আজকে আমরা আজকের আর্টিকেলে পদ্মশ্রী পুরস্কার ২০১৮ – পদ্মশ্রী পুরস্কার কে কে কিসের জন্য পেয়েছিলেন?নিয়ে আলোচনা করবো। এই পদ্মশ্রী পুরস্কার ২০১৮ ট্রপিকটি ক্যাপিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই পদ্মশ্রী পুরস্কার ২০১৮ ট্রপিকটি ভালো করে পড়লে চাকরি পরীক্ষায় উত্তর দিতে পারবেন।

| নাম | কাজ | অবস্থান |
|---|---|---|
| অভয় ও রানি ব্যাং | ওষুধ | মহারাষ্ট্র |
| দামোদর বাপট | সামাজিক কাজ | ছত্তিশগড় |
| প্রফুল্ল বড়ুয়া | সাহিত্য ও শিক্ষা | আসাম |
| মোহন স্বরূপ ভাটিয়া | কলা | উত্তর প্রদেশ |
| সুধাংশু বিশ্বাস | সামাজিক কাজ | পশ্চিমবঙ্গ |
| সাইখোম মীরাবাই চানু | খেলাধুলা | মণিপুর |
| শ্যামলাল চতুর্বেদী | সাহিত্য ও শিক্ষা | ছত্তিশগড় |
| জোসে মা জোয় কনসেপসিয়ন lll | বাণিজ্য ও শিল্প | ফিলিপাইন |
| ল্যাংপোক্লাকপম সুবাদানি দেবী | কলা | মণিপুর |
| সোমদেব দেববর্মণ | খেলাধুলা | ত্রিপুরা |
| ইয়েশি ধোনডেন | ওষুধ | হিমাচল প্রদেশ |
| অরূপ কুমার দত্ত | সাহিত্য ও শিক্ষা | আসাম |
| দোদ্দারঙ্গে গৌড়া | কলা | কর্ণাটক |
| অরবিন্দ গুপ্ত | সাহিত্য ও শিক্ষা | মহারাষ্ট্র |
| দিগম্বর হাঁসদা | সাহিত্য ও শিক্ষা | ঝাড়খণ্ড |
| রামলী বিন ইব্রাহিম রহ | কলা | মালয়েশিয়া |
| আনোয়ার জালালপুরী [xi]# | সাহিত্য ও শিক্ষা | উত্তর প্রদেশ |
| পিয়ং তেমজেন জামির | সাহিত্য ও শিক্ষা | নাগাল্যান্ড |
| সীতাভ যোদ্দতি | সামাজিক কাজ | কর্ণাটক |
| মনোজ জোশী | কলা | মহারাষ্ট্র |
| মালতী জোশী | সাহিত্য ও শিক্ষা | মধ্য প্রদেশ |
| রামেশ্বরলাল কাবরা | বাণিজ্য ও শিল্প | মহারাষ্ট্র |
| প্রাণ কিশোর কৌল | কলা | জম্মু ও কাশ্মীর |
| বাউনলাপ কেওকাংনা | অন্যান্য | |
| বিজয় কিচলু | কলা | পশ্চিমবঙ্গ |
| টমি কোহ | পাবলিক অ্যাফেয়ার্স | সিঙ্গাপুর |
| লক্ষ্মীকুট্টি | ওষুধ | কেরালা |
| জয়শ্রী গোস্বামী মহন্ত | সাহিত্য ও শিক্ষা | আসাম |
| নারায়ণ দাস মহারাজ | অন্যান্য | রাজস্থান |
| প্রভাকর মহারানা | কলা | উড়িষ্যা |
| হুন অনেক | পাবলিক অ্যাফেয়ার্স | কম্বোডিয়া |
আরও পড়ুন – পদ্মশ্রী পুরস্কার ২০১৯ – পদ্মশ্রী পুরস্কার কে কে কিসের জন্য পেয়েছিলেন?
আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা অসুবিধা হয়, তাহলে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যাদের এর প্রয়োজন হবে।





মন্তব্য করুন