এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 10 English – Fable – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির দ্বিতীয় অধ্যায় “Fable” সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টি কবি রালফ ওয়াল্ডো এমারসন এর একটি গুরুত্বপূর্ণ কবিতা, যা মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আর্টিকেলে “Fable” কবিতার ইংরেজি উচ্চারণ, বঙ্গানুবাদ নিয়ে বিশদভাবে আলোচনা করব। এই “Fable” কবিতার ইংরেজি উচ্চারণ, বঙ্গানুবাদ তোমাদের অধ্যায়টি বুঝতে অনেক সাহায্য করবে। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের প্রস্তুতি আরও ভালো করতে সাহায্য করবে।

Class 10 – English Reference – Fable – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

Class 10 – Fable – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

The mountain and the squirrel
(দ্য মাউন্টেন অ্যাণ্ড দ্য স্কুইরেল)
পাহাড় ও কাঠবিড়ালি

Had a quarrel:
(হ্যাড এ কোয়ারেল)
একটি ঝগড়ায় জড়িয়ে পড়ল।

And the former called the latter ‘Little Prig.’
(অ্যাণ্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার ‘লিটল প্রিগ’)
আর পাহাড় কাঠবিড়ালিকে ‘ছোটো গর্বী’ বলে ডাকল।

Bun replied,
(বান রিপ্লাইড)
বান উত্তর দিল,

‘You are doubtless very big;
(‘ইউ আর ডাউটলেস ভেরি বিগ’)
‘তুমি নিঃসন্দেহে অনেক বড়ো;

But all sorts of things and weather
(বাট অল সোর্টস অফ থিংস অ্যাণ্ড ওয়েদার)
কিন্তু সব রকম জিনিস আর আবহাওয়া

Must be taken in together,
(মাস্ট বি টেকেন ইন টুগেদার)
একসাথে বিবেচনায় নিতে হয়,

To make up a year
(টু মেক আপ এ ইয়ার)
একটা বছর তৈরি করতে

And a sphere.
(অ্যাণ্ড এ স্ফিয়ার)
এবং একটিমাত্র গোলক গঠনের জন্য।

And I think it no disgrace
(অ্যাণ্ড আই থিংক ইট নো ডিজগ্রেস)
আমি মনে করি না

To occupy my place.
(টু অক্যুপাই মাই প্লেস)
আমার নিজের অবস্থানে থাকা কোনো অসম্মানের বিষয়।

If I’m not so large as you,
(ইফ আই’ম নট সো লার্জ অ্যাজ ইউ)
যদি আমি তোমার মতো বড়ো না-ও হই,

You are not so small as I,
(ইউ আর নট সো স্মল অ্যাজ আই)
তবে তুমিও আমার মতো ছোটো নও,

And not half so spry.
(অ্যাণ্ড নট হাফ সো স্প্রাই)
এবং আমার অর্ধেকও চটপটে নও।

I’ll not deny you make
(আই’ল নট ডিনাই ইউ মেক)
আমি অস্বীকার করব না যে তুমি তৈরি করো

A very pretty squirrel track;
(এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক)
একটা সুন্দর কাঠবিড়ালির পথ;

Talents differ; all is well and wisely put;
(ট্যালেন্টস ডিফার; অল ইজ ওয়েল অ্যাণ্ড ওয়াইজলি পুট)
প্রতিভার ভিন্নতা আছে; সবই যথাযথ ও সুবুদ্ধির ফল।

If I cannot carry forests on my back,
(ইফ আই ক্যাননট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক)
যদি আমি পিঠে বন বহন করতে না পারি,

Neither can you crack a nut.’
(নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট)
তবে তুমিও একটি বাদাম ভাঙতে পারবে না।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির দ্বিতীয় অধ্যায় “Fable” সম্পর্কে আলোচনা করেছি। এই অধ্যায়টি কবি রালফ ওয়াল্ডো এমারসন এর একটি গুরুত্বপূর্ণ গল্প, যা মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আর্টিকেলে “Fable” কবিতার ইংরেজি উচ্চারণ, বঙ্গানুবাদ নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। আশাকরি এই “Fable” কবিতার ইংরেজি উচ্চারণ, বঙ্গানুবাদ তোমাদের অধ্যায়টি বুঝতে অনেক সাহায্য করেছে। এই আর্টিকেল থেকে কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন