এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 10 – English Reference – Fable – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির দ্বিতীয় অধ্যায় “Fable” এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Class 10 – English Reference – Fable – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

Class 10 – Fable – ইংরেজি উচ্চারণ

দ্য মাউনটেইন অ্যান্ড দ্য স্কুইরেল

হ্যাড আ কোয়ারেল,

অ্যান্ড দ্য ফরমার কলড দ্য ল্যাটার ‘লিটল প্রিগ।’

বান রিপ্লায়েড,

“ইউ আর ডাউটলেস ভেরি বিগ;

বাট অল সর্টস অফ থিংগস অ্যান্ড ওয়েদার

মাস্ট বি টেকেন ইন টুগেদার

টু মেক আপ আ ইয়ার

অ্যান্ড আ স্ফিয়ার।

অ্যান্ড আই থিংক ইট’স নো ডিসগ্রেস

টু অকুপাই মাই প্লেস।

ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ,

ইউ আর নট সো স্মল অ্যাজ আই,

অ্যান্ড নট হাফ সো স্প্রাই।

আই’ল নট ডিনাই ইউ মেক

আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক;

ট্যালেন্টস ডিফার; অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট;

ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক,

নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট।”

Class 10 – Fable – বঙ্গানুবাদ

পর্বত ও কাঠবিড়ালীর

ঝগড়া বেধেছিল;

প্রথম জন দ্বিতীয় জনকে বলল, খুদে নীতিবাগীশ।

কাঠবিড়ালী উত্তর দিল,

“নিঃসন্দেহে তুমি অনেক বড়ো;

কিন্তু সব রকমের জিনিস আর আবহাওয়া

অবশ্যই একসাথে জড়ো করতে হবে

যাতে তৈরি হয় একটা বছর

এবং একটা পরিবেশ।

আর আমি মনে করি এটা লজ্জার বিষয় নয়,

আমার জায়গাটুকু নিয়ে থাকাটা।

আমি যদি তোমার মতো বড়ো না হই,

তুমিও আমার মতো ছোটো নও,

আর আমি যত প্রাণবন্ত তার অর্ধেকও তুমি নও।

আমি অস্বীকার করব না তুমি বানাও

সুন্দর একটা পথ, কাঠবিড়ালীর যাওয়ার জন্য;

গুণের তফাৎ থাকে; সবই ভালো আর বুদ্ধিমত্তার সাথে রাখা;

আমি যদি পিঠে করে জঙ্গল বইতে না পারি,

তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না।”

আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির প্রথম অধ্যায় “Fable” এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অংশ থেকে প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন