নবম শ্রেণী – ইতিহাস – জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ – অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

আজ আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় “জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ” থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে এই প্রশ্নগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

Table of Contents

নবম শ্রেণী - ইতিহাস - জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ - অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
নবম শ্রেণী – ইতিহাস – জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ – অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী?

প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থার নাম ছিল লিগ অব নেশনস (League of Nations)।

আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি?

আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হলো লিগ অব নেশনস।

কোন সম্মেলনে লিগ অব নেশনস প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল?

প্যারিস শান্তি সম্মেলনে (Paris Peace Conference) লিগ অব নেশনস প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল।

লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?

1919 সালে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

লিগ অব নেশনসের জনক কাকে বলা হয়?

উড্রো উইলসনকে (Woodrow Wilson) লিগ অব নেশনসের জনক বলা হয়।

উড্রো উইলসন কে ছিলেন?

উড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি।

উড্রো উইলসন কবে চোদ্দো দফা শর্ত ঘোষণা করেছিলেন?

উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি চোদ্দো দফা শর্ত ঘোষণা করেছিলেন।

উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে লিগ অব নেশনস গঠনের কথা উল্লেখ করা হয়?

উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের 14তম শর্তে লিগ অব নেশনস গঠনের কথা উল্লেখ করা হয়।

উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের 14তম শর্তে কী বলা হয়েছিল?

উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের 14তম শর্তে বলা হয়েছিল যে, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে।

লিগ কভেনান্ট কী?

লিগ কভেনান্ট হলো লিগ অব নেশনসের সংবিধান বা গঠনতন্ত্র।

কত সালে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়?

1919 সালে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়।

লিগ কভেনান্ট বা লিগের সনদে কয়টি ধারা ছিল?

লিগ কভেনান্ট বা লিগের সনদে 26টি ধারা ছিল।

কত খ্রিস্টাব্দে জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়?

জাতিসংঘের চুক্তিপত্রটি 1945 সালে গৃহীত হয়।

কোন দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত?

জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে 1945 সালের 24 অক্টোবরকে পরিচিত।

কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে?

1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি লিগের প্রথম অধিবেশন বসে।

জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?

জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।

জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল?

লিগ অব নেশনসের সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তবে, বর্তমান জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

জাতিসংঘের প্রথম অধিবেশনে কটি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল?

জাতিসংঘের প্রথম অধিবেশনে 51টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল 42।

জাতিসংঘের সনদ অনুযায়ী কটি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল?

জাতিসংঘের সনদ অনুযায়ী 6টি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল। এই সংস্থাগুলো হল – সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচার আদালত এবং ট্রাস্টি পরিষদ।

জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত?

জাতিসংঘের সাধারণ সভা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সকল প্রতিনিধিদের নিয়ে গঠিত হত।

জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে?

জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের 5 জন পর্যন্ত প্রতিনিধি থাকতে পারে, তবে ভোট প্রদানের ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের একটি করে ভোট থাকে।

জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল?

জাতিসংঘের সাধারণ সভার কাজ ছিল – বিশ্বশান্তি, নিরাপত্তা, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, এবং আন্তর্জাতিক আইন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা।

বছরে কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত?

বছরে কমপক্ষে 1 বার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত, যা সাধারণত সেপ্টেম্বর মাসে শুরু হয়।

জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর?

জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল নিরাপত্তা পরিষদের উপর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমে কতজন স্থায়ী সদস্য ছিল?

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমে 5 জন স্থায়ী সদস্য ছিল।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা?

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা হল – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।

আমেরিকা যুক্তরাষ্ট্র কেন লিগ অফ নেশনসে যোগদান করেনি?

আমেরিকার সরকার লিগ অফ নেশনসে যোগদানের চুক্তি অনুমোদন না করায় আমেরিকা যুক্তরাষ্ট্র যোগদান করেনি।

কারা নতুন সদস্য হিসেবে লিগ অফ নেশনসে যোগদান করে?

জার্মানি ও সোভিয়েত রাশিয়া নতুন সদস্য হিসেবে লিগ অফ নেশনসে যোগদান করে।

বছরে কমপক্ষে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত?

বছরে কমপক্ষে 3 বার লিগ পরিষদের অধিবেশন বসত।

জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে ছিলেন?

জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব ছিলেন ট্রাইগেভ লি (Trygve Lie)।

জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি কটি ভোট দিতে পারত?

জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি 1টি করে ভোট দিতে পারত।

PCIJ – এর পুরো নাম কী?

PCIJ – এর পুরো নাম হল Permanent Court of International Justice।

আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল?

আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় ছিল হল্যান্ডের হেগ শহরে।

ILO – এর পুরো নাম কী?

ILO – এর পুরো নাম হল International Labour Organization।

আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল?

আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

লিগ অব নেশনসের চূড়ান্ত গৌরবের যুগ কোন সময়কালকে বলা হয়?

লিগ অব নেশনসের চূড়ান্ত গৌরবের যুগ 1924 থেকে 1930 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয়।

জেনেভা প্রোটোকল কী?

জেনেভা প্রোটোকল হল 1925 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত একটি দলিল যা রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে।

কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়?

1925 খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়।

জেনেভা প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে?

জেনেভা প্রোটোকলে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহারকে আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে।

বিজয়ী ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম কোথায় মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়?

বিজয়ী ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম সুইজারল্যান্ডের লোকার্নো শহরে মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়?

1925 খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়।

লোকার্নো চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?

লোকার্নো চুক্তি ফ্রান্স, জার্মানি, এবং অন্যান্য প্রধান ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত হয়।

কত খ্রিস্টাব্দে জার্মানি লিগ অব নেশনসে যোগদান করে?

1926 খ্রিস্টাব্দে জার্মানি লিগ অব নেশনসে যোগদান করে।

কত খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়?

1928 খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়।

কটি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে?

প্রাথমিকভাবে 15টি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে, পরে মোট 62টি দেশ এই চুক্তিতে অংশগ্রহণ করে।

কেলগ-ব্রিয়াঁ চুক্তি অপর কী নামে পরিচিত?

কেলগ-ব্রিয়াঁ চুক্তি 1928 খ্রিস্টাব্দের প্যারিস শান্তি চুক্তি নামেও পরিচিত।

কত খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া দখল করে?

1931 খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া দখল করে।

জাপান ও ইটালি কবে লিগ অব নেশনসের সদস্যপদ ত্যাগ করে?

জাপান 1933 খ্রিস্টাব্দে এবং ইটালি 1937 খ্রিস্টাব্দে লিগ অব নেশনসের সদস্যপদ ত্যাগ করে।

লিগ অব নেশনসের অবসানের সূত্রপাত হয় কখন?

1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে লিগ অব নেশনসের অবসানের সূত্রপাত হয়।

আনুষ্ঠানিকভাবে লিগ অব নেশনসের অবসান কবে হয়?

1946 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগ অব নেশনসের অবসান হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কতটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত 3টি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়।

লিগ অব নেশনস প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?

লিগ অব নেশনস প্রতিষ্ঠার 20 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, তার নাম হল জাতিসংঘ বা UNO।

UNO – এর পুরো নাম কী?

UNO – এর পুরো নাম হল United Nations Organisation।

সম্মিলিত জাতিপুঞ্জ কোন্ আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি?

সম্মিলিত জাতিপুঞ্জ জাতিসংঘ লিগ অব নেশনসের উত্তরসূরি।

সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

সম্মিলিত জাতিপুঞ্জ 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত ছিল?

প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা ছিল 51।

কোন্ দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়?

24 অক্টোবর দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়।

সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন?

সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

রুজভেল্ট কে ছিলেন?

রুজভেল্ট ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইউনাইটেড নেশনস শব্দটি কে চয়ন করেন?

ইউনাইটেড নেশনস শব্দটি চয়ন করেন ফ্র্যাংকলিন ডি. রুজভেল্ট।

কত খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয়?

1941 খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয়।

কোন ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয়?

আটলান্টিক সনদ (1941, আগস্ট) ঘোষণার ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয়।

আটল্যান্টিক সনদ কবে ঘোষিত হয়?

আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট ঘোষিত হয়।

আটল্যান্টিক সনদ কারা ঘোষণা করেন?

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক সনদ ঘোষণা করেন।

আটল্যান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?

আটলান্টিক সনদ আটলান্টিক মহাসাগরের উপর “প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে স্বাক্ষরিত হয়।

ওয়াশিংটন সম্মেলন কবে আহূত হয়?

ওয়াশিংটন সম্মেলন 1942 খ্রিস্টাব্দে আহূত হয়।

ওয়াশিংটন সম্মেলনে কটি দেশের প্রতিনিধিবর্গ যোগ দেন?

ওয়াশিংটন সম্মেলনে 26টি দেশের প্রতিনিধিবর্গ যোগ দেন।

মস্কো ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?

মস্কো ঘোষণাপত্র 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়?

1943 খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়।

তেহরান সম্মেলনে কোন্ কোন্ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেন?

তেহরান সম্মেলনে রাশিয়ার জোসেফ স্ট্যালিন, যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের ফ্র্যাংকলিন ডি. রুজভেল্ট যোগদান করেন।

কত খ্রিস্টাব্দে ডাম্বারটন ওক্স্ সম্মেলন অনুষ্ঠিত হয়?

1944 খ্রিস্টাব্দে ডাম্বারটন ওক্স্ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে আহূত হয়?

ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে আহূত হয়।

ইয়াল্টা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?

ইয়াল্টা সম্মেলনে স্ট্যালিন, চার্চিল ও রুজভেল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয়?

1945 খ্রিস্টাব্দের সানফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয়।

কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়?

সানফ্রান্সিসকো সম্মেলনে (1945 খ্রিস্টাব্দ) সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়।

সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি কী নামে পরিচিত?

সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি সনদ (Charter) নামে পরিচিত।

কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়?

1945 খ্রিস্টাব্দের 26 জুন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়।

জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয়?

জাতিপুঞ্জের মূল আধার বলা হয় জাতিপুঞ্জের সনদকে।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য ছিলেন 50 জন। পোল্যান্ড পরবর্তীতে এতে স্বাক্ষর করলে সদস্য সংখ্যা 51 জন হয়।

সনদ সদস্য (Charter Member) কাদের বলা হয়?

1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে 51টি দেশ প্রথম স্বাক্ষর করেছিল, তাদের সনদ সদস্য বলা হয়।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদ 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এটি বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবেও পালিত হয়।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 19টি অধ্যায় আছে।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোন রাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল?

আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের পূর্ববর্তী কাঠামোর অনুপ্রেরণায় তৈরি করা হয়।

সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত?

সম্মিলিত জাতিপুঞ্জ 6টি প্রধান সংস্থা নিয়ে গঠিত।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় 6টি সংস্থার কথা বলা হয়েছে?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 7নং ধারায় 6টি সংস্থার কথা বলা হয়েছে।

সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি?

সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা হল সাধারণ সভা।

সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়?

সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়।

জাতিপুঞ্জের কোন সভাকে সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ বলা হয়?

জাতিপুঞ্জের সাধারণ সভাকে সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ বলা হয়।

কবে সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়?

প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়।

সাধারণ সভার অধিবেশনে কতজন সহ-সভাপতি নির্বাচিত হন?

সাধারণ সভার অধিবেশনে 21 জন সহ-সভাপতি নির্বাচিত হন।

বর্তমানে সাধারণ সভার সদস্যসংখ্যা কত?

বর্তমানে সাধারণ সভার সদস্যসংখ্যা 193 (2016 পর্যন্ত)।

সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র কতটি ভোট দিতে পারে?

সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র 1টি ভোট দিতে পারে।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে?

সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 18নং ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে।

কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভার কতজনের সমর্থন প্রয়োজন?

কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন।

সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কী?

সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম হল দক্ষিণ সুদান (2011 খ্রি.)।

কোন্ সংস্থাকে জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয়?

নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয়।

জাতিসংঘের চালিকাশক্তি কাকে বলা হয়?

জাতিসংঘের চালিকাশক্তি বলা হয় নিরাপত্তা পরিষদকে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমে কত সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল?

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমে ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী) সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল।

কোন খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি করে ১০ করা হয়?

1965 খ্রিস্টাব্দে 23(ক) ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা 6 থেকে বৃদ্ধি করে 10 করা হয়।

বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?

বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা 15।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা 5।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা?

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ হল – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন (1971 খ্রিস্টাব্দ থেকে) এবং রাশিয়া (1991 খ্রিস্টাব্দ থেকে, পূর্বে সোভিয়েত ইউনিয়ন)।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হয়?
অথবা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ 2 বছরের জন্য নির্বাচিত হয়।

জাতিসংঘে কারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে?

জাতিসংঘে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

ভেটো কী?

যে বিশেষ অধিকারবলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য কোনো প্রস্তাবকে নাকচ করে দিতে পারে, তাকে ভেটো বলে।

ভেটো শব্দের অর্থ কী?

ভেটো শব্দের অর্থ নিষেধাজ্ঞা।

কত জন সদস্য নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল?

18 জন সদস্য নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হন।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যগণ সাধারণ পরিষদের দ্বারা নির্বাচিত হন।

বর্তমানে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা কত?

বর্তমানে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা 54।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে প্রতি ৩ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়?

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে প্রতি ৩ বছর অন্তর 18 জন (এক-তৃতীয়াংশ) সদস্যকে পদত্যাগ করতে হয়।

FAO – এর পুরো নাম কী?

FAO – এর পুরো নাম হল Food and Agriculture Organization।

IMF – এর পুরো নাম কী?

IMF – এর পুরো নাম হল International Monetary Fund।

ILO – এর পুরো নাম কী?

ILO – এর পুরো নাম হল International Labour Organization।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) প্রথম পরিচালক কে ছিলেন?

আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) প্রথম পরিচালক ছিলেন অ্যালবার্ট টমাস।

WHO – এর পুরো নাম কী?

WHO – এর পুরো নাম হল World Health Organization।

UNESCO – এর পুরো নাম কী?

UNESCO – এর পুরো নাম হল United Nations Educational, Scientific and Cultural Organization।

UNICEF – এর পুরো নাম কী?

UNICEF – এর পুরো নাম হল United Nations Children’s Emergency Fund।

WTO – এর পুরো নাম কী?

WTO – এর পুরো নাম হল World Trade Organization।

UNRRA – এর পুরো নাম কী?

UNRRA – এর পুরো নাম হল United Nations Relief and Rehabilitation Administration।

জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশ কোন মহাদেশে অবস্থিত?

জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশ আফ্রিকা মহাদেশে অবস্থিত।

জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম কী?

জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম হলো পালাউ।

জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?

জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।

জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত?

জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় 15 জন বিচারপতি নিয়ে গঠিত।

জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর?

জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর।

জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে কী বলা হয়?

জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব।

জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব।

জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?

জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর।

জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?

সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি হাল্ডডান লি।

জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?

জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম হলো আন্তোনিও গুতেরেস।

জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত?

জাতিপুঞ্জের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত।

জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত?

জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হলো 193 (2016 খ্রিস্টাব্দ অনুযায়ী)।

কোন বছর জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

2001 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল।


আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়, “জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ” এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। আশা করি, এই প্রশ্নোত্তরগুলো আপনার পরীক্ষার প্রস্তুতি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক প্রমাণিত হবে। যদি এই আর্টিকেলটি আপনার উপকারে আসে, তবে তা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত আছি। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন