আজ আমরা এই আর্টিকেলে নবম শ্রেণির ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর” এর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণির পরীক্ষার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম লেখো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র।
আবিসিনিয়ার বর্তমান নাম কী?
আবিসিনিয়ার বর্তমান নাম হল ইথিওপিয়া।
হেইলে সেলাসি কে ছিলেন?
হেইলে সেলাসি ছিলেন আবিসিনিয়ার সম্রাট। তিনি 1930 থেকে 1974 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং উদার গণতান্ত্রিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।
কত সালে ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল?
1934 সালের 5 ডিসেম্বর ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল, যা ইতালি ও আবিসিনিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের সূত্রপাত করে।
ইতালি কত সালে আবিসিনিয়া দখল করেছিল?
ইতালি 1936 সালে আবিসিনিয়া দখল করে, যা দ্বিতীয় ইতালীয়-আবিসিনিয়ার যুদ্ধের সূচনা করে।
ইতালি কত সালে জাতিসংঘ ত্যাগ করে?
ইতালি 1937 সালে জাতিসংঘ ত্যাগ করে।
কত সালে ইতালি আলবেনিয়া আক্রমণ করে?
ইতালি 1939 সালে আলবেনিয়া আক্রমণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একাংশ হিসেবে বিবেচিত হয়।
গ্রিসের কোন দ্বীপটি মুসোলিনি দখল করেন?
গ্রিসের কারফু দ্বীপটি মুসোলিনি দখল করেন। তবে, কারফু দখল করা হয়েছিল 1923 সালে এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল না, বরং ইতালির আগ্রাসী নীতি ও প্রাথমিক সংকটের অংশ ছিল।
জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল?
জাপান 1931 সালে মাঞ্চুরিয়া আক্রমণ করে, যা প্রথম চীন-জাপান যুদ্ধের সূচনা করে।
জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম কী রেখেছিল?
জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম রেখেছিল মাঞ্জুকুয়ো।
জাপান কত সালে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
জাপান 1933 সালে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য কী ছিল?
হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা।
জার্মানি কত সালে জাতিসংঘ ত্যাগ করে?
জার্মানি 1933 সালে জাতিসংঘ ত্যাগ করে।
পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
পোল-জার্মান অনাক্রমণ চুক্তি 1934 সালে স্বাক্ষরিত হয়।
পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়?
পোল-জার্মান অনাক্রমণ চুক্তি 10 বছরের জন্য স্বাক্ষরিত হয়।
কত সালে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে?
জার্মানি 1935 থেকে 1936 সালের মধ্যে সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে।
কত সালে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয়?
ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি 1935 সালে স্বাক্ষরিত হয়।
কত সালে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল?
স্পেনের গৃহযুদ্ধ 1936 সালে হয়েছিল।
কোন্ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয়?
স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলা হয়।
জেনারেল ফ্রাঙ্কো কোন দেশের শাসক ছিলেন?
জেনারেল ফ্রাঙ্কো স্পেনের শাসক ছিলেন।
স্পেনে কার নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি 1936 সালে স্বাক্ষরিত হয়েছিল।
কত সালে রোম-বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
রোম-বার্লিন অক্ষচুক্তি 1936 সালে স্বাক্ষরিত হয়েছিল।
রোম-বার্লিন অক্ষচুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
রোম-বার্লিন অক্ষচুক্তি মুসোলিনি ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
রোম-বার্লিন-টোকিও অক্ষজোট কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
রোম-বার্লিন-টোকিও অক্ষজোট 1937 সালে স্বাক্ষরিত হয়েছিল।
জার্মানি ও ইতালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল?
জার্মানি ও ইতালি ছাড়া জাপান অক্ষজোটের সদস্য ছিল।
কত সালে জার্মান বাহিনী অস্ট্রিয়া দখল করেছিল?
জার্মান বাহিনী 1938 সালে অস্ট্রিয়া দখল করেছিল।
মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
১৯৩৮ খ্রিস্টাব্দে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।
মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জার্মানির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।
মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল দখল করেন?
মিউনিখ চুক্তির ফলে হিটলার চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দখল করেন।
হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত?
হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা অপারেশন গ্রিন (Operation Green) নামে পরিচিত।
কোন্ কোন্ দেশ জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল?
ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল।
তোষণনীতির উদ্গাতা কে ছিলেন?
তোষণনীতির উদ্গাতা ছিলেন নেভিল চেম্বারলেন।
কোন ঘটনা তোষণনীতির অসারতা প্রমাণ করে?
১৯৩৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে হিটলার কর্তৃক সমগ্র চেকোশ্লোভাকিয়া দখল ইঙ্গ-ফরাসি পক্ষের তোষণনীতির অসারতা প্রমাণ করে।
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ১৯৩৯ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।
লিটল কমিশন কবে গঠিত হয়েছিল?
লিটল কমিশন ১৯৩২ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, ১৯৩৯ খ্রিস্টাব্দে নয়। এটি মাঞ্জুরিয়া সমস্যার তদন্তের জন্য গঠিত হয়েছিল।
হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন?
হিটলার ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন।
হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী?
হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম ছিল ফল ওয়াইস (Fall Weiss)
হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী?
হিটলার পোল্যান্ডের কাছে পোলিশ করিডর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হওয়ায় হিটলার পোল্যান্ড আক্রমণ করেন।
হিটলার কোন্ বন্দরের সাথে যোগাযোগের জন্য পোলিশ করিডর দাবি করেন?
হিটলার ডানজিগ বন্দরের সাথে যোগাযোগের জন্য পোলিশ করিডর দাবি করেন।
হিটলারের পোল্যান্ড আক্রমণকালে কারা পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল?
হিটলারের পোল্যান্ড আক্রমণকালে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে আসে।
কোন ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে?
১৯৩৯ খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ জাতিসংঘের পতনকে চিহ্নিত করে না। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা চিহ্নিত করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ও কীভাবে শুরু হয়?
১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
অক্ষশক্তি কাদের নিয়ে গঠিত হয়?
অক্ষশক্তি ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে গঠিত হয়।
One by one নীতি কে গ্রহণ করেছিলেন?
One by one নীতি হিটলার গ্রহণ করেছিলেন।
ব্রিটেনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
ব্রিটেনের যুদ্ধ জার্মানি ও ব্রিটেনের মধ্যে হয়েছিল।
কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন?
হিটলার রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি (Molotov-Ribbentrop pact) ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করেন।
হিটলার কবে রাশিয়া আক্রমণ করেন?
হিটলার ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ জুন রাশিয়া আক্রমণ করেন।
জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী?
জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা (Operation Barbarossa)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি কী নামে পরিচিত?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি পোড়ামাটির নীতি নামে পরিচিত।
মার্শাল ঝুকভ কে ছিলেন?
মার্শাল ঝুকভ ছিলেন সোভিয়েত সেনাপতি।
লেনিনগ্রাডের লড়াই কত খ্রিস্টাব্দে হয়েছিল?
লেনিনগ্রাডের লড়াই ১৯৪১ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, তবে এই লড়াই চলতে থাকে ১৯৪৪ পর্যন্ত।
স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়?
স্ট্যালিনগ্রাডের যুদ্ধ ১৯৪২ খ্রিস্টাব্দে শুরু হয়।
স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
স্ট্যালিনগ্রাডের যুদ্ধ সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে হয়েছিল।
স্ট্যালিনগ্রাডের যুদ্ধে কে জয়লাভ করে?
স্ট্যালিনগ্রাডের যুদ্ধে সোভিয়েত রাশিয়া জয়লাভ করে।
স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি কার কাছে আত্মসমর্পণ করে?
স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি সোভিয়েত সেনাপতি মার্শাল ঝুকভের কাছে আত্মসমর্পণ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে লেন্ড লিজ আইন পাস হয়?
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৪১ খ্রিস্টাব্দে লেন্ড লিজ আইন পাস হয়।
কে লেন্ড লিজ আইন ঘোষণা করেন?
মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট লেন্ড লিজ আইন ঘোষণা করেন।
আইজেন হাওয়ার কে ছিলেন?
আইজেন হাওয়ার ছিলেন মার্কিন সেনাপতি (মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতি)।
জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল?
জাপান ১৯৪১ খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল।
জাপান পার্ল হারবারে কাদের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল?
জাপান পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪১ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।
হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি কোথায় অবস্থিত?
হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি জাপানে অবস্থিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল?
আমেরিকা ১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ আগস্ট হিরোশিমা ও ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল।
কত খ্রিস্টাব্দে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল?
১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ মে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল।
কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে?
১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে।
কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?
১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
মিত্রপক্ষ কবে বিজয় দিবস (VE Day) পালন করে?
মিত্রপক্ষ ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ মে বিজয় দিবস (VE Day) পালন করে।
VE Day কথার পুরো অর্থ কী?
VE Day কথার পুরো অর্থ হল Victory in Europe Day।
ডি ডে (D Day) কথার অর্থ কী?
ডি ডে কথার অর্থ হল Day of Deliverance।
ডি ডে (D Day) বলতে কোন তারিখটি বোঝায়?
ডি ডে (D Day) বলতে ১৯৪৪ খ্রিস্টাব্দের ৬ জুন তারিখটি বোঝায়।
কার পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?
জাপানের পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
কার আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?
জার্মানির আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
কার আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়?
জাপানের আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। তিনি ১৯৪১ সালের অক্টোবর থেকে ১৯৪৪ সালের জুলাই পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তিনি ১৯৪০ সালের মে থেকে ১৯৪৫ সালের জুলাই পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তিনি ১৯৩৩ সালের মার্চ থেকে ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন দালাদিয়ার। তিনি ১৯৩৮ সালের জুন থেকে ১৯৪০ সালের মার্চ পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। তিনি ১৯৩৩ সালের জানুয়ারি থেকে ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল?
ইয়াল্টা সম্মেলন ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের ইয়াল্টা শহরে হয়েছিল।
পোটসডাম সম্মেলন কবে হয়েছিল?
পোটসডাম সম্মেলন ১৯৪৫ সালের ১৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত জার্মানির পোটসডাম শহরে হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ কোন্ দেশে সাম্যবাদী ভাবধারার প্রসার হয়েছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি দেশে সাম্যবাদী ভাবধারার প্রসার হয়েছিল।
দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় কখন?
দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর।
NATO – র পুরো কথাটি লেখো।
NATO – র পুরো কথাটি হল North Atlantic Treaty Organization।
ওয়ারশ চুক্তি কাদের মধ্যে গড়ে ওঠে?
ওয়ারশ চুক্তি সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলির মধ্যে গড়ে ওঠে।
SEATO – র পুরো কথাটি লেখো।
SEATO – র পুরো কথাটি হল South East Asia Treaty Organization।
CENTO – র পুরো কথাটি লেখো।
CENTO – র পুরো কথাটি হল Central Treaty Organization।
তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে কোন্ কোন্ সাগর-মহাসাগরের নাম যুক্ত?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের নাম যুক্ত।
একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম লেখো।
একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম হল ক্যারেজাস।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা কত?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা প্রায় ৫০ মিলিয়ন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোন্ সংস্থা প্রতিষ্ঠিত হয়?
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিসংঘ (United Nations) প্রতিষ্ঠিত হয়।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, “দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর” এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি এই লেখাটি আপনাদের কাজে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। ধন্যবাদ।