মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবহমানতা – কোশ বিভাজন এবং কোশচক্র – পার্থক্য – রচনাধর্মী প্রশ্নোত্তর

Rahul

জীবনের প্রবমানতা হল একটি জৈবিক ঘটনা যাতে জীবগুলি তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে এবং বেঁচে থাকতে সক্ষম হয়। এটি একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন উপায়ে ঘটে, যার মধ্যে রয়েছে অভিযোজন, নির্বাচন এবং আনুবীক্ষণিক পরিবর্তন।

অভিযোজন হল একটি জীবের শারীরিক বা আচরণগত পরিবর্তন যা এটিকে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে দেয়। অভিযোজনগুলি বিভিন্ন উপায়ে ঘটতে পারে, যেমন নতুন বৈশিষ্ট্যের বিবর্তন বা বিদ্যমান বৈশিষ্ট্যের পরিবর্তন।

মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবহমানতা – কোশ বিভাজন এবং কোশচক্র

DNA ও RNA-এর পার্থক্য লেখো।

DNA ও RNA-এর পার্থক্য

বিষয়DNARNA
1. অবস্থানপ্রধানত কোশের নিউক্লিয়াসের ক্রোমোজোমে এ ছাড়া অন্যান্য কিছু কোশীয় অঙ্গানুতে| যেমন — মাইটোকনড্রিয়ায়।প্রধানত কোশের সাইটোপ্লাজম ও রাইবোজোমে।
2. তন্ত্রীর সংখ্যাDNA মূলত দ্বিতন্ত্ৰী।RNA সাধারণত একতন্ত্রী।
3. উপস্থিত শর্করাপাঁচ কার্বনযুক্ত ডি-অক্সিরাইবোজ।পাঁচ কার্বনযুক্ত রাইবোজ।
4. উপস্থিত N2 ঘটিত ক্ষারকপিউরিনজাতীয় ক্ষারক অ্যাডেনিন, গুয়ানিন এবং পিরিমিডিনজাতীয় ক্ষারক সাইটোসিন এবং থাইমিন।পিউরিনজাতীয় ক্ষারক অ্যাডেনিন, গুয়ানিন এবং পিরিমিডিনজাতীয় ক্ষারক সাইটোসিন এবং ইউরাসিল।
5. বংশগতিতে সক্রিয়তাবংশগতি বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রকরূপে সক্রিয়।কয়েকটি নিম্নশ্রেণির জীব ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বংশগতির বৈশিষ্ট্য বহনের দিক থেকে নিষ্ক্রিয়।
6. কাজবংশগতি-সংক্রান্ত সংকেত বহন করে।DNA-এর সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড তথা প্রোটিন সংশ্লেষ করে।

পার্থক্য লেখো – 1.ক্রোমোজোম ও ক্রোমাটিড, 2. সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোজোম

ক্রোমোজোম ও ক্রোমাটিড-এর পার্থক্য

বিষয়ক্রোমোজোমক্রোমাটিড
1. গঠন প্রকৃতি ক্রোমাটিন জালিকার সংকুচিত, যা বিভাজনের সময়ে দৃশ্যমান হয়।ক্রোমোজোমের সমতুল্য অনুদৈর্ঘ্য অর্ধাংশ।
2. সংখ্যাগত উপস্থিতি কোশের মধ্যে দুই বা ততোধিক ক্রোমোজোম থাকতে পারে।একটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা দুইয়ের বেশি নয়।
3. প্রধান সংগঠকক্রোমোজোম প্রধানত ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার সহযোগে গঠিত।ক্রোমাটিড প্রধানত ক্রোমোনিমাটা ক্রোমোমিয়ার সহযোগে গঠিত।

সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোজোম-এর পার্থক্য

বিষয়সেন্ট্রোমিয়ারসেন্ট্রোজোম
1. অবস্থানক্রোমোজোমে ক্রোমাটিডদ্বয়ের সংযোগস্থল বা মুখ্য খাঁজে।সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থান করে।
2. সংশ্লিষ্ট কোশউদ্ভিদ ও প্রাণী উভয়প্রকার কোশে থাকে।কেবলমাত্র প্রাণীকোশে থাকে।
3. ভৌত গঠনক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডের সংযুক্তি স্থান।নয়টি অনুনালিকা দ্বারা গঠিত নলাকার অংশ।
4. রাসায়নিক প্রকৃতিসেন্ট্রোমিয়ার সাধারণত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত।সেন্ট্রোজোম সাধারণত লাইপোপ্রোটিন দ্বারা গঠিত।
5. কাজক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে যুক্ত করে।কোশ বিভাজনকালে প্রাণীকোশে বেমতত্ত্ব গঠন করে।

পার্থক্য লেখো – 1. মাইটোসিস ও অ্যামাইটোসিস, 2. ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস

মাইটোসিস ও অ্যামাইটোসিস-এর পার্থক্য

বিষয়মাইটোসিসঅ্যামাইটোসিস
1. বিভাজন প্রকৃতিপ্রত্যক্ষ বিভাজন।পরোক্ষ বিভাজন।
2. নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে।ঘটে।এই ঘটনা ঘটার অবকাশ নেই।
3. বেমতত্ত্ব গঠনঘটে।ঘটে না।
4. প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশার উপস্থিতি উপস্থিত।অনুপস্থিত।
5. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজনের সময়সাধারণত নিউক্লিয়াস বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়।নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম প্রায় একই সঙ্গে বিভাজিত হয়।

ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস-এর পার্থক্য

বিষয়ক্যারিওকাইনেসিসসাইটোকাইনেসিস
1. বিভাজননিউক্লিয়াসের বিভাজন।সাইটোপ্লাজমের বিভাজন।
2. উপদশার উপস্থিতিনিউক্লিয়াস চারটি উপদশার মাধ্যমে বিভাজিত হয়।কোনো উপদশা থাকে না, সরাসরি বিভাজিত হয়।
3. সময় ও জটিলতাবেশি সময় লাগে ও প্রক্রিয়াটি জটিল।কম সময় লাগে ও প্রক্রিয়াটি কম জটিল।
4. উৎপন্ন অংশদুটি অপত্য নিউক্লিয়াস।দুটি অপত্য কোশ।

পার্থক্য লেখো – 1. সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার, 2. উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস ও প্রাণীকোশে সাইটোকাইনেসিস 

সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার-এর পার্থক্য

বিষয়সেন্ট্রিওলসেন্ট্রোমিয়ার
1. গঠন প্রকৃতিসেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত পিপার মতো আকৃতিবিশিষ্ট অংশ।ক্রোমোজোমের মুখ্যখাঁজে অবস্থিত চাকতিসদৃশ অংশ।
2. সংগঠন অংশ9টি ত্রয়ী অণুনালিকা।চারটি সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার।
3. কাজপ্রাণীকোশ বিভাজনকালে মাকু গঠন।ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয়কে আবদ্ধ রাখা ও কোশ বিভাজনকালে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে সংযুক্ত রাখা।

উদ্ভিদকোশে ও প্রাণীকোশে সাইটোকাইনেসিস-এর পার্থক্য

বিষয়উদ্ভিদকোশে সাইটোকাইনেসিসপ্রাণীকোশে সাইটোকাইনেসিস
1. পদ্ধতিউদ্ভিদকোশে কোশপাত বা সেলপ্লেট মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে।প্রাণীকোশে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে।
2. সময়উদ্ভিদকোশে টেলোফেজের শেষে সাইটোকাইনেসিস হয়।প্রাণীকোশে টেলোফেজ চলাকালীন ক্লিভেজ শুরু হয়।
3. সংযুক্তিউৎপন্ন অপত্য কোশ সংযুক্ত থাকে।উৎপন্ন অপত্য কোশ পৃথক হয়ে যায়।
4. অভিমুখকোশের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে।কোশের পরিধি থেকে কেন্দ্রের দিকে ফারো অগ্রবর্তী হয়।

কোশ বিভাজন এবং কোশচক্র হল একটি কোষের জীবনচক্রের দুটি গুরুত্বপূর্ণ অংশ। কোশ বিভাজন হল একটি কোষের দুটি বা ততোধিক কোষে বিভাজনের প্রক্রিয়া, যখন কোশচক্র হল একটি কোষের জীবনচক্রের একটি পর্যায় যা কোশ বিভাজনের জন্য প্রয়োজনীয় সময়কে অন্তর্ভুক্ত করে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer