দশম শ্রেণি – বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলার সপ্তম পাঠের দ্বিতীয় বিভাগ, “অস্ত্রের বিরুদ্ধে গান” থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এগুলো প্রায়ই আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

দশম শ্রেণি – বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হল –

  1. ঘুমিয়েছ, ঝাউপাতা?
  2. প্রত্নজীব
  3. ভুতুম ভগবান
  4. পাতার পোশাক

উত্তর – 4. পাতার পোশাক

পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় –

  1. 1997 খ্রিস্টাব্দে
  2. 1999 খ্রিস্টাব্দে
  3. 2000 খ্রিস্টাব্দে
  4. 2005 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1997 খ্রিস্টাব্দে

পাতার পোশাক কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেন –

  1. শক্তি চট্টোপাধ্যায়কে
  2. সব মৃত বন্ধুকে
  3. অনুপ আর মঞ্জুকে
  4. সাগরময় ঘোষকে

উত্তর – 3. অনুপ আর মঞ্জুকে

পাতার পোশাক কাব্যগ্রন্থের –

  1. দুটি অংশ
  2. তিনটি অংশ
  3. চারটি অংশ
  4. পাঁচটি অংশ

উত্তর – 2. তিনটি অংশ

কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? –

  1. বাবরের প্রার্থনা
  2. অগ্নিবীণা
  3. রূপসী বাংলা
  4. পাতার পোশাক

উত্তর – 4. পাতার পোশাক

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থের যে অংশে রয়েছে, সেটি হল –

  1. পাতার পোশাক
  2. সেতু, শ্রম, অভিজ্ঞতা
  3. কবিকাহিনী
  4. সেতু, অভিজ্ঞতা, শ্রম

উত্তর – 1. পাতার পোশাক

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে –

  1. বনে-বাদাড়ে
  2. কবির কাছে
  3. গানের পায়ে
  4. দেশগাঁয়ে

উত্তর – 3. গানের পায়ে

“আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি,” – এখানে ‘আমি’ হল –

  1. কবি
  2. গান
  3. সৈন্য
  4. দেশবাসী

উত্তর – 1. কবি

” গানের বর্ম আজ পরেছি গায়ে” – গানকে ‘বর্ম’ বলা হয়েছে, কারণ –

  1. কবি একটা-দুটো গান জানেন
  2. গান গাইলে মন খারাপ হয় না
  3. গান গাইলে অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস জাগে
  4. গান গাইলে কোনো চিন্তা থাকে না

উত্তর – 3. গান গাইলে অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস জাগে

“আঁকড়ে ধরে সে-খড়কুটো” – উদ্ধৃতাংশে ‘খড়কুটো’ হল –

  1. গান
  2. অস্ত্র
  3. বাড়িঘর
  4. পোশাক-পরিচ্ছদ

উত্তর – 1. গান

কবি গানের গায়ে কী মোছেন? –

  1. অশ্রু
  2. ঘাম
  3. রক্ত
  4. কান্না

উত্তর – 3. রক্ত

“রক্ত মুছি শুধু গানের গায়ে” – উদ্ধৃতাংশে গানের গায়ে রক্ত মোছার অর্থ –

  1. কবি গান গেয়ে রক্তপাত ঘটাতে চান
  2. অকারণ রক্তপাতে কবি গান বন্ধ করে দিতে চান
  3. রক্তপাতের কথা ভেবে কবি সেই শোককে গানে পরিণত করতে চান
  4. কবি মনে করেন গান রক্তপাত বন্ধ করতে পারে না

উত্তর – 3. রক্তপাতের কথা ভেবে কবি সেই শোককে গানে পরিণত করতে চান

“মাথায় কত শকুন বা চিল” – মাথায় শকুন বা চিল ওড়ার অর্থ –

  1. চারিদিকে পাখিদের ভিড়
  2. সমাজটা যেন ভাগাড়ে পরিণত হয়েছে
  3. তারা কোকিলকে আক্রমণ করতে চায়
  4. কবি শিকারি পাখিদের পোষ মানিয়েছেন

উত্তর – 2. সমাজটা যেন ভাগাড়ে পরিণত হয়েছে

“আমার শুধু একটা কোকিল …” – এই কোকিলটি হল –

  1. কবির অনুভূতির জগৎ
  2. বসন্তের দূত
  3. এক ঋষিবালক
  4. একটি গ্রামের মানুষ

উত্তর – 1. কবির অনুভূতির জগৎ

“গান বাঁধবে সহস্র উপায়ে” – সহস্র উপায়ে গান বাঁধবে –

  1. চিল
  2. শকুন
  3. কোকিল
  4. ঋষিবালক

উত্তর – 3. কোকিল

“গানের ___ আজ পরেছি গায়ে”। –

  1. বুলেট
  2. পোশাক
  3. পালক 
  4. বর্ম

উত্তর – 4. বর্ম

“আমি এখন ___ হাতে পায়ে এগিয়ে আসি।” –

  1. চারটি
  2. ন্যুজ
  3. অজস্র
  4. হাজার

উত্তর – 4. হাজার

“গান তো জানি ___” –

  1. হাজার হাজার
  2. সহস্রটা
  3. একটা দুটো
  4. কয়েকশো

উত্তর – 3. একটা দুটো

“আঁকড়ে ধরে ___ রক্ত মুছি শুধু গানের গায়ে” –

  1. আদুড়-গা
  2. সে-বর্মটা
  3. সে-খড়কুটো
  4. নদী-দেশগাঁ

উত্তর – 3. সে-খড়কুটো

কবি কীভাবে এগিয়ে আসেন? –

  1. হাজার হাতে পায়ে
  2. গান গেয়ে
  3. দু হাত তুলে
  4. মানুষের সাথে

উত্তর – 1. হাজার হাতে পায়ে

হাত নাড়িয়ে কবি কী তাড়ান? –

  1. শত্রু
  2. কান্না
  3. ভয়
  4. বুলেট

উত্তর – 4. বুলেট

“গান তো জানি একটা দুটো” – সেই গানকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? –

  1. ইট-কাঠের
  2. খড়কুটোর
  3. পাথরের
  4. সোনার

উত্তর – 2. খড়কুটোর

কবি গায়ে কী পরেছেন? –

  1. লোহার বর্ম
  2. গানের বর্ম
  3. রক্তমাখা জামা
  4. শান্তির নামাবলি

উত্তর – 2. গানের বর্ম

কবি কোথায় রক্ত মোছেন? –

  1. দেয়ালে
  2. জামায়
  3. শরীরে
  4. গানের গায়ে

উত্তর – 4. গানের গায়ে

মাথার উপরে কবি কী দেখেছেন? –

  1. নতুন সূর্য
  2. শকুন-চিল
  3. নক্ষত্র
  4. নীল আকাশ

উত্তর – 2. শকুন-চিল

কবির শুধু কী আছে? –

  1. একটা কোকিল
  2. একটা মানুষ
  3. একটা ঘর
  4. একটা গাছ

উত্তর – 1. একটা কোকিল

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কোকিল কীভাবে গান বাঁধে? –

  1. সহস্র উপায়ে
  2. লাখো উপায়ে
  3. একটি সুরে
  4. লক্ষ সুরে

উত্তর – 1. সহস্র উপায়ে

“বর্ম খুলে দ্যাখো …” – বর্ম খুলে আদুড় গায়ে দাঁড়িয়ে থাকে –

  1. ঋষিবালক
  2. শিশু
  3. ভিখিরি
  4. মুনি

উত্তর – 1. ঋষিবালক

“তোমায় নিয়ে বেড়াবে গান” – উদ্দিষ্ট ব্যক্তিকে গান নিয়ে বেড়াবে –

  1. রণভূমিতে
  2. মৃত্যুদীর্ণ সমভূমিতে
  3. উন্মুক্ত আকাশে
  4. নদীতে, দেশগাঁয়ে

উত্তর – 4. নদীতে, দেশগাঁয়ে

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় স্তবকের সংখ্যা –

  1. তিনটি 
  2. চারটি
  3. দুটি
  4. পাঁচটি

উত্তর – 1. তিনটি 

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় পঙক্তির মোট সংখ্যাক –

  1. 15টি
  2. 17টি
  3. 18টি
  4. 20টি

উত্তর – 3. 18টি

“___ নাড়িয়ে বুলেট তাড়াই”। –

  1. হাত-পাখ
  2. হাত
  3. গান
  4. মাথা

উত্তর – 2. হাত

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার তিনটি স্তবকে পঙ্ক্তি বিন্যাসটি হল –

  1. 3-4-5
  2. 5-6-7
  3. 4-8-12
  4. 4-5-8

উত্তর – 2. 5-6-7

বর্ম খুলে যেভাবে গানকে দেখা যাবে ঋষিবালক হিসেবে –

  1. খোলা মনে
  2. খোলা চোখে
  3. আদুড় গায়ে
  4. হালকা ভাবে

উত্তর – 3. আদুড় গায়ে

ঋষিবালকের মাথায় কী গোঁজা? –

  1. বুনো ফুল
  2. আমের পাতা
  3. ধানের গোছা
  4. ময়ূরপালক

উত্তর – 4. ময়ূরপালক

গানকে কবি কার মতো দাঁড়াতে দেখেছেন? –

  1. ঋষিবালক
  2. ফুল
  3. বীর
  4. জ্ঞানী

উত্তর – 1. ঋষিবালক

“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো ___ দুটি পায়ে”। –

  1. আমার
  2. দেশের
  3. মায়ের
  4. গানের

উত্তর – 4. গানের

দু-একটি বাক্যে উত্তর দাও।

“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো” – কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে?

কবি জয় গোস্বামী ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় গানের পায়ে অস্ত্র ফেলার অর্থাৎ আত্মসমর্পণ করার কথা বলেছেন।

‘অস্ত্র রাখো’ বলার অর্থ কী?

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র রাখো’ কথাটি বলার মাধ্যমে কবি অস্ত্র সমর্পণের কথা বলেছেন।

কবি অস্ত্রকে কোথায় সমর্পণ করতে বলেছেন?

কবি জয় গোস্বামী গানের পায়ের কাছে অস্ত্র সমর্পণ করতে বলেছেন।

কবি গানকে কীভাবে ব্যবহার করেন?

কবি সমস্ত অশান্তি ও অশুভ শক্তিকে পরাজিত করতে গানকে বর্মের মতো শরীরে ধারণ করেন।

হাজার হাতে পায়ে কবি কী করেন?

হাজার হাতে পায়ে অর্থাৎ হাজার হাজার মানুষের সাথে দলবদ্ধ হয়ে কবি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান, এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন।

গানের বর্ম পরিধান করে কবি কোন্ কাজ করতে সক্ষম?
অথবা, “গানের বর্ম আজ পরেছি গায়ে” – গানের বর্ম পরিধান করে কবি কোন্ কাজ করতে পারেন?

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জানিয়েছেন যে, গানের বর্ম পরে তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন।

“আঁকড়ে ধরে সে-খড়কুটো” — কবি ‘খড়কুটো’ বলতে কী বুঝিয়েছেন?

কবি ‘খড়কুটো’ বলতে তাঁর জানা এক বা দুইটি গানের কথা বুঝিয়েছেন।

“মাথায় কত শকুন বা চিল” — শকুন এবং চিলেরা কীসের প্রতীক?

‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় উল্লেখিত শকুন এবং চিলেরা যুদ্ধবাজদের হিংস্রতা এবং নৃশংসতার প্রতীক।

“আমার শুধু একটা কোকিল” — কোকিল কীসের প্রতীক?

জয় গোস্বামী রচিত ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কোকিল মানুষের অন্তর্গত সৃজনশীলতার প্রতীক।

গানের গায়ে কবি কী করেন?

গানের গায়ে কবি রক্ত এবং যাবতীয় হিংস্রতা মোছেন।

“আমার শুধু একটা কোকিল” — কোকিলটি কী করে?

বর্তমান সময়ের হিংসা ও নৃশংসতার মধ্যে কোকিলটি হাজার উপায়ে গান বাঁধে, শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

“রক্ত মুছি শুধু গানের গায়ে” — কথাটির অর্থ কী?

কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় বোঝানো হয়েছে, হিংসা ও রক্তাক্ততা থেকে মুক্তি দিতে পারে শুধুমাত্র গান বা শিল্পসৃষ্টি।

“অস্ত্র ফ্যালো অস্ত্র রাখো” — কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে?

কবি জয় গোস্বামী তাঁর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় গানের পায়ে অস্ত্র রাখার কথা বলা বলেছেন।

“বর্ম খুলে দ্যাখো …” – বর্ম খুললে কী দেখা যায়?

কবির মতে, বর্ম খুললে দেখা যায় যে গান ঋষিবালকের মতো শান্তভাবে দাঁড়িয়ে আছে।

“গান দাঁড়াল ঋষিবালক” – এ কথা বলার অর্থ কী?

গান শুধু প্রতিবাদের বাহন নয়, যুদ্ধের শেষে গানের মধ্যে স্নিগ্ধতা ও শান্তিও খুঁজে পাওয়া যায়। আর তখন গান হয়ে যায় ‘ঋষিবালক’ -এর মতো স্নিগ্ধ ও শান্ত।

“গান দাঁড়াল ঋষিবালক” – ঋষিবালকের মাথায় কী ছিল?

যে গানকে কবি জয় গোস্বামী ‘ঋষিবালক’ -এর সঙ্গে তুলনা করেছেন, তার মাথায় ময়ূরপালক গোঁজা ছিল।

“তোমায় নিয়ে বেড়াবে গান” – কোথায় বেড়াবে?

নদীতে এবং দেশ-গ্রামে গানের সঙ্গে শ্রোতার বেড়ানোর কথা কবি উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে গান ও তার সুরের আন্তর্জাতিক বিস্তারের কথা বলা হয়েছে।

“তোমায় নিয়ে বেড়াবে গান” – কথাটির অর্থ কী?

গানের কথা ও সুরের হাত ধরেই শ্রোতা সারা বিশ্বের সাথে পরিচিত হন, – এ-কথাই বোঝানো হয়েছে উদ্ধৃত পঙক্তিতে।

“তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে, দেশগাঁয়ে” – কীভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তুমি মনে করো?

পৃথিবীতে যুদ্ধের অবসান ঘটলে গান আর প্রতিবাদের বাহন নয়, মানুষের মানসিক বিস্তারের ও শুদ্ধতার বাহক হয়ে ওঠে, তখনই গানের হাত ধরে মানুষ দেশের সীমা অতিক্রম করে বিশ্বনাগরিক হয়ে ওঠে।

‘অস্ত্র’ ও ‘গান’ শব্দ দুটি কবিতায় কতবার করে আছে?

কবি জয় গোস্বামী তাঁর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র’ শব্দটি ছ-বার এবং ‘গান’ শব্দটি সাতবার ব্যবহার করেছেন।র পায়ের কাছে অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক বাংলার সপ্তম পাঠের দ্বিতীয় বিভাগ, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ প্রায়শই এসব প্রশ্ন পরিক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা এবং এই স্তরের তাপমাত্রাগুলি ছকের সাহায্যে দেখাও। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির বৈশিষ্ট্য আলোচনা করো।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা, বৈশিষ্ট্য এবং এই স্তরের তাপমাত্রাগুলি ছকের সাহায্যে দেখাও।

মৌসুমি বিস্ফোরণ কী

মৌসুমি বিস্ফোরণ কী? ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে।

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন-মাধ্যমিক ভূগোল

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?

About The Author

Rahul

Tags

“দশম শ্রেণি – বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণি – বাংলা – আকাশে সাতটি তারা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – আকাশে সাতটি তারা – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণি বাংলা – খেয়া – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর