আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশের “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।
ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণিবিভাগ কে করেন?
বনবিজ্ঞানী চ্যাম্পিয়ন।
আন্দামান ও নিকোবরে কী ধরনের বনভূমি রয়েছে?
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি।
রবার গাছ কী ধরনের উদ্ভিদ?
ক্রান্তীয় চিরহরিৎ।
যেখানে বছরে 200 সেমি বা তার বেশি বৃষ্টিপাত হয় সেখানে কী ধরনের বনভূমি জন্মায়?
চিরহরিৎ বনভূমি।
কোন ধরনের গাছের বর্ষবলয় ভালোভাবে বোঝা যায়?
ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের।
ভারতে কোন ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি।
মরু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য বলো।
কাঁটাযুক্ত হয়।
ফণীমনসা কী জাতীয় উদ্ভিদ?
মরু উদ্ভিদ।
পূর্ব হিমালয়ের 1000-3000 মিটার উচ্চতায় কোন ধরনের উদ্ভিদ জন্মায়?
মিশ্র অরণ্য।
যে কাল্পনিক রেখার ওপরে কোনো গাছ জন্মায় না, তাকে কী বলে?
উদ্ভিদ রেখা।
কোন ধরনের উদ্ভিদ থেকে দিয়াশলাই তৈরি করা যায়?
সরলবর্গীয় উদ্ভিদ।
কোন ধরনের গাছে ঠেসমূল থাকে?
ম্যানগ্রোভ অরণ্যে।
অরণ্যের একটি পরোক্ষ উপকার সম্পর্কে বলো।
ভূমিক্ষয় রোধ।
ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
সুন্দরবন।
ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
দেরাদুনে।
পৃথিবীর মোট ভূমিভাগের কত শতাংশ ভারতে আছে?
1 শতাংশের মতো।
ভারতের ক্ষেত্রফলের মধ্যে বনভূমির পরিমাণ কত?
24.01 শতাংশ (সূত্র: India State of Forest Report 2013)।
ভারতের কত মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল?
35 লক্ষ।
সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?
2 শতাংশ।
খ্রিস্টপূর্ব 3000 বছর আগে ভারতের কত অংশ বনাবৃত ছিল?
প্রায় 40 শতাংশ।
কৃষির সাথে বনপ্রতিপালনকে কী বলে?
কৃষি বনসৃজন (Agroforestry)।
অরণ্যের দুটি প্রত্যক্ষ ব্যবহার বলো।
আসবাব নির্মাণ ও কাগজশিল্পের কাঁচামাল।
অরণ্যের দুটি অপ্রত্যক্ষ ব্যবহার লেখো।
ভূমিক্ষয় রোধ, জলবায়ু নিয়ন্ত্রণ।
তামিলনাড়ুর কাবেরী নদীর মোহানায় যে অরণ্য দেখা যায় তার নাম কী?
পয়েন্ট ক্যালিমেয়ার ওয়াইল্ডলাইফ অ্যান্ড বার্ড অভয়ারণ্য (Point Calimere Wildlife and Bird Sanctuary)।
ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?
জেরোফাইট উদ্ভিদ।
হিমালয়ের কত মিটার উচ্চতায় আল্পীয় বনভূমি দেখা যায়?
4000 মিটারের বেশি উচ্চতায়।
ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম করো।
পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
কোন সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়?
1952 সালে।
একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও।
বাবলা।
আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ এর ভারতের স্বাভাবিক উদ্ভিদ বিভাগ নিয়ে আলোচনা করেছি। এই অংশের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি কাজে লাগবে। ধন্যবাদ।