এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবদেহে বিভিন্ন কার্যকলাপ সঠিকভাবে পরিচালনার জন্য নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রয়োজন। এই অধ্যায়ে আমরা জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের বিভিন্ন স্তর, প্রক্রিয়া ও উদাহরণ সম্পর্কে জানব। পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

মাধ্যমিক জীবন বিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
Contents Show

একটি প্রাণীর নাম লেখো যাতে সিলিয়ারি চলন দেখা যায়।

প্যারামেসিয়াম নামক প্রাণীতে সিলিয়ারি চলন দেখা যায়।

একটি প্রাণীর নাম লেখো যাতে অ্যামিবয়েড গমন দেখা যায়।

অ্যামিবা নামক প্রাণীতে অ্যামিবয়েড গমন দেখা যায়।

একটি এককোশী প্রাণীর গমনাঙ্গের নাম লেখো।

একটি এককোশী প্রাণী অ্যামিবার গমনাঙ্গ হল ক্ষণপদ

কোন্ রক্তকোশে অ্যামিবয়েড গমন দেখা যায়?

শ্বেত রক্তকণিকার নিউট্রোফিল-এ অ্যামিবয়েড গমন দেখা যায়।

ইউগ্লিনা -র গমনাঙ্গ কী?

ইউগ্লিনা -র গমনাঙ্গ হল ফ্ল্যাজেলা

মানুষের গমনাঙ্গের নাম কী?

মানুষের গমনাঙ্গ হল পা

মাছের গমনাঙ্গের নাম কী?

মাছের গমনাঙ্গ হল পাখনা

পাখির গমনাঙ্গের নাম কী?

পাখির গমনাঙ্গের নাম হল পা ডানা

মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কী?

মাছের গমনে সাহায্যকারী পেশির নাম হল মায়োটম পেশি

মাছের জোড় পাখনাগুলি কী কী?

মাছের জোড় পাখনাগুলি হল বক্ষপাখনা শ্রোণিপাখনা

মাছের বিজোড় পাখনাগুলি কী কী?

মাছের বিজোড় পাখনাগুলি হল পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা পুচ্ছপাখনা

কোন্‌ পাখনা মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে?

পুচ্ছপাখনা মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করে।

মাছের কোন অঙ্গ একে জলে ভাসতে সাহায্য করে?

পটকা, বক্ষপাখনাশ্রোণিপাখনা মাছকে জলে ভাসতে সাহায্য করে।

কোন্ মাছ কঠিন তলের ওপর গমন করতে পারে?

কইমাছ কঠিন তলের ওপর গমন করতে পারে।

যদি মাছের সমস্ত পাখনা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় তবে কী হতে পারে?

মাছের সব পাখনা সুতো দিয়ে বেঁধে দিলে মাছ সাঁতার কাটতে পারবে না।

অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে?

খাদ্যগ্রহণগমনের সময়ে অ্যামিবা ক্ষণপদ সৃষ্টি করে।

গমনে অক্ষম প্রাণীর উদাহরণ দাও।

স্পঙ্ক, প্রবাল ইত্যাদি প্রাণী গমনে অক্ষম।

মানুষের গমনকে কী বলে?

মানুষের গমনকে দ্বিপদ গমন বলে।

একটি ঐচ্ছিক পেশির উদাহরণ দাও ।

হাতের বাইসেপস্ পেশি একটি ঐচ্ছিক পেশি।

একটি অনৈচ্ছিক পেশির উদাহরণ দাও ।

একটি অনৈচ্ছিক পেশির উদাহরণ হল পাকস্থলীর পেশি

একটি ফ্লেক্সর পেশির নাম লেখো।

বাইসেপস্ একটি ফ্লেক্সর পেশি।

একটি এক্সটেনসর পেশির নাম লেখো।

ট্রাইসেপস্ একটি এক্সটেনসর পেশি।

রোটেশন দেখা যায় এমন একটি পেশির নাম লেখো।

রোটেশন দেখা যায় এমন একটি পেশি হল স্টারনোক্লিডোম্যাসটয়েড

মেরুদণ্ডী প্রাণীর দেহে কত রকমের পেশি আছে?

মেরুদণ্ডী প্রাণীর দেহে মোট তিন ধরনের পেশি আছে — ঐচ্ছিক, অনৈচ্ছিক হৃদপেশি

মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে?

মানুষের মেরুদণ্ডে 33টি অস্থি আছে।

একটি শিশুর দেহে কতগুলি অস্থি থাকে?

একটি শিশুর দেহে প্রায় 300-350টি অস্থি থাকে।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কটি অস্থি থাকে?

একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি অস্থি থাকে।

মানবদেহের সবচেয়ে ছোটো অস্থিটির নাম কী?

মধ্যকর্ণের স্টেপিস হল মানবদেহের সবচেয়ে ছোটো অস্থি।

গমনকালে, মানবদেহের কোন্ অংশটি দেহের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা গ্রহণ করে?

গমনকালে, মানবদেহের লঘুমস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে।

দুটি অস্থির সংযোগস্থলকে কী বলে?

দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।

অস্থিসন্ধিগুলি যাদের সাহায্যে পরস্পর সেগুলিকে কী বলে?

অস্থিসন্ধিগুলি যাদের সাহায্যে পরস্পর যুক্ত সেগুলিকে লিগামেন্ট বা অস্থিবন্ধনী বলে।

একটি বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ দাও।

স্কন্ধ সন্ধি হল একটি বল ও সকেট অস্থিসন্ধি।

মানব শরীরের নিষ্ক্রিয় পেশি কোনটি?

মানব শরীরের নিষ্ক্রিয় পেশি হল কর্ণছত্র সঞ্চালক পেশি

দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কী বলা হয়?

দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।

অস্থির কাঠামো কোন্ কোন্ অঙ্গকে রক্ষা করে?

অস্থির কাঠামো শরীরের ভিতর অবস্থিত হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে।

হি সন্ধি কোথায় থাকে?

হিঞ্জ সন্ধি বা কবজা অস্থিসন্ধি মানুষের হাঁটু এবং কনুই – তে থাকে।

বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়?

বল ও সকেট সন্ধি কাঁধ কোমরের সন্ধিতে দেখা যায়।

আমাদের পাঁজরের ফাঁকে যে পেশিগুলি বর্তমান, তাদের কী বলে?

আমাদের পাঁজরের ফাঁকে যে পেশিগুলি বর্তমান তাদের পঞ্চর বা ইনটারকস্টাল পেশি বলে।

পেশিতন্তুর কোন্ ধর্ম চলন ও গমনে সাহায্য করে?

পেশিতন্তুর সংকোচনশীলতা ধর্ম প্রাণীর চলন ও গমনে সাহায্য করে।

হাঁটুর সন্ধি কী প্রকারের সন্ধি?

হাঁটুর সন্ধি হল কপাট সন্ধি বা কবজা সন্ধি

মাছের একটি জোড় ও একটি বিজোড় পাখনার নাম করো।

মাছের একটি জোড় পাখনা হল বক্ষপাখনা এবং একটি বিজোড় পাখনা হল পায়ুপাখনা

মাছকে জলের গভীরে যেতে বা ভেসে উঠতে কোন্ পাখনা সাহায্য করে?

বক্ষপাখানা শ্রোণিপাখনা মাছকে জলের গভীরে যেতে বা ভেসে উঠতে সাহায্য করে।

মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত V আকৃতির পেশিগুলিকে কী বলে?

মাছের মেরুদণ্ডের দুই পাশে অবিস্থত V আকৃতির পেশিকে মায়োটম পেশি বলে।

কঙ্কালতন্ত্রে অস্থিবন্ধনী কী কাজ করে?

কঙ্কালতন্ত্রে অস্থিবন্ধনীর কাজ হল দেহঅস্থির মাধ্যমে দেহের কোনো সন্ধির ঊর্ধ্বাংশ ও নিম্নাংশকে সংযুক্ত রাখা।

মানুষের দেহে দীর্ঘতম অস্থি কোনটি?

মানুষের দেহে দীর্ঘতম অস্থি হল ফিমার

মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি?

মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল চোয়ালের ম্যাসেটর নামক পেশি।

মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কী?

মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম হল স্টেপিডিয়াস

মানুষের শরীরে অবস্থিত দীর্ঘতম পেশির নাম কী?

মানুষের শরীরে অবস্থিত দীর্ঘতম পেশির নাম — কোয়াড্রিসেপস্ ফিমোরিস

একটি অ্যাডাক্টর পেশির উদাহরণ দাও।

একটি অ্যাডাক্টর পেশির উদাহরণ হল ল্যাটিসিমাস ডরসি

পরস্পর বিপরীতধর্মী ক্রিয়া করে মানবদেহের এমন দুটি পেশির নাম লেখো।

পরস্পর বিপরীতধর্মী ক্রিয়া করে মানবদেহের এমন দুটি পেশির নাম হল বাইসেপস্ ট্রাইসেপস্

দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ করতে কোন্ পেশি সহায়তা করে?

ফ্লেক্সর পেশি দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ হতে সহায়তা করে।

ভাঁজ হওয়া অবস্থা থেকে দেহের সংশ্লিষ্ট অংশ দুটিকে  প্রসারিত হতে সহায়তা করে কোন্ পেশি?

এক্সটেনসর পেশি ভাঁজ হওয়া অবস্থা থেকে দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে প্রসারিত হতে সহায়তা করে।

দেহের মধ্যরেখা থেকে দেহাংশকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে কোন্ পেশি?

অ্যাবডাক্টর পেশি দেহের মধ্যরেখা থেকে কোনো অংশকে দূরে সরিয়ে নিতে সহায়তা করে।

দেহের মধ্যরেখার কাছে কোনো দেহাংশকে আনতে সাহায্য করে কোন্ পেশি?

অ্যাডাক্টর পেশি দেহের কোনো অংশকে দেহের মধ্যরেখার কাছাকাছি আনতে সহায়তা করে।

দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে কোন্ পেশি?

রোটেটর পেশি-র কাজ হল দেহের কোনো অংশকে ঘোরাতে সহায়তা করা।

পাখির ডানার পালককে কী বলা হয়?

পাখির ডানার পালককে রেমিজেস বলা হয়।

পাখির ল্যাজের পালকের নাম কী?

পাখির ল্যাজের পালকের নাম হল রেক্ট্রিসেস

পাখির ডানায় কটি রেমিজেস পার্লক ও ল্যাজে কটি রেক্ট্রিসেস পালক থাকে?

পাখির ডানায় 23টি রেমিজেস পালক ও ল্যাজে 12টি রেক্ট্রিসেস পালক থাকে।

সচল অস্থিসন্ধিকে সাইনোভিয়াল সন্ধি বলে কেন?

সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে বলে, একে সাইনোভিয়াল সন্ধি বলে।

চক্ষুবিন্দু কোন্ প্রাণীতে উপস্থিত?

চক্ষুবিন্দু ইউগ্লিনার কোশে উপস্থিত।

পাখির একটি অবনমন পেশির নাম উল্লেখ করো।

পাখির একটি অবনমন পেশি হল — পেক্টোরালিস মেজর

পাখির একটি উত্তোলন পেশির নাম উল্লেখ করো।

পাখির একটি উত্তোলন পেশি হল — পেক্টোরালিস মাইনর

অন্তঃকর্ণের কোন্ অংশটি দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে?

অন্তঃকর্ণের অর্ধন্দ্রাকার নালীটি দেহের ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করে।

হাতের কয়েকটি পেশির নাম লেখো।

হাতের কয়েকটি পেশি — বাইসেপস্, ট্রাইসেপস্

পায়ের কয়েকটি পেশির নাম লেখো।

পায়ের কয়েকটি পেশি — সারটোরিয়াস, রেক্টাস ফিমোরিস, গ্যাস্ট্রোকনেমিয়াস

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে জীবের বিভিন্ন কার্যকলাপ সঠিকভাবে পরিচালিত হয় এবং জীবের অস্তিত্ব ও বেঁচে থাকার নিশ্চয়তা পাওয়া যায়।

Share via:

মন্তব্য করুন