পৃথিবীর আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো।

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পৃথিবীর আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পৃথিবীর আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো
পৃথিবীর আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো

পৃথিবীর আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো।

আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম বা রূপগুলি হল –

টেলিফোন –

1875 খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কারের সঙ্গে সঙ্গে সহজ, সস্তা যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষ একে গ্রহণ করে। টেলিফোনের মাধ্যমে বিশ্বের যে-কোনো অঞ্চলের মানুষের সঙ্গে ব্যাবসাবাণিজ্য অথবা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা যায়।

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় টেলিফোনের গুরুত্ব

  1. টেলিফোন ব্যবস্থায় দূরত্বগত ব্যবধান অনেকখানি কমে যায়।
  2. দুটি ভিন্ন স্থানের মানুষের প্রত্যক্ষভাবে ভার এবং আবেগের আদান প্রদান করা যায়।
  3. পরিবহণ বা স্থানের বিনিময় বার্তা ও সংবাদের আদান-প্রদান করা যায়।

টেলিগ্রাফ –

1844 খ্রিস্টাব্দে সর্বপ্রথম টেলিগ্রাফ পদ্ধতি আবিষ্কারের মধ্য দিয়ে বিশ্বে টেলিযোগাযোগ ব্যবস্থার সূত্রপাত ঘটে। এর মাধ্যমে বিশ্বজুড়ে টেলিফোন নেটওয়ার্ক গড়ে ওঠে।

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় টেলিগ্রাফের গুরুত্ব –

  1. কম ব্যয়ে মুহূর্তের মধ্যে সংবাদ বা বার্তা পৌঁছোয়।
  2. এই ব্যবস্থা ব্যাবসাবাণিজ্যে এবং পরিসেবায় অপরিহার্য হয়ে ওঠে।
  3. এই ব্যবস্থায় বর্তমান যুগে কম সময়ে যথাস্থানে সংবাদ পৌঁছে দেওয়া যায়।

টেলিভিশন বা দূরদর্শন –

জন বেয়ার্ড প্রথম টেলিভিশন যন্ত্র আবিষ্কার করেন, যার মাধ্যমে একই সঙ্গে কথাবার্তা ও ছবি দর্শকের কাছে পৌঁছোনো সম্ভব হয়েছে। বর্তমানকালে টেলিভিশন হল গণ যোগাযোগের জনপ্রিয় ও শক্তিশালী মাধ্যম।

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় টেলিভিশন বা দূরদর্শনের গুরুত্ব –

  1. এই ব্যবস্থায় ছবি ও বার্তা একসঙ্গে পাওয়া যায়।
  2. এর সাহায্যে বার্তা বা সংবাদ একসঙ্গে বহু মানুষের কাছে পৌঁছোয়।
  3. যে-কোনো স্থান থেকে এর দ্বারা সংবাদ বা বার্তা সংগ্রহ করা যায়।
  4. বিভিন্ন পণ্যসামগ্রী বিপণনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।

মোবাইল বা সেলুলার ফোন –

এটি একটি তারবিহীন উপগ্রহ নেটওয়ার্কের দ্বারা টেলিযোগাযোগের মাধ্যম। অতি উন্নত প্রযুক্তি ও নিত্য নতুন পরিসেবার জন্য মানুষের নিকট অতি জনপ্রিয় হয়ে উঠেছে।

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় মোবাইল বা সেলুলার ফোনের গুরুত্ব –

  1. যে-কোনো স্থান থেকে যোগাযোগ রক্ষা করা যায়।
  2. আকারে ছোটো হওয়ায় মোবাইল ফোন যে-কোনো স্থানে বহন করে নিয়ে যাওয়া যায়।
  3. উন্নত প্রযুক্তির সাহায্যে বর্তমানে মোবাইলে ই-মেল, ভিডিও দেখা, গান শোনা ও ছবি তোলার সুবিধা পাওয়া যায়।

ইন্টারনেটের –

ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে-কোনো স্থানে সংবাদ, বার্তা, টিভি, তথ্য ইত্যাদির বিনিময় করা যেতে পারে। ইন্টারনেট ব্যবস্থায় ই-মেল ছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ পরিসেবা হল ওয়েবসাইট। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষাজগৎ, সাংস্কৃতিক জগৎ, চিকিৎসা জগতের সঙ্গে সংযোগ রক্ষা করা যায়।

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব –

  1. অতি দ্রুত সংবাদ আদানপ্রদান করা যায়।
  2. পৃথিবীর যে-কোনো স্থান থেকে তথ্যসংগ্রহ করা যায়।
  3. এই ব্যবস্থায় বিশ্বের দূরত্ব কমানো সম্ভব হয়েছে।
  4. ইনটারনেট ব্যবস্থার মাধ্যমে বাড়িতে বসে রেল অথবা বিমানের আসন সংরক্ষণ করা যায়।

আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যান্য মাধ্যমগুলি হল –

  1. ভিডিও কনফারেন্স।
  2. টেলিপ্রিন্টার।
  3. টেলিক্যাম্প।
  4. বেতার বা রেডিয়ো প্রভৃতি।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আধুনিক যোগাযোগ ব্যবস্থা কী?

আধুনিক যোগাযোগ ব্যবস্থা হল এমন প্রযুক্তি ও মাধ্যম, যার সাহায্যে মানুষ দ্রুত ও সহজে বিশ্বের যেকোনো প্রান্তে বার্তা, তথ্য ও সংবাদ আদান-প্রদান করতে পারে।

টেলিফোনের গুরুত্ব কী?

টেলিফোনের মাধ্যমে দূরত্ব কমে যায়, সরাসরি কণ্ঠস্বর শোনা যায় এবং ব্যবসা ও ব্যক্তিগত যোগাযোগ সহজ হয়।

টেলিগ্রাফ কখন আবিষ্কৃত হয়?

টেলিগ্রাফ আবিষ্কৃত হয় 1844 সালে, যা আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থার সূচনা করে।

টেলিভিশনের প্রধান সুবিধা কী?

টেলিভিশনের মাধ্যমে শব্দ ও ছবি একসাথে দেখা যায়, যা গণযোগাযোগের শক্তিশালী মাধ্যম।

মোবাইল ফোনের বৈশিষ্ট্য কী?

মোবাইল ফোন ছোট, বহনযোগ্য এবং এর মাধ্যমে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, ভিডিও দেখা ও ছবি তোলা যায়।

ইন্টারনেটের প্রধান সুবিধা কী?

ইন্টারনেটের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান, ইমেল পাঠানো, অনলাইন কেনাকাটা ও শিক্ষামূলক কাজ করা যায়।

ভিডিও কনফারেন্সিং কী?

ভিডিও কনফারেন্সিং হল এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ভিডিও ও অডিওর সাহায্যে দূরবর্তী ব্যক্তিদের সাথে সরাসরি আলোচনা করা যায়।

বেতার (রেডিও) যোগাযোগের ভূমিকা কী?

বেতারের মাধ্যমে সংবাদ, সঙ্গীত ও শিক্ষামূলক তথ্য দ্রুত ও সহজে প্রচার করা যায়, বিশেষত দূরবর্তী অঞ্চলে।

আধুনিক যোগাযোগ ব্যবস্থা কীভাবে ব্যবসাকে প্রভাবিত করেছে?

এটি ব্যবসায়িক লেনদেন, বিপণন ও গ্রাহক সেবাকে দ্রুততর ও সহজলভ্য করেছে।

আধুনিক যোগাযোগের চ্যালেঞ্জগুলি কী কী?

প্রযুক্তিনির্ভরতা, গোপনীয়তা রক্ষা ও ডিজিটাল বিভেদ (Digital Divide) এর মতো সমস্যা রয়েছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পৃথিবীর আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Mathematics Suggestion 2026

Madhyamik Mathematics Suggestion 2026 – Mark 5

Madhyamik Mathematics Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Mathematics Suggestion 2026 – সত্য মিথ্যা

Madhyamik Mathematics Suggestion 2026 – শূন্যস্থান পূরণ