মৃত্তিকা সংরক্ষণ কী? মৃত্তিকা সংরক্ষণের উপায়

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো
মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো
Contents Show

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো।

অথবা, ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য ও মৃত্তিকা সংরক্ষণের জন্য কোন্ কোন্ ব্যবস্থা নেওয়া সম্ভব?

মৃত্তিকা সংরক্ষণ –

মৃত্তিকাকে প্রাকৃতিক ও মানবিকভাবে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, মৃত্তিকাকে মানুষের কল্যাণে ও ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহার করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।

মৃত্তিকা সংরক্ষণের উপায় (Procedure of Soil Conservation) –

মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিসমূহ প্রধানত দুটি পদ্ধতি গ্রহণ করা হয় –

  1. জৈবিক পদ্ধতি।
  2. যান্ত্রিক পদ্ধতি।

জৈবিক পদ্ধতি –

এক্ষেত্রে উদ্ভিদ ও জৈব পদার্থের উপযুক্ত ব্যবহার এবং যথাযথ কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে।

  • শস্যাবর্তন – উপযুক্ত শস্যাবর্তন পদ্ধতি অনুসরণ করলে এবং ধান, গম, তামাক, আলু ও শুটি জাতীয় শস্য পরপর উৎপাদন করলে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়।
  • মালচিং – উদ্ভিদের শিকড়, শস্যের খড় প্রভৃতির সাহায্যে জমিতে একটি আচ্ছাদন তৈরি হলে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব হয়।
  • জৈব সারের ব্যবহার বৃদ্ধি – মাটির গঠনের উন্নতিবিধানের জন্য জৈব সারের মিশ্রণ প্রয়োগের মাত্রা বৃদ্ধি করা প্রয়োজন।
  • স্ট্রিপ ক্রপিং/রেখা বরাবর শস্য উৎপাদন – ঢালু জমিতে ঢালের সঙ্গে আড়াআড়ি অবস্থানে চওড়া ফিতের মত জমি গঠন করে মৃত্তিকা ক্ষয়রোধকারী শস্য, যেমন – ডাল, সয়াবিন প্রভৃতি উৎপাদন করা হয় এবং জল ও মৃত্তিকার প্রবাহকে বাধাদান করা হয়।
  • মৃত্তিকা আচ্ছাদনের উপযুক্ত শস্য উৎপাদন – চিনাবাদাম, ঘাস প্রভৃতি বৃষ্টির ফোঁটার সরাসরি আঘাত থেকে মাটিকে রক্ষা করে।

যান্ত্রিক পদ্ধতি –

এক্ষেত্রে মৃত্তিকার উপরিস্তরে জল ও বায়ুর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয় –

  • ধাপ চাষ – ঢালু জমিতে মৃত্তিকায় ধাপ কেটে চাষাবাদ করলে জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করে মৃত্তিকা ক্ষয়কে প্রতিরোধ করা সম্ভব হয়।
  • সমোন্নতি রেখা বরাবর চাষ – সমোন্নতি রেখা বরাবর আল বা বাঁধ তৈরি করে পৃষ্ঠ প্রবাহের গতিকে নিয়ন্ত্রণ করলে উদ্ভিদ যেমন প্রয়োজনীয় জল আহরণ করতে পারে, তেমনি যথেষ্ট পরিমাণ জলের মাটিতে অনুপ্রবেশ ঘটে এবং জলপ্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়।
  • বায়ুর প্রবাহপথে প্রতিবন্ধকতা সৃষ্টি – মরু ও মরুপ্রায় অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুর প্রবাহ পথে বাধার সৃষ্টি করলে মৃত্তিকা ক্ষয় কম হয়।
  • বেঞ্চ সোপান গঠন – সোপানের নিম্নভাগ সমতল প্রকৃতির হলে এবং ধাপের বাইরের অংশে পাথরের টুকরো বা মাটি দিয়ে আল তৈরি করলে তাকে বেঞ্চ সোপান বলে। এই পদ্ধতির সাহায্যেও মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়।
  • নদী তীরের ক্ষয় নিয়ন্ত্রণ – নদী তীরে বৃক্ষরোপণ ও আড়াআড়ি ভাবে জেটি তৈরির মাধ্যমে নদীতীরের ভাঙ্গন রোধ করা সম্ভব।
  • গতিপথ পরিবর্তনকারী গর্ত ও খাত গঠন – ভূমিঢালে ছোটো ছোটো খাত ও গর্ত তৈরি করলে পৃষ্ঠপ্রবাহের গতিপথ ও মাত্রা হ্রাস করা সম্ভব হয়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝায়?

মৃত্তিকা সংরক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মাটিকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট ক্ষয়ের হাত থেকে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য উর্বরতা ও গঠন বজায় রাখা হয়।

মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি কী কী?

1. বৃষ্টি ও বায়ুর দ্বারা মাটির উপরিস্তর ক্ষয় (প্রাকৃতিক কারণ)।
2. অপরিকল্পিত চাষাবাদ, বৃক্ষচ্ছেদন, অতিরিক্ত পশুচারণা (মানবসৃষ্ট কারণ)।
3. নদীভাঙন ও ভূমিধস।

মৃত্তিকা সংরক্ষণের প্রধান পদ্ধতিগুলি কী কী?

মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় –
1. জৈবিক পদ্ধতি (শস্যাবর্তন, মালচিং, জৈব সারের ব্যবহার ইত্যাদি)।
2. যান্ত্রিক পদ্ধতি (ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, বেঞ্চ সোপান তৈরি ইত্যাদি)।

শস্যাবর্তন কীভাবে মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে?

শস্যাবর্তন হলো বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করা, যা মাটির পুষ্টিগুণ বজায় রাখে ও ক্ষয় রোধ করে। যেমন — ধান, ডাল, গম ইত্যাদি পর্যায়ক্রমে চাষ করলে মাটির উর্বরতা কমে না।

মালচিং কী? এটি মৃত্তিকা সংরক্ষণে কীভাবে সাহায্য করে?

মালচিং হলো মাটির উপর খড়, পাতা বা প্লাস্টিকের আচ্ছাদন দেওয়া। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, বৃষ্টির ফোঁটার সরাসরি আঘাত থেকে মাটিকে রক্ষা করে এবং ক্ষয় কমায়।

সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝায়?

ঢালু জমিতে পাহাড়ের ঢালের সমান্তরালে ফসলের সারি বা বাঁধ তৈরি করে চাষ করাকে সমোন্নতি রেখা বরাবর চাষ বলে। এটি জলের গতি কমিয়ে মাটি ধরে রাখে।

বেঞ্চ সোপান কী? এটি কোথায় ব্যবহার করা হয়?

বেঞ্চ সোপান হলো পাহাড়ি এলাকায় ধাপ কেটে সমতল জমি তৈরি করে চাষাবাদ করা। এটি প্রধানত পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধ করতে ব্যবহৃত হয়।

ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য কী কী সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে?

1. বাঁধ নির্মাণ ও জলসংরক্ষণ প্রকল্প (যেমন — কন্টুর বাঁধ)।
2. বনসৃজন ও সামাজিক বনায়ন প্রকল্প (হরিয়ানায় “অরণ্য প্রকল্প”)।
3. কৃষি বনায়ন (Agroforestry) প্রচার।
4. জাতীয় মৃত্তিকা সংরক্ষণ মিশন।

মরু অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণের উপায় কী?

1. বায়ুপ্রতিবন্ধক হিসেবে বালিয়াড়িতে ঘাস ও গাছ লাগানো (যেমন — খেজুর, বাবলা)।
2. বালি ধরে রাখার জন্য জিওটেক্সটাইল বা কাঁটা তারের বেড়া ব্যবহার।

নদীতীরের মৃত্তিকা ক্ষয় রোধের উপায় কী?

1. নদীতীরে বাঁধ বা জেটি নির্মাণ।
2. নদীর পাড়ে বনায়ন (বাঁশ, নারকেল, বটগাছ ইত্যাদি লাগানো)।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Life Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Life Science Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Life Science MCQ Suggestion 2026