এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের মৃত্তিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশের ‘ভারতের মৃত্তিকা‘ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

ভারতের মৃত্তিকা scaled
Contents Show

ভারতের মৃত্তিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ভারতের কোন্ কোন্ অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?

মেঘালয়, আসাম, কেরালা, কর্ণাটক প্রভৃতি।

রেগুর মাটি কোন্ শিলা থেকে সৃষ্টি হয়?

ব্যাসল্ট শিলা থেকে।

কোন্ মাটিতে চা চাষ ভালো হয়?

পার্বত্য মাটিতে।

ভারতে গঙ্গা সমভূমিতে কোন্ ধরনের মাটি দেখা যায়?

পলিমাটি।

কোন্ মাটিতে জৈব পদার্থ কম থাকে কিন্তু পটাশ, লোহা, চুন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বেশি থাকে?

ল্যাটেরাইট মাটিতে।

কোন্ মাটিতে জৈব পদার্থ খুব কম থাকে?

মরুমাটিতে।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূমে কোন্ ধরনের মাটি দেখা যায়?

লালমাটি।

কোন্ মাটিতে ধান ভালো জন্মায়?

পলিমাটিতে।

রেগুর মাটির নামকরণ কীভাবে এসেছে?

তেলুগু শব্দ ‘রেগাডা’ থেকে।

কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কী বলে?

কারেওয়া।

যে মাটির pH এর মান 7 এর কম, সেটি কোন্ ধরনের মাটি?

অ্যাসিডিক বা আম্লিক মাটি।

রাজস্থানে মৃত্তিকা ক্ষয়ের মূল কারণ কী?

বায়ুপ্রবাহ।

ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি?

নদী অববাহিকার পলিমাটি।

কোন মাটিতে কাদা এবং বালির ভাগ সমান?

দোআঁশ মাটিতে।

জলপ্রবাহের সঙ্গে মাটির উপরিভাগ থেকে চাদরের মতো মাটির স্তরের অপসারণকে কী বলে?

আস্তরণ ক্ষয়।

নালী ক্ষয় অঞ্চলে ভূমি সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখো।

গালিচাষ।

পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় নিবারণ করতে পারে এমন যে-কোনো একপ্রকার কৃষিপদ্ধতির নাম লেখো।

সমোন্নতি রেখা বরাবর চাষ।

কোন প্রকার পলিমাটিতে বালির ভাগ বেশি থাকে?

বেলেমাটি।

লোয়েস মৃত্তিকা ভারতের কোন্ রাজ্যে দেখা যায়?

পাঞ্জাব এবং রাজস্থানে।

কোন্ মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়?

ল্যাটেরাইট মাটি।

খুব শক্ত খোলার মতো মোরামকে কী বলে?

ডিউরিক্সাস্ট।

পাঞ্জাব সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিগঠিত ভূমিকে কী বলে?

বেট।

পেডালফারজাতীয় মাটিতে কোন্ খনিজের পরিমাণ বেশি থাকে?

লোহা ও অ্যালুমিনিয়াম।

মরু অঞ্চলের বালুকা প্রধান মাটিকে কী বলে?

সিরোজেম।

ঝুমচাষ ভারতের কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

উত্তর-পূর্ব ভারতে।

পেডোক্যালজাতীয় মাটিতে কোন্ খনিজের পরিমাণ বেশি থাকে?

ক্যালসিয়াম কার্বনেট।

মৃত্তিকাক্ষয়ের যে-কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো।

প্রবহমান জলধারা ও বায়ুপ্রবাহ।

মৃত্তিকাক্ষয়ের যে-কোনো দুটি মনুষ্যকৃত কারণ উল্লেখ করো।

অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, প্রথাগত কৃষি পদ্ধতি।


আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ এর ভারতের মৃত্তিকা বিভাগ নিয়ে আলোচনা করেছি। এই অংশের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি কাজে লাগবে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন