এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

অষ্টম শ্রেণি – বাংলা – কী করে বুঝব – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকের এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ঊনবিংশ অধ্যায়কী করে বুঝব’ থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো বিশেষভাবে সহায়ক হবে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য, এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরণের প্রশ্ন প্রায়ই স্কুল এবং চাকরির পরীক্ষায় আসে।

Table of Contents

কী করে বুঝব – অষ্টম শ্রেণি – বাংলা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।

আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম – ‘ছোট ঠাকুরদার কাশীযাত্রা’ ও ‘প্রথম প্রতিশ্রুতি’।

আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য কী কী বিশেষ পুরস্কার লাভ করেন?

আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য ‘রবীন্দ্র পুরস্কার’, ‘জ্ঞানপীঠ পুরস্কার’, ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’, ‘লীলা পুরস্কার’ প্রভৃতি লাভ করেন।

বুকু কোথায় বসে খেলা করছিল?

বুকু তাদের বাড়ির সামনের রোয়াকে বসে খেলা করছিল।

রিকশা থেকে কারা নামলেন?

রিকশা থেকে নামলেন দুজন মোটাসোটা মহিলা, যারা ছিলেন বুকুর মা-র ‘ছেনুমাসি’ ও ‘বেণুমাসি’ এবং যাদের সঙ্গে ছিল বুকুর সমবয়সি একটি ছেলে ‘ডাম্বল’।

ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল?

ডাম্বল আলমারি ভেঙে বুকুর রাগি সেজোকাকার বই নামিয়েছিল।

বুকুর মা-র কী কেনা ছিল?

বুকুর মা-র সিনেমার টিকিট কেনা ছিল।

বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে কী কী খাবার নিয়ে আসে?

বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য চা এবং বড়ো বড়ো রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া ও নিমকি ইত্যাদি খাবার নিয়ে আসে।

বুকু কোন্ স্কুলে ভরতি হয়েছিল?

বুকু ‘আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান’ নামক স্কুলে ভরতি হয়েছিল।

ডাম্বলকে ইস্কুলে ভরতি করা হয়নি কেন?

ডাম্বলের বাবা ছিলেন অত্যন্ত কৃপণ প্রকৃতির মানুষ। ছেলের ইস্কুলের মাইনে দিয়ে টাকা খরচ করতে তিনি রাজি ছিলেন না। তাই ডাম্বলকে ইস্কুলে ভরতি করা হয়নি।

(বাস/রিকশা/ট্যাক্সি) থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা।

রিকশা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা।

পড়ে দরকার নেই, (ব্যাবসা/চাষবাস/ভিক্ষা) করে খাবে।

পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে।

(বড়োমামা/মেজোকাকা/সেজোকাকা) তোমার পিঠের ছাল তুলবেন।

সেজোকাকা তোমার পিঠের ছাল তুলবেন।

গম্ভীরভাবে ঘড়ির _____ মতো দু-দিকে মাথা নাড়ে।

গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দু-দিকে মাথা নাড়ে।

_____ থেকে ছেনুমাসিরা এসেছেন।

উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন।

আমার বাবাটি যে _____।

আমার বাবাটি যে হাড়কেপ্পন

ডাম্বল _____ করে সব কিছু খেয়ে ফেলে।

ডাম্বল গাঁউগাঁউ করে সব কিছু খেয়ে ফেলে।

বুকুর মায়ের নাম কী?

বুকুর মায়ের নাম নির্মলা।

বুকুদের বাড়ি কলকাতার কোন্ অঞ্চলে ছিল?

বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে ছিল।

ছেলের দোষ খণ্ডানোর চেষ্টায় নির্মলা কী করেছিলেন?

ছেলের দোষ খণ্ডানোর চেষ্টায় নির্মলা তাকে ‘পাগলা’ বলেছিলেন।

অতিথিরা বিদায় নেওয়ামাত্র বুকুর মা কী করেছিলেন?

অতিথিরা বিদায় নেওয়ামাত্র বুকুর মা রণচণ্ডী মূর্তি ধরে ছেলেকে ঠ্যাঙাতে, অর্থাৎ মারতে শুরু করেছিলেন।

আজকের আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ঊনবিংশ অধ্যায়, ‘কী করে বুঝব‘ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত থাকব। পোস্টটি আপনার ভালো লেগে থাকলে, এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন