নবম শ্রেণী ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, “দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নবম শ্রেণী ইতিহাস - দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো।

ফ্যাসিবাদের উদ্ভব ঘটে –

  1. ইংল্যান্ডে
  2. ভারতে
  3. রোমে
  4. ইটালিতে

উত্তর – 4. ইটালিতে

ভার্সাই সন্ধির বিরোধিতা করেছিল –

  1. জার্মানি
  2. জাপান
  3. পোল্যান্ড
  4. রাশিয়া

উত্তর – 1. জার্মানি

ইটালি জাতিসংঘ ত্যাগ করেছিল –

  1. 1937 খ্রিস্টাব্দে
  2. 1938 খ্রিস্টাব্দে
  3. 1939 খ্রিস্টাব্দে
  4. 1940 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1937 খ্রিস্টাব্দে

‘জেনেভা নিরস্ত্রীকরণ’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –

  1. 1930 খ্রিস্টাব্দে
  2. 1933 খ্রিস্টাব্দে
  3. 1939 খ্রিস্টাব্দে
  4. 1945 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1933 খ্রিস্টাব্দে

জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে –

  1. 1931 খ্রিস্টাব্দে
  2. 1933 খ্রিস্টাব্দে
  3. 1941 খ্রিস্টাব্দে
  4. 1945 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1931 খ্রিস্টাব্দে

জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল –

  1. 1930 খ্রিস্টাব্দে
  2. 1932 খ্রিস্টাব্দে
  3. 1933 খ্রিস্টাব্দে
  4. 1935 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1933 খ্রিস্টাব্দে

‘পোল-জার্মান অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল –

  1. 5 বছরের জন্য
  2. 8 বছরের জন্য
  3. 10 বছরের জন্য
  4. 12 বছরের জন্য

উত্তর – 3. 10 বছরের জন্য

ব্রিটেন ও ফ্রান্স তোষণনীতি গ্রহণ করেছিল যে দেশের প্রতি, সেটি ছিল –

  1. জার্মানি
  2. রাশিয়া
  3. জাপান
  4. আমেরিকা

উত্তর – 1. জার্মানি

‘ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল –

  1. 1930 খ্রিস্টাব্দে
  2. 1933 খ্রিস্টাব্দে
  3. 1935 খ্রিস্টাব্দে
  4. 1940 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1935 খ্রিস্টাব্দে

স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন –

  1. চার্চিল
  2. হিটলার
  3. রুজভেল্ট
  4. স্ট্যালিন

উত্তর – 2. হিটলার

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ বলা হয় –

  1. হিটলারের পোল্যান্ড আক্রমণকে
  2. হিটলারের চেকোশ্লোভাকিয়া আক্রমণকে
  3. হিটলারের রাশিয়া আক্রমণকে
  4. স্পেনের গৃহযুদ্ধকে

উত্তর – 4. স্পেনের গৃহযুদ্ধকে

‘অ্যান্টি-কমিন্টার্ন প্যাক্ট’ স্বাক্ষরিত হয়েছিল –

  1. 1933 খ্রিস্টাব্দে
  2. 1935 খ্রিস্টাব্দে
  3. 1936 খ্রিস্টাব্দে
  4. 1940 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1936 খ্রিস্টাব্দে

‘রোম-বার্লিন-টোকিও অক্ষজোট’ গড়ে ওঠে –

  1. 1935 খ্রিস্টাব্দে
  2. 1937 খ্রিস্টাব্দে
  3. 1940 খ্রিস্টাব্দে
  4. 1945 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1937 খ্রিস্টাব্দে

‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল –

  1. 1938 খ্রিস্টাব্দে
  2. 1939 খ্রিস্টাব্দে
  3. 1941 খ্রিস্টাব্দে
  4. 1945 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1938 খ্রিস্টাব্দে

মিউনিখ চুক্তির মাধ্যমে হিটলার দখল করেন –

  1. সুদেতান অঞ্চল
  2. আবিসিনিয়া
  3. অস্ট্রিয়া
  4. রাশিয়া

উত্তর – 1. সুদেতান অঞ্চল

হিটলার পোল্যান্ডের কাছে দাবি করেছিল –

  1. বশ্যতা
  2. অর্থ
  3. পোলিশ করিডর
  4. সমরাস্ত্র

উত্তর – 3. পোলিশ করিডর

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল –

  1. 1935 খ্রিস্টাব্দে
  2. 1936 খ্রিস্টাব্দে
  3. 1938 খ্রিস্টাব্দে
  4. 1939 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1939 খ্রিস্টাব্দে

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল –

  1. 5 বছরের জন্য
  2. 7 বছরের জন্য
  3. 9 বছরের জন্য
  4. 10 বছরের জন্য

উত্তর – 4. 10 বছরের জন্য

হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিলেন –

  1. 1939 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
  2. 1939 খ্রিস্টাব্দের 1 মার্চ
  3. 1939 খ্রিস্টাব্দের 1 মে
  4. 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর

উত্তর – 4. 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল –

  1. 1929 খ্রিস্টাব্দে
  2. 1931 খ্রিস্টাব্দে
  3. 1939 খ্রিস্টাব্দে
  4. 1941 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1939 খ্রিস্টাব্দে

ইটালি, জার্মানি ও জাপান পরিচিত ছিল –

  1. মিত্রশক্তি হিসেবে
  2. অক্ষশক্তি হিসেবে
  3. ফ্যাসিস্ট শক্তি হিসেবে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. অক্ষশক্তি হিসেবে

ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা পরিচিত ছিল –

  1. অক্ষশক্তি হিসেবে
  2. মিত্রশক্তি হিসেবে
  3. গণশক্তি হিসেবে
  4. নাৎসিশক্তি হিসেবে

উত্তর – 2. মিত্রশক্তি হিসেবে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জার্মানির প্রতি তোষণনীতি গ্রহণ করেছিল –

  1. জার্মানি ও জাপান
  2. ব্রিটেন ও ফ্রান্স
  3. রাশিয়া ও চিন
  4. ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর – 2. ব্রিটেন ও ফ্রান্স

তোষণনীতির অসারতা প্রমাণ করে হিটলারের –

  1. রাশিয়া দখল
  2. অস্ট্রিয়া দখল
  3. চেকোশ্লোভাকিয়াচ দখল
  4. পোল্যান্ড দখল

উত্তর – 3. চেকোশ্লোভাকিয়াচ দখল

‘ব্রিটেনের যুদ্ধ’ হয়েছিল –

  1. 1939 খ্রিস্টাব্দে
  2. 1940 খ্রিস্টাব্দে
  3. 1944 খ্রিস্টাব্দে
  4. 1945 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1940 খ্রিস্টাব্দে

হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন –

  1. 1940 খ্রিস্টাব্দে
  2. 1941 খ্রিস্টাব্দে
  3. 1942 খ্রিস্টাব্দে
  4. 1944 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1941 খ্রিস্টাব্দে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বিরুদ্ধে ‘পোড়ামাটির নীতি’ নিয়েছিল –

  1. রাশিয়া
  2. পোল্যান্ড
  3. ইংল্যান্ড
  4. চেকোশ্লোভাকিয়া

উত্তর – 1. রাশিয়া

বার্লিন শহর দখল করেছিল –

  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. আমেরিকা
  4. রাশিয়া

উত্তর – 4. রাশিয়া

‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতি গ্রহণ করেছিল –

  1. জার্মানি
  2. আমেরিকা
  3. ব্রিটেন
  4. চিন

উত্তর – 2. আমেরিকা

‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতির প্রবক্তা ছিলেন –

  1. রুজভেল্ট
  2. ট্রুম্যান
  3. চার্চিল
  4. দালাদিয়ের

উত্তর – 1. রুজভেল্ট

‘লেন্ড লিজ আইন’ গ্রহণ করেছিল –

  1. আমেরিকা
  2. রাশিয়া
  3. চিন
  4. জাপান

উত্তর – 1. আমেরিকা

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হত –

  1. ব্রিটেনকে
  2. ফ্রান্সকে
  3. মার্কিন যুক্তরাষ্ট্রকে
  4. জার্মানিকে

উত্তর – 3. মার্কিন যুক্তরাষ্ট্রকে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন –

  1. আব্রাহাম লিংকন
  2. জর্জ ওয়াশিংটন
  3. চার্চিল
  4. রুজভেল্ট

উত্তর – 4. রুজভেল্ট

পার্ল হারবার ছিল মার্কিন –

  1. বাণিজ্য শহর
  2. শিল্প শহর
  3. নৌ-ঘাঁটি
  4. খনিজ উত্তোলক অঞ্চল

উত্তর – 3. নৌ-ঘাঁটি

পার্ল হারবারে বোমাবর্ষণ করে –

  1. জাপানিরা
  2. জার্মানরা
  3. ফরাসিরা
  4. ইংরেজরা

উত্তর – 1. জাপানিরা

পার্ল হারবারে বোমাবর্ষণ করা হয়েছিল –

  1. 1941 খ্রিস্টাব্দে
  2. 1943 খ্রিস্টাব্দে
  3. 1944 খ্রিস্টাব্দে
  4. 1945 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1941 খ্রিস্টাব্দে

মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে 1941 খ্রিস্টাব্দের –

  1. 8 জানুয়ারি
  2. 8 এপ্রিল
  3. 8 মে
  4. 8 ডিসেম্বর

উত্তর – 4. 8 ডিসেম্বর

‘ডি ডে’ বা ‘মুক্তি দিবস’ বলা হয় যে দিনটিকে, সেটি হল –

  1. 2 মার্চ
  2. 3 এপ্রিল
  3. 3 মে
  4. 6 জুন

উত্তর – 4. 6 জুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –

  1. 1943 খ্রিস্টাব্দে
  2. 1944 খ্রিস্টাব্দে
  3. 1945 খ্রিস্টাব্দে
  4. 1946 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1945 খ্রিস্টাব্দে

ইউরোপে ‘বিজয় দিবস’ (V E Day) পালিত হয় –

  1. 1945 খ্রিস্টাব্দের 8 মে
  2. 1945 খ্রিস্টাব্দের 10 মে
  3. 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট
  4. 1945 খ্রিস্টাব্দের 9 আগস্ট

উত্তর – 1. 1945 খ্রিস্টাব্দের 8 মে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন –

  1. হিদেকি তোজো
  2. মুৎসহিতো
  3. তানাকা
  4. জেনারেল ফ্রাঙ্কো

উত্তর – 1. হিদেকি তোজো

দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম পারমাণবিক বোমার ব্যবহার করেছিল –

  1. রাশিয়া
  2. জার্মানি
  3. জাপান
  4. আমেরিকা

উত্তর – 4. আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের যে দুটি অঞ্চলে বোমা নিক্ষেপ করেছিল, সেগুলি হল –

  1. হিরোশিমা ও নাগাসাকি
  2. টোকিও ও হোনসু
  3. হোনসু ও হোক্কাইডো
  4. টোকিও ও শানটুং

উত্তর – 1. হিরোশিমা ও নাগাসাকি

1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট পরমাণু বোমায় আক্রান্ত হয় –

  1. হিরোশিমা
  2. নাগাসাকি
  3. স্ট্যালিনগ্রাড
  4. মাঞ্চুরিয়া

উত্তর – 1. হিরোশিমা

1945 খ্রিস্টাব্দের 9 আগস্ট পরমাণু বোমায় আক্রান্ত হয় –

  1. হিরোশিমা
  2. নাগাসাকি
  3. মাঞ্চুরিয়া
  4. টোকিও

উত্তর – 2. নাগাসাকি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনারা বন্দি হয় –

  1. ব্রিটেনের হাতে
  2. ফ্রান্সের হাতে
  3. চিনের হাতে
  4. জাপানের হাতে

উত্তর – 4. জাপানের হাতে

জাপান আত্মসমর্পণ করে –

  1. 1944 খ্রিস্টাব্দের 7 মে
  2. 1945 খ্রিস্টাব্দের 14 আগস্ট
  3. 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর
  4. 1946 খ্রিস্টাব্দের 22 জুন

উত্তর – 3. 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় –

  1. ব্রিটেনের পতনের মধ্য দিয়ে
  2. ইটালির পতনের মধ্য দিয়ে
  3. জার্মানির পতনের মধ্য দিয়ে
  4. জাপানের পতনের মধ্য দিয়ে

উত্তর – 4. জাপানের পতনের মধ্য দিয়ে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল –

  1. ব্রিটেন ও ফ্রান্সের
  2. রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের
  3. ভারত ও চিনের
  4. জার্মানি ও জাপানের

উত্তর – 2. রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. সম্মিলিত জাতিপুঞ্জ
  2. জাতিসংঘ
  3. নিরাপত্তা পরিষদ
  4. আন্তর্জাতিক বিচারালয়

উত্তর – 1. সম্মিলিত জাতিপুঞ্জ

সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম লেখো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র।

আবিসিনিয়ার বর্তমান নাম কী?

আবিসিনিয়ার বর্তমান নাম হল ইথিওপিয়া।

হেইলে সেলাসি কে ছিলেন?

হেইলে সেলাসি ছিলেন আবিসিনিয়ার সম্রাট।

কত খ্রিস্টাব্দে ‘ওয়াল ওয়াল ঘটনা’ ঘটেছিল?

1934 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বর ‘ওয়াল ওয়াল ঘটনা’ ঘটেছিল।

ইতালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল?

ইতালি 1936 খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল।

ইতালি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে?

ইতালি 1937 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে।

কত খ্রিস্টাব্দে ইতালি আলবেনিয়া আক্রমণ করে?

ইতালি 1939 খ্রিস্টাব্দে আলবেনিয়া আক্রমণ করে।

গ্রিসের কোন দ্বীপটি মুসোলিনি দখল করেন?

গ্রিসের কারফু দ্বীপটি মুসোলিনি দখল করেন।

জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল?

জাপান 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল।

জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম কী রেখেছিল?

জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম রেখেছিল মাঞ্চুকুয়ো।

জাপান কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?

জাপান 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য কী ছিল?

হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা।

জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে?

জার্মানি 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘ পদ ত্যাগ করে।

পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

পোল-জার্মান অনাক্রমণ চুক্তি 1934 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়?

পোল-জার্মান অনাক্রমণ চুক্তি 10 বছরের জন্য স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে?

জার্মানি 1935 থেকে 1936 খ্রিস্টাব্দের মধ্যে সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে।

কত খ্রিস্টাব্দে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয়?

1935 খ্রিস্টাব্দে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল?

স্পেনের গৃহযুদ্ধ 1936 খ্রিস্টাব্দে হয়েছিল।

কোন্ যুদ্ধকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ’ বা ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলা হয়?

স্পেনের গৃহযুদ্ধকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ’ বা ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলা হয়।

জেনারেল ফ্রাঙ্কো কোন দেশের শাসক ছিলেন?

জেনারেল ফ্রাঙ্কো স্পেনের শাসক ছিলেন।

স্পেনে কার নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?

স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

‘অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

‘অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি’ জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

‘অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি’ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?

‘অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি’ 1936 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

কত খ্রিস্টাব্দে ‘রোম-বার্লিন অক্ষচুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল?

‘রোম-বার্লিন অক্ষচুক্তি’ 1936 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

‘রোম-বার্লিন অক্ষচুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

‘রোম-বার্লিন অক্ষচুক্তি’ মুসোলিনি ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

‘রোম-বার্লিন-টোকিও অক্ষজোট’ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?

‘রোম-বার্লিন-টোকিও অক্ষজোট’ 1937 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

জার্মানি ও ইতালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল?

জার্মানি ও ইতালি ছাড়া জাপান অক্ষজোটের সদস্য ছিল।

কত খ্রিস্টাব্দে জার্মান বাহিনী অস্ট্রিয়া দখল করেছিল?

জার্মান বাহিনী 1938 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া দখল করেছিল।

‘মিউনিখ চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়?

1938 খ্রিস্টাব্দে ‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয়।

‘মিউনিখ চুক্তি’ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জার্মানির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।

মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল দখল করেন?

মিউনিখ চুক্তির ফলে হিটলার চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দখল করেন।

হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত?

হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা ‘অপারেশন গ্রিন’ (Operation Green) নামে পরিচিত।

কোন্ কোন্ দেশ জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল?

ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল।

তোষণনীতির উদ্গাতা কে ছিলেন?

তোষণনীতির উদ্গাতা ছিলেন নেভিল চেম্বারলেন।

কোন ঘটনা তোষণনীতির অসারতা প্রমাণ করে?

1939 খ্রিস্টাব্দের মার্চ মাসে হিটলার কর্তৃক সমগ্র চেকোশ্লোভাকিয়া দখল ইঙ্গ-ফরাসি পক্ষের তোষণনীতির অসারতা প্রমাণ করে।

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।

‘লিটল কমিশন’ কবে গঠিত হয়েছিল?

জাপান কর্তৃক মাঞ্জুরিয়া দখলের ঘটনার পদক্ষেপ হিসেবে জাতিসংঘ 1939 খ্রিস্টাব্দে ‘লিটল কমিশন’ গঠন করেছিল।

হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন?

হিটলার 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন।

হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী?

হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন হোয়াইট’ (Operation White) |

হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী?

হিটলার পোল্যান্ডের কাছে পোলিশ করিডর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হওয়ায় হিটলার পোল্যান্ড আক্রমণ করেন।

হিটলার কোন্ বন্দরের সাথে যোগাযোগের জন্য ‘পোলিশ করিডর’ দাবি করেন?

হিটলার ডানজিগ বন্দরের সাথে যোগাযোগের জন্য ‘পোলিশ করিডর’ দাবি করেন।

হিটলারের পোল্যান্ড আক্রমণকালে কারা পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল?

হিটলারের পোল্যান্ড আক্রমণকালে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে আসে।

কোন ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে?

1939 খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ জাতিসংঘের পতনকে চিহ্নিত করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ও কীভাবে শুরু হয়?

1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।

‘অক্ষশক্তি’ কাদের নিয়ে গঠিত হয়?

‘অক্ষশক্তি’ ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে গঠিত হয়।

‘One by one’ নীতি কে গ্রহণ করেছিলেন?

‘One by one’ নীতি হিটলার গ্রহণ করেছিলেন।

‘ব্রিটেনের যুদ্ধ’ কাদের মধ্যে হয়েছিল?

‘ব্রিটেনের যুদ্ধ’ জার্মানি ও ব্রিটেনের মধ্যে হয়েছিল।

কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন?

হিটলার রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করেন।

হিটলার কবে রাশিয়া আক্রমণ করেন?

হিটলার 1941 খ্রিস্টাব্দের 22 জুন রাশিয়া আক্রমণ করেন।

জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী?

জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন বারবারোসা’ (Operation Barbarossa)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি কী নামে পরিচিত?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি ‘পোড়ামাটির নীতি’ নামে পরিচিত।

মার্শাল ঝুকভ কে ছিলেন?

মার্শাল ঝুকভ ছিলেন রুশ সেনাপতি।

লেনিনগ্রাডের লড়াই কত খ্রিস্টাব্দে হয়েছিল?

লেনিনগ্রাডের লড়াই হয়েছিল 1941 খ্রিস্টাব্দে।

স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়?

স্ট্যালিনগ্রাডের যুদ্ধ 1942 খ্রিস্টাব্দে শুরু হয়।

স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

স্ট্যালিনগ্রাডের যুদ্ধ সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে হয়েছিল।

স্ট্যালিনগ্রাডের যুদ্ধে কে জয়লাভ করে?

স্ট্যালিনগ্রাডের যুদ্ধে রাশিয়া জয়লাভ করে।

স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি কার কাছে আত্মসমর্পণ করে?

স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি মার্শাল ঝুকভের কাছে আত্মসমর্পণ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হয়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতি গ্রহণ করে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতি গ্রহণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে ‘লেন্ড লিজ আইন’ পাস হয়?

মার্কিন যুক্তরাষ্ট্রে 1941 খ্রিস্টাব্দে ‘লেন্ড লিজ আইন’ পাস হয়।

কে ‘লেন্ড লিজ আইন’ ঘোষণা করেন?

মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ‘লেন্ড লিজ আইন’ ঘোষণা করেন।

আইজেন হাওয়ার কে ছিলেন?

আইজেন হাওয়ার ছিলেন মার্কিন সেনাপতি।

জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল?

জাপান 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল।

জাপান পার্ল হারবারে কাদের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল?

জাপান পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?

মার্কিন যুক্তরাষ্ট্র 1941 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।

হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি কোথায় অবস্থিত?

হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি জাপানে অবস্থিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে।

আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল?

আমেরিকা 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট হিরোশিমা ও 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল।

কত খ্রিস্টাব্দে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল?

1945 খ্রিস্টাব্দের 7 মে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল।

কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে?

1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে।

কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?

1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

মিত্রপক্ষ কবে ‘বিজয় দিবস’ (V E Day) পালন করে?

মিত্রপক্ষ 1945 খ্রিস্টাব্দের 8 মে ‘বিজয় দিবস’ (V E Day) পালন করে।

‘V E Day’ কথার পুরো অর্থ কী?

‘V E Day’ কথার পুরো অর্থ হল ‘Victory in Europe Day’।

‘ডি ডে’ (D Day) কথার অর্থ কী?

‘ডি ডে’ কথার অর্থ হল ‘মুক্তি দিবস’ বা ‘Day of Deliverance’।

‘ডি ডে’ (D Day) বলতে কোন তারিখটি বোঝায়?

‘ডি ডে’ (D Day) বলতে 1944 খ্রিস্টাব্দের 6 জুন তারিখটি বোঝায়।

কার পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?

জাপানের পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

কার আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?

জার্মানির আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

কার আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?

জাপানের আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী কে ছিলেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন দালাদিয়ের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান।

ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল?

ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে হয়েছিল।

পোটসডাম সম্মেলন কবে হয়েছিল?

পোটসডাম সম্মেলন 1945 খ্রিস্টাব্দের 17 জুলাই জার্মানির পোটসডাম শহরে হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমেরিকা ও রাশিয়ার শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ কোন্ দেশে সাম্যবাদী ভাবধারার প্রসার হয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি দেশে সাম্যবাদী ভাবধারার প্রসার হয়েছিল।

দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় কখন?

দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর।

NATO – র পুরো কথাটি লেখো।

NATO -র পুরো কথাটি হল North Atlantic Treaty Organization।

‘ওয়ারশ চুক্তি’ কাদের মধ্যে গড়ে ওঠে?

‘ওয়ারশ চুক্তি’ সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলির মধ্যে গড়ে ওঠে।

SEATO –র পুরো কথাটি লেখো।

SEATO -র পুরো কথাটি হল South East Asia Treaty Organization।

CENTO – র পুরো কথাটি লেখো।

CENTO -র পুরো কথাটি হল Central Treaty Organization।

‘তৃতীয় বিশ্ব’ বলতে কী বোঝো?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি ‘তৃতীয় বিশ্ব’ নামে পরিচিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে কোন্ কোন্ সাগর-মহাসাগরের নাম যুক্ত?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের নাম যুক্ত।

একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম লেখো।

একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম হল কারেজার্স।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা কত?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা হল প্রায় 5 কোটি।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোন্ সংস্থা প্রতিষ্ঠিত হয়?

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।

কত খ্রিস্টাব্দে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ম সিংহাসন ত্যাগ করে হল্যান্ডে আশ্রয় নেন?

1918 খ্রিস্টাব্দে 10 নভেম্বর জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ম সিংহাসন ত্যাগ করে হল্যান্ডে আশ্রয় নেন।

জার্মানিতে কত খ্রিস্টাব্দে রাজতন্ত্রের অবসান ঘটে?

জার্মানিতে 1918 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের অবসান ঘটে।

মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইটালির ক্ষমতা দখল করেন?

মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে 30 অক্টোবর ইটালির ক্ষমতা দখল করেন।

হোর-লাভাল চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

হোর-লাভাল চুক্তি 1935 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর স্বাক্ষরিত হয়।

আবিসিনিয়ার সম্রাট হেইলে সেলাসি কত খ্রিস্টাব্দে দেশত্যাগ করতে বাধ্য হন?

আবিসিনিয়ার সম্রাট হেইলে সেলাসি 1936 খ্রিস্টাব্দে 1 মে দেশত্যাগ করতে বাধ্য হন।

রোম-বার্লিন অক্ষচুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

রোম-বার্লিন অক্ষচুক্তি 1936 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে স্বাক্ষরিত হয়।

জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদবিরোধী অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদবিরোধী অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি 1936 খ্রিস্টাব্দে 25 নভেম্বর স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে ইটালি কমিন্টার্ন বিরোধী মিত্রজোটে যোগদান করে?

1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর ইটালি কমিন্টার্ন বিরোধী মিত্রজোটে যোগদান করে।

কত খ্রিস্টাব্দে ইটালি কমিন্টার্ন বিরোধী মিত্রজোটে যোগ দিলে ইটালি-জার্মানি-জাপান রাষ্ট্রের মধ্যে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি গড়ে ওঠে?

1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর ইটালি কমিন্টার্ন বিরোধী মিত্রজোটে যোগ দিলে ইটালি-জার্মানি-জাপান রাষ্ট্রের মধ্যে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি গড়ে ওঠে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের, ইটালির মুসোলিনি ও জার্মানির হিটলারের মধ্যে মিউনিখ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের, ইটালির মুসোলিনি ও জার্মানির হিটলারের মধ্যে মিউনিখ চুক্তি 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে হিটলার সমগ্র চেকোশ্লোভাকিয়া দখল করেন?

1939 খ্রিস্টাব্দে 15 মার্চ হিটলার সমগ্র চেকোশ্লোভাকিয়া দখল করেন।

ব্রিটেন, ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে আত্মরক্ষামূলক চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

ব্রিটেন, ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে আত্মরক্ষামূলক চুক্তি 1939 খ্রিস্টাব্দে 30 মার্চ স্বাক্ষরিত হয়।

রাশিয়া ও জার্মানির মধ্যে (রুশ-জার্মান) অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

রাশিয়া ও জার্মানির মধ্যে (রুশ-জার্মান) অনাক্রমণ চুক্তি 1939 খ্রিস্টাব্দে 23 আগস্ট স্বাক্ষরিত হয়।

জার্মানি কত খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করে?

জার্মানি 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে।

ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে কত খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করে?

ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে 1939 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় 1939 খ্রিস্টাব্দে।

রাশিয়া কত খ্রিস্টাব্দে পূর্ব পোল্যান্ড আক্রমণ করে?

রাশিয়া 1939 খ্রিস্টাব্দে 17 সেপ্টেম্বর পূর্ব পোল্যান্ড আক্রমণ করে।

কত খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন?

1940 খ্রিস্টাব্দে 10 জুন মুসোলিনি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন।

ফ্রান্স কত খ্রিস্টাব্দে জার্মানির কাছে আত্মসমর্পণ করে?

ফ্রান্স 1940 খ্রিস্টাব্দে 21 নভেম্বর জার্মানির কাছে আত্মসমর্পণ করে।

জার্মানি কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে?

জার্মানি 1941 খ্রিস্টাব্দে 22 জুন রাশিয়া আক্রমণ করে।

জাপান কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে?

জাপান 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্র কত খ্রিস্টাব্দে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?

মার্কিন যুক্তরাষ্ট্র 1941 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

কত খ্রিস্টাব্দে ‘দ্য গ্র্যান্ড কাউন্সিল অফ ফ্যাসিজম’ মুসোলিনি ও তাঁর সরকারকে বরখাস্ত করে?

1943 খ্রিস্টাব্দে 24 জুলাই ‘দ্য গ্র্যান্ড কাউন্সিল অফ ফ্যাসিজম’ মুসোলিনি ও তাঁর সরকারকে বরখাস্ত করে।

ইটালিতে মার্শাল বোদোগলিও-র নেতৃত্বে কত খ্রিস্টাব্দে অ-ফ্যাসিস্ট সরকার গঠিত হয়?

ইটালিতে মার্শাল বোদোগলিও-র নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দে 25 জুলাই অ-ফ্যাসিস্ট সরকার গঠিত হয়।

ইটালির নতুন সরকার মিত্রশক্তির কাছে কত খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করে?

ইটালির নতুন সরকার মিত্রশক্তির কাছে 1943 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর আত্মসমর্পণ করে।

কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষের সেনাবাহিনী ফ্রান্সের নর্ম্যান্ডিতে অবতরণ করে?

1944 খ্রিস্টাব্দে 6 জুন মিত্রপক্ষের সেনাবাহিনী ফ্রান্সের নর্ম্যান্ডিতে অবতরণ করে (1 লক্ষ 56 হাজার সেনা)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এই দিনটি ‘ডি ডে’ (Deliverance Day) বা ‘মুক্তি দিবস’ নামে পরিচিত।

কত খ্রিস্টাব্দে মিত্রবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিস জার্মানবাহিনীর দখলমুক্ত করে?

1944 খ্রিস্টাব্দে 25 আগস্ট মিত্রবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিস জার্মানবাহিনীর দখলমুক্ত করে।

রাশিয়ার কত খ্রিস্টাব্দে ‘লাল ফৌজ’ বার্লিন দখল করে?

রাশিয়ার 1945 খ্রিস্টাব্দে 2 মে ‘লাল ফৌজ’ বার্লিন দখল করে।

হিটলার কত খ্রিস্টাব্দে আত্মহত্যা করেন?

হিটলার 1945 খ্রিস্টাব্দে 30 এপ্রিল আত্মহত্যা করেন।

জার্মানি কত খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে?

জার্মানি 1945 খ্রিস্টাব্দে 7 মে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

ইউরোপে কত খ্রিস্টাব্দে বিজয় দিবস (V E Day বা Victory in Europe Day) পালন করা হয়?

ইউরোপে 1945 খ্রিস্টাব্দে 8 মে বিজয় দিবস (V E Day বা Victory in Europe Day) পালন করা হয়।

মিত্রশক্তির নেতৃবৃন্দ কত খ্রিস্টাব্দে জার্মানির পোটসডাম শহরে সম্মিলিত হয়ে জাপানকে আত্মসমর্পণ করতে বলে?

মিত্রশক্তির নেতৃবৃন্দ 1945 খ্রিস্টাব্দে 17 জুলাই জার্মানির পোটসডাম শহরে সম্মিলিত হয়ে জাপানকে আত্মসমর্পণ করতে বলে।

জাপানের শিল্পশহর হিরোশিমায় কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করে?

জাপানের শিল্পশহর হিরোশিমায় 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করে।

জাপানের নাগাসাকিতে কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করে?

জাপানের নাগাসাকিতে 1945 খ্রিস্টাব্দে 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করে।

জাপান কত খ্রিস্টাব্দে আত্মসমর্পণে রাজি হয়?

জাপান 1945 খ্রিস্টাব্দে 14 আগস্ট আত্মসমর্পণে রাজি হয়।

জাপান কত খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে?

জাপান 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কত খ্রিস্টাব্দে অবসান ঘটে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1945 খ্রিস্টাব্দে অবসান ঘটে।

সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।

ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইটালির প্রধান বাধা ছিল ___ (জার্মানি/ফ্রান্স/ইংল্যান্ড/জাপান)।

উত্তর – ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইটালির প্রধান বাধা ছিল ফ্রান্স

আবিসিনিয়ার সম্রাট ছিলেন ___ (হিন্ডেনবুর্গ/হেইলে সেলাসি/ভিক্টর ইমান্যুয়েল/ফ্রাঙ্কো)।

উত্তর – আবিসিনিয়ার সম্রাট ছিলেন হেইলে সেলাসি

‘রোমের সন্ধি’ স্বাক্ষরিত হয় ___ (1935/1940/1942/1945) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘রোমের সন্ধি’ স্বাক্ষরিত হয় 1935 খ্রিস্টাব্দে।

ইটালি আবিসিনিয়া দখল করে ___ (1936/1937/1940/1941) খ্রিস্টাব্দে।

উত্তর – ইটালি আবিসিনিয়া দখল করে 1936 খ্রিস্টাব্দে।

ইটালি জাতিসংঘ ত্যাগ করে ___ (1935/1937/1944/1945) খ্রিস্টাব্দে।

উত্তর – ইটালি জাতিসংঘ ত্যাগ করে 1937 খ্রিস্টাব্দে।

মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল গ্রিসের ___ (হনললু/কারফু/হাওয়াই/হনসু) দ্বীপটি দখল করে।

উত্তর – মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল গ্রিসের কারফু দ্বীপটি দখল করে।

বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন ___ (জার্মান/ইহুদি/ইতালীয়/জাপানি) জাতিভুক্ত ছিলেন।

উত্তর – বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন ইহুদি জাতিভুক্ত ছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর কাইজার দ্বিতীয় উইলিয়ম ___ (ইংল্যান্ডে/রাশিয়ায়/হল্যান্ডে/ভারতে) পলায়ন করেন।

উত্তর – প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর কাইজার দ্বিতীয় উইলিয়ম হল্যান্ডে পলায়ন করেন।

হিটলার জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন ___ (1919/1925/1933/1935) খ্রিস্টাব্দে।

উত্তর – হিটলার জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন 1933 খ্রিস্টাব্দে।

‘ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি’ স্বাক্ষরিত হয় ___ (1933/1935/1933/1923) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি’ স্বাক্ষরিত হয় 1935 খ্রিস্টাব্দে।

জার্মানির সঙ্গে পোল্যান্ডের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ___ (1934/1935/1936/1939) খ্রিস্টাব্দে।

উত্তর – জার্মানির সঙ্গে পোল্যান্ডের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1934 খ্রিস্টাব্দে।

স্পেনের গৃহযুদ্ধে হিটলার সাহায্য করেছিলেন ___ (জেনারেল ফ্রাঙ্কোকে/মুসোলিনিকে/তোজোকে/রুজভেল্টকে)।

উত্তর – স্পেনের গৃহযুদ্ধে হিটলার সাহায্য করেছিলেন জেনারেল ফ্রাঙ্কোকে

স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ___ (রুজভেল্ট/হিটলার/জেনারেল ফ্রাঙ্কো/মুসোলিনি)।

উত্তর – স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ফ্রাঙ্কো

‘কমিন্টার্ন-বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয় ___ (1930/1935/1934/1936) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘কমিন্টার্ন-বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয় 1936 খ্রিস্টাব্দে।

অক্ষচুক্তির অক্ষ (Axis) কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ___ (রুজভেল্ট/হিটলার/মুসোলিনি/তোজো)।

উত্তর – অক্ষচুক্তির অক্ষ (Axis) কথাটি প্রথম ব্যবহার করেছিলেন মুসোলিনি

‘রোম-বার্লিন-টোকিও অক্ষজোট’ গড়ে উঠেছিল ___ (1934/1936/1937/1938) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘রোম-বার্লিন-টোকিও অক্ষজোট’ গড়ে উঠেছিল 1937 খ্রিস্টাব্দে।

হিটলার অস্ট্রিয়া দখল করেছিলেন ___ (হোর-নাভাল/আনস্লুজ/ক্যাশ অ্যান্ড ক্যারি/হেরেনভক) নীতির অজুহাতে।

উত্তর – হিটলার অস্ট্রিয়া দখল করেছিলেন আনস্লুজ নীতির অজুহাতে।

হিটলার অস্ট্রিয়া দখল করেছিলেন ___ (1935/1937/1938/1939) খ্রিস্টাব্দে।

উত্তর – হিটলার অস্ট্রিয়া দখল করেছিলেন 1938 খ্রিস্টাব্দে।

‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয় ___ (1936/1937/1938/1941) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে।

‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ___ (চার্চিল/চেম্বারলেন/দালাদিয়ের/তোজো)।

উত্তর – ‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন

‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন ___ (লুই ফিলিপ/দালাদিয়ের/নেপোলিয়ন/ফ্রাঙ্কো)।

উত্তর – ‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন দালাদিয়ের

‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয় ___ (3/2/4/5) জন রাষ্ট্রপ্রধানের মধ্যে।

উত্তর – ‘মিউনিখ চুক্তি’ স্বাক্ষরিত হয় 4 জন রাষ্ট্রপ্রধানের মধ্যে।

‘সম্মানজনক শান্তি’ বলে ___ (রুশ-জাপান/মিউনিখ/কুশ-জার্মান/পোল-জার্মান) চুক্তি পরিচিত ছিল।

উত্তর – ‘সম্মানজনক শান্তি’ বলে মিউনিখ চুক্তি পরিচিত ছিল।

জার্মানির প্রতি তোষণনীতি গ্রহণ করেছিল ___ (ব্রিটেন ও ফ্রান্স/আমেরিকা ও ফ্রান্স/স্পেন ও ব্রিটেন/আমেরিকা ও ব্রিটেন)।

উত্তর – জার্মানির প্রতি তোষণনীতি গ্রহণ করেছিল ব্রিটেন ও ফ্রান্স

হিটলার ___ (কমিন্টার্নবিরোধী/মিউনিখ/ওয়ারশ/অক্ষ) চুক্তি দ্বারা সমগ্র চেকোশ্লোভাকিয়া জয় করেন।

উত্তর – হিটলার মিউনিখ চুক্তি দ্বারা সমগ্র চেকোশ্লোভাকিয়া জয় করেন।

সুদেতান অঞ্চল ___ (পোল্যান্ডের/ফ্রান্সের/চেকোশ্লোভাকিয়ার/ইংল্যান্ডের) অন্তর্গত ছিল।

উত্তর – সুদেতান অঞ্চল চেকোশ্লোভাকিয়ার অন্তর্গত ছিল।

1939 খ্রিস্টাব্দের 15 মার্চ হিটলার সমগ্র, জয় করেন ___ (প্রাশিয়া/রাশিয়া/চেকোশ্লোভাকিয়া/পোল্যান্ড)।

উত্তর – 1939 খ্রিস্টাব্দের 15 মার্চ হিটলার সমগ্র, জয় করেন চেকোশ্লোভাকিয়া

‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল ___ (1939/1940/1941/1942) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে।

রাশিয়া জার্মানির মধ্যে ___ (5/10/25/35) বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

উত্তর – রাশিয়া জার্মানির মধ্যে 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

হিটলারের ___ (ভারত/অস্ট্রিয়া/পোল্যান্ড/রাশিয়া) অভিযান ‘শ্বেত অভিযান’ নামে পরিচিত।

উত্তর – হিটলারের পোল্যান্ড অভিযান ‘শ্বেত অভিযান’ নামে পরিচিত।

জার্মানির বায়ুসেনার নাম ___ (আনসুজ/হেরেনভক/লুফৎওয়াফ/ব্লিৎস ক্লিগ)।

উত্তর – জার্মানির বায়ুসেনার নাম লুফৎওয়াফ

জাপান 1931 খ্রিস্টাব্দে ___ (ভুটান/পার্ল হারবার/মাঞ্চুরিয়া/পোল্যান্ড) আক্রমণ করে।

উত্তর – জাপান 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ করে।

জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করার পর জাতিসংঘ ___ (ফ্যাট ম্যান/লিটল/UNO/USSR) কমিশন গঠন করে।

উত্তর – জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করার পর জাতিসংঘ লিটল কমিশন গঠন করে।

তানাকা মেমোরিয়াল হল ___ (জাতীয় প্রতীক/স্মৃতিস্তম্ভ/প্রতিবেদন/সমাধি)।

উত্তর – তানাকা মেমোরিয়াল হল প্রতিবেদন

প্রথম বিশ্বযুদ্ধের অবসানের মাত্র ___ (10/20/30/35) বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের অবসানের মাত্র 20 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ___ (হিটলারের পোল্যান্ড আক্রমণ/জাপানের মাঞ্চুরিয়া দখল/সেরাজেভো হত্যাকাণ্ড/বাস্তিল দুর্গের পতন)।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলারের পোল্যান্ড আক্রমণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল ___ (1939/1940/1942/1945) খ্রিস্টাব্দে।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1939 খ্রিস্টাব্দে।

ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ___ (1934/1938/1939/1940) খ্রিস্টাব্দে যোগদান করে।

উত্তর – ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1940 খ্রিস্টাব্দে যোগদান করে।

হিটলার ___ (জাপানকে/ইংল্যান্ডকে/ফ্রান্সকে/চিনকে) আক্রমণ করার জন্য সমুদ্র-সিংহ অভিযান পরিকল্পনা করেন।

উত্তর – হিটলার ইংল্যান্ডকে আক্রমণ করার জন্য সমুদ্র-সিংহ অভিযান পরিকল্পনা করেন।

‘ব্রিটেনের যুদ্ধ’ হয়েছিল ___ (1939/1940/1941/1942) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘ব্রিটেনের যুদ্ধ’ হয়েছিল 1940 খ্রিস্টাব্দে।

‘One by One’ নীতি গ্রহণ করেছিলেন ___ (হিটলার/মুসোলিনি/ফ্রাঙ্কো/তোজো)।

উত্তর – ‘One by One’ নীতি গ্রহণ করেছিলেন হিটলার

স্ট্যালিনগ্রাডের যুদ্ধ সংঘটিত হয় জার্মানি ও ___ (চিন/রাশিয়া/ইটালি/ফ্রান্স) -এর মধ্যে।

উত্তর – স্ট্যালিনগ্রাডের যুদ্ধ সংঘটিত হয় জার্মানি ও রাশিয়া -এর মধ্যে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়া ___ (ব্রিটেন/ফ্রান্স/জার্মানি/জাপান) -এর প্রতি পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়া জার্মানি -এর প্রতি পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল।

‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতি গ্রহণ করেছিল ___ (জার্মানি/পোল্যান্ড/মার্কিন যুক্তরাষ্ট্র/রাশিয়া)।

উত্তর – ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ নীতি গ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন সেনেটে ‘লেন্ড লিজ আইন’ পাস হয় ___ (1932/1935/1939/1941) খ্রিস্টাব্দে।

উত্তর – মার্কিন সেনেটে ‘লেন্ড লিজ আইন’ পাস হয় 1941 খ্রিস্টাব্দে।

‘লেন্ড লিজ আইন’ পাস করে ___ (ইংল্যান্ড/ফ্রান্স/মার্কিন যুক্তরাষ্ট্র/জার্মানি)।

উত্তর – ‘লেন্ড লিজ আইন’ পাস করে মার্কিন যুক্তরাষ্ট্র

‘লেন্ড লিজ আইন’ দ্বারা আমেরিকা ___ (জাপান/অক্ষশক্তি/মিত্রশক্তি/জার্মানি) -কে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করতে চেয়েছিল।

উত্তর – ‘লেন্ড লিজ আইন’ দ্বারা আমেরিকা মিত্রশক্তি -কে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করতে চেয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হত ___ (জার্মানিকে/ইটালিকে/মার্কিন যুক্তরাষ্ট্রকে/পোল্যান্ডকে)।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হত মার্কিন যুক্তরাষ্ট্রকে

পার্ল হারবার অবস্থিত ছিল ___ (হাওয়াই/ক্যারিবিয়ান/সোমালি/আন্দামান) দ্বীপপুঞ্জে।

উত্তর – পার্ল হারবার অবস্থিত ছিল হাওয়াই দ্বীপপুঞ্জে

পার্ল হারবার ছিল ___ (চিনের/মার্কিন যুক্তরাষ্ট্রের/জাপানের/ইংল্যান্ডের) নৌ-ঘাঁটি।

উত্তর – পার্ল হারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি।

জাপান ___ (1929/1931/1940/1941) খ্রিস্টাব্দে পার্ল হারবারে বোমা বর্ষণ করে।

উত্তর – জাপান 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারে বোমা বর্ষণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল ___ (1918/1938/1941/1945) খ্রিস্টাব্দে।

উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল 1941 খ্রিস্টাব্দে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর ___ (3/13/27/30) মাস পর আমেরিকা যুদ্ধে যোগদান করে।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর 27 মাস পর আমেরিকা যুদ্ধে যোগদান করে।

হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল ___ (মার্কিন যুক্তরাষ্ট্র/জাপান/ইংল্যান্ড/জার্মানি)।

উত্তর – হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ___ (1942/1943/1944/1947) খ্রিস্টাব্দে ইটালির পতন হয়।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে 1943 খ্রিস্টাব্দে ইটালির পতন হয়।

1944 খ্রিস্টাব্দের 6 জুন ___ (ডি ডে/ভিই ডে/ইউ এন ডে/ওয়াই ডে) নামে পরিচিত।

উত্তর – 1944 খ্রিস্টাব্দের 6 জুন ডি ডে নামে পরিচিত।

মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমার উপর পরমাণু বোমা নিক্ষেপ করেছিল 1945 খ্রিস্টাব্দের ___ (6 আগস্ট/9 আগস্ট/15 আগস্ট/17 আগস্ট)।

উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমার উপর পরমাণু বোমা নিক্ষেপ করেছিল 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট

মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকির উপর পরমাণু বোমা নিক্ষেপ করেছিল 1945 খ্রিস্টাব্দের ___ (6 আগস্ট/9 আগস্ট/25 আগস্ট/30 আগস্ট)।

উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকির উপর পরমাণু বোমা নিক্ষেপ করেছিল 1945 খ্রিস্টাব্দের 9 আগস্ট

___ (রাশিয়ার/ইটালির/জার্মানির/জাপানের) আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

উত্তর – জাপানের আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় ___ (1943/1944/1945/1946) খ্রিস্টাব্দে।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় 1945 খ্রিস্টাব্দে।

জার্মানির আত্মসমর্পণের ফলে ___ (রেঙ্গুন/বার্লিন/প্যারিস/পোটসডাম) শহরে মিত্রশক্তিবর্গের এক সম্মেলন বসেছিল।

উত্তর – জার্মানির আত্মসমর্পণের ফলে পোটসডাম শহরে মিত্রশক্তিবর্গের এক সম্মেলন বসেছিল।

1945 খ্রিস্টাব্দের 8 মে ইউরোপে ___ (ডি ডে/ভি ই ডে/ইউ এন ডে/ওয়াল ওয়াল ডে) নামে পরিচিত।

উত্তর – 1945 খ্রিস্টাব্দের 8 মে ইউরোপে ভি ই ডে নামে পরিচিত।

___ (1942/1946/1945/1947) খ্রিস্টাব্দে ‘ইয়াল্টা সম্মেলন’ আহৃত হয়।

উত্তর – 1945 খ্রিস্টাব্দে ‘ইয়াল্টা সম্মেলন’ আহৃত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনারা ___ (ভারত/জাপান/রাশিয়া/বার্মা) -এর হাতে বন্দি হয়েছিল।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনারা জাপান -এর হাতে বন্দি হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ___ (এক-মেরু/দ্বি-মেরু/ত্রি-মেরু/বহু মেরু) বিশ্বের আবির্ভাব হয়।

উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয়।

ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. মুসোলিনিA. ফ্রান্স1. B.
2. রুজভেল্টB. ইটালি2. C.
3. চার্চিলC. মার্কিন যুক্তরাষ্ট্র3. D.
4. দালাদিয়েরD. ইংল্যান্ড4. A.
ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. পোল-জার্মান অনাক্রমণ চুক্তিA. 19391. C.
2. ইঙ্গ-জার্মান নৌ-চুক্তিB. 19352. B.
3. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিC. 19343. A.
4. মিউনিখ চুক্তিD. 19384. D.

নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।

1923 খ্রিস্টাব্দে যুগোশ্লাভিয়ার কারফু ইটালির অধিকারে আসে।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1923 খ্রিস্টাব্দে গ্রিসের কারফু ইটালির অধিকারে আসে।

মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করেন 1935 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক।

আবিসিনিয়ার রাজধানী ছিল আদ্দিস আবাবা।

উত্তর – ঠিক।

ইটালি 1938 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করেছিল।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ইটালি 1937 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করেছিল।

ইহুদিদের প্রতি প্রবল ঘৃণা ও বিদ্বেষ ছিল হিটলারের।

উত্তর – ঠিক।

অস্ট্রিয়াতে ভিচি সরকার প্রতিষ্ঠিত হয়।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ফ্রান্সে ভিচি সরকার প্রতিষ্ঠিত হয়।

বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন নাৎসি দলের নির্যাতনে হল্যান্ডে পালিয়ে যান।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন নাৎসি দলের নির্যাতনে আমেরিকায় পালিয়ে যান।

বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বসে।

উত্তর – ঠিক।

1936 খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়।

উত্তর – ঠিক।

1939 খ্রিস্টাব্দে ইতিহাসখ্যাত মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1938 খ্রিস্টাব্দে ইতিহাসখ্যাত মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।

রাশিয়ার সাথে 1936 খ্রিস্টাব্দে জার্মানির অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – রাশিয়ার সাথে 1939 খ্রিস্টাব্দে জার্মানির অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট প্রথম জাপানের উপর পরমাণু বোমা ফেলে।

উত্তর – ঠিক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে UNO স্থাপিত হয়।

উত্তর – ঠিক।

রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন পোটস্ডাম সম্মেলনে অংশগ্রহণ করেন।

উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – হ্যারি ট্রুম্যান, ক্লিমেন্ট এটলি ও স্ট্যালিন পোটস্ডাম সম্মেলনে অংশগ্রহণ করেন।

নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।

বিবৃতি – প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে ‘গণতন্ত্রের মড়ক’ দেখা দেয়।

ব্যাখ্যা-1: ইউরোপে গণতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
ব্যাখ্যা-2: ইউরোপে প্রাণনাশক এক ভয়াবহ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল।
ব্যাখ্যা-3: ইউরোপের জনগণ গণতন্ত্র পছন্দ করত না।

উত্তর – ব্যাখ্যা-1: ইউরোপে গণতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

বিবৃতি – ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানি ও ইটালির প্রতি তোষণনীতি গ্রহণ করেছিল।

ব্যাখ্যা-1: ইংল্যান্ড ও ফ্রান্স সামরিক দিক থেকে দুর্বল ছিল।
ব্যাখ্যা-2: জার্মানি ও ইটালি অর্থ দিয়ে ব্রিটেন ও ফ্রান্সকে সাহায্য করত।
ব্যাখ্যা-3: জার্মানি ও ইটালিকে তোষণের মাধ্যমে তুষ্ট করে ইউরোপে যুদ্ধ এড়াতে এবং সাম্যবাদী রাশিয়াকে একঘরে করে রাখতে চেয়েছিল।

উত্তর – ব্যাখ্যা-3: জার্মানি ও ইটালিকে তোষণের মাধ্যমে তুষ্ট করে ইউরোপে যুদ্ধ এড়াতে এবং সাম্যবাদী রাশিয়াকে একঘরে করে রাখতে চেয়েছিল।

বিবৃতি – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা তথা পশ্চিমি রাষ্ট্রগুলি North Atlantic Treaty Organisation গড়ে তোলে।

ব্যাখ্যা-1: ভবিষ্যতে যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
ব্যাখ্যা-2: সাম্যবাদী রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য।
ব্যাখ্যা-3: তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা করার জন্য।

উত্তর – ব্যাখ্যা-2: সাম্যবাদী রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য।


আজকে এই আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, “দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী ইতিহাস - প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস – প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রমাণ করো।

প্রতিসরণ কোণ কাকে বলে? কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

একটি প্রিজমের i-δ লেখচিত্র আঁকো, যেখানে i হল আপতন কোণ ও δ হল চ্যুতিকোণ।

উত্তল লেন্স এবং অবতল লেন্স কয়প্রকার ও কী কী?

আলোকের বিক্ষেপণ কাকে বলে? র‍্যালের বিক্ষেপণ সূত্রটি লেখো।