মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবহমানতা – কোশ বিভাজন এবং কোশচক্র – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

জীবনের প্রবাহমানতা হল জীবজগতের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এই ধারণা অনুসারে, জীবজগতের একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয়। এই সঞ্চারণ প্রক্রিয়ার মাধ্যমে, জীবজগতের ক্রমবিবর্তন ঘটে।

Table of Contents

এই অধ্যায়টিতে, আমরা জীবনের প্রবাহমানতার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করব। আমরা জননের বিভিন্ন পদ্ধতি, জননের মাধ্যমে বৈশিষ্ট্যগুলির সঞ্চারণ এবং জননের গুরুত্ব সম্পর্কে জানব।

আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হবে।

নিচে, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি সাজেশন দেওয়া হল। এই প্রশ্নগুলি ভালো করে পড়ে নিলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হবে।

জীবনের প্রবহমানতা – কোশ বিভাজন এবং কোশচক্র – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

যে পদ্ধতিতে একটি কোশ থেকে দুটি বা তার বেশি অপত্য কোশ সৃষ্টি হয়, তাকে কী বলে?

যে পদ্ধতিতে একটি কোশ থেকে দুটি বা তার বেশি অপত্য কোশ সৃষ্টি হয়, তাকে কোশ বিভাজন বলে।

যে কোশ বিভাজন পদ্ধতিতে কোশ নিজ প্রতিলিপি গঠন করে, তাকে কী বলে?

যে পদ্ধতিতে কোশ তার নিজ প্রতিলিপি গঠন করে তাকে মাইটোসিস কোশ বিভাজন বলে।

মাইটোসিস জীবদেহের কোথায় সম্পন্ন হয়?

মাইটোসিস জীবের দেহকোশে সম্পন্ন হয়।

নিউক্লিয়াসে DNA-এর পরিমাণ কত গুণ বৃদ্ধি পেলে কোশ বিভাজন শুরু হয়?

নিউক্লিয়াসে DNA-এর পরিমাণ দ্বিগুণ হলে কোশ বিভাজন শুরু হয়।

কোশ বিভাজনে সাহায্যকারী মূল উপাদান কী?

কোশ বিভাজনে সাহায্যকারী উপাদান হল উদ্ভিদ ও প্রাণীদের বিভিন্ন গ্রোথ হরমোন।

কোশ বিভাজন প্রতিরোধী দুটি বস্তুর নাম লেখো।

কোশ বিভাজন প্রতিরোধী দুটি বস্তু হল — সায়ানাইড অ্যাজাইড।

কোন্ প্রকার কোশ বিভাজনে দেহকোশের সংখ্যাবৃদ্ধি ঘটে?

মাইটোসিস কোশ বিভাজনে দেহকোশের সংখ্যাবৃদ্ধি ঘটে।

সদৃশ বিভাজন কোথায় হয়?

সদৃশ বিভাজন দেহকোশে হয়।

ক্যারিওকাইনেসিস কী?

ক্যারিওকাইনেসিস হল নিউক্লিয়াসের বিভাজন।

সাইটোকাইনেসিস কী?

সাইটোকাইনেসিস হল সাইটোপ্লাজমের বিভাজন।

প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে?

প্রাণীকোশের সাইটোকাইনেসিস ক্লিভেজ বা ফারোয়ি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে।

কোন্ অংশ গঠনের মাধ্যমে উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস ঘটে?

সেলপ্লেট বা কোশপাত গঠনের মাধ্যমে উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস ঘটে।

মেটাফেজ দশায় ক্রোমোজোম কোথায় অবস্থান করে?

মেটাফেজ দশায় ক্রোমোজোম বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে।

অ্যামাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায়?

ঈস্ট, ব্যাকটেরিয়া, কারা নামক শৈবাল ইত্যাদি জীব অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায়।

কোশের বৃদ্ধি ও জননের বিভিন্ন দশার পর্যায়ক্রমি আবর্তনকে কী বলে?

কোশের বৃদ্ধি ও জননের বিভিন্ন দশার পর্যায়ক্রমি আবর্তনকে কোশচক্র বলে।

এককোশী জীবের বংশবিস্তারের উপায় কী?

এককোশী জীবের বংশবিস্তারের উপায় হল কো বিভাজন।

ক্রোমোজোমের শেষ প্রান্তদ্বয়কে কী বলে?

ক্রোমোজোমের শেষ প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলে।

ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত দুটি তন্তুর প্রত্যেকটিকে কী বলে?

ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত দুটি তন্তুর প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে।

প্রতিটি কোমাটিড, লম্বালম্বিভাবে বিস্তৃত যে সুক্ষ্ম তন্তু দ্বারা গঠিত হয়, তাকে কী বলে?

প্রতিটি ক্রোমাটিড, লম্বালম্বিভাবে বিস্তৃত যে সূক্ষ্ম তন্তুদ্বারা গঠিত হয়, তাকে ক্রোমোনিমা বলে।

কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে?

কোশ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে।

হিস্টোনে কোন্ অ্যামিনো অ্যাসিড অধিক পাওয়া যায়?

হিস্টোনে লাইসিন, আরজিনিন প্রভৃতি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড অধিক থাকে।

অ্যামাইটোসিসের অপর নাম কী?

অ্যামাইটোসিসের অপর নাম হল ক্যারিওস্টেনোসিস বা অ্যাকাইনোসিস।

কোশের কোন অংশে জিন অবস্থিত?

কোশের মধ্যে ক্রোমোজোমে জিন অবস্থিত।

একটি কোশ একবার মাইটোসিসের পরে কতগুলি অপত্য কোশে পরিণত হয়?

একটি কোশ একবার মাইটোসিসের পরে দুটি অপত্য কোশে পরিণত হয়।

স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?

স্নায়ুকোশের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় প্রকৃতির বলে স্নায়ুকোশ বিভাজিত হয় না।

G0 অবস্থায় অবস্থানকারী দুটি প্রাণীকোশের নাম লেখো।

G0 অবস্থায় অবস্থানকারী দুটি প্রাণীকোশ হল স্নায়ুকোশ ও হৃদপেশিকোশ।

কোশচক্রের কোন্ দশায় DNA সংশ্লেষ হয়?

কোশচক্রের ইনটারফেজের ‘S’ দশায় DNA সংশ্লেষ হয়।

কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়?

কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়।

মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা কত?

মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা 46।

উদ্ভিদকোশের বেমতত্ত্ব গঠনে সাহায্য করে কোন্ কোশ অঙ্গাণু?

উদ্ভিদকোশের বেমতত্ত্ব গঠনে সাহায্য করে অণুনালিকা বা মাইক্রোটিউবিউল।

একটি প্রাণীকোশে সেন্ট্রোজোম না থাকলে বিভাজনের ক্ষেত্রে কী ঘটবে?

একটি প্রাণীকোশে সেন্ট্রোজোম না থাকলে ৰেমতত্ত্ব গঠিত হবে না ও প্রাণীকোশটি বিভাজিত হতে পারবে না।

একটি উদ্ভিদের দেহকোশের (মাতৃকোশ) ক্রোমোজোম সংখ্যা 14 হলে মাইটোসিস কোশ বিভাজনের পরে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে?

একটি উদ্ভিদের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা 14 হলে, মাইটোসিস কোশ বিভাজনের পরে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা হবে 14।

একটি কোশ একবার মিয়োসিস কোশ বিভাজনের পরে কতগুলি অপত্য কোশে পরিণত হয়?

একটি কোশ একবার মিয়োসিস কোশ বিভাজনের পরে চারটি অপত্য কোশে পরিণত হয়।

একটি হ্যাপ্লয়েড কোশের উদাহরণ দাও।

একটি হ্যাপ্লয়েড কোশের উদাহরণ হল জননকোশ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু (n)।

একটি ডিপ্লয়েড কোশের উদাহরণ দাও।

একটি ডিপ্লয়েড কোশের উদাহরণ হল জাইগোট বা ভ্ৰূণাণু (2n)।

একটি ট্রিপ্লয়েড কোশের উদাহরণ দাও।

একটি ট্রিপ্লয়েড কোশের উদাহরণ হল গুপ্তবীজী উদ্ভিদের সস্য নিউক্লিয়াস (3n)।

মিয়োসিস কোশ বিভাজন কোথায় ঘটে?

জীবের জনন মাতৃকোশে (প্রাণীদের শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে এবং উদ্ভিদের পরাগধানীতে ও ডিম্বাশয়ে) মিয়োসিস ঘটে।

অনুন্নত উদ্ভিদের কোন অংশে মিয়োসিস ঘটে?

অনুন্নত উদ্ভিদের জাইগোট ও রেণুমাতৃকোশে মিয়োসিস হয়।

কীসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার-এর সঙ্গে যুক্ত থাকে?

সেন্ট্রোমিয়ার বা কাইনেটোকোরের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার-এর সঙ্গে যুক্ত থাকে।

মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত?

মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হল 22।

ডায়াড কী?

দুটি ক্রোমাটিডযুক্ত ক্রোমোজোম হল ডায়াড।

সেন্ট্রোমিয়ার কোথায় থাকে?

সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে থাকে।

প্রাণীকোশ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী?

সেন্ট্রোজোম প্রাণীকোশ বিভাজনে বেমতত্ত্ব গঠনেসহায়তা করে।

DNA-এর বেসগুলি কী কী?

DNA-এর বেসগুলি হল – অ্যাডেনিন (A), গুয়া (G). থাইমিন (T) এবং সাইটোসিন (C)।

কোন্ প্রকার কোশে কোশ বিভাজন দেখা যায় না?

লোহিত রক্তকণিকা, (RBC), স্নায়ুকোশ বা নিউরোন পেশিকোশে কোশ বিভাজন দেখা যায় না।

RNA-এর বেসগুলি কী কী?

RNA-এর বেসগুলি হল — অ্যাডেনিন (A), গুয়ানিন (G). সাইটোসিন (C) এবং ইউরাসিল (U)।

শুধুমাত্র RNA-তে আছে কিন্তু DNA-তে অনুপস্থিত এমন একটি নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম লেখো।

ইউরাসিল হল এমন একটি নাইট্রোজেনযুক্ত ক্ষার, যা RNA-তে আছে কিন্তু DNA-তে অনুপস্থিত।

কোন্ উপাদানটি নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিও-সাইডে থাকে না?

ফসফেট-মূলক নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিও-সাইডে থাকে না।

ক্রোমোজোমের কোন্ অংশে বেমতত্ত্ব সংযুক্ত থাকে?

ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে বেমতন্তু যুক্ত থাকে।

প্রাণীকোশ বিভাজনে মাকুর মেরু সৃষ্টিতে কোন্ কোশ অঙ্গাণু অংশগ্রহণ করে?

প্রাণীকোশ বিভাজনে সেন্ট্রোজোম, মাকুর মেরু সৃষ্টিতে অংশগ্রহণ করে।

মানুষের দেহকোশে কী কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়?

মানুষের দেহকোশে দুই প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়, এগুলি হল X এবং Y।

কোন্ প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডল গঠিত হয় না?

অ্যামাইটোসিস প্রকৃতির কোশ বিভাজনে বেম বা স্পিন্ডল গঠিত হয় না।

অ্যামিবা-র দ্বিবিভাজন কী জাতীয় কোশ বিভাজন?

অ্যামিবা-র দ্বিবিভাজন অ্যামাইটোসিস-জাতীয় কোশ বিভাজন।

কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে?

অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে।

কোন্ প্রকার কোশ বিভাজনে ক্রসিং ওভার দেখা যায়?

মিয়োসিস কোশ বিভাজনে ক্রসিং ওভার দেখা যায়।

গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে কী বলে?

গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে SAT বডি বলে।

কোন্ বিজ্ঞানী প্রথম জিন কথাটির প্রচলন করেন?

বিজ্ঞানী জোহানসেন, 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জিন কথাটির প্রচলন করেন।

উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস কোন্ বিশেষ গঠন দ্বারা সংগঠিত হয়?

উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস ফ্র্যাগমোপ্লাস্ট গঠনদ্বারা সংঘটিত হয়।

যে মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয় না, তাকে কী বলে?

যে মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয় না, তাকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বলে।

ইউক্রোমাটিনের কাজ কী?

ইউক্রোমাটিন অংশে বেশি পরিমাণ DNA থাকায়, এটি প্রজননিক পদার্থ বা জিন ধারণ করে।

হেটেরোক্রোমাটিনের কাজ কী?

হেটেরোক্রোমাটিনে কম পরিমাণে DNA থাকায়, এটি জিনের সংশ্লেষ প্রক্রিয়ায় ছেদ অংশ হিসেবে কাজ করে। এ ছাড়া এই অংশ রাইবোজোম সংশ্লেষে অংশ নেয়।

ক্রোমোজোমের জিনগতভাবে নিষ্ক্রিয় গাঢ় রঞ্জিত অংশকে কী বলে?

ক্রোমোজোমের জিনগতভাবে নিষ্ক্রিয় গাঢ় রঞ্জিত অংশকে হেটেরোক্রোমাটিন বলে।

মানুষের কোশ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি কোন্ অঙ্গাণু থেকে পাওয়া যায়?

মানুষের কোশ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি মাইটোকনড্রিয়া থেকে পাওয়া যায়।

G2 দশায় সংশ্লেষিত একটি কোশীয় অঙ্গাণুর নাম লেখো।

G2 দশায় সংশ্লেষিত একটি কোশীয় অঙ্গাণুর নাম হল মাইটোকনড্রিয়া।

কোন্ প্রকার কোশ বিভাজনের দ্বারা ক্ষয়পূরণ হয়?

মাইটোসিস কোশ বিভাজনের দ্বারা ক্ষয়পূরণ হয়।

একটি প্রাণীকোশ পরপর পাঁচবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হলে কটি অপত্য কোশ উৎপন্ন করবে।

একটি প্রাণীকোশ পরপর পাঁচবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হলে 32টি অপত্য কোশ উৎপন্ন করবে।

এই প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক জীবন বিজ্ঞানের কোশ বিভাজন এবং কোশচক্র অধ্যায়ের উপর ভিত্তি করে। এই প্রশ্নগুলির উত্তর জানা থাকলে এই অধ্যায়টি ভালভাবে বুঝতে সাহায্য করবে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer