ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল? ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল? ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল? ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল? ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

ফরাজি কথার অর্থ ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য। মহম্মদ-প্রদর্শিত পথে ইসলামের সংস্কার ও পুনরুজ্জীবনের আদর্শ নিয়ে হাজি শরিয়ৎ উল্লাহ্ 1820 খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের সূচনা করেছিলেন। আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিন্দু জমিদার কর্তৃক ধর্মীয় কারণে ফরাজিদের উপর অতিরিক্ত ধর্মীয় কর বা ‘আবওয়াব’ আদায়। ফরাজিদের শক্তির উৎস ছিল ধর্মীয় ঐক্য কিন্তু অবধারিত ভাবে এটি একটি কৃষক অভ্যুত্থান।

ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল?

ফরাজি আন্দোলনের লক্ষ ছিল –

  • ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে কোরান-নির্দেশিত পথে ইসলামের শুদ্ধিকরণ;
  • জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও কারিগরদের সংঘবদ্ধ করা; এবং
  • ভারতকে ‘দার-উল-ইসলাম’ বা ইসলামের দেশে পরিণত করা।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ফরাজি আন্দোলন কী?

ফরাজি আন্দোলন ছিল 19শ শতকের একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন যা হাজি শরিয়তউল্লাহ্ 1820 সালে শুরু করেছিলেন। এটি ইসলামের “ফরজ” (অবশ্য পালনীয় কর্তব্য) অনুশীলনের উপর জোর দিত।

ফরাজি শব্দের অর্থ কী?

“ফরাজি” শব্দটি আরবি “ফরজ” থেকে এসেছে, যার অর্থ ইসলামের বাধ্যতামূলক কর্তব্য বা ঈশ্বরের নির্দেশিত কাজ।

ফরাজি আন্দোলনের প্রধান কারণ কী ছিল?

প্রধান কারণগুলো ছিল –
1. হিন্দু জমিদারদের দ্বারা মুসলিম কৃষকদের উপর অতিরিক্ত কর (আবওয়াব) আরোপ।
2. ইসলামী অনুশীলনে সংস্কার আনা।
3. ব্রিটিশ ও নীলকরদের শোষণের বিরুদ্ধে রক্ষা।

ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

প্রথম পর্যায়ে হাজি শরিয়তউল্লাহ্ এবং পরে তাঁর পুত্র দুদু মিয়াঁ নেতৃত্ব দেন।

ফরাজিরা কেন জমিদারদের বিরোধিতা করেছিল?

জমিদাররা মুসলিম কৃষকদের উপর অবৈধ কর (আবওয়াব) চাপিয়ে দিত এবং ধর্মীয়ভাবে অত্যাচার করত, যা ফরাজিরা প্রতিরোধ করতে চেয়েছিল।

ফরাজি আন্দোলন কি শুধু ধর্মীয় আন্দোলন ছিল?

না, এটি ধর্মীয় সংস্কার আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীতে এটি ব্রিটিশ বিরোধী ও কৃষক আন্দোলনের রূপ নেয়।

দুদু মিয়াঁ কে ছিলেন?

দুদু মিয়াঁ ছিলেন হাজি শরিয়তউল্লাহ্-র পুত্র যিনি ফরাজি আন্দোলনকে আরও সংগঠিত করেন এবং এটি কৃষক আন্দোলনে রূপান্তরিত করেন।

ফরাজি আন্দোলনের শেষ কীভাবে হয়?

ব্রিটিশ সরকার 1860 -এর দশকে দমননীতি প্রয়োগ করে এবং দুদু মিয়াঁকে কারারুদ্ধ করে আন্দোলন দুর্বল করে দেয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল? ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?” নিয়ে আলোচনা করেছি। এই “ফরাজি আন্দোলনের লক্ষ কী ছিল? ফরাজি আন্দোলন কী ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।

ভারতীয় মৃত্তিকায় উৎপন্ন ফসলমূহ সম্পর্কে লেখো

ভারতীয় মৃত্তিকায় উৎপন্ন ফসলমূহ সম্পর্কে লেখো।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।

ভারতীয় মৃত্তিকায় উৎপন্ন ফসলমূহ সম্পর্কে লেখো।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

নবম শ্রেণি বাংলা – চন্দ্রনাথ – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – চন্দ্রনাথ – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর