আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘বৃদ্ধি ও বিকাশ‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
যে বিপাকে দেহের শুষ্ক ওজন স্থায়ীভাবে বৃদ্ধি পায়, তাকে বলে –
- উপচিতিমূলক বিপাক
- অপচিতিমূলক বিপাক
- বৃদ্ধিমূলক বিপাক
- কোনোটিই নয়
উত্তর – 1. উপচিতিমূলক বিপাক
যে বিপাকে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়, তাকে বলে –
- উপচিতিমূলক বিপাক
- অপচিতিমূলক বিপাক
- বৃদ্ধিমূলক বিপাক
- কোনোটিই নয়
উত্তর – 2. অপচিতিমূলক বিপাক
অপচিতিমূলক বিপাক অপেক্ষা উপচিতিমূলক বিপাক বেশি হলে, দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, একেই বলে –
- ঋণাত্মক বৃদ্ধি
- নিয়ত বৃদ্ধি
- অনিয়ত বৃদ্ধি
- ধনাত্মক বৃদ্ধি
উত্তর – 4. ধনাত্মক বৃদ্ধি
জীবের শুষ্ক ওজনের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলে –
- বিকাশ
- বিভেদন
- বিভাজন
- বৃদ্ধি
উত্তর – 4. বৃদ্ধি
উদ্ভিদ বৃদ্ধির একটি বাহ্যিক শর্ত হল –
- জিন
- হরমোন
- সূর্যালোক
- সবকটি
উত্তর – 3. সূর্যালোক
উদ্ভিদের বৃদ্ধি মাপা যায়, যার সাহায্যে –
- অক্সানোমিটার
- আর্ক-ইন্ডিকেটর
- অনুভূমিক মাইক্রোস্কোপ
- উপরোক্ত সবগুলির সাহায্যেই
উত্তর – 4. উপরোক্ত সবগুলির সাহায্যেই
জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা হল —
- 4টি
- 5টি
- 3টি
- 2টি
উত্তর – 3. 3টি
বর্ধিষ্ণু জীবের বৃদ্ধির সময়ে কোন্ দশাটি প্রথম দেখা যায়?
- কোশ পরিণতি
- কোশ পরিবর্তন
- কোশ পরিস্ফুরণ
- কোশ বিভাজন
উত্তর – 4. কোশ বিভাজন
ভাজক কলার স্থায়ী কলায় পরিণত হওয়া যে বৃদ্ধি দশার অন্তর্ভুক্ত, তা হল –
অথবা, কোন্ প্রক্রিয়ায় নতুন অঙ্গ তৈরি হয়?
- কোশীয় বিভেদন দশা
- কোশ দীর্ঘিকরণ দশা
- কোশ বিভাজন দশা
- সবগুলিই সঠিক
উত্তর – 1. কোশীয় বিভেদন দশা
প্রাথমিক ভাজক কলার কোশের বিভাজনের ফলে যে বৃদ্ধি ঘটে, তাকে বলা হয় –
- জননগত বৃদ্ধি
- ধনাত্মক বৃদ্ধি
- প্রাথমিক বৃদ্ধি
- গৌণ বৃদ্ধি
উত্তর – 3. প্রাথমিক বৃদ্ধি
গৌণ ভাজক কলার কোশের বিভাজনের ফলে যে বৃদ্ধি ঘটে, তাকে বলা হয় –
- অঙ্গজ বৃদ্ধি
- প্রাথমিক বৃদ্ধি
- জননগত বৃদ্ধি
- গৌণ বৃদ্ধি
উত্তর – 4. গৌণ বৃদ্ধি
উদ্ভিদের প্রস্থে বৃদ্ধিকে বলে —
- অঙ্গজ বৃদ্ধি
- প্রাথমিক বৃদ্ধি
- গৌণ বৃদ্ধি
- জননগত বৃদ্ধি
উত্তর – 3. গৌণ বৃদ্ধি
বৃদ্ধির দ্বিতীয় দশাটি হল –
A. কোশ বিভাজন দশা
B. কোশীয় আকার বৃদ্ধিকরণ দশা
C. কোশীয় বিভেদন দশা
D. বিলম্ব দশা
উত্তর – কোশীয় আকার বৃদ্ধিকরণ দশা
বৃদ্ধির শেষ দশাটি হল –
- কোশ বিভাজন দশা
- কোশীয় আকার বৃদ্ধিকরণ দশা
- কোশীয় বিভেদন দশা
- বিলম্ব দশা
উত্তর – 3. কোশীয় বিভেদন দশা
স্টেমকোশ থেকে বিভিন্ন প্রকার রক্তকোশ উৎপাদন, বৃদ্ধির যে দশার অন্তর্ভুক্ত, তা হল –
- কোশ বিভাজন দশা
- কোশ দীর্ঘিকরণ দশা
- কোশীয় বিভেদন দশা
- কোশের জরা দশা
উত্তর – 3. কোশীয় বিভেদন দশা
বৃদ্ধিতে কোনপ্রকার কোশ বিভাজন ঘটে?
- সাইটোকাইনেসিস
- মিয়োসিস
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
উত্তর – 4. মাইটোসিস
নীচের কোনটি বৃদ্ধির দশা নয়?
- কোশের আকার বৃদ্ধি
- কোশীয় সংশ্লেষ
- কোশ বিভাজন
- কোশের বিভেদন
উত্তর – 2. কোশীয় সংশ্লেষ
নীচের কোনটি সঠিক অনুক্রম?
- জাইগোট ব্লাস্টুলা → মরুলা → গ্যাস্টুলা
- জাইগোট → গ্যাস্ট্রুলা → মরুলা → ব্লাস্টুলা
- গ্যাস্ট্রুলা → জাইগোট → মরুলা → ব্লাস্টুলা
- জাইগোট → মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলা
উত্তর – 4. জাইগোট → মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলা
জীবের বৃদ্ধির ক্ষেত্রে কোন্ অনুক্রমটি সঠিক?
- কোশ বিভাজন → কোশীয় বিভেদন → কোশীয় বৃদ্ধিকরণ
- কোশীয় বৃদ্ধিকরণ → কোশীয় বিভেদন → কোশ বিভাজন
- কোশ বিভাজন → কোশীয় বৃদ্ধিকরণ → কোশীয় বিভেদন
- কোনোটিই নয়
উত্তর – 3. কোশ বিভাজন → কোশীয় বৃদ্ধিকরণ → কোশীয় বিভেদন
বৃদ্ধি ও তৎ-পরবর্তী পরিবর্তনের মাধ্যমে জীবদেহের জটিলতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলে –
- বৃদ্ধি
- বিকাশ
- বিভাজন
- কোনোটিই নয়
উত্তর – 2. বিকাশ
মানব বিকাশের মোট দশার সংখ্যা হল –
- 3
- 4
- 5
- 6
উত্তর – 3. 5
প্রদত্ত কোন্ দশাতে বৃদ্ধি সর্বাধিক দ্রুতগতিতে হয়?
- সদ্যোজাত
- শৈশব
- বয়ঃসন্ধি
- পরিণত
উত্তর – 3. বয়ঃসন্ধি
মানুষের বয়ঃসন্ধিকাল হল –
- 10-19 বছর
- 8-19 বছর
- 15-25 বছর
- 25-35 বছর
উত্তর – 1. 10-19 বছর
বয়ঃসন্ধিতে যে গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি পায়, তা হল –
- সিবেসিয়াস গ্রন্থি
- ঘর্ম গ্রন্থি
- যৌন গ্রন্থি
- সবকটি
উত্তর – 4. সবকটি
যৌন চেতনার ও যৌনাঙ্গের বিকাশ ঘটে যে বিকাশ দশায়, তা হল –
- শৈশব
- পরিণত
- বয়ঃসন্ধি
- কোনোটিই নয়
উত্তর – 3. বয়ঃসন্ধি
কোন্ সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে?
- 3-11 বছর
- 12-20 বছর
- 20-30 বছর
- 30-40 বছর
উত্তর – 2. 12-20 বছর
জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –
- শৈশব দশায়
- সদ্যোজাত দশায়
- বয়ঃসন্ধি দশায়
- বার্ধক্য দশায়
উত্তর – 3. বয়ঃসন্ধি দশায়
60 বছরের পর মানবদেহে শুরু হয় –
- শৈশব দশা
- পরিণত দশা
- বার্ধক্য দশা
- যৌবন দশা
উত্তর – 3. বার্ধক্য দশা
মানব বিকাশের যে দশাটিতে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অত্যন্ত সক্রিয় থাকে এবং মানসিক দিক থেকে ব্যক্তি সম্পূর্ণভাবে বিকশিত হয়, তা হল –
- সদ্যোজাত
- শৈশব
- পরিণত
- বার্ধক্য
উত্তর – 3. পরিণত
মানব বিকাশের অন্তিম পরিণতি দশার বৈশিষ্ট্য হল –
- মোটর ক্রিয়ার বিকাশ
- বুদ্ধির দ্রুত বিকাশ
- বিমূর্ত চিন্তার বিকাশ
- স্মৃতিহ্রাস
উত্তর – 4. স্মৃতিহ্রাস
মানুষের বার্ধক্য দশায় কোনটি ঘটতে পারে?
- রক্তচাপ বৃদ্ধি
- দৈহিক বৃদ্ধি
- যৌন চেতনার বিকাশ
- বুদ্ধির বিকাশ
উত্তর – 1. রক্তচাপ বৃদ্ধি
জীববিজ্ঞানের যে শাখায় বার্ধক্য সম্পর্কিত বিষয় আলোচিত হয়, তাকে বলে –
- অ্যানথ্রোপোলজি
- সাইকোলজি
- ফিজিওলজি
- জেরোন্টোলজি
উত্তর – 4. জেরোন্টোলজি
নীচের কোন্ বয়ঃক্রমটি সঠিক?
- শৈশব → সদ্যোজাত → বয়ঃসন্ধি → পরিণত → বার্ধক্য
- বয়ঃসন্ধি → পরিণত → বার্ধক্য → শৈশব → সদ্যোজাত
- সদ্যোজাত → শৈশব → পরিণত → বয়ঃসন্ধি → বার্ধক্য
- সদ্যোজাত → শৈশব → বয়ঃসন্ধি → পরিণত → বার্ধক্য
উত্তর – 4. সদ্যোজাত → শৈশব → বয়ঃসন্ধি → পরিণত → বার্ধক্য
মানব পরিস্ফুরণের যে দশায় স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি স্বাভাবিকভাবেই দুর্বল হতে থাকে –
- সদ্যোজাত
- শৈশব
- বয়ঃসন্ধি
- বার্ধক্য
উত্তর – 4. বার্ধক্য
মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি হয় তা হল –
- বার্ধক্য দশা
- সদ্যোজাত দশা
- পরিণত দশা
- বয়ঃসন্ধি দশা
উত্তর – 1. বার্ধক্য দশা
শূন্যস্থান পূরণ করো
বৃদ্ধির ফলে জীবদেহের শুষ্ক ওজন ___।
উত্তর – বৃদ্ধির ফলে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে।
প্রাণীদেহে বৃদ্ধি ___ সময়কাল পর্যন্ত ঘটে থাকে।
উত্তর – প্রাণীদেহে বৃদ্ধি অভ্যন্তরীণ সময়কাল পর্যন্ত ঘটে থাকে।
জিন হল ___ বৃদ্ধির একটি শর্ত।
উত্তর – জিন হল নির্দিষ্ট বৃদ্ধির একটি শর্ত।
সাধারণভাবে বৃদ্ধিকে ___ টি সুস্পষ্ট দশায় বিভক্ত করা যায়।
উত্তর – সাধারণভাবে বৃদ্ধিকে 3টি সুস্পষ্ট দশায় বিভক্ত করা যায়।
নিষেকের পরে সৃষ্টি হয় এককোশী ___।
উত্তর – নিষেকের পরে সৃষ্টি হয় এককোশী জাইগোট।
কোশ বিভাজন দশায় মরুলা থেকে ___ গঠিত হয়।
উত্তর – কোশ বিভাজন দশায় মরুলা থেকে ব্লাস্টুলা গঠিত হয়।
কোশ বিভাজন দশায় ব্লাস্টুলা থেকে ___ গঠিত হয়।
উত্তর – কোশ বিভাজন দশায় ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা গঠিত হয়।
উদ্ভিদের ক্ষেত্রে ___ কলার নীচের কোশস্তরে বৃদ্ধিকরণ দশা দেখা যায়।
উত্তর – উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার নীচের কোশস্তরে বৃদ্ধিকরণ দশা দেখা যায়।
বিভেদন দশায় উদ্ভিদের ক্ষেত্রে ___ কোশপ্রাচীর সৃষ্টি হয়।
উত্তর – বিভেদন দশায় উদ্ভিদের ক্ষেত্রে গৌণ কোশপ্রাচীর সৃষ্টি হয়।
জীবদেহের গঠনগত জটিলতা বৃদ্ধি পায় ___ ফলে।
উত্তর – জীবদেহের গঠনগত জটিলতা বৃদ্ধি পায় বিকাশের ফলে।
বিকাশ জন্ম থেকে ___ পর্যন্ত হতে পারে।
উত্তর – বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
মানব বিকাশের ___ টি দশা বর্তমান।
উত্তর – মানব বিকাশের 5টি দশা বর্তমান।
প্রসব থেকে প্রথম মাস পর্যন্ত সময়কালকে ___ বলে।
উত্তর – প্রসব থেকে প্রথম মাস পর্যন্ত সময়কালকে সদ্যোজাত বা নিওনেট বলে।
সাধারণত জীবনের দ্বিতীয় মাস থেকে ___ বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বলে।
উত্তর – সাধারণত জীবনের দ্বিতীয় মাস থেকে 10 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বলে।
শিশুর চেষ্টীয় ক্রিয়াগুলি বিকশিত হয় ___ দশায়।
উত্তর – শিশুর চেষ্টীয় ক্রিয়াগুলি বিকশিত হয় শৈশব দশায়।
জীবনের 2 মাস থেকে 10 বছরের সময়কালকে ___ বলে।
উত্তর – জীবনের 2 মাস থেকে 10 বছরের সময়কালকে শৈশবকাল বলে।
কল্পনাপ্রবণ ও মেজাজি হওয়া, মানব বিকাশের ___ দশার বৈশিষ্ট্য।
উত্তর – কল্পনাপ্রবণ ও মেজাজি হওয়া, মানব বিকাশের বয়ঃসন্ধি/কৈশোর দশার বৈশিষ্ট্য।
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায় ___ কালে।
উত্তর – বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায় বয়ঃসন্ধি কালে।
12-20 বছর বয়স পর্যন্ত দশাকে ___ বলে।
উত্তর – 12-20 বছর বয়স পর্যন্ত দশাকে বয়ঃসন্ধিকাল বা মুখ্য বৃদ্ধিকাল বলে।
সাধারণত 19 বছর থেকে ___ পর্যন্ত সময়কালকে পরিণত দশা বলে।
উত্তর – সাধারণত 19 বছর থেকে 60 বছর পর্যন্ত সময়কালকে পরিণত দশা বলে।
সাধারণত 60 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা ___ দশার অন্তর্ভুক্ত হন।
উত্তর – সাধারণত 60 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা বার্ধক্য দশার অন্তর্ভুক্ত হন।
সত্য/মিথ্যা নির্বাচন করো
বৃদ্ধির সময়ে প্রত্যেক জীবের আকার ও আয়তনের স্থায়ী পরিবর্তন ঘটে।
উত্তর – সত্য [সূত্র – এটি জীবের জীবনধর্মের একটি বৈশিষ্ট্য।]
জীবের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা আছে।
উত্তর – সত্য [সূত্র – হরমোন ছাড়াও অন্য অনেক পরিপোষক জীবের বৃদ্ধির গুরুত্বপূর্ণ শর্ত।]
মাইটোসিস কোশ বিভাজনের দ্বারা কোশের সংখ্যা বাড়ে।
উত্তর – সত্য [সূত্র – মাইটোসিস জীবের বৃদ্ধিতে সাহায্য করে।]
উদ্ভিদে মূলত ভাজক কলার বিভাজনে সংখ্যাবৃদ্ধি ঘটে, কিন্তু প্রাণীর সমস্ত কলাতেই সংখ্যাবৃদ্ধি ঘটে থাকে।
উত্তর – সত্য [সূত্র – এটি উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধির একটি বিশেষ পার্থক্য।]
ক্রমাগত জল গ্রহণ, জৈববস্তুর সংশ্লেষের ফলে কোশের আকার বাড়ে।
উত্তর – সত্য [সূত্র – কোশের সংখ্যাবৃদ্ধি ছাড়াও তার আকার বৃদ্ধি হল বৃদ্ধির একটি পর্যায় বিশেষ।]
মানব বিকাশের চারটি দশা।
উত্তর – মিথ্যা [সূত্র – পাঁচটি দশা – সদ্যোজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বার্ধক্য দশা।]
বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়।
উত্তর – সত্য [সূত্র – বৃদ্ধি ঘটলেই বিকাশ ঘটতে পারে।]
15-20 বছর হল শৈশব দশা।
উত্তর – মিথ্যা [সূত্র – দ্বিতীয় মাস থেকে 10 বছর সময়কাল হল শৈশব দশা।]
বয়ঃসন্ধিকালে জননাঙ্গে জননকোশ গঠিত হয়।
উত্তর – সত্য [সূত্র – পুরুষদেহে শুক্রাণু ও মহিলাদেহে ডিম্বাণু উৎপাদন শুরু হয়।]
20-40 বছর হল পরিণত দশা।
উত্তর – মিথ্যা [সূত্র – 19-60 বছর হল পরিণত দশা।]
বার্ধক্য দশায় স্মৃতিশক্তি হ্রাস পায়।
উত্তর – সত্য [সূত্র – একে ডিমেনশিয়া বলে।]
বহুবর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদে গৌণ বৃদ্ধির মাধ্যমে যে বলয়াকার স্তর গঠিত হয়, তার নাম কী? এগুলির সাহায্যে কী নির্ণয় করা সম্ভব?
বহুবর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে যে বলয়াকার স্তরগুলি দেখা যায়, তাকে বৃদ্ধিবলয় বা বর্ষবলয় বলে। বৃদ্ধিবলয় দেখে উদ্ভিদের বয়স নির্ধারণ করা যায়।
অবিচ্ছিন্ন বৃদ্ধি ও বিচ্ছিন্ন বৃদ্ধির মধ্যে পার্থক্য উল্লেখ কর। উদাহরণসহ ব্যাখ্যা কর।
যে প্রকার বৃদ্ধিতে কোনো জীবের বৃদ্ধি শুরু হবার পরে সর্বাধিক আকার প্রাপ্তি পর্যন্ত না থেমে চলতে থাকে, তাকে অবিচ্ছিন্ন বৃদ্ধি বলে। যেমন – মানুষের বৃদ্ধি। যে প্রকার বৃদ্ধিতে দ্রুত বৃদ্ধির একটি পর্যায়ের পরে জীবের বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যায় ও কিছুকাল পরে পুনরায় দ্রুত বৃদ্ধির একটি পর্যায় শুরু হয়, তাকে বিচ্ছিন্ন বৃদ্ধি বলে। যেমন – পতঙ্গের নির্মোচনের সময়ে বৃদ্ধি।
বয়ঃসন্ধিকালে বালক ও বালিকার দেহে ও মনে কী কী হরমোনের প্রভাবে পরিবর্তন ঘটে? এগুলোর উৎস ও কাজ বর্ণনা করুন।
বয়ঃসন্ধির আগমনে বালকের দেহস্থিত হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত GnRH, পিটুইটারি থেকে ক্ষরিত ICSH ও শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোন টেস্টোস্টেরন প্রভৃতি বালকের দেহে ও মনে পরিবর্তন ঘটায়। বয়ঃসন্ধির আগমনে বালিকার দেহস্থিত হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত GnRH, পিটুইটারি থেকে GTH, LH ও ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ ঘটায় যা বালিকাদের দেহ ও মনের পরিবর্তনে সাহায্য করে।
স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলাও – 1
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি | A. বয়ঃসন্ধি |
2. শৈশবের পরবর্তী বিকাশ দশা | B. প্রাথমিক বৃদ্ধি |
3. জীবের শুষ্ক ওজন বৃদ্ধি | C. গৌণ বৃদ্ধি |
4. উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি | D. উপচিতি বিপাক |
5. জীবের শুষ্ক ওজন হ্রাস | E. অপচিতি বিপাক |
6. পরিণত দশার পরবর্তী বিকাশ দশা | F. বার্ধক্য |
G. শৈশব |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি | B. প্রাথমিক বৃদ্ধি |
2. শৈশবের পরবর্তী বিকাশ দশা | A. বয়ঃসন্ধি |
3. জীবের শুষ্ক ওজন বৃদ্ধি | D. উপচিতি বিপাক |
4. উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি | C. গৌণ বৃদ্ধি |
5. জীবের শুষ্ক ওজন হ্রাস | E. অপচিতি বিপাক |
6. পরিণত দশার পরবর্তী বিকাশ দশা | F. বার্ধক্য |
স্তম্ভ মেলাও – 2
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. মানব বিকাশ | A. বার্ধক্য দশা |
2. ত্বকের কুঞ্চন | B. 5 টি দশা |
3. সদ্যজাত | C. প্রসব থেকে প্রথম মাস |
4. শৈশব | D. 10-19 বছর |
5. বৃদ্ধি | E. দ্বিতীয় মাস থেকে 10 বছর |
6. বিকাশ | F. পরিমাণগত ও গুণগত পরিবর্তন |
G. শুষ্ক ওজন বেড়ে যাওয়া |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. মানব বিকাশ | B. 5 টি দশা |
2. ত্বকের কুঞ্চন | A. বার্ধক্য দশা |
3. সদ্যজাত | C. প্রসব থেকে প্রথম মাস |
4. শৈশব | E. দ্বিতীয় মাস থেকে 10 বছর |
5. বৃদ্ধি | G. শুষ্ক ওজন বেড়ে যাওয়া |
6. বিকাশ | F. পরিমাণগত ও গুণগত পরিবর্তন |
বিসদৃশ শব্দটি বেছে লেখো
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
কোশ বিভাজন, কোশীয় আকার বৃদ্ধিকরণ, কোশ বিভেদন, কোশচক্র। | কোশচক্র। [সূত্র – কোশচক্র ছাড়া বাকিগুলি জীবের বৃদ্ধির দশার অন্তর্গত।] |
দ্রুত বৃদ্ধি, যৌন চেতনার বৃদ্ধি, যৌনাঙ্গের বৃদ্ধি, অস্থিক্ষয়। | অস্থিক্ষয়। [সূত্র – অস্থিক্ষয় বার্ধক্যের বৈশিষ্ট্য, বাকিগুলি বয়ঃসন্ধির বৈশিষ্ট্য।] |
সদ্যোজাত, বয়ঃসন্ধি, বার্ধক্য, বিভেদন। | বিভেদন। [সূত্র – বিভেদন বৃদ্ধির দশা বাকিগুলি মানব বিকাশের দশা।] |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
যৌন বৈশিষ্ট্যের প্রকাশ : বয়ঃসন্ধি : : চেষ্টীয় ক্রিয়ার সৃষ্টি : ___।
উত্তর – শৈশব।
2 মাস 10 বছর : শৈশব : : 10-19 বছর : ___।
উত্তর – বয়ঃসন্ধি।
19 বছর থেকে 60 বছর : : পরিণত দশা : : 60 বছরের ঊর্ধ্বে : ___।
উত্তর – বার্ধক্য দশা।
শব্দ চিনতে পারা : সদ্যোজাত : : শব্দ কম শুনতে পাওয়া : ___।
উত্তর – বার্ধক্য।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
বৃদ্ধির দশা, কোশ বিভাজন দশা, কোশীয় আকার বৃদ্ধিকরণ, কোশীয় বিভেদন দশা। | বৃদ্ধির দশা। [সূত্র – জীবের বৃদ্ধির নানা দশাগুলি উল্লেখ করা হয়েছে।] |
ফ্লোয়েম কলা সৃষ্টি, পেশিকলার সৃষ্টি, কোশীয় বিভেদন, কোশপ্রাচীর স্থূলীকরণ। | কোশীয় বিভেদন। [সূত্র – কোশের নির্দিষ্ট কাজের জন্য পরিণত হওয়াই হল কোশীয় বিভেদন।] |
শৈশব, বয়ঃসন্ধি, মানব বিকাশ, সদ্যোজাত। | মানব বিকাশ। [সূত্র – উক্ত সবকটি মানব বিকাশের বিভিন্ন স্তর।] |
ঝুঁকি নেওয়ার প্রবণতা, যৌন চেতনার বহিঃপ্রকাশ, বয়ঃসন্ধি, মনোযোগ ও স্মৃতির বিকাশ। | বয়ঃসন্ধি। [সূত্র – বয়ঃসন্ধিকালে মানবদেহে যে বৈশিষ্ট্য দেখা যায় তা বলা হয়েছে।] |
অস্থিসন্ধির ক্ষয়, অবসাদ, বার্ধক্য, দৃষ্টিশক্তির হ্রাস। | বার্ধক্য। [সূত্র – নানা বার্ধক্যজনিত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে।] |
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
বৃদ্ধিহার কাকে বলে?
একক সময়কালে জীবদেহের বৃদ্ধির পরিমাপকে বৃদ্ধির হার বলে।
বৃদ্ধি কোন্ ধরনের বিপাক ক্রিয়া?
উপচিতি বিপাক।
বহুকোশী জীবের বৃদ্ধির তিনটি দশার নাম লেখো।
অথবা, বৃদ্ধির কয়টি দশা?
বহুকোশী জীবের বৃদ্ধির তিনটি দশা হল – কোশ বিভাজন দশা, কোশীয় আকার বৃদ্ধিকরণ দশা, কোশীয় বিভেদন দশা।
প্রকৃতি অনুযায়ী বৃদ্ধি কত প্রকার ও কী কী?
প্রকৃতি অনুযায়ী বৃদ্ধি প্রধানত তিন প্রকার। যথা – অঙ্গজ বৃদ্ধি, পুনরুৎপাদনমূলক বৃদ্ধি এবং জননগত বৃদ্ধি।
বৃদ্ধির দুটি অভ্যন্তরীণ শর্তের নাম লেখো।
বৃদ্ধির দুটি অভ্যন্তরীণ শর্ত হল হরমোন ও জিন।
একটি শর্তের নাম লেখো যা উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধির জন্য জরুরি।
খাদ্য।
বৃদ্ধির যে পর্যায়ে জীবের শুষ্ক ওজন বাড়ে তাকে কী বলে?
মুখ্য বৃদ্ধিকাল।
প্রাথমিক ভাজক কলাকোশের বিভাজনে যে বৃদ্ধি ঘটে তাকে কী বলে?
প্রাথমিক বৃদ্ধি।
গৌণ ভাজক কলার কোশের বিভাজনে যে বৃদ্ধি ঘটে, তাকে কী বলে?
গৌণ বৃদ্ধি।
উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি কীভাবে ঘটে?
প্রাথমিক ও গৌণ বৃদ্ধির দ্বারা উদ্ভিদদেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ঘটে। ফলে উদ্ভিদের শাখাপ্রশাখা, পাতা ইত্যাদির সৃষ্টি হয়।
নিষিক্ত ডিম্বাণু কোন প্রকার বিভাজনের মাধ্যমে ভ্রুন তৈরি করে?
মাইটোসিস বিভাজন।
বৃদ্ধির প্রারম্ভিক স্থান কোথায়?
ভ্রূণ।
কলা গঠিত হয় কোন্ বৃদ্ধি দশায়?
কোশীয় বিভেদন দশায়।
পেশি ও স্নায়ুকোশের সৃষ্টি হয় কোন্ বৃদ্ধি দশায়?
কোশ বিভেদন দশায়।
উদ্ভিদের বৃদ্ধিকে অনির্ধারিত বৃদ্ধি বলে কেন?
উদ্ভিদের বৃদ্ধির কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় এই বৃদ্ধিকে অনির্ধারিত বৃদ্ধি বলে।
প্রাণীর বৃদ্ধিকে নির্ধারিত বৃদ্ধি বলে কেন?
প্রাণীর বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত (বার্ধক্য পর্যন্ত) ঘটে বলে, এই বৃদ্ধিকে নির্ধারিত বৃদ্ধি বলে।
দেহের কোনো অংশের ক্ষয়ক্ষতি পূরণ ও নিবারণের ক্ষমতাকে কী বলে?
অথবা, একটি কাঁকড়ার সন্ধিপদ ভেঙে গেলেও তা আবার মাইটোসিস দ্বারা তৈরি হয়ে যায়। এই ঘটনাকে কী বলে?
পুনরুৎপাদন।
যে বৃদ্ধিতে দেহের সব অঙ্গ সমান অনুপাতে বাড়ে তাকে কী বলে?
আইসোমেট্রিক বৃদ্ধি।
আইসোমেট্রিক বৃদ্ধির একটি উদাহরণ দাও।
মাছের বৃদ্ধি।
যে বৃদ্ধিতে দেহের সব অঙ্গ সমান অনুপাতে বাড়ে না তাকে কী বলে?
অ্যালোমেট্রিক বৃদ্ধি।
অ্যালোমেট্রিক বৃদ্ধি কোন্ প্রাণীতে দেখা যায়?
মানুষ।
নিওনেট বা সদ্যোজাত কারা?
জন্মের দিন থেকে 28 দিন বা প্রায় একমাস সময়কালের শিশুকে বলে নিওনেট বা সদ্যোজাত।
টডলার (Toddler) বলতে কাদের বোঝায়?
1-3 বছর সময়কালে শিশুর হাঁটতে শেখা দশাকে বলে টডলার।
মানব বিকাশের কত বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশবকাল ধরা হয়?
10 বছর বয়স পর্যন্ত সময়কালকে।
শৈশব এবং পরিণত দশা এই দুইয়ের সন্ধিকাল কী?
বয়ঃসন্ধি।
মানব বিকাশের কোন্ দশায় বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায়?
বয়ঃসন্ধি দশা।
মানুষের মুখ্য বৃদ্ধিকাল কাকে বলে?
বয়ঃসন্ধি সময়কালে মানুষের শারীরিক ও মানসিক বৃদ্ধি সর্বাধিক হয়। এই সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলে।
আবেগের বিকাশ ঘটে কোন্ মানব বৃদ্ধি দশায়?
বয়ঃসন্ধিতে।
তুমি মানব বিকাশের কোন্ দশায় পড়ো বলে তুমি মনে করো?
বয়ঃসন্ধি দশা।
বয়ঃসন্ধিকাল বলতে কোন্ বয়সকে বোঝায়?
বয়ঃসন্ধিকাল বলতে 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকে বোঝায়।
মানব বিকাশের কোন্ সময়ে স্ত্রী এবং পুরুষের মধ্যে সবচেয়ে বেশি দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে?
বয়ঃসন্ধিকালে।
মোটর ক্রিয়ার বিকাশ ঘটে মানুষের কোন্ বৃদ্ধি দশায়?
বয়ঃসন্ধিকালে।
মানব বিকাশের কোন্ স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলে অভিহিত করা হয়?
কৈশোর বা বয়ঃসন্ধিকে।
মানব বিকাশের 19 থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কালকে কী নামে অভিহিত করা হয়?
পরিণত দশা।
বিপাকহার হ্রাস পায় কোন্ বৃদ্ধি দশায়?
বার্ধক্য দশায়।
মোটর ক্রিয়া হ্রাস পায় কোন্ বৃদ্ধি দশায়?
বার্ধক্য দশায়।
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘বৃদ্ধি ও বিকাশ‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন