এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
কোশের প্রোটোপ্লাজমের 60-90% গঠনকারী অংশটি হল –
- প্রোটিন
- জল
- খনিজ মৌল
- কার্বোহাইড্রেট
উত্তর – 2. জল
নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়? –
- DNA
- RNA
- নিউক্লিওটাইড
- প্রোটিন
উত্তর – 3. নিউক্লিওটাইড
কোনটি ক্ষুদ্র জৈব অণু নয়? –
- নিউক্লিক অ্যাসিড
- অ্যামিনো অ্যাসিড
- গ্লুকোজ
- ফ্যাটি অ্যাসিড
উত্তর – 1. নিউক্লিক অ্যাসিড
অজৈব অণু নয় –
- নিউক্লিক অ্যাসিড
- গ্যাস
- জল
- ক্ষার
উত্তর – 1. নিউক্লিক অ্যাসিড
কোনটি জৈব অ্যাসিড? –
- H2SO4
- HNO3
- HCI
- ম্যালিক অ্যাসিড
উত্তর – 4. ম্যালিক অ্যাসিড
কোনটি তীব্র অ্যাসিড নয়? –
- H2CO3
- HCI
- H2SO4
- HNO3
উত্তর – 1. H2CO3
কোন্ যৌগে C, H ও O 1 : 2 : 1 অনুপাতে উপস্থিত থাকে? –
- নিউক্লিওটাইড
- প্রোটিন
- ফ্যাটি অ্যাসিড
- কার্বোহাইড্রেট
উত্তর – 4. কার্বোহাইড্রেট
কোনটি দুগ্ধ শর্করা? –
- মলটোজ
- ল্যাকটোজ
- সুক্রোজ
- ফ্রুকটোজ
উত্তর – 2. ল্যাকটোজ
DNA -তে উপস্থিত শর্করাটি হল –
- রাইবোজ
- হেক্সোজ
- ডিঅক্সিরাইবোজ
- র্যাফিনোজ
উত্তর – 3. ডিঅক্সিরাইবোজ
সরলতম শর্করার উদাহরণ হল –
- গ্লুকোজ
- সুক্রোজ
- সেলুলোজ
- ল্যাকটোজ
উত্তর – 1. গ্লুকোজ
গ্লুকোজে যে মূলকটি থাকে —
- C = O
- -CHO
- -COOH
- সবকটিই
উত্তর – 2. -CHO
গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন রূপে জমা থাকে? –
- অগ্ন্যাশয়ে
- যকৃতে
- প্লিহাতে
- বৃক্কে
উত্তর – 2. যকৃতে
এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে –
- 4.1 kcal শক্তি পাওয়া যায়
- 4.0 kcal শক্তি পাওয়া যায়
- 9.3 kcal শক্তি পাওয়া যায়
- 7.3 kcal শক্তি পাওয়া যায়
উত্তর – 2. 4.0 kcal শক্তি পাওয়া যায়
C6H12O6 -এটি যার সংকেত সেটি হল –
- ফ্যাট
- কার্বোহাইড্রেট
- প্রোটিন
- গ্লুকোজ
উত্তর – 4. গ্লুকোজ
পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? –
- অ্যামাইনো অ্যাসিড
- ফ্যাটি অ্যাসিড
- নিউক্লিওটাইড
- মনোস্যাকারাইড
উত্তর – 4. মনোস্যাকারাইড
মলটোজ একপ্রকার –
- মনোস্যাকারাইড
- ডাইস্যাকারাইড
- অলিগোস্যাকারাইড
- পলিস্যাকারাইড
উত্তর – 2. ডাইস্যাকারাইড
একটি গঠনমূলক বহুশর্করা হল –
- গ্লুকোজ
- সেলুলোজ
- গ্যালাকটোজ
- ফ্রুকটোজ
উত্তর – 2. সেলুলোজ
কোনটি উদ্ভিদদেহের সাংগঠনিক কার্বোহাইড্রেট? –
- শ্বেতসার
- কাইটিন
- গ্লাইকোজেন
- সেলুলোজ
উত্তর – 4. সেলুলোজ
প্রাণীজ শ্বেতসার হল –
- সেলুলোজ
- গ্লাইকোজেন
- স্টার্চ
- গ্যালাকটোজ
উত্তর – 2. গ্লাইকোজেন
নাইট্রোজেন কোনটির অন্যতম অপরিহার্য উপাদান? –
- প্রোটিন
- ফ্যাট
- কার্বোহাইড্রেট
- গ্লিসারল
উত্তর – 1. প্রোটিন
প্রোটিনের ক্ষুদ্রতম অংশকে কী বলে? –
- নিউক্লিক অ্যাসিড
- অ্যামিনো অ্যাসিড
- ফ্যাটি অ্যাসিড
- গ্লিসারল
উত্তর – 2. অ্যামিনো অ্যাসিড
একটি নাইট্রোজেন যুক্ত খাদ্য হল –
- শর্করা
- প্রোটিন
- ফ্যাট
- ভিটামিন
উত্তর – 2. প্রোটিন
অ্যামিনো অ্যাসিড গঠনে অপ্রয়োজনীয় হল —
- N2
- O2
- H2
- Na
উত্তর – 4. Na
উৎসেচকের মধ্যে জৈব অণুটি হল –
- প্রোটিন
- শর্করা
- ফ্যাট
- ভিটামিন
উত্তর – 1. প্রোটিন
একটি লব্ধ প্রোটিন হল –
- অ্যালবুমিন
- লাইপোপ্রোটিন
- প্রোটিওজ
- গ্লোবিউলিন
উত্তর – 3. প্রোটিওজ
একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হল –
- প্রোটিন
- সিস্টিন
- গ্লাইসিন
- লাইসিন
উত্তর – 4. লাইসিন
প্রদত্ত কোনটি মানুষের অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়? –
- ট্রিপটোফ্যান
- মিথিওনিন
- লাইসিন
- সিস্টিন
উত্তর – 4. সিস্টিন
এক গ্রাম প্রোটিন থেকে –
- 4.0 kcal শক্তি পাওয়া যায়
- 4.1 kcal শক্তি পাওয়া যায়
- 9.3 kcal শক্তি পাওয়া যায়
- 9.1 kcal শক্তি পাওয়া যায়
উত্তর – 2. 4.1 kcal শক্তি পাওয়া যায়
তিন অণু ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারলের সমন্বয়ে গঠিত জৈব যৌগটি হল –
- কার্বোহাইড্রেট
- প্রোটিন
- নিউক্লিক অ্যাসিড
- লিপিড
উত্তর – 4. লিপিড
কোশপর্দায় সবথেকে বেশি পরিমাণে উপস্থিত লিপিড হল –
- ফসফোলিপিড
- গ্লাইকোলিপিড
- স্টেরয়েড
- কোলেস্টেরল
উত্তর – 1. ফসফোলিপিড
কোলেস্টেরল হল –
- সরল লিপিড
- লব্ধ লিপিড
- যৌগিক লিপিড
- গ্লাইকোলিপিড
উত্তর – 2. লব্ধ লিপিড
1 গ্রাম ফ্যাট থেকে শক্তি পাই –
- 14 Kcal
- 4.1 Kcal
- 9.3 Kcal
- 7.3 Kcal
উত্তর – 3. 9.3 Kcal
লিপিড যে প্রকারের যৌগ তা হল –
- অ্যাসিড
- অ্যালকোহল
- এস্টার
- অ্যালডিহাইড
উত্তর – 3. এস্টার
নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক এককটি হল –
- নিউক্লিওসাইড
- নিউক্লিওজোম
- নিউক্লিওটাইড
- অ্যামিনো অ্যাসিড
উত্তর – 3. নিউক্লিওটাইড
পিউরিন ক্ষারটি হল –
- গুয়ানিন
- সাইটোসিন
- ইউরাসিল
- থাইমিন
উত্তর – 1. গুয়ানিন
একটি অ্যাসিড যা জিনগত বৈশিষ্ট্য বহন করে তা হল –
- AA
- HCI
- DNA
- H2CO3
উত্তর – 3. DNA
DNA -তে উপস্থিত কিন্তু RNA -তে অনুপস্থিত পিরিমিডিন বেসটি হল –
- অ্যাডেনিন
- সাইটোসিন
- থাইমিন
- ইউরাসিল
উত্তর – 3. থাইমিন
DNA -এর অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেনের বন্ডের সংখ্যা –
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
উত্তর – 2. দুটি
RNA -তে থাইমিনের পরিবর্তে থাকে –
- অ্যাডেনিন
- গুয়ানিন
- সাইটোসিন
- ইউরাসিল
উত্তর – 4. ইউরাসিল
ফ্যাটে দ্রবণীয় নয় এমন ভিটামিন হল –
- ভিটামিন-B
- ভিটামিন-K
- ভিটামিন-E
- ভিটামিন-D
উত্তর – 1. B
জলে দ্রবীভূত ভিটামিন নয় কোনটি? –
- ভিটামিন-A
- ভিটামিন-B
- ভিটামিন-B12
- ভিটামিন-C
উত্তর – 1. ভিটামিন-A
কোন্ ভিটামিনটি জেরপথ্যালমিয়া রোগের জন্য দায়ী? –
- ভিটামিন-A
- ভিটামিন-D
- ভিটামিন-C
- ভিটামিন-E
উত্তর – 1. ভিটামিন-A
ভিটামিন-A -এর অভাবে ঘটে যে রোগটি সেটি হল –
- রাতকানা
- জেরপথ্যালমিয়া
- ফ্রিনোডার্মা
- সবকটিই
উত্তর – 4. সবকটিই
নিয়াসিন হল –
- ভিটামিন-B1
- ভিটামিন-B3
- ভিটামিন-B5
- ভিটামিন-B6
উত্তর – 2. ভিটামিন-B3
ভিটামিন B-কমপ্লেক্সের অভাবে ঘটে –
- রক্তাল্পতা
- স্কার্ভি
- রিকেট
- রাতকানা
উত্তর – 1. রক্তাল্পতা
মানবদেহে বেরিবেরি রোগের কারণ –
- ভিটামিন-B1 -এর অভাব
- ভিটামিন-B2 -এর অভাব
- ভিটামিন-B3 -এর অভাব
- ভিটামিন-B6 -এর অভাব
উত্তর – 1. ভিটামিন- B1 -এর অভাব
পেলেগ্রা যে ভিটামিনের অভাবে হয়, সেটি হল –
- ভিটামিন-B5
- ভিটামিন-B6
- ভিটামিন-B12
- ভিটামিন-B3
উত্তর – 4. ভিটামিন-B3
প্রদত্ত কোনটি অ্যাসকরবিক অ্যাসিড? –
- ভিটামিন-K
- ভিটামিন-C
- ভিটামিন-A
- ভিটামিন-E
উত্তর – 2. ভিটামিন-C
ভিটামিন-C -এর অভাবে দেখা যায় –
- রিকেট
- স্কার্ভি
- অস্টিওম্যালেসিয়া
- বেরিবেরি
উত্তর – 2. স্কার্ভি
ছোটোদের রিকেট হয় কোন্ ভিটামিনের অভাব? –
- ভিটামিন-D
- ভিটামিন-A
- ভিটামিন-C
- ভিটামিন-K
উত্তর – 1. ভিটামিন-D
প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেসিয়া ঘটার কারণ যে ভিটামিনের অভাব সেটি হল –
- ভিটামিন-C
- ভিটামিন-D
- ভিটামিন-K
- ভিটামিন-A
উত্তর – 2. ভিটামিন-D
প্রদত্ত কোন্ জোড়াটি সঠিক নয়? –
- ভিটামিন A – রোডোপসিন সংশ্লেষ
- ভিটামিন C – গর্ভস্থ ভ্রুণের বৃদ্ধিতে সহায়তা করা
- ভিটামিন D – হিমোগ্লোবিন সংশ্লেষ
- ভিটামিন K – রক্ততঞ্চন
উত্তর – 3. ভিটামিন D – হিমোগ্লোবিন সংশ্লেষ
রক্তে প্রোথ্রম্বিনের মাত্রা স্বাভাবিক রাখে –
- ভিটামিন-K
- ভিটামিন-B1
- ভিটামিন-B2
- ভিটামিন-C
উত্তর – 1. ভিটামিন-K
রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন –
- ভিটামিন-K
- ভিটামিন-B5
- ভিটামিন-D
- ভিটামিন-C
উত্তর – 1. ভিটামিন-K
DNA গঠনকারী মৌলটির নাম হল –
- লোহা
- তামা
- কার্বন
- ফসফরাস
উত্তর – 4. ফসফরাস
মানুষের দাঁত ও হাড়ে দৃঢ়তা প্রদান করার জন্য উপস্থিত থাকে –
- Ca
- Mg
- K
- Fe
উত্তর – 1. Ca
যে খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় তা হল –
- লৌহ
- ম্যাগনেশিয়াম
- ক্যালশিয়াম
- পটাশিয়াম
উত্তর – 1. লৌহ
থাইরক্সিনের একটি উপাদান হল –
- ক্যালশিয়াম
- পটাশিয়াম
- ফসফরাস
- আয়োডিন
উত্তর – 4. আয়োডিন
হৃৎপিণ্ডের সংকোচন ও স্নায়ুকে উদ্দীপিত করে কোন্ খনিজ মৌল? –
- সোডিয়াম
- ক্যালশিয়াম
- তামা
- আয়োডিন
উত্তর – 1. সোডিয়াম
কোন্ খনিজ মৌলের অভাবে গলগন্ড রোগ হয়? –
- আয়োডিন
- লোহা
- তামা
- দস্তা
উত্তর – 1. আয়োডিন
শূন্যস্থান পূরণ করো
একটি মৃদু অ্যাসিড হল ___।
উত্তর – একটি মৃদু অ্যাসিড হল অ্যাসিটিক অ্যাসিড।
HCI থেকে উৎপন্ন শমিত লবণ হল ___।
উত্তর – HCI থেকে উৎপন্ন শমিত লবণ হল NaCl
গ্লুকোজ অণুতে ___ মূলক থাকে।
উত্তর – গ্লুকোজ অণুতে অ্যালডিহাইড (-CHO) মূলক থাকে।
দুটি গ্লুকোজ অণুর মাঝখানে ___ বন্ধনী উপস্থিত থাকে।
উত্তর – দুটি গ্লুকোজ অণুর মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ধনী উপস্থিত থাকে।
রাইবোজ একপ্রকার ___ শর্করা।
উত্তর – রাইবোজ একপ্রকার পেন্টোজ শর্করা।
প্রাণীদেহে সঞ্চিত বহুশর্করা জাতীয় কার্বোহাইড্রেট হল ___।
উত্তর – প্রাণীদেহে সঞ্চিত বহুশর্করা জাতীয় কার্বোহাইড্রেট হল গ্লাইকোজেন।
উদ্ভিদদেহে সঞ্চিত বহুশর্করা বা কার্বোহাইড্রেট হল ___।
উত্তর – উদ্ভিদদেহে সঞ্চিত বহুশর্করা বা কার্বোহাইড্রেট হল শ্বেতসার।
প্রোটিনের সাংগঠনিক একক হল ___।
উত্তর – প্রোটিনের সাংগঠনিক একক হল অ্যামিনো অ্যাসিড।
হিমোগ্লোবিন একপ্রকার ___ প্রোটিন।
উত্তর – হিমোগ্লোবিন একপ্রকার যুগ্ম প্রোটিন।
দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে উপস্থিত বন্ধনীকে ___ বলে।
উত্তর – দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে উপস্থিত বন্ধনীকে পেপটাইড বন্ধনী বলে।
দেহের অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি পাওয়া যায় ___ প্রোটিন থেকে।
উত্তর – দেহের অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি পাওয়া যায় প্রাণীজ প্রোটিন থেকে।
লিউসিন একটি ___ অ্যামিনো অ্যাসিড।
উত্তর – লিউসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড।
প্রোটিন সংশ্লেষে ___ রকমের অ্যামিনো অ্যাসিড লাগে।
উত্তর – প্রোটিন সংশ্লেষে 20 রকমের অ্যামিনো অ্যাসিড লাগে।
বেশিরভাগ উদ্ভিজ্জ প্রোটিন হল ___ শ্রেণির প্রোটিন।
উত্তর – বেশিরভাগ উদ্ভিজ্জ প্রোটিন হল দ্বিতীয় শ্রেণির প্রোটিন।
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টারকে ___ বলে।
উত্তর – ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টারকে ফ্যাট বলে।
কোলেস্টেরল থেকে মানবদেহে ___ হরমোন তৈরি হয়।
উত্তর – কোলেস্টেরল থেকে মানবদেহে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়।
একটি ফসফোলিপিডের উদাহরণ হল ___।
উত্তর – একটি ফসফোলিপিডের উদাহরণ হল লেসিথিন।
সাধারণ তাপমাত্রায় যে সমস্ত লিপিড তরল থাকে তাদের ___ বলে।
উত্তর – সাধারণ তাপমাত্রায় যে সমস্ত লিপিড তরল থাকে তাদের তেল বলে।
প্রকৃত ফ্যাটকে সাধারণত ___ বলে।
উত্তর – প্রকৃত ফ্যাটকে সাধারণত ট্রাইগ্লিসারাইড বলে।
প্রাণীজ চর্বি ___ ফ্যাটি অ্যাসিডযুক্ত হয়।
উত্তর – প্রাণীজ চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডযুক্ত হয়।
N2 ক্ষারক + পেন্টোজ শর্করা = ___।
উত্তর – N2 ক্ষারক + পেন্টোজ শর্করা = নিউক্লিওসাইড।
DNA -এর সাংগঠনিক একককে বলে ___।
উত্তর – DNA -এর সাংগঠনিক একককে বলে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড।
DNA -এর অ্যাডেনিন ক্ষারের পরিপূরক হল ___।
উত্তর – DNA -এর অ্যাডেনিন ক্ষারের পরিপূরক হল থাইমিন।
RNA -এর অ্যাডেনিন ক্ষারের পরিপূরক হল ___।
উত্তর – RNA -এর অ্যাডেনিন ক্ষারের পরিপূরক হল ইউরাসিল।
___ হল ভিটামিন-D -এর রাসায়নিক নাম।
উত্তর – ক্যালসিফেরল হল ভিটামিন-D -এর রাসায়নিক নাম।
পেলেগ্রা প্রতিরোধী ভিটামিনের নাম ___।
উত্তর – পেলেগ্রা প্রতিরোধী ভিটামিনের নাম নিয়াসিন বা B3।
CO2 পরিবহণে সাহায্যকারী খনিজ পদার্থটি হল ___।
উত্তর – CO2 পরিবহণে সাহায্যকারী খনিজ পদার্থটি হল পটাশিয়াম।
ভিটামিন-K -এর অভাবে ___ হয়।
উত্তর – ভিটামিন-K -এর অভাবে রক্তক্ষরণ হয়।
ভিটামিন B2 -এর রাসায়নিক নাম ___।
উত্তর – ভিটামিন B2 -এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন।
___ এর অভাবে বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়।
উত্তর – ভিটামিন-E এর অভাবে বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়।
বিটা ক্যারোটিন থেকে মানবদেহে ___ সৃষ্টি হয়।
উত্তর – বিটা ক্যারোটিন থেকে মানবদেহে ভিটামিন-A সৃষ্টি হয়।
___ হল এক ধরনের জৈব অনুঘটক।
উত্তর – ভিটামিন হল এক ধরনের জৈব অনুঘটক।
ঠিক বা ভুল নির্বাচন করো
গ্লুকোজ ও ফ্রুকটোজ পরস্পরের আইসোমার।
উত্তর – ঠিক [✓]
সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট মানবদেহে কোষ্ঠকাঠিন্য দূর করে।
উত্তর – ঠিক [✓]
ল্যাকটোজ একটি মনোস্যাকারাইড।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডাইস্যাকারাইড।
কার্বোহাইড্রেটকে ‘প্রোটিন বাঁচোয়া’ খাদ্য বলে।
উত্তর – ঠিক [✓]
দ্বিতন্ত্রী DNA অণুর দুটি তন্ত্রী পরস্পরের সঙ্গে এস্টার বন্ধনী দ্বারা যুক্ত থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – হাইড্রোজেন বন্ধনী।
নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।
উত্তর – ঠিক [✓]
RNA -তে নাইট্রোজেনঘটিত বেস হিসেবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – থাইমিনের বদলে ইউরাসিল।
ফ্যাটি অ্যাসিড দ্বিবন্ধনীযুক্ত হলে এটি সম্পৃক্ত হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অসম্পৃক্ত।
নিউক্লিক অ্যাসিডে শর্করা ও ফসফেটের মধ্যে উপস্থিত বন্ধনীকে ফসফোডাই এস্টার বন্ধনী বলে।
উত্তর – ঠিক [✓]
গ্লোবিউলিন একপ্রকার লব্ধ প্রোটিন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – সরল।
ফ্যাট দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
উত্তর – ঠিক [✓]
স্নেহপদার্থে দ্রবীভূত একটি ভিটামিন হল ভিটামিন-D।
উত্তর – ঠিক [✓]
জলের অণুকে ডাইপোল বলে।
উত্তর – ঠিক [✓]
ভিটামিন K -এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়।
উত্তর – ঠিক [✓]
ভিটামিন E -এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়।
উত্তর – ঠিক [✓]
ভিটামিন-E কে অ্যান্টি-হেমারেজিক ভিটামিন বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভিটামিন-K।
1 gm ফ্যাটের পূর্ণ জারণে 4.1 kcal শক্তি উৎপন্ন হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 9.3 kcal।
আমাদের ত্বকে ভিটামিন-D সংশ্লেষিত হয়।
উত্তর – ঠিক [✓]
ভিটামিন-B12 -এর একটি প্রধান উপাদান কোবাল্ট।
উত্তর – ঠিক [✓]
নিউক্লিওসাইড DNA -এর ক্ষুদ্রতম ও কার্যগত একক।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিউক্লিওটাইড।
রেটিনার রডকোশ গঠনে ভিটামিন-E সাহায্য করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভিটামিন-A।
অ্যামিনো অ্যাসিড অণু অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির।
উত্তর – ঠিক [✓]
বেরিবেরি একটি অস্থিঘটিত রোগ।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রিকেট।
দু-একটি শব্দে উত্তর দাও
জীববিদ্যার যে শাখায় জীবের আণবিক স্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে কী বলে?
জীববিদ্যার যে শাখায় জীবের আণবিক স্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে বায়োকেমিস্ট্রি বলে।
কার্বোহাইড্রেটের সাধারণ রাসায়নিক সংকেতটি লেখো।
কার্বোহাইড্রেটের সাধারণ রাসায়নিক সংকেতটি হল – Cn(H2O)n।
একটি অ্যালডোজ হেক্সোজের উদাহরণ দাও।
একটি অ্যালডোজ হেক্সোজের উদাহরণ হল – গ্লুকোজ।
একটি কিটোজ হেক্সোজের নাম লেখো।
একটি কিটোজ হেক্সোজের নাম ফ্রুকটোজ।
কোনটিকে ফলশর্করা বলে?
ফ্রুকটোজকে ফলশর্করা বলে।
ATP অণুতে উপস্থিত শর্করাটি কী প্রকৃতির হয়?
ATP অণুতে উপস্থিত শর্করাটি রাইবোজ (পেন্টোজ শর্করা) প্রকৃতির হয়।
উদ্ভিদদেহে একটি সঞ্চিত দ্বিশর্করার নাম লেখো।
উদ্ভিদদেহে একটি সঞ্চিত দ্বিশর্করার নাম সুক্রোজ।
প্রাণীদেহে একটি সঞ্চিত দ্বিশর্করার নাম লেখো।
প্রাণীদেহে একটি সঞ্চিত দ্বিশর্করার নাম ল্যাকটোজ (দুগ্ধ শর্করা)।
রক্তশর্করা কাকে বলে?
গ্লুকোজকে রক্তশর্করা বলে।
1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে কত শক্তির মুক্তি ঘটে?
1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4.0 kcal শক্তির মুক্তি ঘটে।
একটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ দাও।
একটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ হল গ্লাইকোপ্রোটিন।
কোন্ অ্যামিনো অ্যাসিড থেকে হিমোগ্লোবিন সংশ্লেষ হয়?
গ্লাইসিন থেকে হিমোগ্লোবিন সংশ্লেষ হয়।
1 গ্রাম প্রোটিন দহনে কত তাপশক্তি উৎপন্ন হয়?
1 গ্রাম প্রোটিন দহনে 4.1 kcal তাপশক্তি উৎপন্ন হয়।
1 gm ফ্যাট জারণে কত পরিমাণ শক্তি নির্গত হয়?
1 gm ফ্যাট জারণে 9.3 kcal শক্তি নির্গত হয়।
কোন্ উৎসেচক ATP -এর আর্দ্রবিশ্লেষণ ঘটায়?
ATPase উৎসেচক ATP -এর আর্দ্রবিশ্লেষণ ঘটায়।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে কোন্ রোগ হয়?
রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে অ্যাথেরোস্ক্লেরোসিস রোগ হয়।
সবথেকে সরল ফ্যাটি অ্যাসিডের নাম লেখো।
সবথেকে সরল ফ্যাটি অ্যাসিডের নাম অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)।
DNA -এর পুরো নাম কী?
DNA -এর পুরো নাম ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
ভিটামিন C -এর রাসায়নিক নাম কী?
ভিটামিন C -এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড।
একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও।
একটি তীব্র অ্যাসিডের উদাহরণ হল সালফিউরিক অ্যাসিড।
কার্বোহাইড্রেটে কোন্ উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে?
কার্বোহাইড্রেটে নাইট্রোজেন উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে।
একটি বিজারণধর্মী শর্করার নাম লেখো।
একটি বিজারণধর্মী শর্করার নাম গ্লুকোজ।
একটি অবিজারণধর্মী শর্করার নাম লেখো।
একটি অবিজারণধর্মী শর্করার নাম সুক্রোজ।
আমাদের দেহের শক্তির প্রাথমিক উৎস কী?
আমাদের দেহের শক্তির প্রাথমিক উৎস কার্বোহাইড্রেট।
একটি ক্ষারীয় প্রোটিনের নাম লেখো।
একটি ক্ষারীয় প্রোটিনের নাম হিস্টোন।
শর্করার মৌলিক উপাদান কী কী?
শর্করার মৌলিক উপাদান হল C, H, O।
প্রোটিনের মৌলিক উপাদান কী কী?
প্রোটিনের মৌলিক উপাদান হল C, H, O, N।
লিপিডের মৌলিক উপাদান কী কী?
লিপিডের মৌলিক উপাদান হল C, H, O।
ত্বক, চুল, নখ, খুর, শিং -এ কোন্ প্রোটিন বর্তমান?
ত্বক, চুল, নখ, খুর, শিং -এ কেরাটিন প্রোটিন বর্তমান।
কোন্ ভিটামিন সূর্যালোকের প্রভাবে মানবদেহে সংশ্লেষিত হয়?
ভিটামিন D সূর্যালোকের প্রভাবে মানবদেহে সংশ্লেষিত হয়।
অস্থি ও রক্তে ক্যালশিয়ামের পরিমাণে সমতা রক্ষা করা কোন্ ভিটামিনের কাজ?
অস্থি ও রক্তে ক্যালশিয়ামের পরিমাণে সমতা রক্ষা করা ভিটামিন D -এর কাজ।
রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটি?
রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনটি হল ভিটামিন-K।
গুয়ানিন সাইটোসিনের সঙ্গে কটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত?
গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত।
ভিটামিন-K -এর রাসায়নিক নাম কী?
ভিটামিন-K -এর রাসায়নিক নাম ন্যাপথোকুইনন।
রেটিনার রড কোশ গঠন করে কোন্ ভিটামিন?
রেটিনার রড কোশ গঠন করে ভিটামিন-A।
কোন্ প্রকার খাদ্যের তাপনমূল্য সবচেয়ে বেশি?
ফ্যাটজাতীয় খাদ্যের তাপনমূল্য সবচেয়ে বেশি।
আপেলে উপস্থিত জৈব অ্যাসিড কোনটি?
আপেলে উপস্থিত জৈব অ্যাসিড হল ম্যালিক অ্যাসিড।
রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ পদার্থের নাম কী?
রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ পদার্থের নাম ক্যালশিয়াম।
ভিটামিন-E -এর অভাবজনিত রোগ কী?
ভিটামিন-E -এর অভাবজনিত রোগ বন্ধ্যাত্ব।
RNA -তে উপস্থিত পেন্টোজ শর্করার নাম কী?
RNA -তে উপস্থিত পেন্টোজ শর্করার নাম রাইবোজ।
অ্যাড্রিনালিন কোন্ অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়?
অ্যাড্রিনালিন টাইরোসিন অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়।
লিপিড কোন্ দ্রাবকে দ্রবীভূত হয়?
লিপিড জৈব দ্রাবকে (অ্যালকোহল, ইথার) দ্রবীভূত হয়।
কার্বোহাইড্রেটের গঠনগত একক কী?
কার্বোহাইড্রেটের গঠনগত একক মনোস্যাকারাইড।
ভিটামিন-A -এর রাসায়নিক নাম কী?
ভিটামিন-A -এর রাসায়নিক নাম রেটিনল।
হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণে কোন্ খনিজ মৌল সাহায্য করে?
হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণে সোডিয়াম খনিজ মৌল সাহায্য করে।
সরলতম অ্যামিনো অ্যাসিড হল কোনটি?
সরলতম অ্যামিনো অ্যাসিড হল গ্লাইসিন।
DNA -এর একটি লুপে কত জোড়া বেস থাকে?
DNA -এর একটি লুপে 10 জোড়া বেস থাকে।
নিউক্লিওটাইডে কটি কার্বন পরমাণু উপস্থিত?
নিউক্লিওটাইডে 5টি কার্বন পরমাণু উপস্থিত।
মানুষের যকৃতে কোন্ ভিটামিন সংশ্লেষিত হয়?
মানুষের যকৃতে ভিটামিন B2 সংশ্লেষিত হয়।
E.coli ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে থেকে কোন্ ভিটামিন সংশ্লেষ করে?
E.coli ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে থেকে ভিটামিন B12 সংশ্লেষ করে।
ATP -এর পুরো নাম কী?
ATP -এর পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
ATP ছাড়া অপর একটি এনার্জি কারেন্সির নাম লেখো।
ATP ছাড়া অপর একটি এনার্জি কারেন্সির নাম ADP।
মানব শরীরের দেহতরলের ভারসাম্য রক্ষাকারী প্রধান খনিজ পদার্থ দুটি কী কী?
মানব শরীরের দেহতরলের ভারসাম্য রক্ষাকারী প্রধান খনিজ পদার্থ দুটি হল সোডিয়াম (Na+) ও ক্লোরিন (CI–)।
গ্লুকোজের সংকেতটি কী?
গ্লুকোজের সংকেতটি হল – C6H12O6।
মেরুদণ্ডী প্রাণীদেহের প্রধান খনিজ পদার্থটি কী?
মেরুদন্ডী প্রাণীদেহের প্রধান খনিজ পদার্থটি হল ক্যালশিয়াম।
দুটি যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও।
দুটি যুগ্ম প্রোটিন – গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন।
কোন্ ভিটামিনকে অ্যান্টি-ইনফেকটিভ ভিটামিন বলে?
ভিটামিন-A -কে অ্যান্টি-ইনফেকটিভ ভিটামিন বলে।
অ্যান্টি-হেমারেজিক ফ্যাক্টর কোনটি?
ভিটামিন-K -কে অ্যান্টি-হেমারেজিক ফ্যাক্টর বলে।
কোন্ ভিটামিনকে অ্যান্টি-রিকেটিক ভিটামিন বলে?
ভিটামিন-D -কে অ্যান্টি-রিকেটিক ভিটামিন বলে।
অ্যান্টি-স্টেরিলিটি ভিটামিন কোনটি?
অ্যান্টি-স্টেরিলিটি ভিটামিন হল ভিটামিন-E।
অ্যান্টি-স্করবিউটিক ভিটামিন কোনটি?
ভিটামিন-C -কে অ্যান্টি-স্করবিউটিক ভিটামিন বলে।
জলে দ্রবণীয় দুটি ভিটামিনের নাম কী?
জলে দ্রবণীয় দুটি ভিটামিনের নাম ভিটামিন-B কমপ্লেক্স ও ভিটামিন C।
দুটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম লেখো।
দুটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হল লাইসিন ও লিউসিন।
DNA -এর পুরো নাম কী?
DNA -এর পুরো নাম – ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
RNA -এর পুরো নাম কী?
RNA -এর পুরো নাম – রাইবো নিউক্লিক অ্যাসিড।
প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভিটামিন-D -এর অভাবে কী রোগে ভুগবেন?
প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভিটামিন-D -এর অভাবে অস্টিওম্যালেশিয়া রোগে ভুগবেন।
কোন্ বিজ্ঞানী ভিটামিন নাম দেন?
ভিটামিন নামকরণ করেন ক্যাসিমির ফ্রাঙ্ক।
DNA -এর আণবিক গঠনের মডেলকে কী বলে?
DNA -এর আণবিক গঠনের মডেলকে ডাবল হেলিক্স মডেল বলে।
প্রোটিনে থাকে কিন্তু শর্করা বা ফ্যাটে থাকে না কোন্ উপাদান?
নাইট্রোজেন প্রোটিনে থাকে কিন্তু শর্করা বা ফ্যাটে থাকে না।
বাণিজ্যিক শর্করা কাকে বলে?
সুক্রোজকে বাণিজ্যিক শর্করা বলে।
প্রাণী সেলুলোজ কী?
ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের দেহের আবরণ টেস্ট বা টিউনিকে উপস্থিত টিউনিসিন নামক সেলুলোজ সদৃশ পদার্থকে প্রাণী সেলুলোজ বলে।
গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে?
যে সমস্ত অ্যামিনো অ্যাসিড দেহের প্রয়োজনে গ্লুকোজ উৎপন্ন করে তাকে গ্লুকোজেনিক বা অ্যান্টিকিটোজেনিক অ্যামিনো অ্যাসিড বলে। যেমন – অ্যালানিন, গ্লাইসিন প্রভৃতি।
কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে?
দেহের প্রয়োজনে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড কিটোনবডি উৎপন্ন করে, তাদের কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড বলে। যেমন – লিউসিন, আইসোলিউসিন প্রভৃতি।
বাণিজ্যিকভাবে জ্যাম, জেলি প্রস্তুতিতে কোন্ জটিল কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়?
বাণিজ্যিকভাবে জ্যাম, জেলি প্রস্তুতিতে পেকটিন ব্যবহার করা হয়।
MUFA ও PUFA -এর পুরো নাম কী?
MUFA = Mono Unsaturated Fatty Acid (ওলেইক অ্যাসিড) ও PUFA = Poly Unsaturated Fatty Acid (লিনোলেনিক অ্যাসিড)।
জীবজগতে সবথেকে বেশি প্রাপ্ত প্রোটিনটির নাম কী?
RubisCO (রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ) -এটি সবুজ উদ্ভিদে পাওয়া যায়।
রক্ততঞ্চনে সাহায্যকারী একটি পলিস্যাকারাইডের নাম লেখো।
রক্ততঞ্চনে সাহায্যকারী একটি পলিস্যাকারাইডের নাম হেপারিন।
খাদ্যতন্তু কাকে বলে?
কার্বোহাইড্রেটজাতীয় খাদ্যের মধ্যে যে-সমস্ত অংশগুলি উৎসেচকের ক্রিয়ায় পাচিত হয় না, তাদের খাদ্যতন্তু বলে। যেমন – সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, মিউসিলেজ প্রভৃতি।
মনোমেরিক প্রোটিন কাকে বলে?
একটিমাত্র পলিপেপটাইডযুক্ত প্রোটিনকে মনোমেরিক প্রোটিন বলে। যেমন – লাইসোজাইম, মায়োগ্লোবিন।
থাইরয়েড গ্রন্থিতে সংশ্লেষিত অ্যামিনো অ্যাসিডটির নাম লেখো।
থাইরয়েড গ্রন্থিতে সংশ্লেষিত অ্যামিনো অ্যাসিডটির নাম টাইরোসিন।
স্যাপোনিফিকেশন কাকে বলে?
ক্ষারের উপস্থিতিতে ফ্যাটের আর্দ্রবিশ্লেষণ ঘটলে তার থেকে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের ক্ষারকীয় লবণ উৎপন্ন হয়। একে স্যাপোনিফিকেশন বলে।
ইনিউলিন কী?
ইনিউলিন হল ফ্রুকটোজের একটি পলিমার।
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. মলটোজ | (i) হাড় গঠন | 1. → (vii) |
| 2. পেপটোন | (ii) বেরিবেরি | 2. → (ix) |
| 3. লিনোলেনিক অ্যাসিড | (iii) পলিস্যাকারাইড | 3. → (v) |
| 4. সেলুলোজ | (iv) অস্টিওম্যালেশিয়া | 4. → (iii) |
| 5. ভিটামিন-D | (v) অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড | 5. → (iv) |
| 6. ভিটামিন-C | (vi) স্কার্ভি | 6. → (vi) |
| 7. ক্যালশিয়াম | (vii) ডাইস্যাকারাইড | 7 → (i) |
| 8. আয়োডিন | (viii) হিমোগ্লোবিন | 8 → (x) |
| 9. লোহা | (ix) লব্ধ প্রোটিন | 9 → (viii) |
| (x) থাইরক্সিন হরমোন |
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন