Class 9 – English – Hunting Snake – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

Rahul

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজির দ্বাদশ অধ্যায় ‘Hunting Snake’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের ‘Hunting Snake’ কবিতাটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে।

Class 9 - English - Hunting Snake - ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Class 9 – English – Hunting Snake – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

Hunting Snake এর ইংরেজি উচ্চারণ

সান-ওয়ার্মড ইন দ্য লেট সিজন’স গ্রেস
আন্ডার দ্য অটাম’স জেন্টলেস্ট স্কাই
উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ-থ্রু আ পেস।
দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই।

হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেইল
হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস।
সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মনড স্কেল
অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস।

হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড
ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইনটেন্ট,
উই স্কেয়ার্সলি থট; স্টিল অ্যাজ উই স্টুড
আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট।

কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেনডিড হি ওয়াজ গন
ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে।
উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে,
লুকড অ্যাট ইচ আদার, অ্যান্ড ওয়েন্ট অন।

Hunting Snake – এর বঙ্গানুবাদ

সূর্য-উষ্ণ শেষ ঋতুর লাবণ্যে
হেমন্তের স্নিগ্ধতম আকাশের তলে
হাঁটছিলাম এবং স্থানু হলাম পা ফেলার মাঝখানে।
বিরাট কালো সাপটি চলে গেল এঁকেবেঁকে।

মাথা নিচু, জিভ লকলক করে পথরেখায়
ঘাসের খাঁজের মধ্যে সে খোঁজে।
তার হীরক-আঁশের ওপর সূর্য দ্যুতি ছড়ায়
আর তাকে চলে যেতে দেখে শ্বাসরুদ্ধ হয়।

কোন পথ সে নেয়, কী ক্ষুদ্র খাবার
পালিয়ে বাঁচে দূরে রেখে তার হিংস্র অভিপ্রায়;
আমরা কোনোমতে ভাবি; দাঁড়িয়ে তখনও সেথায়
আমাদের চোখ চলে তার সাথে যেখানে সে যায়।

শীতল, কালো আর জমকালো সে হারায়
যেখানে ঘাসের মধ্যে লুকিয়েছে তার শিকার।
আমরা গভীরতর শ্বাস নিই যেন সেদিনকার
পরস্পরের দিকে তাকাই, আর মন দিই চলায়।


আজকে আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইংরেজির দ্বাদশ অধ্যায় ‘Hunting Snake’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের ‘Hunting Snake’ কবিতাটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যার এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী ইতিহাস - প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস – প্রাককথন: ইউরোপ ও আধুনিক যুগ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ,নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী ইতিহাস - বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণী ইতিহাস – বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

“Class 9 – English – Hunting Snake – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সূত্রসমূহ

প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

দেখাও যে, সমান কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে।

একটি কাচের স্ল্যাবের গঠন চিত্রসহ বর্ণনা করো।

চন্দ্রযান-3 – প্রবন্ধ রচনা