মাধ্যমিক ভূগোল – বর্জ্য ব্যবস্থাপনা – একটি বা দুটি শব্দে উত্তর দাও

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় ‘বজ্র ব্যবস্থাপনা’র কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য এবং যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Table of Contents

মাধ্যমিক ভূগোল - বর্জ্য ব্যবস্থাপনা - একটি বা দুটি শব্দে উত্তর দাও

খননকার্যের ফলে সৃষ্ট বর্জ্য কী ধরনের বর্জ্য?

কঠিন বর্জ্য।

দূষিত বর্জ্য জলকে কী ধরনের বর্জ্য বলা যায়?

তরল বর্জ্য।

একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম করো|

সালফার ডাইঅক্সাইড (SO₂)।

একটি রাসায়নিক বিষাক্ত বর্জ্যের নাম বলো।

ইঁদুর মারা বিষ।

শুকনো ফুল কী ধরনের বর্জ্য?

অবিষাক্ত বর্জ্য।

আমাদের বাড়ি থেকে সৃষ্ট এমন একটি কঠিন বর্জ্যের নাম বলো।

পুরোনো জুতো।

একটি বিপজ্জনক চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের নাম বলো।

ক্যাথিটার।

গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটে?

বিশ্ব উষ্ণায়ন।

বাতিল মোবাইল ফোন কী ধরনের বর্জ্য?

বৈদ্যুতিক বর্জ্য।

কম্পোস্ট সারে কোন্ কোন্ উপাদান বেশি থাকে?

নাইট্রোজেন ও ফসফেট।

কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে?

কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি।

গোবর গ্যাস কী কাজে লাগে?

রান্নার কাজে।

গোবর গ্যাসের মূল উপাদান কী?

মিথেন (৬০%) এবং কার্বন ডাইঅক্সাইড (৪০%)।

মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?

বায়োগ্যাস।

বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম বলো।

পাইরোলিসিস।

কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশির ভাগ কোন্ বর্জ্য থাকে?

মাটি বা ছাই।

একটি পুনঃচক্রীকৃত বর্জ্যের নাম বলো।

কাচ।

বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কী?

বর্জ্যের পরিমাণগত হ্রাস।

কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম বলো।

ইউরেনিয়াম।

টিটেনাস রোগটি কোন্ ধরনের বর্জ্য থেকে হতে পারে?

কঠিন বর্জ্য থেকে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি কী ধরনের ব্যবস্থাপনা?

পুনর্নবীকরণ।

কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?

কঠিন বর্জ্য।

একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম বলো।

ডাবের খোলা।

কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি?

ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল।

কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

অ্যারোবিক ব্যাকটেরিয়া।

বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়?

যখন তা ব্যবহার্য হয়।

কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প কোনটি?

আখের ছিবড়ে।

ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

৪-৬ মাস।

বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কী?

শিল্পকারখানা।

তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ কোন্ কাজে লাগে?

ইট, সিমেন্ট প্রভৃতি তৈরি করতে।

ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কবে প্রচলিত হয়?

১৯৮৯ সালে।

বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলে?

ইনসিনারেশন (Incineration)।

একটি পারদঘটিত বর্জ্যের নাম বলো।

ভগ্ন থার্মোমিটার।

কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎস কোনটি?

ইমারতি দ্রব্য।

একটি বায়ো-মেডিকেল বর্জ্যের নাম বলো।

ব্যবহৃত সিরিঞ্জ।

একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম বলো।

ডিডিটি (DDT)।

জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়?

জৈব সার।

জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে?

যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয়, তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন – সবজির খোসা, কাগজ প্রভৃতি।

ফ্লাই অ্যাশ থেকে কোন্ ইমারতী দ্রব্য তৈরি করা যায়?

ইট।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে কোন্ প্রযুক্তি ব্যবহার করা হয়?

স্ক্রাবার।

১৯৮৫ সালে ভাগীরথী-হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, তার নাম কী?

গঙ্গা কর্মসূচি।

কোন্ ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়?

আর্সেনিক।

কঠিন বর্জ্যের একটি উদাহরণ দাও।

ভাঙা কাচ এবং ভাঙা প্লাস্টিক।

কোন্ ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?

কঠিন বর্জ্য।

ডিডিটি (DDT) – এর পুরো অর্থ কী?

ডাইক্লোরো-ডাইফেনাইল-ট্রাইক্লোরোইথেন।

e-waste কী?

বিভিন্ন প্রকার ইলেকট্রনিক দ্রব্য যেমন কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতি যখন ব্যবহারের অযোগ্য বা নষ্ট হয়ে যায়, সেগুলিকে ইলেকট্রনিক বর্জ্য বা সংক্ষেপে e-waste (ই-বর্জ্য) বলে।

আরও পড়ুন – নদী ও হিমবাহের কাজের পার্থক্য লেখাে

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনার কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অথবা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন, যার প্রয়োজন হবে, তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন