মাধ্যমিক ইতিহাস – বিশ শতকের ভারতের কৃষক, শ্রমিক, ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বিংশ শতাব্দীতে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হওয়ার পাশাপাশি কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনও ব্যাপক প্রসার লাভ করে। এই আন্দোলনগুলি ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Table of Contents

মাধ্যমিক ইতিহাস – বিশ শতকের ভারতের কৃষক, শ্রমিক, ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা

ভারতের কোন্ রাজনৈতিক আন্দোলনে গান্ধীজি প্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন?

বিহারের চম্পারণে (১৯১৭ খ্রিস্টাব্দ)।

স্বদেশী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির অনীহা ছিল কেন?

জাতীয় কংগ্রেসের জোতদার ও জমিদার ঘেঁষা নীতির কারণে।

মহাত্মা গান্ধিজির রাজনৈতিক গুরু কে ছিলেন?

গোপালকৃষ্ণ গোখলে।

কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয়?

১৯১৭ খ্রিস্টাব্দে।

খেদা সত্যাগ্রহে গান্ধিজির সহযোগী কারা ছিলেন?

বল্লভভাই প্যাটেল/ইন্দুলাল যাজ্ঞিক।

ভারতে গান্ধিজির প্রথম অনশন সত্যাগ্রহ কোনটি?

আমেদাবাদ সত্যাগ্রহ।

চম্পারণ সত্যাগ্রহ হল সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধিজির উত্থানের প্রথম পদক্ষেপ — উক্তিটি কার?

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের।

আমেদাবাদে বস্ত্রশিল্প ধর্মঘট কবে হয়?

১৯১৭ খ্রিস্টাব্দে।

অ্যাসোসিয়েশন আমেদাবাদ টেক্সটাইল লেবার (১৯১৮ খ্রি:) কে গঠন করেন?

১৯১৮ খ্রিস্টাব্দে।

কৃষক প্রজা পার্টি (K.P.P)কবে প্রতিষ্ঠিত হয়?

১৯২৯ খ্রিস্টাব্দে।

বখস্ত আন্দোলন কোথায় হয়?

বিহারে।

Two leaves and a bud গ্রন্থটি কার লেখা?

মূলকরাজ আনন্দ।

একা আন্দোলনের একজন নেতার নাম লেখো।

মাদারি পাশি।

অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কার নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল?

বীরেন্দ্রনাথ শাসমল।

অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম কী?

মোপলা বিদ্রোহ।

একা কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল?

মাদারি পাশি।

নিপীড়িত মানবাত্মার প্রতীক কাকে বলা হয়?

মহাত্মা গান্ধিকে।

বেট্টি প্রথা কী?

তেলেঙ্গানায় প্রচলিত বাধ্যতামূলক কর।

নিখিল ভারত কিষাণসভা কবে গঠিত হয়?

১৯৩৬ খ্রিস্টাব্দে।

নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন?

স্বামী সহজানন্দ সরস্বতী।

নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় বসে?

লখনউ-তে।

বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে পরিচালিত (১৯৪৬ খ্রি:) আন্দোলন কোনটি?

তেভাগা আন্দোলন।

তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখো।

চারু মজুমদার/ভবানী সেন/গজেন মালি।

আধি নয়, তেভাগা চাই–কোন্ আন্দোলনের স্লোগান?

তেভাগা আন্দোলনের (১৯৪৬ খ্রি:)।

তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৪২ খ্রিস্টাব্দে (১৭ ডিসেম্বর)।

কয়টি জেলা নিয়ে তেলেঙ্গানা গঠিত?

৯টি।

তেলেঙ্গানা আন্দোলনের সময়সীমা লেখো।

১৯৪৬ খ্রিস্টাব্দ – ১৯৫১ খ্রিস্টাব্দ।

তেলেঙ্গানা আন্দোলনের একজন নেতার নাম লেখো।

ইয়েলো রেড্ডি।

পুন্নাপ্রা-ভায়লার গণসংগ্রামে কে নেতৃত্ব দেন?

জে. সি. জর্জ / টি. ভি. টমাস।

কোন্ আন্দোলনকে শ্রমিক আন্দোলনের দিক্‌ চিহ্ন সূচনাকাল বলা হয়?

বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকে।

স্বদেশী যুগে একজন শ্রমিকনেতার নাম লেখো।

ব্যারিস্টার অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়।

ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি?

মাদ্রাজ লেবার ইউনিয়ন (১৯১৮ খ্রিস্টাব্দ)।

AITUC-র পুরো নাম কী?

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (All India Trade Union Congress)

কত খ্রিস্টাব্দে AITUC গঠিত হয়?

১৯২০ খ্রিস্টাব্দে।

AITUC -র প্রথম সভাপতি কে ছিলেন?

লালা লাজপত রায়।

AITUC-র প্রথম অধিবেশন কোথায় বসে?

বোম্বাই-এ।

কত জন প্রতিনিধি AITUC-র প্রথম অধিবেশনে প্রতিনিধিত্ব করেছিল?

৮০৬ জন।

ভারতের কমিউনিস্ট পার্টি (১৯২০ খ্রিস্টাব্দ) প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?

রাশিয়ার তাসখন্দে।

ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কৃতিত্ব কার?

মানবেন্দ্রনাথ রায়।

কলকাতায় শ্রমিক ও কৃষক পার্টি কী নামে পরিচিত ছিল?

ওয়ার্কার্স এ্যান্ড পেজেন্টস্ পার্টি।

বেঙ্গল জুট ওয়ার্কার্স ইউনিয়নের সভানেত্রী কে ছিলেন?

ড: প্রভাবতী দাশগুপ্ত।

বোল জুট ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে যুক্ত একজন কমিউনিস্ট নেতার নাম লেখো।

আব্দুল মোমিন/বঙ্কিমচন্দ্র মুখার্জি।

কত খ্রিস্টাব্দে বোম্বাই-এ গিরনি-কামগার ইউনিয়ন গঠিত হয়?

১৯২৮ খ্রিস্টাব্দে।

হুইটলি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

১৯২১ খ্রিস্টাব্দে।

কার আমলে শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল (১৯২৯ খ্রিস্টাব্দে) পাশ হয়?

লর্ড আরউইন-এর আমলে।

জন নিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য কি ছিল?

কমিউনিস্টদের দমন করা।

কত খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা রুজু হয়?

১৯২৯ খ্রিস্টাব্দে (২০ মার্চ)।

মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত একজন কমিউনিস্ট শ্রমিক নেতার নাম লেখো।

মুজফ্ফর আহমেদ।

মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো।

বেন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।

কবে কমিউনিস্ট পার্টিকে বেআইনি বলে ঘোষণা করা হয়?

১৯৩৪ খ্রিস্টাব্দে (২৩ জুলাই)।

কংগ্রেস সোসালিস্ট পার্টি কবে আত্মপ্রকাশ করে?

১৯৩৪ খ্রিস্টাব্দে।

কংগ্রেস সোসালিস্ট পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্যের নাম লেখো।

আচার্য নরেন্দ্রদেব।

কংগ্রেস সোসালিস্ট পার্টির প্রথম সভাপতি কে ছিলেন?

আচার্য নরেন্দ্রদেব।

কোন্ দুজন কংগ্রেস নেতা কংগ্রেসের ভেতর বামপন্থী মতের জন্ম হয়?

জওহরলাল নেহরু ও সুভাষ চন্দ্র বসু।

মানবেন্দ্রনাথ রায় (এম. এন. রায়) এর আসল নাম কী?

নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

অযোধ্যা কিষাণ সভা (১৯২০ খ্রিস্টাব্দে) কে প্রতিষ্ঠা করেন?

জওহরলাল নেহরু।

বঙ্গীয় প্রজাস্বত্ত্ব সংশোধন আইন প্রবর্তিত হয়?

১৯০৮ খ্রিস্টাব্দে।

আমরা ধন ও ধনিকের ধ্বংস চাই না, ধনিক ও শ্রমিকদের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চাই — উক্তিটি কার?

মহাত্মা গান্ধির।

স্বাধীনতা বলতে শুধু রাজনৈতিক বন্দীদশা থেকে মুক্তি নয়, সম্পদের সমবণ্টনকেও বুঝায় —উক্তিটি কার?

সুভাষচন্দ্র বসুর।

শ্রমিক শ্রেণির জন্য স্বরাজ অর্জনই হল আমাদের উদ্দেশ্য — উক্তিটি কার?

দেওয়ান চমনলাল-এর।

কংগ্রেসের ভেতর বামপন্থী মতাদর্শ অনুপ্রবেশের জ্বলন্ত নিদর্শন কোনটি?

১৯৩৮ খ্রিস্টাব্দের কংগ্রেস হরিপুরা অধিবেশনের সুভাষ চন্দ্র বসুর সভাপতি নির্বাচন।

জাতীয় কংগ্রেসে বামপন্থী ভাবধারার মূল প্রবক্তা কে?

জওহরলাল নেহরু।

বাংলায় কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন?

এ. কে. ফজলুল হক।

নিজ খামারে ধান তোলো — স্লোগানটি কোন্ আন্দোলনের?

তেভাগা আন্দোলনের (১৯৪৬)।

সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি – কে প্রতিষ্ঠিা করেন?

এম. এন. যোশী।

ট্রেড ইউনিয়ন ফেডারেশন (১৯২৯ খ্রিস্টাব্দে) কার নেতৃত্বে গঠিত হয়?

এম. এন. যোশী।

কোন্ দিনটিকে সর্বভারতীয় কিষাণসভা দিবস হিসেবে পালন করা হয়?

১ সেপ্টেম্বর, ১৯৩৬ খ্রি.।

তেভাগা কথার অর্থ কী?

উৎপন্ন ফসলের ২/৩ অংশ কৃষকদের দিতে হবে।

ওয়ার্কার্স এ্যান্ড পেজেন্টস্ পার্টির সর্বভারতীয় সম্মেলন কবে, কোথায় শুরু হয়?

১৯২৮ খ্রিস্টাব্দে কলকাতায়।

দু’জন ছাত্রনেতার নাম লেখো যাঁরা লক্ষ্ণৌ-এ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সম্মেলন যোগ দিয়েছিল?

এস. এ. ডাঙ্গে ও আর. এস. নিম্বকর।

বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনগুলি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলনগুলি ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে।

Share via:

মন্তব্য করুন