মাধ্যমিক ভূগোল – বারিমন্ডল – সমুদ্রস্রোত – একটি বা দুটি শব্দে উত্তর দাও

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায়ের বারিমণ্ডলের জোয়ারভাটা বিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Table of Contents

মাধ্যমিক ভূগোল – বারিমন্ডল – সমুদ্রস্রোত – একটি বা দুটি শব্দে উত্তর দাও

মাধ্যমিক ভূগোল – বারিমন্ডল – সমুদ্রস্রোত – একটি বা দুটি শব্দে উত্তর দাও

সমুদ্রজলের এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকে কী বলে?

সমুদ্রস্রোত।

সমুদ্রজলের একই স্থানের ওঠানামাকে কী বলে?

সমুদ্রতরঙ্গ।

সমুদ্রতরঙ্গ উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে তাকে কী বলে?

সম্মুখ তরঙ্গ বা সোয়াশ।

সমুদ্রের ঢেউ যখন উপকূল থেকে সমুদ্রের দিকে যায় তখন তাকে কী বলে?

পশ্চাৎগামী তরঙ্গ।

পশ্চাৎগামী তরঙ্গকে আর কী নামে ডাকা হয়?

বিনাশকারী তরঙ্গ।

ছোটো ছোটো যে তরঙ্গগুলি উপকূলভাগ গঠন করে তাকে কী বলে?

গঠনকারী তরঙ্গ।

যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাকে কী বলে?

বহিঃস্রোত।

যে স্রোত সমুদ্রের নীচের অংশ দিয়ে এগিয়ে যায় তাকে কী বলে?

অন্তঃস্রোত।

সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে?

নিয়ত বায়ু।

উষ্ণ স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?

নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে।

শীতল স্রোত কোন দিক থেকে কোন দিকে যায়?

মেরু থেকে নিরক্ষরেখার দিকে।

আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম করো।

গ্র্যান্ড ব্যাংক।

কোন গোলার্ধে জলভাগের আয়তন বেশি?

দক্ষিণ গোলার্ধে।

পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী?

প্রশান্ত মহাসাগর।

ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন কোন বায়ু দ্বারা প্রভাবিত হয়?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ু দ্বারা।

কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়?

মৌসুমি বায়ু।

কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়?

আটলান্টিক মহাসাগরে।

পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী?

মারিয়ানা খাত।

স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কী বলে?

শৈবাল সাগর।

কোন দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে?

মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোত।

আটলান্টিক মহাসাগরের একটি শীতল সমুদ্রস্রোতের নাম লেখো।

বেঙ্গুয়েলা স্রোত।

আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ সমুদ্রস্রোতের নাম করো।

উপসাগরীয় স্রোত।

একটি শীতল সমুদ্রস্রোতের উদাহরণ দাও।

ল্যাব্রাডর স্রোত।

মগ্নচড়ায় কি চাষ হয়?

মৎস।

আরও পড়ুন – বিভিন্ন গতিতে নদীর কার্যের তুলনামূলক সংক্ষিপ্ত বিবরণ

আজকে আমরা আমাদের আর্টিকেল এ মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বারিমণ্ডলের জোয়ারভাটা বিভাগের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাদের এর প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন