দশায় দেখা যায় –

  1. দ্বিবিভাজন
  2. খণ্ডীভবন
  3. বহুবিভাজন
  4. স্পোরোগনি

উত্তর – 3. বহুবিভাজন

যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন ঘটে তার নাম –

  1. দ্বিবিভাজন
  2. খন্ডীভবন
  3. বহুবিভাজন
  4. মাইটোসিস

উত্তর – 1. দ্বিবিভাজন

টরুলা দশা দেখা যায় কোন্ জীবে?

  1. ঈস্ট
  2. মস
  3. ফার্ন
  4. সাইকাস

উত্তর – 1. ঈস্ট

কোরকোদগম বা বাডিং পদ্ধতিতে বা কোরকের সাহায্যে জনন সম্পন্ন করে –

  1. অ্যামিবা
  2. প্লাসমোডিয়াম
  3. হাইড্রা
  4. প্ল্যানেরিয়া

উত্তর – 3. হাইড্রা

খণ্ডীভবন পদ্ধতি দেখা যায় –

  1. হাইড্রা -তে
  2. প্লাসমোডিয়াম -এ
  3. স্পাইরোগাইরা -তে
  4. ঈস্ট -এ

উত্তর – 3. স্পাইরোগাইরা -তে

পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে –

  1. ইউগ্লিনা
  2. স্পাইরোগাইরা
  3. প্ল্যানেরিয়া
  4. অ্যামিবা

উত্তর – 3. প্ল্যানেরিয়া

প্ল্যানেরিয়া, চ্যাপটাকৃমি এবং নীচের যে প্রাণীতে পুনরুৎপাদন প্রক্রিয়া ঘটে, তা হল –

  1. স্পঞ্জিলা
  2. অ্যামিবা
  3. প্লাসমোডিয়াম
  4. প্যারামেসিয়াম

উত্তর – 1. স্পঞ্জিলা

রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে না –

  1. মস
  2. প্ল্যানেরিয়া
  3. ফার্ন
  4. ছত্রাক

উত্তর – 2. প্ল্যানেরিয়া

স্পোরানজিয়ামে যেটি উৎপন্ন হয় –

  1. স্পোরানজিওস্পোর
  2. অ্যাপ্লানোস্পোর
  3. জুস্পোর
  4. জাইগোস্পোর

উত্তর – 1. স্পোরানজিওস্পোর

অযৌন জননে উৎপন্ন রেণুগুলি অসম আকারের হলে, তাদের বলে –

  1. অপুংজনি
  2. পুংকেশর
  3. সমরেণু
  4. অসমরেণু

উত্তর – 4. অসমরেণু

রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে না –

  1. ছত্রাকজাতীয় উদ্ভিদ
  2. প্ল্যানেরিয়া
  3. হাইড্রা
  4. অ্যামিবা

উত্তর – 2. প্ল্যানেরিয়া

রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে –

  1. ছত্রাকজাতীয় উদ্ভিদ
  2. প্ল্যানেরিয়া
  3. হাইড্রা
  4. অ্যামিবা

উত্তর – 1. ছত্রাকজাতীয় উদ্ভিদ

নীচের কোন্ জোড়টি সঠিক?

  1. কোরকোদগম – ঈস্ট
  2. খন্ডীভবন – কেঁচো
  3. রেণু উৎপাদন – অ্যামিবা
  4. পুনরুৎপাদন – ড্রায়োপটেরিস

উত্তর – 1. কোরকোদগম – ঈস্ট

নীচের কোন্ জোড়টি সঠিক?

  1. খণ্ডীভবন – ঈস্ট
  2. কোরকোদগম – প্ল্যানেরিয়া
  3. রেণু উৎপাদন – ছত্রাক
  4. পুনরুৎপাদন – ফার্ন

উত্তর – 3. রেণু উৎপাদন – ছত্রাক

সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো।

  1. খন্ডীভবন – স্পাইরোগাইরা
  2. কোরকোদগম – প্ল্যানেরিয়া
  3. বহুবিভাজন – হাইড্রা
  4. পুনরুৎপাদন – ফার্ন

উত্তর – 1. খন্ডীভবন – স্পাইরোগাইরা

মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে –

  1. গোলাপ
  2. ডালিয়া
  3. পটল
  4. পাথরকুচি

উত্তর – 3. পটল

কান্ড স্টোলন প্রকৃতির যে উদ্ভিদে, তার নাম –

  1. মিষ্টি আলু
  2. স্ট্রবেরি
  3. কচুরিপানা
  4. পাথরকুচি

উত্তর – 2. স্ট্রবেরি

কচুরিপানার যে পরিবর্তিত অর্ধবায়বীয় কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে, তার নাম –

  1. ঊর্ধ্বধাবক
  2. খর্বধাবক
  3. বজ্রধাবক
  4. ধাবক

উত্তর – 2. খর্বধাবক

বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে –

  1. রাঙা আলু
  2. আমরুল
  3. চুপড়ি আলু
  4. ডালিয়া

উত্তর – 3. চুপড়ি আলু

কোন্ উদ্ভিদ ভূনিম্নস্থ কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে?

  1. মেন্থা
  2. পাথরকুচি
  3. বিগোনিয়া
  4. ওল

উত্তর – 1. মেন্থা

আদা কীসের সাহায্যে জনন করে?

  1. ধাবক
  2. টিউবার
  3. রাইজোম
  4. কন্দ

উত্তর – 3. রাইজোম

আলুচাষের সময় আলু কাক্ষিক মুকুলসহ কেটে মাটিতে লাগানো হয়। এটি একপ্রকারের –

  1. অপুংজনি
  2. যৌন জনন
  3. দাবাকলম পদ্ধতি
  4. অঙ্গজ জনন

উত্তর – 4. অঙ্গজ জনন

বিগোনিয়া ও পাথরকুচির জননে সাহায্য করে যে অংশ –

  1. পত্রাশ্রয়ী মুকুল
  2. পরাশ্রয়ী মুকুল
  3. স্থানিক মুকুল
  4. কোনোটিই নয়

উত্তর – 1. পত্রাশ্রয়ী মুকুল

কোন্ জোড়াটি সঠিক?

  1. ডালিয়া – পত্রজ মুকুল
  2. পটল – কাণ্ডজ মুকুল
  3. স্পাইরোগাইরা – খণ্ডীভবন
  4. স্পঞ্জ – দ্বিবিভাজন

উত্তর – 3. স্পাইরোগাইরা – খণ্ডীভবন

তুমি একটি নতুন উদ্ভিদ কলম পদ্ধতিতে তৈরি করলে। কলমের সাহায্যে উদ্ভিদের জনন হল –

  1. কৃত্রিম অঙ্গজ জনন
  2. অযৌন জনন
  3. যৌন জনন
  4. প্রাকৃতিক অঙ্গজ জনন

উত্তর – 1. কৃত্রিম অঙ্গজ জনন

কাটিং কোন্ উদ্ভিদে ব্যবহৃত হয়?

  1. কচুরিপানা
  2. গাঁদা
  3. ডালিয়া
  4. আম

উত্তর – 4. আম

মূলের শাখাকলম দেখা যায় –

  1. গোলাপে
  2. আপেলে
  3. কমলালেবুতে
  4. আখে

উত্তর – 3. কমলালেবুতে

আখ যে প্রকার শাখাকলমের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার করে, তা হল –

  1. মূলের
  2. কান্ডের
  3. পাতার
  4. সবকটি

উত্তর – 2. কান্ডের

জবা ও গাঁদার ক্ষেত্রে সাধারণত যে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়, তার নাম –

  1. শাখাকলম
  2. গুটিকলম
  3. দাবাকলম
  4. জোড়কলম

উত্তর – 1. শাখাকলম

জোড়কলম একপ্রকার –

  1. যৌন জনন
  2. অযৌন জনন
  3. অঙ্গজ জনন
  4. অপুংজনি

উত্তর – 3. অঙ্গজ জনন

জোড়কলমের ক্ষেত্রে যে উদ্ভিদের কাণ্ডে নতুন উন্নত উদ্ভিদ জুড়ে দেওয়া হয়, তাকে বলে –

  1. বল্কল
  2. স্টেম
  3. কন্দ
  4. স্টক

উত্তর – 4. স্টক

স্টক ও সিয়নের যে অংশ জোড়া লাগে তা হল –

  1. জাইলেম – জাইলেম
  2. ফ্লোয়েম – ফ্লোয়েম
  3. জাইলেম – ফ্লোয়েম
  4. ক্যামবিয়াম – ক্যামবিয়াম

উত্তর – 4. ক্যামবিয়াম – ক্যামবিয়াম

সবচেয়ে উন্নত ধরনের কলম হল –

  1. শাখাকলম
  2. দাবাকলম
  3. গুটিকলম
  4. জোড়কলম

উত্তর – 4. জোড়কলম

জোড়কলমে উদ্ভিদের কোন্ কলা অংশ পর্যন্ত চেঁছে ফেলা হয়?

  1. জাইলেম
  2. ফ্লোয়েম
  3. ক্যামবিয়াম
  4. মজ্জা

উত্তর – 3. ক্যামবিয়াম

যে কোনো কলাকোশের কোশ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে বলে –

  1. জনুক্রম
  2. টোটিপোটেন্সি
  3. অপুংজনি
  4. কোনোটিই নয়

উত্তর – 2. টোটিপোটেন্সি

দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোন্ পদ্ধতির সাহায্য নেবে?

  1. যৌনজনন
  2. খণ্ডীভবন
  3. পুনরুৎপাদন
  4. মাইক্রোপ্রোপাগেশন

উত্তর – 4. মাইক্রোপ্রোপাগেশন

ক্লোন সৃষ্টির পদ্ধতি হল –

  1. মাইক্রোপ্রোপাগেশন
  2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. জৈবপ্রযুক্তি
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

কর্ষণ দ্রবণ লাগে যে প্রকার কৃত্রিম জননে, তা হল –

  1. শাখাকলম
  2. গ্রাফটিং
  3. অণুবিস্তারণ
  4. সবকটি

উত্তর – 3. অণুবিস্তারণ

কর্ষণ মাধ্যমে ব্যবহৃত উদ্ভিদ হরমোনটি হল –

  1. থাইরক্সিন
  2. অক্সিন
  3. ইনসুলিন
  4. গ্লুকাগন

উত্তর – 2. অক্সিন

মাইক্রোপ্রোপাগেশনে উদ্ভিদ দেহাংশ বা এক্সপ্ল্যান্ট থেকে সর্বপ্রথমে গঠিত হয় –

  1. ক্যালাস
  2. স্টক
  3. সিয়ন
  4. সবকটি

উত্তর – 1. ক্যালাস

ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে প্রথমে পাওয়া যায় –

  1. প্ল্যান্টলেট
  2. এমব্রিঅয়েড
  3. উদ্ভিদ
  4. কোশ

উত্তর – 2. এমব্রিঅয়েড

সঠিক পর্যায়ক্রম কোনটি?

  1. ক্যালাস → এক্সপ্ল্যান্ট → প্ল্যান্টলেট → এমব্রিঅয়েড
  2. প্ল্যান্টলেট → এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রিঅয়েড
  3. এমব্রিঅয়েড → এক্সপ্ল্যান্ট → ক্যালাস → প্ল্যান্টলেট
  4. এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রিঅয়েড → প্ল্যান্টলেট

উত্তর – 4. এক্সপ্ল্যান্ট → ক্যালাস → এমব্রিঅয়েড → প্ল্যান্টলেট

অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে –

  1. পিডোজেনেসিস
  2. পার্থেনোজেনেসিস
  3. পার্থেনোকার্পি
  4. উজেনেসিস

উত্তর – 2. পার্থেনোজেনেসিস

সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিটি হল –

  1. শাখাকলম
  2. জোড়কলম
  3. গুটিকলম
  4. দাবাকলম

উত্তর – 2. জোড়কলম

নিষেক ছাড়া স্ত্রীজননকোশ থেকে কোন্ জীবটির অপত্য সৃষ্টি হয়?

  1. মৌমাছি
  2. ব্যাং
  3. আমগাছ
  4. পায়রা

উত্তর – 1. মৌমাছি

জীবনচক্রে যে রেণু সৃষ্টির সঙ্গে সঙ্গে লিঙ্গধর দশা শুরু হয়, তা হল –

  1. টেট্রাপ্লয়েড
  2. ট্রিপ্লয়েড
  3. ডিপ্লয়েড
  4. হ্যাপ্লয়েড

উত্তর – 4. হ্যাপ্লয়েড

ফার্নের জনুক্রমে যৌন জনু হল –

  1. লিঙ্গধর দশা
  2. গ্যামেট
  3. রেণুধর দশা
  4. কোনোটিই নয়

উত্তর – 1. লিঙ্গধর দশা

ফার্নের জনুক্রমে রেণুধর দশাটি হল –

  1. হ্যাপ্লয়েড (n)
  2. ডিপ্লয়েড (2n)
  3. ট্রিপ্লয়েড (3n)
  4. টেট্রাপ্লয়েড (4n)

উত্তর – 2. ডিপ্লয়েড (2n)

ফার্নের রেণুমাতৃকোশে যে বিভাজন পদ্ধতিতে রেণু উৎপন্ন হয়, তা হল –

  1. দ্বিবিভাজন
  2. মিয়োসিস
  3. অ্যামাইটোসিস
  4. মাইটোসিস

উত্তর – 2. মিয়োসিস

জনুক্রমে অযৌন জনু বলতে যে উদ্ভিদ দশাকে বোঝায়, তা হল –

  1. লিঙ্গধর দশা
  2. রেণুধর দশা
  3. ভ্রুণ
  4. কোনোটিই নয়

উত্তর – 2. রেণুধর দশা

শূন্যস্থান পূরণ করো

যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয়, তাকে ___ জীব বলে।

উত্তর – যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয়, তাকে জনিতৃ জীব বলে।

মাতৃজনু থেকে সৃষ্ট নতুন জীবটিকে ___ জীব বলে।

উত্তর – মাতৃজনু থেকে সৃষ্ট নতুন জীবটিকে অপত্য জীব বলে।

জননের ফলে জীবের সংখ্যা ___ পায়।

উত্তর – জননের ফলে জীবের সংখ্যা বৃদ্ধি পায়।

অযৌন জননে ___ মাত্র জনিতৃ জীবের প্রয়োজন হয়।

উত্তর – অযৌন জননে একটি মাত্র জনিতৃ জীবের প্রয়োজন হয়।

যৌন জনন ___ কোশ বিভাজনের ওপর নির্ভরশীল।

উত্তর – যৌন জনন মিয়োসিস কোশ বিভাজনের ওপর নির্ভরশীল।

নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোশকে ___ বলে।

উত্তর – নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোশকে জাইগোট বলে।

গ্যামেটের আকৃতির ওপর নির্ভর করে যৌন জনন_প্রকারের হয়।

উত্তর – গ্যামেটের আকৃতির ওপর নির্ভর করে যৌন জনন তিন প্রকারের হয়।

সিনগ্যামিতে একই আকার ও আয়তনের দুটি গ্যামেট জনন কোশাধারের মধ্যে মিলিত হলে তাকে ___ বলা হয়।

উত্তর – সিনগ্যামিতে একই আকার ও আয়তনের দুটি গ্যামেট জনন কোশাধারের মধ্যে মিলিত হলে তাকে আইসোগ্যামি বলা হয়।

যে যৌন জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের আকৃতি অসমান হয়, তাকে ___ বলে।

উত্তর – যে যৌন জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের আকৃতি অসমান হয়, তাকে অ্যানাইসোগ্যামি বলে।

যে যৌন জননে পুংগ্যামেট আকৃতিতে ছোটো এবং স্ত্রীগ্যামেট আকৃতিতে বড়ো হয়, তাকে ___ বলে।

উত্তর – যে যৌন জননে পুংগ্যামেট আকৃতিতে ছোটো এবং স্ত্রীগ্যামেট আকৃতিতে বড়ো হয়, তাকে উগ্যামি বলে।

স্তন্যপায়ীর যৌন জনন ___ প্রকৃতির।

উত্তর – স্তন্যপায়ীর যৌন জনন উগ্যামি প্রকৃতির।

অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল ___।

উত্তর – অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল অ্যামিবা

সাইজোগনি দ্বারা সৃষ্ট অপত্য প্লাসমোডিয়াম দের ___ বলে।

উত্তর – সাইজোগনি দ্বারা সৃষ্ট অপত্য প্লাসমোডিয়াম দের মেরোজয়েট বলে।

স্পোরোগনি দ্বারা সৃষ্ট অপত্য প্লাসমোডিয়াম দের ___ বলে।

উত্তর – স্পোরোগনি দ্বারা সৃষ্ট অপত্য প্লাসমোডিয়াম দের স্পোরোজয়েট বলে।

মসের রেণুধর উদ্ভিদের রেণুধর কলা থেকে ___ সৃষ্টি হয়।

উত্তর – মসের রেণুধর উদ্ভিদের রেণুধর কলা থেকে রেণু সৃষ্টি হয়।

রেণুর বিকাশ যার মধ্যে ঘটে থাকে সেটি হল ___।

উত্তর – রেণুর বিকাশ যার মধ্যে ঘটে থাকে সেটি হল রেণুস্থলী

রাঙাআলুর ___ মুকুল অঙ্গজ বিস্তারে সাহায্য করে।

উত্তর – রাঙাআলুর মূলজ মুকুল অঙ্গজ বিস্তারে সাহায্য করে।

পাথরকুচি পাতা ___ মুকুলের দ্বারা জনন সম্পন্ন করে।

উত্তর – পাথরকুচি পাতা পত্রাশ্রয়ী মুকুলের দ্বারা জনন সম্পন্ন করে।

কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তারের পদ্ধতিকে ___ বলে।

উত্তর – কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তারের পদ্ধতিকে মাইক্রোপ্রোপাগেশন বলে।

যে কোনো কলাকোশ থেকে কোশ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে ___ ধর্ম বলা হয়।

উত্তর – যে কোনো কলাকোশ থেকে কোশ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে টোটিপোটেন্সি ধর্ম বলা হয়।

জীবের জীবনচক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর চক্রাকার আবর্তনকে ___ বলে।

উত্তর – জীবের জীবনচক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর চক্রাকার আবর্তনকে জনুক্রম বলে।

জনুক্রম দেখা যায় ___ উদ্ভিদে।

উত্তর – জনুক্রম দেখা যায় ফার্ন-জাতীয় উদ্ভিদে।

যে উদ্ভিদটি রেণু ধারণ করে, তাকে ___ বলে।

উত্তর – যে উদ্ভিদটি রেণু ধারণ করে, তাকে স্পোরোফাইট/রেণুধর বলে।

উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশার প্রাধান্য থাকলে, তাকে ___ জীবনচক্র বলে।

উত্তর – উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশার প্রাধান্য থাকলে, তাকে হ্যাপ্লন্টিক জীবনচক্র বলে।

সত্য/মিথ্যা নির্বাচন করো

কোনো প্রজাতির নতুন অপত্য উৎপাদনই হল জনন।

উত্তর – সত্য [সূত্র – জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনন।]

সিনগ্যামি উদ্ভিদ ও প্রাণীদের সবচেয়ে সাধারণ যৌন জনন পদ্ধতি।

উত্তর – সত্য [সূত্র – জননের সময় দুটি গ্যামেটের একত্রিত হওয়াকে সিনগ্যামি বলে।]

প্যারামেসিয়াম কোরকোদগমের সাহায্যে জনন সম্পন্ন করে।

উত্তর – মিথ্যা [সূত্র – প্যারামেসিয়াম দ্বিবিভাজন দ্বারা জনন সম্পন্ন করে।]

আলুর স্ফীতকন্দ অঙ্গজ জননে অংশ নেয়।

উত্তর – সত্য [সূত্র – এই দেহাংশ থেকে চারা উদ্ভিদ গঠিত হয়।]

একবীজপত্রী উদ্ভিদের কলম করা হয় না কারণ তাদের ক্যামবিয়াম কলা থাকে না।

উত্তর – সত্য [সূত্র – ক্যাম্বিয়াম কলা গৌণ বৃদ্ধি দ্বারা নতুন সংবহন কলা সৃষ্টি করে।]

জোড়কলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া হয় জাইলেম থেকে জাইলেমে।

উত্তর – মিথ্যা [সূত্র – দুটি উদ্ভিদের ক্যামবিয়াম কলায় সংযোগ ঘটানো হয়।]

স্টক সিয়নের থেকে উন্নত।

উত্তর – মিথ্যা [সূত্র – সিয়ন উন্নত বলেই তা স্টকের ওপর স্থাপন করা হয়।]

জোড়কলমে স্টক ও সিয়ন দেখা যায়।

উত্তর – সত্য [সূত্র – উন্নত উদ্ভিদরূপে সিয়ন ব্যবহার করা হয়।]

কলা কর্ষণের দ্বারা অণুবিস্তারণ করা যায়।

উত্তর – সত্য [সূত্র – এর ফলে কম সময়ে অনেক অপত্য সৃষ্টি সম্ভব হয়।]

প্রজাতি ভেদে কলাকর্ষণ মাধ্যমের উপাদানের কোনো পরিবর্তন হয় না।

উত্তর – মিথ্যা [সূত্র – প্রজাতি অনুযায়ী উপাদানের ঘনত্ব/অনুপাত পরিবর্তিত হয়।]

মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে উদ্ভিদের পছন্দমাফিক ভ্যারাইটির দ্রুত বংশবিস্তার সুনিশ্চিত করে।

উত্তর – সত্য [সূত্র – এজন্য হর্টিকালচারে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি ব্যবহার করা হয়।]

নিষেক ছাড়াই জীবদেহ থেকে অপত্য সৃষ্টির পদ্ধতি হল অ্যাপোমিক্সিস।

উত্তর – সত্য [সূত্র – এটি একটি অযৌন জনন পদ্ধতি। গৃহসজ্জার উদ্ভিদ বা আলংকারিক উদ্ভিদ ও অর্কিডে এই পদ্ধতির ব্যবহার ক্রমশ বাড়ছে।]

জনুক্রম দেখা যায় প্রধানত প্রাণীদের দেহে।

উত্তর – মিথ্যা [সূত্র – মূলত উদ্ভিদে স্পষ্ট জনুক্রম লক্ষ করা যায়।]

রিকসিয়া -তে স্পষ্ট জনুক্রম দেখা যায়।

উত্তর – সত্য [সূত্র – হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট ও ডিপ্লয়েড স্পোরোফাইট জনু স্পষ্ট বোঝা যায় রিকসিয়া নামক ব্রায়োফাইটায়।]

জনুক্রমের হ্যাপ্লয়েড দশাকে যৌন দশা বলে।

উত্তর – সত্য [সূত্র – এই দশায় লিঙ্গধর জনু নিষেকে অংশ নেয়।]

ফার্ন ও উন্নত উদ্ভিদে রেণুধর উদ্ভিদটি আকারে বড়ো হয়।

উত্তর – সত্য [সূত্র – এদের লিঙ্গধর হ্যাপ্লয়েড জনুটি ছোটো হয়।]

জনুক্রমে ক্রোমোজোম সংখ্যার স্থিরতা রাখে মিয়োসিস ও নিষেক।

উত্তর – সত্য [সূত্র – মিয়োসিসে হ্যাপ্লয়েড জনন কোশ তৈরি হয় যা নিষেকের ফলে মিলিত হলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়।]

পিডোজেনেসিস ও নিওটেনি কাকে বলে?

যে পদ্ধতিতে কোনো জীব লার্ভা অবস্থায় জননক্ষমতা লাভ করে অপত্য জীবের জন্ম দেয়, তাকে পিডোজেনেসিস বলে এবং লার্ভার পরিণত প্রাণীর বৈশিষ্ট্য লাভ করাকে নিওটেনি বলে।

হিস্টোজেনেসিস কাকে বলে?

মাইক্রোপ্রোপাগেশনের দ্বারা ক্যালাস কোশসমষ্টি থেকে জাইলেম বা ফ্লোয়েম কলা সৃষ্টির ঘটনাকে বলে হিস্টোজেনেসিস বা কলা উৎপাদন।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. রেণুA. সাইজোগনি
2. গ্যামেটB. ডিপ্লয়েড কোশ
3. জাইগোটC. স্পোরোগনি
4. সাইজন্টD. ফার্ন
5. জনুক্রমE. অযৌন জননের একক
6. স্পোরন্টF. যৌন জননের একক
G. সাইটোকাইনেসিস

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. রেণুE. অযৌন জননের একক
2. গ্যামেটF. যৌন জননের একক
3. জাইগোটB. ডিপ্লয়েড কোশ
4. সাইজন্টA. সাইজোগনি
5. জনুক্রমD. ফার্ন
6. স্পোরন্টC. স্পোরোগনি

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. বিভাজনA. স্পাইরোগাইরা
2. কোরকোমB. অ্যামিবা
3. খণ্ডীভবনC. ফার্ন/ছত্রাক
4. পুনরুৎপাদনD. পাথরকুচি
5. উগ্যামিE. প্ল্যানেরিয়া
6. রেণু উৎপাদনF. সপুষ্পক উদ্ভিদ
G. হাইড্রা

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. বিভাজনB. অ্যামিবা
2. কোরকোমG. হাইড্রা
3. খণ্ডীভবনA. স্পাইরোগাইরা
4. পুনরুৎপাদনE. প্ল্যানেরিয়া
5. উগ্যামিF. সপুষ্পক উদ্ভিদ
6. রেণু উৎপাদনC. ফার্ন/ছত্রাক

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
বিভাজন, কোরকোদগম, পুনরুৎপাদন, গ্রাফটিং।গ্রাফটিং। [সূত্র – গ্রাফটিং ছাড়া বাকিগুলি প্রাণীদের অযৌন জনন কৌশল।]
খর্বধাবক, পত্রজ মুকুল, রসালো মূল, খন্ডীভবন।খন্ডীভবন। [সূত্র – বাকিগুলি উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি।]
স্পঞ্জ, হাইড্রা, ঈস্ট, রেণু উৎপাদন।রেণু উৎপাদন। [সূত্র – বাকিগুলি কোরকোদগমের উদাহরণ।]
ওইডিয়া, কনিডিয়া, জুস্পোর, গ্যামেট।গ্যামেট। [সূত্র – গ্যামেট যৌন জননের একক, বাকিগুলি নানা প্রকার রেণু বা স্পোর।]
আলু, পিঁয়াজ, ওল, পাথরকুচি।পাথরকুচি। [সূত্র – পাথরকুচি ছাড়া বাকিগুলি মৃদগত কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে।]
চলরেণু (জুস্পোর), অচলরেণু (অ্যাপ্লানোস্পোর), গ্যামেট, ভ্রুণ।ভ্রুণ। [সূত্র – ভ্রুণ-নিষেক পরবর্তী দশা, বাকিগুলি নিষেকের পূর্ববর্তী দশা।]
পুনরুৎপাদন, খণ্ডীভবন, কোরকোদগম, সিনগ্যামি।সিনগ্যামি। [সূত্র – সিনগ্যামি একটি যৌন জনন পদ্ধতি, বাকিগুলি অযৌন জনন পদ্ধতি।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

রেণু দ্বারা জনন : অযৌন জনন : : জননকোশের মিলন : ___।

উত্তর – যৌন জনন।

অসম আকৃতির গ্যামেট : অ্যানাইসোগ্যামি : : সমান আকৃতির গ্যামেট : ___।

উত্তর – আইসোগ্যামি।

কনজুগেশন : স্পাইরোগাইরা : : দ্বিবিভাজন : ___।

উত্তর – অ্যামিবা।

প্ল্যানেরিয়া : পুনরুৎপাদন : : হাইড্রা : ___।

উত্তর –  কোরকোদগম।

চলন ক্ষমতাযুক্ত রেণু : জুস্পোর : : চলন ক্ষমতাবিহীন রেণু : ___।

উত্তর – অ্যাপ্লানোস্পোর।

পুনরুৎপাদন : অযৌন জনন : : অণুবিস্তারণ : ___।

উত্তর – অঙ্গজ জনন।

চুপড়ি আলু : বুলবিল : : আদা : ___।

উত্তর – ভূনিম্নস্থ কাণ্ড।

পাথরকুচি : পত্রজ মুকুল : : কচুরিপানা : ___।

উত্তর – খর্বধাবক।

দ্বিবিভাজন : অ্যামিবা : : পুনরুৎপাদন : ___।

উত্তর – প্ল্যানেরিয়া।

জোড়কলম : আম : : ___ : জবা।

উত্তর – শাখাকলম।

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

রেণু দ্বারা জনন : অযৌন জনন : : জননকোশের মিলন : ___।

উত্তর – যৌন জনন।

অসম আকৃতির গ্যামেট : অ্যানাইসোগ্যামি : : সমান আকৃতির গ্যামেট : ___।

উত্তর – আইসোগ্যামি।

কনজুগেশন : স্পাইরোগাইরা : : দ্বিবিভাজন : ___।

উত্তর – অ্যামিবা।

প্ল্যানেরিয়া : পুনরুৎপাদন : : হাইড্রা : ___।

উত্তর –  কোরকোদগম।

চলন ক্ষমতাযুক্ত রেণু : জুস্পোর : : চলন ক্ষমতাবিহীন রেণু : ___।

উত্তর – অ্যাপ্লানোস্পোর।

পুনরুৎপাদন : অযৌন জনন : : অণুবিস্তারণ : ___।

উত্তর – অঙ্গজ জনন।

চুপড়ি আলু : বুলবিল : : আদা : ___।

উত্তর – ভূনিম্নস্থ কাণ্ড।

পাথরকুচি : পত্রজ মুকুল : : কচুরিপানা : ___।

উত্তর – খর্বধাবক।

দ্বিবিভাজন : অ্যামিবা : : পুনরুৎপাদন : ___।

উত্তর – প্ল্যানেরিয়া।

জোড়কলম : আম : : ___ : জবা।

উত্তর – শাখাকলম।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
অযৌন জনন, রেণু উৎপাদন, খন্ডীভবন, কোরকোদগম।অযৌন জনন। [সূত্র – বাকি সবকটি অযৌন জননের প্রকারভেদ।]
বিভাজন, অ্যামিবা, প্লাসমোডিয়াম, বহুবিভাজন।বিভাজন। [সূত্র – অযৌন জননের অন্তর্গত বিভাজন ও বহুবিভাজন পদ্ধতি দুটি উক্ত প্রোটাজোয়াগুলিতে দেখা যায়।]
কোরকোদগম, খন্ডীভবন, পুনরুৎপাদন, অযৌন জনন।অযৌন জনন। [সূত্র – নানাপ্রকার অযৌন জননের কথা বলা হয়েছে।]
রেণু, কনিডিয়া, স্পোরানজিওস্পোর, ওইডিয়া।রেণু। [সূত্র – উদ্ভিদ অযৌন জননে সৃষ্ট নানা প্রকার রেণু বা স্পোরের কথা উল্লেখ করা হয়েছে।]
কাটিং, কৃত্রিম অঙ্গজ জনন, গ্রাফটিং, মাইক্রোপ্রোপাগেশন।কৃত্রিম অঙ্গজ জনন। [সূত্র – বাকি সবকটিই মানব দ্বারা সংঘটিত উদ্ভিদের নানা ধরনের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি।]
লিঙ্গধর জনু, রেণুধর জনু, নিষেক, জনুক্রম।জনুক্রম। [সূত্র – জনুক্রমের নানা পর্যায় উল্লেখ করা হয়েছে।]
শাখাকলম, জোড়কলম, অঙ্গজ বিস্তার, অণুবিস্তারণ।অঙ্গজ বিস্তার। [সূত্র – সবগুলি কৃত্রিম অঙ্গজ বিস্তার পদ্ধতি।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

প্রজনন কাকে বলে?

কোনো একটি প্রজাতির নতুন অপত্য বংশ উৎপাদনকে প্রজনন বলে।

প্রজননের উদ্দেশ্য কী?

প্রজননের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে কোনো জীবপ্রজাতির অস্তিত্ব রক্ষা করা।

উদ্ভিদের অযৌন জননে রেণু কোন্ অঙ্গে তৈরি হয়?

উদ্ভিদের অযৌন জননে রেণু থলির মতো আকৃতির রেণুস্থলীতে বা স্পোরানজিয়ামে তৈরি হয়।

অযৌন জননের ক্ষেত্রে অপত্য জনুর প্রকৃতি কেমন তা লেখো।

অযৌন জননের ক্ষেত্রে অপত্য জনু জিনগতভাবে জনিতৃ জনুর অনুরূপ হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো প্রকরণ ঘটে না।

অযৌন জনন কী ধরনের কোশ বিভাজনের ওপর নির্ভরশীল?

অযৌন জনন প্রধানত মাইটোসিস ও কিছুক্ষেত্রে অ্যামাইটোসিস কোশ বিভাজনের ওপর নির্ভরশীল।

যৌন জননের একটি গুরুত্ব লেখো।

যৌন জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে।

যৌন জনন আরও কী কী নামে পরিচিত?

যৌন জনন অ্যাম্ফিমিক্সিস, সিনজেনেসিস প্রভৃতি নামেও পরিচিত।

যৌন জননের একক কী?

যৌন জননের একক গ্যামেট।

গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত?

গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড (n)।

গ্যামেট গঠনের প্রক্রিয়াকে কী বলে?

গ্যামেট গঠনের প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে।

শুক্রাশয়ের মধ্যে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়, তাকে কী বলে?

শুক্রাশয়ের মধ্যে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়, তাকে স্পার্মাটোজেনেসিস বলে।

ডিম্বাশয়ের মধ্যে যে পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে কী বলে?

ডিম্বাশয়ের মধ্যে যে পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে উজেনেসিস বলে।

একই জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেক প্রক্রিয়াটির কী নাম?

একই জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেক প্রক্রিয়াটির নাম স্বনিষেক।

ভিন্ন জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেক প্রক্রিয়াটির কী নাম?

ভিন্ন জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেক প্রক্রিয়াটির নাম পরনিষেক।

অন্তঃনিষেক কোথায় দেখা যায়?

পাখি, গোরু ইত্যাদি প্রাণীর দেহে অন্তঃনিষেক দেখা যায়।

জীবদেহের বাইরে, উন্মুক্ত পরিবেশে নিষেক ঘটলে তাকে কী বলে?

জীবদেহের বাইরে, উন্মুক্ত পরিবেশে নিষেক ঘটলে তাকে বহিঃনিষেক বলে।

জননাঙ্গ ছাড়া অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য দেখে একলিঙ্গ প্রাণীর পুরুষ ও স্ত্রীকে আলাদা করা যায়। একে কী বলে?

জননাঙ্গ ছাড়া অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য দেখে একলিঙ্গ প্রাণীর পুরুষ ও স্ত্রীকে আলাদা করা যায়। একে যৌন দ্বিরূপতা বলে।

যৌন জননে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে কী উৎপন্ন হয়?

যৌন জননে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জাইগোট বা ভ্রুণাণু উৎপন্ন হয়।

কোন্ প্রকার জনন প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে?

যৌন জনন প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে।

হেটেরোগ্যামি কাকে বলে?

দুটি ভিন্ন আকার, আয়তন ও স্বভাববিশিষ্ট পুং এবং স্ত্রীগ্যামেটের মিলনকে হেটেরোগ্যামি বলে।

দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে কী বলে?

দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে সিনগ্যামি বলে।

একটি বিশেষ প্রকার অ্যানাইসোগ্যামির নাম লেখো।

একটি বিশেষ প্রকার অ্যানাইসোগ্যামির নাম উগ্যামি।

সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পাদন করে, এমন একটি জীবের নাম লেখো।

সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পাদন করে, এমন একটি জীবের নাম Paramoecium (প্যারামেসিয়াম)।

স্পাইরোগহিরা নামক শৈবাল কোন্ প্রক্রিয়ায় জনন (যৌন) সম্পন্ন করে?

স্পাইরোগহিরা নামক শৈবাল সংযুক্তি প্রক্রিয়ায় জনন (যৌন) সম্পন্ন করে।

কোন্ আদ্যপ্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায়?

Paramoecium (প্যারামেসিয়াম) আদ্যপ্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায়।

অ্যামিবা -তে কী ধরনের জনন সংঘটিত হয়?

অ্যামিবা -তে অযৌন জনন (দ্বিবিভাজন) সংঘটিত হয়।

দ্বিবিভাজন পদ্ধতিতে জনন করে এমন একটি আদ্যপ্রাণীর নাম বলো।

Amoeba (অ্যামিবা)।

ম্যালেরিয়া রোগসৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে কোন্ কোন ধরনের অযৌন জনন দেখা যায়?

ম্যালেরিয়া রোগসৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে বহুবিভাজন দেখা যায়।

কোরকোদগম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।

কোরকোদগম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম Hydra (হাইড্রা)।

কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোন্ ছত্রাকের?

কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে ঈস্ট ছত্রাকের।

গেমিউল কী?

গেমিউল

স্পঞ্জের দেহাভ্যন্তরে অবস্থিত যে কোরক অযৌন জননে সাহায্য করে তাকে গেমিউল বলে (এটি থেকে সম্পূর্ণ নতুন স্পঞ্জ সৃষ্টি হতে পারে)।

টরুলা দশা কী?

ঈস্টের কোরকের গঠন টরুলা প্রাণীর মতো দেখা যায় বলে, এই দশাকে টরুলা দশা বলে।

প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যে খন্ডীভবন ঘটে, তাকে কী বলে?

প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যে খন্ডীভবন ঘটে, তাকে পুনরুৎপাদন বলে।

পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো।

পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম Hydra (হাইড্রা)।

জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে পূর্ণাঙ্গ অপত্য জীবের উৎপত্তিকে কী বলে?

জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে পূর্ণাঙ্গ অপত্য জীবের উৎপত্তিকে পুনরুৎপাদন বলে।

চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় কোন্ জীবে?

চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় Chlamydomonas (ক্ল্যামাইডোমোনাস) জীবে।

অচলরেণু দেখা যায় এমন একটি জীবের নাম লেখো।

অচলরেণু দেখা যায় এমন একটি জীবের নাম Mucor (মিউকর)।

কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কোন্ ছত্রাক?

কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে Penicillium (পেনিসিলিয়াম)।

একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।

রাঙা আলু।

উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও।

উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ হল – রাঙা আলুর রসালো মূল দ্বারা বংশবিস্তার।

সুসনি যে পরিবর্তিত কাণ্ডের উদাহরণ তাকে কী বলে?

সুসনি

সুসনি যে পরিবর্তিত কাণ্ডের উদাহরণ তাকে ধাবক বা রানার বলে।

খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন্ উদ্ভিদে?

কচুরিপানা।

স্টোলন কোন্ উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে?

স্টোলন মেন্থা উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।

টেরর অফ বেঙ্গল বা বাংলার আতঙ্ক কোন্ উদ্ভিদকে বলে ও কেন?

কচুরিপানা খর্বধাবক দ্বারা দ্রুত বংশবৃদ্ধি করে জলাশয়ের ভারসাম্য বিনষ্ট করে, তাই কচুরিপানাকে এই নামে অভিহিত করা হয়।

পাতার সাহায্যে অঙ্গজ জনন হয় কোন্ উদ্ভিদে?

পাতার সাহায্যে অঙ্গজ জনন হয় পাথরকুচি উদ্ভিদে।

কোন্ প্রাণীতে অঙ্গজ, অযৌন ও যৌন তিন প্রকারের জনন প্রক্রিয়া ঘটে?

Hydra (হাইড্রা) নামক প্রাণীতে অঙ্গজ, অযৌন ও যৌন তিন প্রকারের জনন প্রক্রিয়া ঘটে।

দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ লেখো।

শাখাকলম, যেমন – গোলাপের কান্ড ও জোড়কলম, যেমন – আম।

যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া – দেওয়া হয় তাকে কী বলে?

যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া – দেওয়া হয় তাকে বলে গ্রাফটিং বা জোড়কলম।

মাইক্রোপ্রোপাগেশন কে আবিষ্কার করেন?

মাইক্রোপ্রোপাগেশন আবিষ্কার করেন ফ্রেডেরিক ক্যামপিয়ন স্টিউয়ার্ড নামক উদ্ভিদবিদ।

উদ্ভিদ কলাকর্ষণে কোন্ কলা অংশ ব্যবহার সাফল্য প্রদান করে?

উদ্ভিদ কলাকর্ষণে ভাজক কলা সমৃদ্ধ অংশ, যেমন – কান্ড, মূলপ্রান্ত ও মুকুল অংশের ব্যবহার সাফল্য প্রদান করে।

অণুবিস্তারণ কোন্ কোশধর্মের ওপর নির্ভর করে?

অণুবিস্তারণ টোটিপোটেন্সি ওপর নির্ভর করে।

কর্ষণ মাধ্যমের কাজ কী?

এক্সপ্ল্যান্টগুলি থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির সময় পুষ্টি উপাদানের জোগান দেওয়া কর্ষণ মাধ্যমের কাজ।

কর্ষণ মাধ্যমে শক্তির জোগান দেয় কোন্ উপাদান?

কর্ষণ মাধ্যমে শক্তির জোগান দেয় সুক্রোজ নামক শর্করা।

মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহার্য দুটি হরমোনের নাম লেখো।

মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহার্য দুটি হরমোনের নাম অক্সিন (IAA, IBA) ও সাইটোকাইনিন।

ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কী বলে?

ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে রাইজোজেনেসিস বলে।

প্ল্যান্টলেট কাকে বলে?

অণুবিস্তারণের দ্বারা সৃষ্ট ছোটো চারাগাছগুলিকে প্ল্যান্টলেট বলে।

যে উদ্ভিদে স্বল্পবীজ তৈরি হয় অথবা যে উদ্ভিদ বন্ধ্যা বীজ তৈরি করে তাদের ক্ষেত্রে কোন্ কৃত্রিম প্রজনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ তৈরি করা যায়?

যে উদ্ভিদে স্বল্পবীজ তৈরি হয় অথবা যে উদ্ভিদ বন্ধ্যা বীজ তৈরি করে তাদের ক্ষেত্রে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে নতুন উদ্ভিদ তৈরি করা যায়।

অঙ্গজ জননের সাহায্যে বংশবিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম লেখো।

গোলাপ ও লেবুর কিছু প্রজাতি অঙ্গজ জননের সাহায্যে বংশবিস্তার করে।

জনুক্রমে কোন্ দশা দুটির পুনরাবৃত্তি ঘটে?

জনুক্রমে রেণুধর (2n) ও লিঙ্গধর (n) দশা দুটির পুনরাবৃত্তি ঘটে।

জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।

জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম Selaginella [সেলাজিনেল্লা (ফার্ন)]।

জনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।

Obelia (ওবেলিয়া) নামক নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে জনুক্রম দেখা যায়।

জীবনচক্রে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টির সঙ্গে সঙ্গে কোন্ দশা শুরু হয়?

জীবনচক্রে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টির সঙ্গে সঙ্গে লিঙ্গধর দশা শুরু হয়।

ফার্নের জনুক্রমে কোন্ দশাটি ক্ষণস্থায়ী?

ফার্নের জনুক্রমে হ্যাপ্লয়েড (n) লিঙ্গধর দশা ক্ষণস্থায়ী।

প্যারামেসিয়াম কোন পদ্ধতিতে জনন সম্পাদন করে?

প্যারামেসিয়াম সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পাদন করে।

মাইক্রোপ্রোপাগেশন -এর আবিষ্কারক কে?

মাইক্রোপ্রোপাগেশন -এর আবিষ্কারক হলেন ফ্রেডেরিক ক্যামপিয়ন স্টিউয়ার্ড


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘জনন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - বায়ুমণ্ডলের গঠন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – পরিবেশের জন্য ভাবনা – বায়ুমণ্ডলের গঠন

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা এবং এই স্তরের তাপমাত্রাগুলি ছকের সাহায্যে দেখাও। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির বৈশিষ্ট্য আলোচনা করো।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা, বৈশিষ্ট্য এবং এই স্তরের তাপমাত্রাগুলি ছকের সাহায্যে দেখাও।

মৌসুমি বিস্ফোরণ কী

মৌসুমি বিস্ফোরণ কী? ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – পরিবেশের জন্য ভাবনা – বায়ুমণ্ডলের গঠন

নবম শ্রেণি – বাংলা – আকাশে সাতটি তারা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – আকাশে সাতটি তারা – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণি বাংলা – খেয়া – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর