ভাকরা-নাঙ্গাল প্রকল্প সম্বন্ধে আলোচনা করো।

Rohit

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভাকরা-নাঙ্গাল প্রকল্প সম্বন্ধে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারত” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভাকরা-নাঙ্গাল প্রকল্প সম্বন্ধে আলোচনা করো
ভাকরা-নাঙ্গাল প্রকল্প সম্বন্ধে আলোচনা করো।
Contents Show

ভাকরা-নাঙ্গাল প্রকল্প সম্বন্ধে আলোচনা করো।

ভারতের সর্ববৃহৎ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হল ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা যা পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান সরকারের মিলিত প্রচেষ্টায় 1948 খ্রিস্টাব্দে গৃহীত হয় এবং 1951 খ্রিস্টাব্দে বাস্তবায়িত হয়।

পরিকল্পনা রূপায়ণ –

  1. এই পরিকল্পনা অনুযায়ী হিমাচলের ভাকরায় নদীর ওপর ভাকরা বাঁধ দেওয়া হয় – যার দৈর্ঘ্য 518 মিটার, প্রস্থ 305 মিটার এবং উচ্চতা 226 মিটার। এটি পৃথিবীর উচ্চতম বাঁধ। এই ভাকরা বাঁধের পশ্চাতে প্রায় 165 বর্গকিমি ক্ষেত্রমানবিশিষ্ট বিশাল গোবিন্দসাগর জলাধার নির্মাণ করা হয়েছে।
  2. হিমাচল প্রদেশের ভাকরা বাঁধের আরও 13 কিমি দক্ষিণে নাঙ্গালে শতদ্রুর ওপর আরও একটি নাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য 314 মিটার ও প্রস্থ 112 মিটার।
ভাকরা-নাঙ্গাল বাঁধ
ভাকরা-নাঙ্গাল বাঁধ

পরিকল্পনার প্রভাব বা ফলাফল –

  1. ভাকরা বাঁধ থেকে ভাকরা প্রধান খাল এবং ভাকরা প্রধান শাখা খাল ও নাঙ্গাল বাঁধ থেকে 64 কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ খাল কাটা হয়েছে। এই পরিকল্পনার দ্বারা মোট 1100 কিমি দীর্ঘ খাল ও 3400 কিমি দীর্ঘ শাখাখাল কাটা হয়েছে। বর্তমানে এই খালের মাধ্যমে প্রায় 15 লক্ষ হেক্টর জমি জলসেচের আওতায় আনা হয়েছে।
  2. এই পরিকল্পনার অধীনে ভাকরা, গাঙ্গুয়াল ও কোটলায় মোট চারটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যার উৎপাদন ক্ষমতা মোট 1,220 মেগাওয়াট, এর সাহায্যে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি প্রভৃতি রাজ্যে বিদ্যুৎ জোগান দেওয়া হয়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভাকরা-নাঙ্গাল প্রকল্প কী?

ভাকরা-নাঙ্গাল প্রকল্প হল ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা, যা পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে 1948 সালে গৃহীত হয় এবং 1951 সালে বাস্তবায়িত হয়।

ভাকরা বাঁধ কোথায় অবস্থিত?

ভাকরা বাঁধ হিমাচল প্রদেশের ভাকরায় শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। এটি বিশ্বের উচ্চতম বাঁধগুলির মধ্যে একটি।

ভাকরা বাঁধের মাত্রা কত?

1. দৈর্ঘ্য – 518 মিটার।
2. প্রস্থ – 305 মিটার।
3. উচ্চতা – 226 মিটার।

গোবিন্দসাগর জলাধার কী?

ভাকরা বাঁধের পিছনে গোবিন্দসাগর নামে একটি বিশাল জলাধার তৈরি করা হয়েছে, যার আয়তন প্রায় 165 বর্গকিলোমিটার।

নাঙ্গাল বাঁধ কোথায় অবস্থিত?

নাঙ্গাল বাঁধ ভাকরা বাঁধ থেকে প্রায় 13 কিমি দক্ষিণে শতদ্রু নদীর উপর নির্মিত।

নাঙ্গাল বাঁধের মাত্রা কত?

1. দৈর্ঘ্য – 314 মিটার।
2. প্রস্থ – 112 মিটার।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী?

1. জলসেচের সুবিধা প্রদান।
2. জলবিদ্যুৎ উৎপাদন।
3. বন্যা নিয়ন্ত্রণ।

ভাকরা-নাঙ্গাল প্রকল্পের মাধ্যমে কতটা জমিতে সেচ সুবিধা পাওয়া যায়?

প্রায় 15 লক্ষ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়।

এই প্রকল্পের অধীনে কয়টি জলবিদ্যুৎ কেন্দ্র আছে?

মোট 8টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে –
1. ভাকরা।
2. গাঙ্গুয়াল।
3. কোটলা।

এই প্রকল্প থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়?

মোট 1,220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে।

কোন কোন রাজ্য এই প্রকল্প থেকে উপকৃত হয়?

1. পাঞ্জাব।
2. হরিয়ানা।
3. রাজস্থান।
4. হিমাচল প্রদেশ।
5. দিল্লি।

ভাকরা-নাঙ্গাল প্রকল্পের খালগুলির মোট দৈর্ঘ্য কত?

1. প্রধান খাল – 1100 কিমি।
2. শাখা খাল – 3400 কিমি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভাকরা-নাঙ্গাল প্রকল্প সম্বন্ধে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারত” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

ভারতের কৃষির ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো

ভারতের কৃষির ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো।

ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর মৌসুমি বায়ুর প্রভাব উদাহরণসহ আলোচনা করো।

ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর মৌসুমি বায়ুর প্রভাব উদাহরণসহ আলোচনা করো।

About The Author

Rohit

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

ভারতের কৃষির ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো।

ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর মৌসুমি বায়ুর প্রভাব উদাহরণসহ আলোচনা করো।

ভারতের মৃত্তিকার ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

ভারতের জলবায়ু অঞ্চলে ভাগ করে প্রত্যেকটির পরিচয় দাও।