আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
কোনো জীবের এক স্থান থেকে অন্যস্থানে সামগ্রিকভাবে স্থান পরিবর্তনই হল –
- চলন
- গমন
- বহন
- আরোহণ
উত্তর – 2. গমন
স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হল –
- স্পঞ্জ
- সাগরকুসুম
- স্পঞ্জ ও সাগরকুসুম
- কোনোটিই নয়
উত্তর – 3. স্পঞ্জ ও সাগরকুসুম
অ্যামিবয়েড গমন যে জীবে দেখা যায়, তা হল –
- প্যারামেসিয়াম
- ইউগ্নিনা
- অ্যামিবা
- সবগুলি
উত্তর – 3. অ্যামিবা
সিলিয়া যে জীবের গমন অঙ্গ –
- মাছ
- ইউগ্নিনা
- তারামাছ
- প্যারামেসিয়াম মাছ
উত্তর – 4. প্যারামেসিয়াম মাছ
ইউগ্লিনার গমনাঙ্গ হল –
- সিলিয়া
- কর্ষিকা
- ফ্ল্যাজেলা
- মাংসল পদ
উত্তর – 3. ফ্ল্যাজেলা
ফ্ল্যাজেলার সাহায্যে যে প্রাণী গমন করে তা হল –
- ইউগ্নিনা
- প্যারামেসিয়াম
- অ্যামিবা
- প্লাজমোডিয়াম
উত্তর – 1. ইউগ্নিনা
সূর্যালোক নিম্নলিখিত যে জীবের গমন ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তা হল –
- অ্যামিবা
- প্যারামেসিয়াম
- উভয়ই
- ইউগ্নিনা
উত্তর – 4. ইউগ্নিনা
সন্তরণ পদ্ধতিতে গমন সম্পন্ন করে –
- হাইড্রা
- ইউগ্নিনা
- মাছ
- অ্যামিবা
উত্তর – 3. মাছ
অস্থিযুক্ত মাছের দেহে পাখনার সংখ্যা –
- 1টি
- 5টি
- 7টি
- 9টি
উত্তর – 3. 7টি
তরুণাস্থিযুক্ত মাছ হাঙরের দেহে পাখনা সংখ্যা –
- 8টি
- 5টি
- 7টি
- 9টি
উত্তর – 1. 8টি
মাছের দিক পরিবর্তনে সাহায্য করে –
- পুচ্ছপাখনা
- পৃষ্ঠপাখনা
- পায়ুপাখনা
- শ্রোণিপাখনা
উত্তর – 1. পুচ্ছপাখনা
মাছকে জলে ভাসতে সাহায্য করে –
- পাখনা
- পটকা
- কানকো
- পার্শ্বরেখা
উত্তর – 2. পটকা
নীচের কোনটি দিয়ে মাছের পটকা রক্তজালক থেকে গ্যাস শোষণ করে?
- রেডগ্রন্থি
- অগ্র প্রকোষ্ঠ
- গ্যাস্ট্রিক গ্রন্থি
- রিটি মিরাবিলি
উত্তর – 4. রিটি মিরাবিলি
মায়োটম পেশি পাওয়া যায় –
- মাছে
- বাদুড়ে
- ফড়িং -এ
- পায়রায়
উত্তর – 1. মাছে
উড্ডয়ন পদ্ধতিতে গমন সম্পন্ন করে –
- কেঁচো
- শামুক
- পাখি
- টিকটিকি
উত্তর – 3. পাখি
পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা –
- 11
- 13
- 19
- 23
উত্তর – 4. 23
পায়রার পুচ্ছে রেস্ট্রিসেস পালকের সংখ্যা –
- 6টি
- 8টি
- 12টি
- 16টি
উত্তর – 3. 12টি
পেক্টোরালিস মেজর দেখা যায় –
- মৎস্যে
- পায়রায়
- অ্যামিবায়
- প্যারামেসিয়াম
উত্তর – 2. পায়রায়
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলি অস্থি থাকে?
- 100টি
- 350টি
- 206টি
- 260টি
উত্তর – 3. 206টি
লিগামেন্ট, টেনডন ও অস্থিসন্ধি হল –
- শ্বাসতন্ত্রের অংশ
- পেশিতন্ত্রের অংশ পেক্টোরালিস
- কঙ্কালতন্ত্রের অংশ
- রক্তসংবহনতন্ত্রের অংশ
উত্তর – 3. কঙ্কালতন্ত্রের অংশ
অস্থিসন্ধি যে বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে সেটি হল –
- টেনডন
- লিগামেন্ট
- কার্টিলেজ
- শ্বেততন্তু
উত্তর – 2. লিগামেন্ট
বল ও সকেট সন্ধি দেখা যায় –
- কনুইতে
- হাঁটুতে
- বুড়ো আঙুলে
- কাঁধে
উত্তর – 4. কাঁধে
হিঞ্জ বা কবজা সন্ধি দেখা যায় –
- কোমরে
- কাঁধে
- কনুইতে
- করোটিতে
উত্তর – 3. কনুইতে
নীচের অস্থিগুলির মধ্যে যেটির অবস্থান হাতে নয়, সেটি হল –
- রেডিয়াস
- আলনা
- হিউমেরাস
- ফিমার
উত্তর – 4. ফিমার
ফিমার, টিবিয়া ও প্যাটেলার সম্মিলিত অস্থিসন্ধিটির নাম হল –
- শ্রোণিচক্র
- হাঁটু
- কনুই
- গোড়ালি
উত্তর – 2. হাঁটু
উরুসন্ধি বলা হয় –
- ফিমার ও শ্রোণিচক্রের সন্ধিকে
- ফিমার ও স্ক্যাপুলার সন্ধিকে
- স্ক্যাপুলা ও হিউমেরাসের সন্ধিকে
- কোনোটিই নয়
উত্তর – 1. ফিমার ও শ্রোণিচক্রের সন্ধিকে
কাঁধের সন্ধিতে অবস্থিত দুটি অস্থি হল –
- স্ক্যাপুলা ও হিউমেরাস
- হিউমেরাস ও আলনা
- ফিমার ও টিবিয়া
- কোনোটিই নয়
উত্তর – 1. স্ক্যাপুলা ও হিউমেরাস
দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ হতে সাহায্য করে যে কঙ্কাল পেশি –
- রোটেটর
- ফ্লেক্সর
- এক্সটেনসর
- অ্যাবডাক্টর
উত্তর – 2. ফ্লেক্সর
কোনো অংশকে দেহের মধ্যরেখার কাছাকাছি আনতে সহায়তা করে যে পেশি, সেটি হল –
- রোটেটর
- ফ্লেক্সর
- এক্সটেনসর
- অ্যাডাক্টর
উত্তর – 4. অ্যাডাক্টর
কোন্ পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে?
- অ্যাডাক্টর পেশি
- এক্সটেনসর পেশি
- অ্যাবডাক্টর পেশি
- ফ্লেক্সর পেশি
উত্তর – 3. অ্যাবডাক্টর পেশি
দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে, এমন কঙ্কাল পেশি হল –
- রোটেটর
- ফ্লেক্সর
- এক্সটেনসর
- অ্যাডাক্টর
উত্তর – 1. রোটেটর
ফ্লেক্সনে সাহায্যকারী পেশি (ফ্লেক্সর পেশি) হল –
- ট্রাইসেপস
- বাইসেপস
- ডেলটয়েড
- রোটেটর
উত্তর – 2. বাইসেপস
কোনটি শুধুমাত্র এক্সটেনসর পেশি?
- বাইসেপস
- ট্রাইসেপস
- পাইরিফরমিস
- ডেলটয়েড
উত্তর – 2. ট্রাইসেপস
অ্যাডাকশনে সাহায্য করে –
- ট্রাইসেপস
- বাইসেপস
- ডেলটয়েড
- ল্যাটিসিমাস ডরসি
উত্তর – 4. ল্যাটিসিমাস ডরসি
ডেলটয়েড পেশি হল –
- এক্সটেনসর পেশি
- অ্যাবডাক্টর পেশি
- ফ্লেক্সর পেশি
- রোটেটর পেশি
উত্তর – 4. রোটেটর পেশি
Hands up নির্দেশটি অপরাধী দ্বারা মানা হলে কোন্ পেশিটি সক্রিয় হয়?
- ট্রাইসেপস
- ডেলটয়েড
- ল্যাটিসিমাস ডরসি
- বাইসেপস
উত্তর – 2. ডেলটয়েড
একটি রোটেটর পেশির উদাহরণ –
(A) বাইসেপস
(B) পাইরিফরমিস
(C) ডেলটয়েড
(D) ল্যাটিসিমাস ডরসি
উত্তর – (B) পাইরিফরমিস
পাইরিফরমিস পেশি কোন্ বিচলনে সাহায্য করে?
- এক্সটেনশন
- অ্যাবডাকশন
- রোটেশন
- সবগুলি
উত্তর – 4. সবগুলি
শূন্যস্থান পূরণ করো
খাদ্যান্বেষণ ____ এর একটি অন্যতম প্রধান কারণ।
উত্তর – খাদ্যান্বেষণ গমন এর একটি অন্যতম প্রধান কারণ।
____ নামক প্রাণী গমনে অক্ষম।
উত্তর – স্পঞ্জ নামক প্রাণী গমনে অক্ষম।
____ হল গমনে সক্ষম একটি উদ্ভিদ।
উত্তর – ক্ল্যামাইডোমোনাস হল গমনে সক্ষম একটি উদ্ভিদ।
প্যারামেসিয়াম সিলিয়ার চলনের অভিমুখের ____ দিকে গমন করে।
উত্তর – প্যারামেসিয়াম সিলিয়ার চলনের অভিমুখের বিপরীত দিকে গমন করে।
ইউগ্নিনার ফ্ল্যাজেলার সঞ্চালনে ____ সাহায্য করে।
উত্তর – ইউগ্নিনার ফ্ল্যাজেলার সঞ্চালনে চক্ষুবিন্দু সাহায্য করে।
ইউগ্নিনার কোশে অবস্থিত ____ সূর্যালোক অনুভব করতে পারে।
উত্তর – ইউগ্নিনার কোশে অবস্থিত চক্ষুবিন্দু সূর্যালোক অনুভব করতে পারে।
____ হল অস্থিবিশিষ্ট মাছের প্রধান গমনাঙ্গ।
উত্তর – পাখনা হল অস্থিবিশিষ্ট মাছের প্রধান গমনাঙ্গ।
বক্ষপাখনা ও ____ হল জোড় পাখনা।
উত্তর – বক্ষপাখনা ও শ্রোণিপাখনা হল জোড় পাখনা।
মাছের ____ পেশি গমনে সাহায্য করে।
উত্তর – মাছের মায়োটম পেশি গমনে সাহায্য করে।
____ পেশির আকৃতি ‘V’ -এর মতো।
উত্তর – মায়োটম পেশির আকৃতি ‘V’ -এর মতো।
যে পালক পাখিকে উড়তে সাহায্য করে তাকে ____ পালক বলে।
উত্তর – যে পালক পাখিকে উড়তে সাহায্য করে তাকে উড্ডয়ন পালক বলে।
পায়রার প্রতিটি ডানায় রেমিজেস পালকের সংখ্যা ____।
উত্তর – পায়রার প্রতিটি ডানায় রেমিজেস পালকের সংখ্যা 23।
____ হল পাখির একটি উড্ডয়ন পেশি।
উত্তর – পেক্টোরালিস মেজর হল পাখির একটি উড্ডয়ন পেশি।
মানুষের গমন পদ্ধতিকে ____ গমন পদ্ধতি বলে।
উত্তর – মানুষের গমন পদ্ধতিকে দ্বিপদ গমন পদ্ধতি বলে।
____ হল গমনের সময় দেহের ভারসাম্য রক্ষকারী একটি অঙ্গ।
উত্তর – হাত হল গমনের সময় দেহের ভারসাম্য রক্ষকারী একটি অঙ্গ।
আর্টিকুলার হায়ালিন তরুণাস্থি উপস্থিত থাকে ____ সন্ধিতে।
উত্তর – আর্টিকুলার হায়ালিন তরুণাস্থি উপস্থিত থাকে সাইনোভিয়াল সন্ধিতে।
যেসব পেশি অস্থিসঞ্চালনে সাহায্য করে, তাদের ____ বলা হয়।
উত্তর – যেসব পেশি অস্থিসঞ্চালনে সাহায্য করে, তাদের অস্থিপেশি বলা হয়।
কবজা সন্ধিতে সংশ্লিষ্ট অস্থি দুটি একটি তলে ____ কোণে বিচলন করতে পারে।
উত্তর – কবজা সন্ধিতে সংশ্লিষ্ট অস্থি দুটি একটি তলে 180° কোণে বিচলন করতে পারে।
কোমরের অস্থিসন্ধিতে ____ ও ফিমার উপস্থিত।
উত্তর – কোমরের অস্থিসন্ধিতে শ্রোণিচক্র ও ফিমার উপস্থিত।
কনুইয়ের অস্থিসন্ধি হল ____ সন্ধি।
উত্তর – কনুইয়ের অস্থিসন্ধি হল কবজা সন্ধি।
রোটেশনের সঙ্গে জড়িত একটি পেশি হল ____।
উত্তর – রোটেশনের সঙ্গে জড়িত একটি পেশি হল পাইরিফরমিস।
____ নামক সঞ্চলনে স্টারনোক্লিডোম্যাসটয়েড নামক পেশি সাহায্য করে।
উত্তর – রোটেশন নামক সঞ্চলনে স্টারনোক্লিডোম্যাসটয়েড নামক পেশি সাহায্য করে।
কনুই ভাঁজ করলে ____ পেশি সংকুচিত হয়।
উত্তর – কনুই ভাঁজ করলে বাইসেপস পেশি সংকুচিত হয়।
হাতের ট্রাইসেপস পেশির সংকোচন ____ -এ সাহায্য করে।
উত্তর – হাতের ট্রাইসেপস পেশির সংকোচন এক্সটেনশন -এ সাহায্য করে।
অ্যাডাকশনে সাহায্যকারী পেশির উদাহরণ হল ____।
উত্তর – অ্যাডাকশনে সাহায্যকারী পেশির উদাহরণ হল ল্যাটিসিমাস ডরসি।
মানুষের দেহের সচল সন্ধিতে ____ তরল থাকে।
উত্তর – মানুষের দেহের সচল সন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে।
দুটি অস্থি ____ দ্বারা যুক্ত থাকে।
উত্তর – দুটি অস্থি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে।
সত্য/মিথ্যা নির্বাচন করো
অ্যামিবার গমনে সাহায্যকারী অঙ্গ হল ক্ষণপদ।
উত্তর – সত্য [সূত্র – ক্ষণপদ বা সিউডোপোডিয়া দ্বারা এরা স্থানান্তরে যায়।]
ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়াম -এর গমন অঙ্গ।
উত্তর – মিথ্যা [সূত্র – প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে।]
চক্ষুবিন্দু অ্যামিবার দেহে উপস্থিত।
উত্তর – মিথ্যা [সূত্র – ইউগ্নিনার দেহে থাকে যা আলোকগ্রাহী প্রকৃতির ও সালোকসংশ্লেষের জন্য অধিক আলোর দিকে গমনে সাহায্য করে। এর অপর নাম স্টিগমা (stigma)]
পুচ্ছপাখনা বা ল্যাজ মাছের গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে।
উত্তর – সত্য [সূত্র – সন্তরণের বেগ সৃষ্টি ও দিক পরিবর্তনে সাহায্য করে।]
পাখির ল্যাজের পালককে রেমিজেস বলা হয়।
উত্তর – মিথ্যা [সূত্র – ল্যাজের পালক হল রেক্ট্রিসেস, ডানার পালক হল রেমিজেস।]
পেক্টোরালিস মেজর হল মাছের দেহপেশি।
উত্তর – মিথ্যা [সূত্র – এটি পাখির উড্ডয়ন পেশি, মাছের দেহপেশি হল মায়োটম।]
লঘুমস্তিষ্ক গমনের সময় মানবদেহের ভারসাম্য রক্ষা করে।
উত্তর – সত্য [সূত্র – গমনে সাহায্যকারী বিভিন্ন ঐচ্ছিক পেশির কাজ ও দেহভঙ্গি নিয়ন্ত্রণের মাধ্যমে মানবদেহের ভারসাম্য রক্ষা করে।]
সাইনোভিয়াল তরল অস্থিকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে।
উত্তর – সত্য [সূত্র – সাইনোভিয়াল তরল দুটি সচল অস্থিসন্ধির সাইনোভিয়াল প্রকোষ্ঠে অবস্থান করে অস্থিকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে।]
মানুষের করোটির অস্থিসন্ধিগুলি অচল প্রকৃতির।
উত্তর – সত্য [সূত্র – কারণ মস্তিষ্কের অস্থিগুলির কোনো চলন ঘটে না।]
কনুইয়ে দেখা যায় বল ও সকেট সন্ধি।
উত্তর – মিথ্যা [সূত্র – এই দেহাংশে কবজা সন্ধি দেখা যায়।]
হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধি বল ও সকেট সন্ধির উদাহরণ।
উত্তর – মিথ্যা [সূত্র – এই সন্ধিগুলিতে একটি অস্থির প্রান্ত অপর অস্থির সাথে দরজার কবজার মতো সংলগ্ন থাকে।]
কবজা সন্ধির অস্থির বিচলন সব দিকেই ঘটা সম্ভব।
উত্তর – মিথ্যা [সূত্র – এটি 180° চালিত হতে পারে।]
বল ও সকেট সন্ধির উদাহরণ হল মাথার খুলি।
উত্তর – মিথ্যা [সূত্র – উরশ্চক্র ও শ্রোণিচক্রে হাত ও পায়ের সন্ধি এর উদাহরণ।]
ফিমার অস্থির মস্তক টিবিয়া অস্থির কাপের মতো অংশে আবদ্ধ থাকে।
উত্তর – সত্য [সূত্র – একে বল ও সকেট সন্ধি বলে।]
দেহ অক্ষ থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়াকে ফ্লেক্সন বলে।।
উত্তর – মিথ্যা [সূত্র – দেহ অক্ষ থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়াকে অ্যাবডাকশন বলে।]
ডেলটয়েড হল একটি অ্যাবডাক্টর পেশি।
উত্তর – সত্য [সূত্র – দেহ মধ্যরেখা থেকে হাত দূরে চালিত করতে বা অ্যাবডাকশনে সাহায্য করে।]
অ্যাবডাক্টর পেশি দেহের কোনো অঙ্গকে দেহ থেকে দূরে যেতে সাহায্য করে।
উত্তর – সত্য [সূত্র – যেমন – ডেলটয়েড পেশির সংকোচন দেহ থেকে হাতকে দূরের দিকে নিয়ে যায়।]
অ্যামিবার চলনের সময় সাইটোপ্লাজমের কোন অংশগুলি জড়িত থাকে? এগুলোর অবস্থান ও ভৌত অবস্থা বর্ণনা কর।
অ্যামিবা গমনের জন্য তার দেহস্থিত সাইটোপ্লাজমকে দু-ভাবে ব্যবহার করে। অপেক্ষাকৃত তরল এন্ডোপ্লাজম (সল অবস্থা), যা কোশের কেন্দ্রে থাকে ও কোশের পরিধির দিকে অবস্থিত বেশি ঘনত্বযুক্ত এক্টোপ্লাজম (জেল অবস্থা)।
সারকামডাকশন কাকে বলে?
দেহের কোনো অঙ্গের বৃত্তাকার সঞ্চালন সংঘটিত হওয়াকে সারকামডাকশন বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় মানুষের স্কন্ধসন্ধির বিচলন।
“ঈষৎ সচল অস্থিসন্ধি কী? এই ধরনের অস্থিসন্ধির বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।”
সচল ও অচল অস্থিসন্ধি ছাড়াও আরেকপ্রকার অস্থিসন্ধি দেখা যায়, যাকে ঈষৎ সচল অস্থিসন্ধি বলা হয়। এইপ্রকার অস্থিসন্ধিতে সংশ্লিষ্ট অস্থিগুলির ঈষৎ চলাচল সম্ভব হয়।
কোন প্রক্রিয়ায় অ্যাকটিন ও মায়োসিন তন্তুর মিথস্ক্রিয়া পেশির সংকোচন ও প্রসারণ ঘটায়?
মানবদেহে সংকোচন ও প্রসারণে সাহায্যকারী কঙ্কাল পেশিতে অবস্থিত দুইপ্রকার সংকোচনশীল তন্তু অ্যাকটিন ও মায়োসিন -এর সংবদ্ধকরণ ঘটলে সংকোচন ও পৃথককরণ ঘটলে প্রসারণ ক্রিয়া সম্পন্ন হয়।
“দ্বৈত সংযুক্ত (Double jointed) বলে ধারণা করা হয় সেইসব মানুষদের, যাদের শরীর অত্যন্ত নমনীয়। কিন্তু বাস্তবে তাদের লিগামেন্টগুলির কী বিশেষত্ব থাকে? আর এই বিশেষ ক্ষমতা অর্জনের জন্য কী প্রয়োজন?”
যে সমস্ত মানুষের শরীর খুবই নমনীয়, সেই সমস্ত মানুষের শরীর Double jointed বলে ধারণা করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে তাদের শরীরে থাকা লিগামেন্টগুলির প্রসারণশীলতা সাধারণের থেকে বেশি বলেই তারা সহজেই তাদের দেহকে যেদিকে খুশি বাঁকাতে পারে। তবে এটি সত্য যে কঠোর অনুশীলন দ্বারা তাদের লিগামেন্টগুলির প্রসারণশীলতা বাড়াতে হয়।
স্তম্ভ মেলাও
1. স্তম্ভ মেলাও
বামস্তন্ত | ডানস্তম্ভ |
(1) রশ্মিযুক্ত পাখনা | (A) প্যারামেসিয়াম |
(2) ফ্ল্যাজেলা | (B) হাঙর |
(3) ক্ষণপদ | (C) অস্টিকথিস শ্রেণির মাছ |
(4) সিলিয়া | (D) ইউগ্লিনা |
(5) পেক্টোরালিস মেজর | (E) অ্যামিবা |
(6) ফ্লেক্সর পেশি | (F) মানুষ |
(G) পায়রা |
উত্তর –
বামস্তন্ত | ডানস্তম্ভ |
(1) রশ্মিযুক্ত পাখনা | (C) অস্টিকথিস শ্রেণির মাছ |
(2) ফ্ল্যাজেলা | (D) ইউগ্লিনা |
(3) ক্ষণপদ | (E) অ্যামিবা |
(4) সিলিয়া | (A) প্যারামেসিয়াম |
(5) পেক্টোরালিস মেজর | (G) পায়রা |
(6) ফ্লেক্সর পেশি | (F) মানুষ |
2. স্তম্ভ মেলাও
বামস্তন্ত | ডানস্তম্ভ |
(1) ফ্লেক্সনে সাহায্যকারী | (A) স্টারনোক্লিডোম্যাসটয়েড |
(2) এক্সটেনশনে সাহায্যকারী | (B) বাইসেপস |
(3) রোটেশনে সাহায্যকারী | (C) ল্যাটিসিমাস ডরসি |
(4) অ্যাবডাকশনে সাহায্যকারী | (D) ডেলটয়েড |
(5) অ্যাডাকশনে সাহায্যকারী | (E) ট্রাইসেপস |
(6) সন্তরণে সাহায্যকারী | (F) মায়োটম |
(G) কোরাকোব্রাকিয়ালিস |
উত্তর –
বামস্তন্ত | ডানস্তম্ভ |
(1) ফ্লেক্সনে সাহায্যকারী | (B) বাইসেপস |
(2) এক্সটেনশনে সাহায্যকারী | (E) ট্রাইসেপস |
(3) রোটেশনে সাহায্যকারী | (A) স্টারনোক্লিডোম্যাসটয়েড |
(4) অ্যাবডাকশনে সাহায্যকারী | (D) ডেলটয়েড |
(5) অ্যাডাকশনে সাহায্যকারী | (C) ল্যাটিসিমাস ডরসি |
(6) সন্তরণে সাহায্যকারী | (F) মায়োটম |
বিসদৃশ শব্দটি বেছে লেখো
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
খাদ্য অন্বেষণ, পরিপাক, আত্মরক্ষা, প্রজনন। | পরিপাক। [সূত্র – পরিপাক ছাড়া বাকিগুলি প্রাণীর গমনের সঙ্গে যুক্ত।] |
সিলিয়া, ক্ষণপদ, মানবপদ, যকৃৎ। | যকৃৎ। [সূত্র – বাকিগুলি গমানঙ্গ।] |
পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণিপাখনা, পুচ্ছপাখনা। | শ্রোণিপাখনা। [সূত্র – বাকিগুলি মাছের দেহে সংখ্যায় একটি করে উপস্থিত থাকে।] |
চক্ষু, লঘুমস্তিষ্ক, অর্ধচন্দ্রাকার নালী, অটোলিথ যন্ত্র। | চক্ষু। [সূত্র – বাকিগুলি গমনের সময় মানবদেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।] |
মায়োটম, এক্সটেনশন, ফ্লেক্সন, পাখনা। | পাখনা। [সূত্র – বাকিগুলি পেশির উদাহরণ।] |
এক্সটেনসর পেশি, অ্যাবডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি, হৃদপেশি। | হৃপেশি। [সূত্র – বাকিগুলি ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি।] |
পেক্টোরালিস মেজর, গ্যাসট্রোকনেমিয়াস, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস। | গ্যাসট্রোকনেমিয়াস। [সূত্র – বাকিগুলি পাখির উড্ডয়ন পেশি। এটি মানবগমন পেশি।] |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
ইউমিনা : ফ্ল্যাজেলা : : প্যারামেসিয়াম : ____
উত্তর – সিলিয়া।
বক্ষপাখনা : একজোড়া : : পৃষ্ঠপাখনা : ____
উত্তর – একটি।
মানুষ : বাইসেসেপস : : মাছ : ____
উত্তর – মায়োটম পেশি।
ডানার পালক : রেমিজেস : : পুচ্ছ পালক : ____
উত্তর – রেস্ট্রিসেস।
রেমিজেস : 23 : : রেস্ট্রিসেস : ____
উত্তর – 12।
কোমরের সন্ধি : বল ও সকেট : : কনুইয়ের সন্ধি : ____
উত্তর – কবজা সন্ধি।
বাইসেপস পেশি : ফ্লেক্সন : : ট্রাইসেপস পেশি : ____
উত্তর – এক্সটেনশন।
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
অ্যামিবা -এর গমনাঙ্গের নাম লেখো।
অ্যামিবা -এর গমনাঙ্গের নাম ক্ষণপদ।
অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে?
খাদ্যগ্রহণ ও গমনের সময়ে অ্যামিবা ক্ষণপদ সৃষ্টি করে।
কোন্ রক্তকোশে অ্যামিবয়েড গমন দেখা যায়?
নিউট্রোফিল রক্তকোশে অ্যামিবয়েড গমন দেখা যায়।
গমনে অক্ষম প্রাণীর উদাহরণ দাও।

গমনে অক্ষম প্রাণীর উদাহরণ – স্পঞ্জ, প্রবাল।
কোন্ জীবের সিলিয়ারি গমন দেখা যায়?
প্যারামেসিয়ামের সিলিয়ারি গমন দেখা যায়।
ইউগ্নিনার গমনাঙ্গ কী?
ইউগ্নিনার গমনাঙ্গ ফ্ল্যাজেলা।
মাছের গমনাঙ্গের নাম কী?
মাছের গমনাঙ্গের নাম পাখনা।
মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কী?
মাছের গমনে সাহায্যকারী পেশির নাম মায়োটম পেশি।
মাছের জোড় পাখনাগুলি কী কী?

মাছের জোড় পাখনাগুলি হল বক্ষপাখনা ও শ্রোণিপাখনা।
মাছের বিজোড় পাখনাগুলি কী কী?
মাছের বিজোড় পাখনাগুলি হল পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা ও পুচ্ছপাখনা।
মাছের পৃষ্ঠপাখনার কাজ কী?
এটি দেহের স্থিতি বা ভারসাম্য বজায় রাখে।
মাছকে জলের গভীরে যেতে বা ভেসে উঠতে কোন্ পাখনা সাহায্য করে?
বক্ষপাখানা ও শ্রোণিপাখনা মাছকে জলের গভীরে যেতে বা ভেসে উঠতে সাহায্য করে।
কোন্ পাখনা মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করে?
পুচ্ছপাখনা পাখনা মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করে।
মাছের পায়ুপাখনার কাজ কী?
মাছের পায়ুপাখনা দেহের স্থিতি বজায় রাখে।
মাছের কোন্ কোন্ পাখনা জলে ভাসতে সাহায্য করে?
বক্ষপাখনা ও শ্রোণিপাখনা।
যদি মাছের সমস্ত পাখনা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় তবে কী হতে পারে?
মাছের সব পাখনা সুতো দিয়ে বেঁধে দিলে মাছ সাঁতার কাটতে পারবে না।
অস্থিযুক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ কোনটি?
অস্থিযুক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ হল পটকা।
পাখির গমনাঙ্গের নাম কী?
পাখির গমনাঙ্গের নাম পা ও ডানা।
পাখির ডানার পালককে কী বলা হয়?
পাখির ডানার পালককে রেমিজেস বলা হয়।
পাখির ল্যাজের পালকের নাম কী?
পাখির ল্যাজের পালকের নাম রেস্ট্রিসেস।
পায়রার একটি উড্ডয়ন পেশির নাম লেখো।
পায়রার একটি উড্ডয়ন পেশির নাম পেক্টোরালিস মেজর।
মানুষের গমনাঙ্গের নাম কী?
মানুষের গমনাঙ্গের নাম পা।
মানুষের গমনকে কী বলে?
মানুষের গমনকে দ্বিপদ গমন বলে।
গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে কোন্ কোন্ অঙ্গ?
গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে হাত, লঘুমস্তিষ্ক ও অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী।
অন্তঃকর্ণের কোন্ অংশটি দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে?
অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
দুটি অস্থির সংযোগস্থলকে কী বলে?
দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।
অচল সন্ধির উদাহরণ দাও।
মানবখুলির অস্থিসমূহের সন্ধি।
হিঞ্জ বা কবজা সন্ধি কোথায় থাকে?
হিঞ্জ সন্ধি বা কবজা অস্থিসন্ধি মানুষের হাঁটু এবং কনুই-তে থাকে।
বল ও সকেট সন্ধির উদাহরণ দাও।
বল ও সকেট সন্ধি কাঁধ ও কোমরের সন্ধিতে দেখা যায়।
হাঁটুর সন্ধি কী প্রকারের সন্ধি?
কপাট সন্ধি বা কবজা সন্ধি।
মানুষের দেহে দীর্ঘতম অস্থি কোনটি?
মানুষের দেহে দীর্ঘতম অস্থি ফিমার।
গমনে সহায়ক পায়ের দুটি পেশির নাম লেখো।

কোয়াড্রিসেপস ফিমোরিস (থাই-এর পেশি), গ্লুটিয়াস ম্যাক্সিমাস।
একটি ফ্লেক্সর পেশির নাম লেখো।
একটি ফ্লেক্সর পেশির নাম বাইসেপস।
রোটেশনের সঙ্গে জড়িত একটি পেশির নাম লেখো।
ল্যাটিসিমাস ডরসি (হাতের ঘূর্ণন)।
একটি অ্যাডাক্টর পেশির উদাহরণ দাও।
ল্যাটিসিমাস ডরসি।
ফিমারের আবর্তনে কোন্ পেশি সাহায্য করে?
ফিমারের আবর্তনে সারটোরিয়াস পেশি সাহায্য করে।
একটি এক্সটেনসর পেশির নাম লেখো।

একটি এক্সটেনসর পেশির নাম ট্রাইসেপস।
পরস্পর বিপরীতধর্মী ক্রিয়া করে মানবদেহের এমন দুটি পেশির নাম লেখো।
পরস্পর বিপরীতধর্মী ক্রিয়া করে মানবদেহের এমন দুটি পেশির নাম বাইসেপস ও ট্রাইসেপস।
দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ করতে কোন্ পেশি সহায়তা করে?
দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ করতে ফ্লেক্সর পেশি সহায়তা করে।
ভাঁজ হওয়া অবস্থা থেকে দেহের সংশ্লিষ্ট অংশ দুটিকে প্রসারিত হতে সহায়তা করে কোন্ পেশি?
ভাঁজ হওয়া অবস্থা থেকে দেহের সংশ্লিষ্ট অংশ দুটিকে প্রসারিত হতে সহায়তা করে এক্সটেনসর পেশি।
দেহের মধ্যরেখা থেকে দেহাংশকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে কোন্ পেশি?
দেহের মধ্যরেখা থেকে দেহাংশকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে অ্যাবডাক্টর পেশি।
দেহের মধ্যরেখার কাছে কোনো দেহাংশকে আনতে সাহায্য করে কোন্ পেশি?
দেহের মধ্যরেখার কাছে কোনো দেহাংশকে আনতে সাহায্য করে অ্যাডাক্টর পেশি।
দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে কোন্ পেশি?
দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে রোটেটর পেশি।
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন