মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – নাইট্রোজেন চক্র – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

 আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘নাইট্রোজেন চক্র‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

নাইট্রোজেন চক্র – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
নাইট্রোজেন চক্র – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল ইত্যাদির গঠনের একটি প্রধান উপাদান হল –

  1. ক্যালশিয়াম
  2. ম্যাগনেশিয়াম
  3. নাইট্রোজেন
  4. হিলিয়াম

উত্তর – 3. নাইট্রোজেন

নীচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? –

  1. নাইট্রিফিকেশন
  2. ইউট্রোফিকেশন
  3. অ্যামোনিফিকেশন
  4. ডিনাইট্রিফিকেশন

উত্তর – 2. ইউট্রোফিকেশন

নীচের যেটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়, সেটি হল –

  1. রাইজোবিয়াম
  2. মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
  3. নস্টক
  4. অ্যাজোটোব্যাকটর

উত্তর – 4. অ্যাজোটোব্যাকটর

শিম্বগোত্রীয় উদ্ভিদের (মটর গাছের) মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া হল –

  1. Rhizobium sp.
  2. Azotobactor sp.
  3. Clostridium sp.
  4. Bacillus sp.

উত্তর – 1. Rhizobium sp.

যেসব ব্যাকটেরিয়া বায়ুর মৌল নাইট্রোজেনকে, নাইট্রোজেনের বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে ধরে রাখতে সাহায্য করে, তাদের বলে –

  1. মিথোজীবী ব্যাকটেরিয়া
  2. পরজীবী ব্যাকটেরিয়া
  3. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া
  4. মৃতজীবী ব্যাকটেরিয়া

উত্তর – 3. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া

নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি হল –

  1. ভলভক্স
  2. স্পাইরোগাইরা
  3. ক্ল্যামাইডোমোনাস
  4. অ্যানাবিনা

উত্তর – 4. অ্যানাবিনা

মিথোজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে N2 -এর সংবন্ধন ঘটে, কিন্তু তার জন্য প্রয়োজন –

  1. জল
  2. অ্যামোনিয়া
  3. লেগহিমোগ্লোবিন
  4. খনিজ মৌল

উত্তর – 3. লেগহিমোগ্লোবিন

লেগহিমোগ্লোবিন যে ব্যাকটেরিয়ার কাজে সাহায্য করে সেটি –

  1. রাইজোবিয়াম
  2. ক্লসট্রিডিয়াম
  3. অ্যাজোটোব্যাকটর
  4. সিউডোমোনাস

উত্তর – 1. রাইজোবিয়াম

লেগহিমোগ্লোবিন নাইট্রোজেন চক্রের কোন্ ধাপের সঙ্গে যুক্ত? –

  1. নাইট্রোজেন আবদ্ধকরণ
  2. নাইট্রিফিকেশন
  3. ডিনাইট্রিফিকেশন
  4. অ্যামোনিফিকেশন

উত্তর – 1. নাইট্রোজেন আবদ্ধকরণ

লেগহিমোগ্লোবিন কোথায় থাকে? –

  1. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে
  2. ছত্রাকের দেহে
  3. সাধারণ উদ্ভিদের মূলে
  4. ব্যাকটেরিয়ার দেহে

উত্তর – 1. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে

নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? –

  1. নস্টক
  2. সিউডোমোনাস
  3. নাইট্রোব্যাকটর
  4. রাইজোবিয়াম

উত্তর – 2. সিউডোমোনাস

NO2 (নাইট্রাইট) + O2 → NO3 (নাইট্রেট) এই বিক্রিয়াতে সাহায্য করে –

  1. নাইট্রোব্যাকটর
  2. নস্টক
  3. থায়োব্যাসিলাস
  4. রাইজোবিয়াম

উত্তর – 1. নাইট্রোব্যাকটর

NH3জারণNO3 -এই প্রক্রিয়াটি হল –
  1. অ্যামোনিফিকেশন
  2. ডিনাইট্রিফিকেশন
  3. নাইট্রোজেন ফিক্সেশন
  4. নাইট্রিফিকেশন

উত্তর – 4. নাইট্রিফিকেশন

কোনটি N2 -সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? –

  1. অ্যাজোটোব্যাকটর
  2. নস্টক
  3. রাইজোবিয়াম
  4. ক্লসট্রিডিয়াম

উত্তর – 2. নস্টক

কোন্ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেনের শিল্পঘটিত স্থিতিকরণ ঘটে? –

  1. হেবার পদ্ধতি
  2. B. হেলমন্টস্ পদ্ধতি
  3. C. রাইমার টিম্যান বিক্রিয়া
  4. D. ফ্রিডেল ক্রাফট্স বিক্রিয়া

উত্তর – 1. হেবার পদ্ধতি

Bacillus mycoides (ব্যাসিলাস মাইকয়ডিস) হল একপ্রকার –

  1. মিথোজীবী ব্যাকটেরিয়া
  2. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
  3. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
  4. ইউরিফাইং ব্যাকটেরিয়া

উত্তর – 2. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া

অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হল –

  1. ব্যাসিলাস মাইকয়ডিস
  2. রাইজোবিয়াম
  3. ক্লসট্রিডিয়াম
  4. অ্যাজোলা

উত্তর – 1. ব্যাসিলাস মাইকয়ডিস

অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে বলে –

  1. অ্যামোনিফিকেশন
  2. ডিনাইট্রিফিকেশন
  3. ক্যালশিফিকেশন
  4. নাইট্রিফিকেশন

উত্তর – 4. নাইট্রিফিকেশন

নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল –

  1. মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন
  2. অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন
  3. নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন
  4. নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন

উত্তর – 2. অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন

নীচের কোন্ জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? –

  1. নাইট্রোসোমোনাস
  2. অ্যাজোটোব্যাকটর
  3. সিউডোমোনাস
  4. থায়োব্যাসিলাস

উত্তর – 1. নাইট্রোসোমোনাস

Pseudomonas (সিউডোমোনাস) জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন্ ধাপের সাথে যুক্ত? –

  1. নাইট্রোজেন আবদ্ধকরণ
  2. নাইট্রিফিকেশন
  3. ডিনাইট্রিফিকেশন
  4. অ্যামোনিফিকেশন

উত্তর – 3. ডিনাইট্রিফিকেশন

মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া এবং পরে মুক্ত নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে। এই প্রক্রিয়াকে বলে –

  1. নাইট্রিফিকেশন
  2. অ্যামোনিফিকেশন
  3. ডিনাইট্রিফিকেশন
  4. সিমবায়োসিস

উত্তর – 3. ডিনাইট্রিফিকেশন

নাইট্রোজেন মোচনকারী বা ডিনাইট্রিফাইং অণুজীব হল –

  1. নাইট্রোব্যাকটর
  2. অ্যাজোটোব্যাকটর
  3. অ্যানাবিনা
  4. সিউডোমোনাস

উত্তর – 4. সিউডোমোনাস

নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক ধাপ? –

  1. নাইট্রাইট → নাইট্রেট → অ্যামোনিয়া
  2. নাইট্রেট → নাইট্রাইট → নাইট্রোজেন → অ্যামোনিয়া
  3. অ্যামোনিয়া → নাইট্রাইট → নাইট্রেট → নাইট্রোজেন
  4. নাইট্রেট→ নাইট্রাইট → অ্যামোনিয়া → নাইট্রোজেন

উত্তর – 4. নাইট্রেট→ নাইট্রাইট → অ্যামোনিয়া → নাইট্রোজেন

নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে –

  1. নাইট্রিফিকেশন
  2. অ্যামোনিফিকেশন
  3. ডিনাইট্রিফিকেশন
  4. সিমবায়োসিস

উত্তর – 3. ডিনাইট্রিফিকেশন

পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হল –

  1. প্রাণী
  2. উদ্ভিদ
  3. ব্যাকটেরিয়া
  4. ভাইরাস

উত্তর – 3. ব্যাকটেরিয়া

মানুষের ক্রিয়াকলাপে পরিবেশে নাইট্রোজেনের যে যৌগগুলির বৃদ্ধি ঘটছে, তা হল –

  1. N2O
  2. NO
  3. NH3
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল –

  1. N2
  2. NO ও NO2
  3. HNO3 ও HNO2
  4. NH3

উত্তর – 2. NO ও NO2

যে পদ্ধতিতে অম্লবৃষ্টি হয়, তা হল –

  1. অ্যামোনিফিকেশন
  2. নাইট্রিফিকেশন
  3. ডিনাইট্রিফিকেশন
  4. অম্লীকরণ

উত্তর – 4. অম্লীকরণ

অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের যৌগগুলি হল –

  1. NO2
  2. NO
  3. HNO3
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

শূন্যস্থান পূরণ করো

পতঙ্গের দেহ থেকে ___ ঘটিত যৌগ সংগ্রহ করে কলসপত্রী ও সূর্যশিশির।

উত্তর – পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত যৌগ সংগ্রহ করে কলসপত্রী ও সূর্যশিশির।

বায়ুর নাইট্রোজেন যে পদ্ধতিতে মাটিতে আবদ্ধ হয়, তাকে নাইট্রোজেনের ___ বলা হয়।

উত্তর – বায়ুর নাইট্রোজেন যে পদ্ধতিতে মাটিতে আবদ্ধ হয়, তাকে নাইট্রোজেনের আবদ্ধকরণ বলা হয়।

বজ্রপাতের সময়ে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় ___ উৎপন্ন হয়।

উত্তর – বজ্রপাতের সময়ে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়।

অ্যাজোটোব্যাকটর হল একটি ___ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া।

উত্তর – অ্যাজোটোব্যাকটর হল একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া।

অ্যানাবিনা হল একপ্রকার ___।

উত্তর – অ্যানাবিনা হল একপ্রকার সায়ানোব্যাকটেরিয়া

মটর, ছোলা, বিন ইত্যাদি হল ___ উদ্ভিদ।

উত্তর – মটর, ছোলা, বিন ইত্যাদি হল শিম্বগোত্রীয় উদ্ভিদ।

___ পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়।

উত্তর – হ্যাবার বস পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়।

নাইট্রোব্যাকটর একটি ___ ব্যাকটেরিয়া।

উত্তর – নাইট্রোব্যাকটর একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।

মাটির অ্যামোনিয়া, নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিণত হয় ___ পদ্ধতিতে।

উত্তর – মাটির অ্যামোনিয়া, নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিণত হয় নাইট্রিফিকেশন পদ্ধতিতে।

একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল ___।

উত্তর – একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস

ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল ___।

উত্তর – ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল নাইট্রোজেন

যানবাহনের ধোঁয়ায় নাইট্রোজেনঘটিত প্রধান যৌগ হল ___।

উত্তর – যানবাহনের ধোঁয়ায় নাইট্রোজেনঘটিত প্রধান যৌগ হল নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂)

নাইট্রিক অক্সাইড একটি প্রাথমিক দূষক যা ___ সৃষ্টিতে সাহায্য করে।

উত্তর – নাইট্রিক অক্সাইড একটি প্রাথমিক দূষক যা অম্লবৃষ্টি সৃষ্টিতে সাহায্য করে।

সত্য/মিথ্যা নির্বাচন করো

বাতাসে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 28.09%।

উত্তর – মিথ্যা [সূত্র – বাতাসে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%]

ক্লসট্রিডিয়াম হল স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া।

উত্তর – সত্য [সূত্র – এরা বায়ুর N₂ আবদ্ধ করে থাকে।]

একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল অ্যানাবিনা।

উত্তর – মিথ্যা [সূত্র – রাইজোবিয়াম, ব্র্যাডিরাইজোবিয়াম প্রভৃতি হল মিথোজীবী ব্যাকটেরিয়া। অ্যানাবিনা হল মিথোজীবী নীলাভ-সবুজ শৈবাল (অ্যাজোলা শ্যাওলার সঙ্গে মিথোজীবী)।]

বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে শোষণ করতে পারে নস্টক।

উত্তর – সত্য [সূত্র – সায়ানোব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও মিথোজীবী ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে শোষণ করতে পারে এবং নস্টক একটি সায়ানোব্যাকটেরিয়া।]

শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে অ্যাজোটোব্যাকটর নামক মিথোজীবী ব্যাকটেরিয়া বাস করে।

উত্তর – মিথ্যা [সূত্র – শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক মিথোজীবী ব্যাকটেরিয়া বাস করে।]

নাইট্রোজেনের প্রাকৃতিক আবদ্ধকরণের একটি প্রক্রিয়া হল হ্যাবার বস পদ্ধতি।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি শিল্পজাত নাইট্রোজেন আবদ্ধকরণের পদ্ধতি।]

অ্যামোনিফিকেশন হল একপ্রকার মিনেরালাইজেশন পদ্ধতি।

উত্তর – সত্য [সূত্র – অ্যামোনিফিকেশন পদ্ধতিতে পরিবেশে খনিজ পদার্থগুলির মুক্তি ঘটে বলে, একে মিনেরালাইজেশন পদ্ধতি বলে।]

মাটির নাইট্রোজেনঘটিত যৌগ থেকে গ্যাসীয় নাইট্রোজেনকে মুক্ত করে অ্যাজোটোব্যাকটর।

উত্তর – মিথ্যা [সূত্র – এই অণুজীবটি মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলি মাটির নাইট্রোজেনযৌগকে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, যেমন – Thiobacillus denitrificans (থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যানস)।]

নাইট্রোব্যাকটর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল Pseudomonas denitrificans (সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যানস)।]

নাইট্রোজেনের অক্সাইডগুলি অ্যাসিড বৃষ্টি ঘটায়।

উত্তর – সত্য [সূত্র – এগুলি HNO3 উৎপন্ন করে যা বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে।]

প্রাকৃতিক উৎস থেকে বছরে 140Tg নাইট্রোজেন সংবন্ধিত হলেও মানবসৃষ্ট কার্যক্রমে 210Tg নাইট্রোজেন নিঃসরণ নাইট্রোজেন চক্রের উপর কী প্রভাব ফেলছে?

প্রাকৃতিক ক্রিয়াকলাপে প্রায় 140Tg (Teragram) নাইট্রোজেন সংবন্ধন হয়। পক্ষান্তরে, মানব ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্রে প্রায় 210Tg অতিরিক্ত নাইট্রোজেন প্রবেশ করে।

নাইট্রোজেন সংবন্ধনের রাসায়নিক সিগন্যাল বলতে কী বোঝায়? শিম্বগোত্রীয় উদ্ভিদের মূল ও Rhizobium ব্যাকটেরিয়ার মধ্যেকার এই মিথস্ক্রিয়ায় কোন ধরনের কেমোট্যাকটিক চলন দেখা যায়?

শিম্বগোত্রীয় উদ্ভিদের মূল থেকে নিঃসৃত হোমোসেরিন, ফ্ল্যাভোনয়েডস প্রভৃতি কয়েকটি রাসায়নিক পদার্থ দ্বারা আকৃষ্ট হয়ে Rhizobium ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের দিকে অগ্রসর হয় এবং মূলে প্রবেশ করে অর্বুদ গঠন করে। এই প্রকারের গমনকে নাইট্রোজেন সংবন্ধনের রাসায়নিক সিগন্যাল বলা হয়। এটি এক প্রকারের ধনাত্মক কেমোট্যাকটিক চলন।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াA. সিউডোমোনাস
2. নাইট্রিফাইং ব্যাকটেরিয়াB. অ্যাজোটোব্যাকটর
3. একটি মিথোজীবী ব্যাকটেরিয়াC. নাইট্রোসোমোনাস
4. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াD. রাইজোবিয়াম
5. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াE. অ্যানাবিনা
6. নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদF. ডালজাতীয় শস্য
G. ব্যাসিলাস

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াB. অ্যাজোটোব্যাকটর
2. নাইট্রিফাইং ব্যাকটেরিয়াC. নাইট্রোসোমোনাস
3. একটি মিথোজীবী ব্যাকটেরিয়াD. রাইজোবিয়াম
4. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াA. সিউডোমোনাস
5. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াG. ব্যাসিলাস
6. নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদF. ডালজাতীয় শস্য

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. নাইট্রিক অক্সাইডA. 21%
2. HNO3B. নাইট্রোজেন সংবন্ধন
3. বায়ুমণ্ডলে O2C. মাইকোব্যাকটেরিয়াম
4. মটর-রাইজোবিয়ামD. অ্যাসিড বৃষ্টি
5. নাইট্রাস অক্সাইডE. গ্রিনহাউস এফেক্ট
6. বায়ুমণ্ডলে N2F. 78%
G. ফোটোকেমিক্যাল স্মগ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. নাইট্রিক অক্সাইডG. ফোটোকেমিক্যাল স্মগ
2. HNO3D. অ্যাসিড বৃষ্টি
3. বায়ুমণ্ডলে O2A. 21%
4. মটর-রাইজোবিয়ামB. নাইট্রোজেন সংবন্ধন
5. নাইট্রাস অক্সাইডE. গ্রিনহাউস এফেক্ট
6. বায়ুমণ্ডলে N2F. 78%

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, ক্লসট্রিডিয়াম, নাইট্রোব্যাকটর।ক্লসট্রিডিয়াম। [সূত্র – ক্লসট্রিডিয়াম ছাড়া বাকিগুলি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।]
ক্লসট্রিডিয়াম, অ্যাজোটোব্যাকটর, অ্যানাবিনা, মাইকোব্যাকটেরিয়াম।মাইকোব্যাকটেরিয়াম। [সূত্র – বাকিগুলি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু।]
নাইট্রাইট সৃষ্টি, নাইট্রেট সৃষ্টি, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন।ডিনাইট্রিফিকেশন। [সূত্র – বাকিগুলি নাইট্রোজেন আবদ্ধকরণের নানা পদ্ধতিসমূহ।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

নাইট্রোসোমোনাস : নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া : : নস্টক : ___।

উত্তর – নাইট্রোজেন স্থিতিকারী সায়ানোব্যাকটেরিয়া।

ক্লসট্রিডিয়াম : স্বাধীনজীবী অণুজীব : : রাইজোবিয়াম : ___।

উত্তর – মিথোজীবী অণুজীব।

পরিবেশে N2 মুক্তি : ডিনাইট্রিফিকেশন : : পরিবেশে NH3 -এর মুক্তি : ___।

উত্তর – অ্যামোনিফিকেশন।

নাইট্রোব্যাকটর : নাইট্রিফিকেশন : : ব্যাসিলাস মাইকয়ডিস : ___।

উত্তর – অ্যামোনিফিকেশন।

নাইট্রোকক্কাস : নাইট্রিফাইং ব্যাকটেরিয়া : : সিউডোমোনাস : ___।

উত্তর – ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।

নাইট্রিক অক্সাইড : আলোক রাসায়নিক ধোঁয়াশা : : নাইট্রাস অক্সাইড : ___।

উত্তর – গ্রিনহাউস এফেক্ট।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোকক্কাস ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাকটর ব্যাকটেরিয়া।নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। [সূত্র – মাটিতে যৌগরূপে উপস্থিত অ্যামোনিয়া অপর তিনটি ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট ও নাইট্রাইট যৌগে পরিণত হয়।]
বজ্রপাত, নাইট্রোজেন আবদ্ধকরণ, হ্যাবার বস পদ্ধতি দ্বারা অ্যামোনিয়া উৎপাদন, রাইজোবিয়াম দ্বারা আবদ্ধকরণ।নাইট্রোজেন আবদ্ধকরণ। [সূত্র – অপর তিনটি ক্ষেত্রে বায়ুর নাইট্রোজেন -এর মাটিতে যৌগরূপে আবদ্ধকরণ -এর পদ্ধতিগুলি বলা হয়েছে।]
নাইট্রোজেন সার, মানব ক্রিয়াকলাপের N2 চক্রে প্রভাব, মটর-সিম চাষ, কয়লা-তেল দহন।মানব ক্রিয়াকলাপের N2 চক্রে প্রভাব। [সূত্র – অপর তিনটি হল মানব ক্রিয়াকলাপ যা নাইট্রোজেন চক্রকে বিভিন্নভাবে প্রভাবিত করে।]
অ্যাসিড বৃষ্টি, গ্রিনহাউস গ্যাসের মুক্তি, N2 চক্র-বিষয়ক পরিবেশগত ক্ষতি, PAN-দূষক উৎপাদন।N2 চক্র-বিষয়ক পরিবেশগত ক্ষতি। [সূত্র – মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন-ঘটিত পরিবেশের ক্ষতিগুলি উল্লেখ করা হয়েছে।]
N2O, পরিবেশদূষক, NO2, NO।পরিবেশদূষক। [সূত্র – মানব ক্রিয়াকলাপ-জাত নাইট্রোজেনঘটিত পরিবেশদূষকগুলির নাম বলা হয়েছে।]
ক্লসট্রিডিয়াম, নস্টক, রাইজোবিয়াম, মুক্ত N2 আবদ্ধকারী জীবাণু।মুক্ত N2 আবদ্ধকারী জীবাণু। [সূত্র – অপর তিনটি বাতাসের মুক্ত N2 -কে জীবজ পদ্ধতিতে আবদ্ধ করে।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

জৈব-ভূরাসায়নিক চক্রের কাজ কী?

জৈব-ভূরাসায়নিক চক্রের কাজ হল পরিবেশের প্রয়োজনীয় মৌলগুলির ভারসাম্য রক্ষা করা।

একটি গ্যাসের নাম লেখো যা উদ্ভিদের প্রয়োজন, কিন্তু উদ্ভিদ বায়ু থেকে গ্যাসটিকে সরাসরি গ্রহণে অক্ষম।

নাইট্রোজেন গ্যাস উদ্ভিদের প্রয়োজন, কিন্তু উদ্ভিদ বায়ু থেকে গ্যাসটিকে সরাসরি গ্রহণে অক্ষম।

জীবদেহে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা কী?

জীবদেহের প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন একটি অপরিহার্য উপাদান।

দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখো।

দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম কলসপত্রী ও সূর্যশিশির।

মাটিতে নাইট্রোজেনের জীবজ আবদ্ধকরণ কী কী উপায়ে হয়?

মাটিতে নাইট্রোজেনের জীবজ আবদ্ধকরণ দুটি উপায়ে হয়, যথা – স্বাধীনজীবী অণুজীব দ্বারা ও মিথোজীবী অণুজীব দ্বারা।

জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো।

জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম Azotobacter (অ্যাজোটোব্যাকটর) ও Clostridium (ক্লোসট্রিডিয়াম)।

নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।

নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম Rhizobium leguminosoreum (রাইজোবিয়াম লেগুমিনোসোরিয়াম)।

একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।

একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম Clostridium (ক্লসট্রিডিয়াম)।

দুটি নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদের নাম লেখো যারা শিম্বগোত্রীয় নয়।

শিম্বগোত্রীয় নয় এমন দুটি নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদের নাম ঝাউ এবং পাইন।

রাইজোবিয়াম ও মটরগাছের পুষ্টিগত আদান-প্রদানকারী উপাদানের নাম লেখো।

Rhizobium (রাইজোবিয়াম) মটরকে অ্যামোনিয়াম যৌগ সরবরাহ করে বিনিময়ে উদ্ভিদটি থেকে শর্করা খাদ্যরূপে সংগ্রহ করে।

দুটি নীলাভ-সবুজ শৈবালের উদাহরণ দাও, যারা সরাসরি বায়ুমণ্ডল থেকে N2 শোষণ করে?
অথবা, নাইট্রোজেন স্থিতিকারী দুটি শৈবালের নাম লেখো।

Nostoc (নস্টক) এবং Anabaena (অ্যানাবিনা) দুটি নীলাভ-সবুজ শৈবাল যারা সরাসরি বায়ুমণ্ডল থেকে N2 শোষণ করে।

একটি নাইট্রোজেন স্থিতিকারী অ্যাকটিনোব্যাকটেরিয়ার নাম লেখো।

একটি নাইট্রোজেন স্থিতিকারী অ্যাকটিনোব্যাকটেরিয়ার নাম Frankia (ফ্র্যাংকিয়া)।

কোন্ জীব বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস শোষণে সক্ষম?

Nostoc (নস্টক) ও Rhizobium (রাইজোবিয়াম) বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস শোষণে সক্ষম।

নাইট্রোজেন আবদ্ধকারী উৎসেচকটির নাম লেখো।

নাইট্রোজেন আবদ্ধকারী উৎসেচকটির নাম নাইট্রোজিনেজ।

অ্যানাবিনা কোন্ ফার্নে বসবাস করে?

অ্যানাবিনা অ্যাজোলা নামক ফার্নে বসবাস করে।

কোন্ সার ব্যবহারে মাটি আম্লিক হয়ে পড়ে?

ইউরিয়া সার ব্যবহারে মাটি আম্লিক হয়ে পড়ে।

নাইট্রোজেনঘটিত দুটি সারের নাম লেখো।

নাইট্রোজেনঘটিত দুটি সারের নাম ইউরিয়া [CO(NH2)2] ও অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3)।

নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পদ্ধতির নাম কী?

নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পদ্ধতির নাম হ্যাবার বস।

জীবের মৃতদেহ এবং বর্জ্য ও রেচন পদার্থের বিয়োজনে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

জীবের মৃতদেহ এবং বর্জ্য ও রেচন পদার্থের বিয়োজনে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অ্যামোনিফিকেশন বলে।

অ্যামোনিফাইং বা অ্যামোনিফিকেশন করে এইরকম একটি ব্যাকটেরিয়ার নাম কী?

অ্যামোনিফাইং বা অ্যামোনিফিকেশন করে এইরকম একটি ব্যাকটেরিয়ার নাম Bacillus mycoides (ব্যাসিলাস মাইকয়ডিস)।

নাইট্রিফিকেশনের অন্তর্গত ধাপগুলি কী কী?

নাইট্রিফিকেশনের অন্তর্গত ধাপগুলি হল – নাইট্রাইটেশন এবং নাইট্রেটেশন।

নাইট্রিফিকেশনের অন্তর্গত কোন্ প্রক্রিয়ায় অ্যামোনিয়া থেকে নাইট্রাইট উৎপন্ন হয়?

নাইট্রিফিকেশনের অন্তর্গত নাইট্রাইটেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া থেকে নাইট্রাইট উৎপন্ন হয়।

একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম Nitrosomonas (নাইট্রোসোমোনাস)।

নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কী বলে?

নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে।

কোন্ প্রকার ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেনে রূপান্তরিত করে?

ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেনে রূপান্তরিত করে।

একটি ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো।

একটি ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম Thiobacillus denitrificans (থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যানস্)।

নাইট্রোজেন চক্রের পরিবর্তনে সৃষ্ট দুটি পরিবেশগত সমস্যার নাম লেখো।

নাইট্রোজেন চক্রের পরিবর্তনে সৃষ্ট দুটি পরিবেশগত সমস্যার নাম অ্যাসিড বৃষ্টি ও গ্রিনহাউস প্রভাব।

মানব ক্রিয়াকলাপজনিত একটি পরিবেশগত ক্ষতি উল্লেখ করো।

জীবাশ্ম জ্বালানি ও সার ব্যবহারে মুক্ত নাইট্রাস অক্সাইড (N2O) একটি গ্রিনহাউস গ্যাস যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়।

একটি মানব ক্রিয়াকলাপের নাম লেখো যা নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে।

নাইট্রোজেনঘটিত সার ব্যবহার একটি মানব ক্রিয়াকলাপ যা নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে।

\( NH_3\xrightarrow ANO_2\xrightarrow BNO_3 \) A ও B চিহ্নিত স্থানে ব্যাকটেরিয়ার নাম লেখো।

A ও B চিহ্নিত স্থানে ব্যাকটেরিয়ার নাম A → নাইট্রোসোমোনাস, B → নাইট্রোব্যাকটর।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘নাইট্রোজেন চক্র‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতে খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়

ভারতে প্রায়ই খরা হয় কেন? ভারতে খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়

ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

দশম শ্রেণি - বাংলা - নদীর বিদ্রোহ - পাঠ্যাংশের ব্যাকরণ

দশম শ্রেণি – বাংলা – নদীর বিদ্রোহ – পাঠ্যাংশের ব্যাকরণ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণি – বাংলা – কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি – বিষয়সংক্ষেপ

ভারতে প্রায়ই খরা হয় কেন? ভারতে খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?