দশম শ্রেণি – বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – বিষয়সংক্ষেপ

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক বাংলার সপ্তম পাঠের দ্বিতীয় বিভাগ, “অস্ত্রের বিরুদ্ধে গান” এর বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রায়শই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

দশম শ্রেণি – বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – বিষয়সংক্ষেপ

জয় গোস্বামীর কবি পরিচিতি

জয় গোস্বামীর ভূমিকা –

আধুনিক বাংলা কবিতার অন্যতম সেরা কবি হলেন জয় গোস্বামী। তাঁর কবিতাগুলি ভাষা, শব্দ ও ছন্দের অপূর্ব ব্যবহার এবং গভীরতা দিয়ে অনন্য হয়ে উঠেছে।

জয় গোস্বামীর জন্ম এবং শৈশব –

1954 খ্রিস্টাব্দের 10 নভেম্বর কলকাতায় জয় গোস্বামীর জন্ম। পাঁচ বছর বয়সে তাঁরা সপরিবারে রানাঘাটে চলে যান। মাত্র আট বছর বয়সে তাঁর বাবা মারা যান। জয় গোস্বামীর মা ছিলেন শিক্ষিকা।

জয় গোস্বামীর সাহিত্যকীর্তি –

জয় গোস্বামীর প্রথম কবিতা লেখা হয় তেরো বছর বয়সে, বাড়ির পুরোনো সিলিং পাখা নিয়ে। উনিশ বছর বয়সে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। 1976 খ্রিস্টাব্দ থেকে ‘দেশ’ পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। 1977 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা-সংকলন ‘ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ’। এরপর একে একে প্রকাশিত হয়েছে ‘প্রত্নজীব’ (1978 খ্রিস্টাব্দ), ‘আলেয়াহ্রদ’ (1981 খ্রিস্টাব্দ), ‘উন্মাদের পাঠক্রম’ (1986 খ্রিস্টাব্দ), ‘ভুতুমভগবান’ (1988 খ্রিস্টাব্দ), ‘ঘুমিয়েছ, ঝাউপাতা?’ (1989 খ্রিস্টাব্দ), ‘আজ যদি আমাকে জিজ্ঞেস করো’ (1991 খ্রিস্টাব্দ), ‘গোল্লা’ (1991 খ্রিস্টাব্দ), ‘পাগলী, তোমার সঙ্গে’ (1994 খ্রিস্টাব্দ), ‘বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা’ (1995 খ্রিস্টাব্দ), ‘পাখি, হুশ’ (1995 খ্রিস্টাব্দ), ‘ওঃ স্বপ্ন’ (1996 খ্রিস্টাব্দ) ইত্যাদি কবিতার বই। 1990 খ্রিস্টাব্দতে ‘ঘুমিয়েছ, ঝাউপাতা?’ কাব্যগ্রন্থের জন্য এবং 1998 খ্রিস্টাব্দতে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কাব্যোপন্যাসের জন্য কবি দু-বার ‘আনন্দ পুরস্কার’ পেয়েছেন। 1997 খ্রিস্টাব্দে জয় গোস্বামী তাঁর ‘বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা’ কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পান। 2000 খ্রিস্টাব্দে ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য পান সাহিত্য অকাদেমি পুরস্কার। এছাড়াও তিনি বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

জয় গোস্বামীর লিখনশৈলী –

বাস্তব জীবনের নানা ঘটনা এবং অভিজ্ঞতার ছোঁয়া জয় গোস্বামীর কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তিনি বাস্তব জীবন থেকে তাঁর কবিতার উপকরণ সংগ্রহ করেন। তাই কখনও লালগোলা-বনগাঁর ট্রেনের চাল-তোলা মাসিপিসি, কখনও বিয়ে না হওয়া সেলাই দিদিমণি তাঁর কবিতার বিষয় হয়ে ওঠে। প্রেম ও নিঃসঙ্গতাও তাঁর কবিতায় বারবার ফিরে আসে। জয় গোস্বামীর কবিতা উচ্চকণ্ঠের নয়, বরং তীব্রতার সঙ্গে কোমলতা মিশিয়ে একটি নিজস্ব কাব্যভাষা তৈরি করেছেন। তাঁর কবিতায় ছন্দের বৈচিত্র্য এবং প্রতীকের ব্যবহারের মাধ্যমে গভীরতা প্রকাশিত হয়। তাই তিনি বলতে পারেন – “কলম একমাত্র সত্য। বায়ু অগ্নি জল/প্রবাহিত তার মধ্যে। জগৎ নিশ্চল” (কলম, লেখনক্রিয়া)

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ -এর উৎস

1997 খ্রিস্টাব্দে প্রকাশিত জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি সংকলিত হয়েছে।

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ -এর সারসংক্ষেপ

গানের শক্তিতে বলীয়ান কবি অস্ত্রের বিরুদ্ধে তাঁর যুদ্ধ ঘোষণা করেছেন। এই গানকে সঙ্গে নিয়েই তিনি যে-কোনো প্রতিবাদের মিছিলে হাজার মানুষের সঙ্গে হেঁটেছেন এবং এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছেন। গানকে বর্মের মতো ব্যবহার করে তিনি বুলেটও প্রতিহত করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ, গানের মধ্যেই কবি খুঁজে পেয়েছেন সেই আশ্চর্য শক্তি, যার মাধ্যমে যুদ্ধ থেমে যায় এবং সৃষ্টি হয় শান্তির বাতাবরণ। মাথার ওপর শকুন বা চিল উড়ে চললেও কবি তাঁর অন্তরের কোকিল অর্থাৎ গানের ক্ষমতার উপরেই ভরসা রেখেছেন। বর্ম খুলে ফেললে যখন যুদ্ধের মানসিকতা সরে যায়, তখন এই গানকেই তাঁর ঋষিবালকের মতো শান্ত ও সমাহিত মনে হয়। গানের স্রোতে ভেসে কবি পৌঁছে যান লোকজীবনের গভীরে। গান মানুষকে নদীতে বা গ্রামে নিয়ে যায়। গানের হাত ধরেই কবি সর্বত্র মানুষের হৃদয়ে পৌঁছে যান। গানের বিপুল ক্ষমতা উপলব্ধি করে কবি যুদ্ধবাজদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন গানের কাছে সমস্ত অস্ত্র সমর্পণ করে।

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ -এর নামকরণ

সাহিত্যে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নামকরণ নানান দিক থেকে হতে পারে, কখনও বিষয়বস্তুকেন্দ্রিক, কখনও প্রতীকী বা চরিত্রধর্মী, কখনও-বা তা ব্যঞ্জনাধর্মী। আমাদের বিচার্য বিষয় জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির নামকরণ কতদূর সার্থক তা দেখা।

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার শিরোনামটি ব্যঞ্জনাধর্মী। কেন-না, ‘অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র’ এই স্বাভাবিক স্লোগানকে কবি বদলে দিয়ে এক বিশেষ বার্তা দিতে চেয়েছেন। কবিতার বিষয়বস্তু অবশ্যই যুদ্ধবিরোধী কিন্তু এই বিরোধিতার কৌশল আলাদা। কবিতার শুরুতেই কবি বলেছেন, “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে।” অস্ত্র ফেলার মধ্য দিয়ে আর পাঁচ জন শান্তিকামী মানুষের মতোই কবি শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। পায়ের কাছে অস্ত্র রাখার আহ্বান যুদ্ধবাজদের আত্মসমর্পণের দিকটিকেই বড়ো করে তোলে। গানকে বর্ম হিসেবে ব্যবহার করে কবি সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান। তাই অস্ত্রের বিরুদ্ধে গান গাইতে গাইতেই কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। অর্থাৎ গানের শান্তি দিয়ে তিনি অনায়াসে যুদ্ধ আর ধ্বংসকে রুখে দিতে পারেন। সমাজে যখন লোভী চিল-শকুন রূপ যুদ্ধবাজদের আনাগোনা, কবির সম্বল তখন শুধু একটা কোকিল যা আসলে মানুষের সৃজনশীল সত্তা। এই কোকিলই কবিকে হাজার উপায়ে গান বেঁধে দেবে। গানই ঋষিবালকের মতো পবিত্রতার প্রতীক হয়ে কবিকে তথা সমাজকে মনুষ্যত্বের পথ দেখাবে। তাই হিংসার বিরুদ্ধে হিংসা বা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়-যাবতীয় অশুভ শক্তির বিরুদ্ধে গানকে বর্ম করে কবি সত্যে ও শান্তিতে পৌঁছোতে চান। এই মূলভাবকে সামনে রেখে দেওয়া কবিতাটির নাম গভীর ব্যঞ্জনার ইঙ্গিত দেয়। তাই কবিতাটির নামকরণ সম্পূর্ণরূপে সংগত এবং যথাযথ।


আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলার সপ্তম পাঠের দ্বিতীয় বিভাগ, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই ধরনের প্রশ্ন প্রায়শই পরীক্ষায় দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, এই পোস্টটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যারা এটি থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

“দশম শ্রেণি – বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – বিষয়সংক্ষেপ” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা