এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কোশ’ অংশের গুরুত্বপূর্ণ অঙ্কনধর্মী প্রশ্নাবলি নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

একটি প্রাণীকোশের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
অনুরূপ প্রশ্ন, একটি ইউক্যারিওটিক কোশের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

একটি উদ্ভিদকোশের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

একটি প্রোক্যারিওটিক কোশের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

একটি ইউক্যারিওটিক নিউক্লিয়াসের ছবি আঁকো ও নীচের অংশগুলি চিহ্নিত করো? – 1. নিউক্লিওপ্লাজম, 2. নিউক্লিওপর্দা, 3. নিউক্লিওজালিকা, 4. নিউক্লিওলাস।

মাইটোকনড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন করো।

চিত্রসহ কোশপ্রাচীরের পরাণুগঠনটি লেখো।

ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

কোশপর্দার তরল মোজেইক নকশার চিহ্নাঙ্কিত সরল চিত্র অঙ্কন করো।

সেন্ট্রিওলের কার্ট হুইল মডেলটি অঙ্কন করো এবং দুটি অংশ চিহ্নিত করো।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কোশ’ অংশের অঙ্কনধর্মী প্রশ্নাবলি নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন