মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর “হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ - অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে –

  1. পলল ব্যজনী
  2. কেম
  3. বদ্বীপ
  4. প্লাবনভূমি

উত্তর – 2. কেম

পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে, তাকে বলে –

  1. হিমরেখা
  2. হিমবাহ
  3. হিমশৈল
  4. ব্লো আউট

উত্তর – 1. হিমরেখা

সমুদ্রোপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে –

  1. হিমদ্রোণি
  2. ঝুলন্ত উপত্যকা
  3. ফিয়র্ড
  4. করি

উত্তর – 3. ফিয়র্ড

ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় –

  1. জলপ্রপাত
  2. বার্গস্রন্ড
  3. গিরিখাত
  4. ক্রেভাস

উত্তর – 1. জলপ্রপাত

হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে বলে –

  1. হিমরেখা
  2. গ্রাবরেখা
  3. গিরিখাত
  4. হিমদ্রোণি

উত্তর – 2. গ্রাবরেখা

হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি যে অক্ষরের মতো হয়, সেটি হল –

  1. I
  2. U
  3. V
  4. K

উত্তর – 2. U

রসে মতানে যে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, তা হল –

  1. নদী ও বায়ু
  2. বাতাস
  3. নদী
  4. হিমবাহ

উত্তর – 4. হিমবাহ

হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত, দুদিক মসৃণ খাড়া ঢিপিকে বলে –

  1. তিমিপৃষ্ঠ
  2. প্রস্তরখাত
  3. ফিয়র্ড
  4. বার্গস্রুন্ড

উত্তর – 1. তিমিপৃষ্ঠ

হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয়, তাদের বলে –

  1. হিমসিঁড়ি
  2. প্রস্তরখাত
  3. রসে মতানে
  4. নদীমঞ্চ

উত্তর – 1. হিমসিঁড়ি

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গর্তকে বলে –

  1. প্রস্তরখাত বা আবর্তরেখা
  2. কর্তিত স্পার
  3. প্যাটারনস্টার হ্রদ
  4. প্লায়া

উত্তর – 1. প্রস্তরখাত বা আবর্তরেখা

হিমশৈলের যে পরিমাণ অংশ জলের ওপর ভেসে থাকে –

  1. \( \frac89 \) অংশ
  2. \( \frac29 \) অংশ
  3. \( \frac1{10} \) অংশ
  4. \(9\) অংশ

উত্তর – 3. \( \frac1{10} \) অংশ

হিমবাহ যে কারণে অগ্রসর হয়, তা হল –

  1. হিমরাশির ভারে
  2. দিকবিক্ষেপক শক্তির টানে
  3. মাধ্যাকর্ষণ শক্তির টানে
  4. ভূমির ঢালের জন্য

উত্তর – 3. মাধ্যাকর্ষণ শক্তির টানে

মহাদেশীয় হিমবাহ দেখা যায় –

  1. হিমালয় পর্বতে
  2. আল্পস পর্বতে
  3. আন্দিজ পর্বতে
  4. অ্যান্টার্কটিকায়

উত্তর – 4. অ্যান্টার্কটিকায়

মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত উচ্চভূমির চূড়াকে বলে –

  1. স্নাউট
  2. লোব
  3. এরিটি
  4. নুনাটাক

উত্তর – 4. নুনাটাক

ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ –

  1. গঙ্গোত্রী
  2. সিয়াচেন
  3. হুবার্ড
  4. যমুনোত্রী

উত্তর – 2. সিয়াচেন

দুটি সার্ক -এর সংযোগস্থল বরাবর গঠিত হয় –

  1. রসে মতানে
  2. এরিটি
  3. পিরামিড চূড়া
  4. এসকার

উত্তর – 2. এরিটি

একটি পিরামিড চূড়া –

  1. আল্পসের মঁ ব্লা
  2. ম্যাটারহর্ন
  3. মাকালু
  4. কাঞ্চনজঙ্ঘা

উত্তর – 2. ম্যাটারহর্ন

হিমবাহের খোদাইকার্যের ফলে পর্বতের গায়ে সৃষ্ট গর্তগুলিকে ওয়েলসে বলে –

  1. করি
  2. সার্ক
  3. ক্যুম
  4. বটন

উত্তর – 3. ক্যুম

পৃথিবীর গভীরতম ফিয়র্ড হল –

  1. গ্রিনল্যান্ডের বেসেল ফিয়র্ড
  2. কানাডার আলেকজান্দ্রা ফিয়র্ড
  3. নরওয়ের সোগনে ফিয়র্ড
  4. অ্যান্টার্কটিকার নিয়েলস্যেন ফিয়র্ড

উত্তর – 3. নরওয়ের সোগনে ফিয়র্ড

সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে –

  1. হিমস্তূপ
  2. হিমশৈল
  3. হিমপ্রাচীর
  4. হিমপর্বত

উত্তর – 2. হিমশৈল

হিমবাহের পৃষ্ঠদেশের ফাটলগুলিকে বলা হয় –

  1. বার্গস্রুন্ড
  2. হিমসিঁড়ি
  3. ক্রেভাস
  4. পরিখা

উত্তর – 3. ক্রেভাস

করি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় বলে –

  1. এরিটি
  2. সার্ক
  3. ফিয়র্ড
  4. গ্রাবরেখা

উত্তর – 2. সার্ক

Basket of egg topography গঠন করে –

  1. এসকার
  2. গ্রাবরেখা
  3. ড্রামলিন
  4. বহিঃধৌত সমভূমি

উত্তর – 3. ড্রামলিন

হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল –

  1. ফিয়র্ড
  2. গ্রাবরেখা
  3. রসে মতানে
  4. এসকার

উত্তর – 4. এসকার

শূন্যস্থান পূরণ করো।

পর্বতের দুই পাশে দুটি ___ তৈরি হলে মধ্যবর্তী অংশে সংকীর্ণ, খাড়া ছুরির ফলার মতো এরিটি বা অ্যারেৎ গড়ে ওঠে।

উত্তর – পর্বতের দুই পাশে দুটি করি তৈরি হলে মধ্যবর্তী অংশে সংকীর্ণ, খাড়া ছুরির ফলার মতো এরিটি বা অ্যারেৎ গড়ে ওঠে।

হিমবাহবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে স্বল্প উঁচু আঁকাবাঁকা ___ গঠিত হয়, তাকে বলে এসকার।

উত্তর – হিমবাহবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে স্বল্প উঁচু আঁকাবাঁকা শৈলশিরা গঠিত হয়, তাকে বলে এসকার।

পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ অ্যান্টার্কটিকার ___।

উত্তর – পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ অ্যান্টার্কটিকার ল্যামবার্ট

পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ ___।

উত্তর – পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হুবার্ড

হিমবাহ প্রকৃতপক্ষে বরফের ___।

উত্তর – হিমবাহ প্রকৃতপক্ষে বরফের নদী

ফিয়র্ড ___ অক্ষাংশে উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়।

উত্তর – ফিয়র্ড উচ্চ অক্ষাংশে উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়।

হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে, তাকে ___ বলে।

উত্তর – হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে, তাকে স্নাউট বলে।

হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ___ বলে।

উত্তর – হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এসকার বলে।

‘U’ আকৃতির হিমবাহ উপত্যকাকে ___ বলে।

উত্তর – ‘U’ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণি বলে।

বরফহীন পর্বত শিখরকে ___ বলে।

উত্তর – বরফহীন পর্বত শিখরকে নুনাটাক বলে।

এরিটি গঠিত হয় ___ প্রক্রিয়ার দ্বারা।

উত্তর – এরিটি গঠিত হয় অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা।

 গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমির নাম ___।

উত্তর – গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমির নাম কেম

ড্রামলিন দেখতে অনেকটা ___ মতো।

উত্তর – ড্রামলিন দেখতে অনেকটা ওলটানো বাটির মতো।

যে কাল্পনিক সীমারেখার নীচে বরফ গলে যায়, তাকে ___ বলে।

উত্তর – যে কাল্পনিক সীমারেখার নীচে বরফ গলে যায়, তাকে হিমরেখা বলে।

সঞ্চয়কার্যের ফলে হিমবাহের তলায় ___ গ্রাবরেখা তৈরি হয়।

উত্তর – সঞ্চয়কার্যের ফলে হিমবাহের তলায় ভূমি গ্রাবরেখা তৈরি হয়।

এসকার হিমবাহের ___ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।

উত্তর – এসকার হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।

 ___ হল হিমবাহের ওপর সমান্তরাল ও তির্যকভাবে সৃষ্ট ফাটল।

উত্তর – ক্রেভাস হল হিমবাহের ওপর সমান্তরাল ও তির্যকভাবে সৃষ্ট ফাটল।

সিয়াচেন হিমবাহটি ___ পর্বতে অবস্থিত।

উত্তর – সিয়াচেন হিমবাহটি কারাকোরাম পর্বতে অবস্থিত।

গ্রাবরেখা হিমবাহের ___ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।

উত্তর – গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে।

উত্তর – শুদ্ধ

আলাস্কার মালাসপিনা হল পর্বতের পাদদেশীয় হিমবাহের একটি বিশিষ্ট উদাহরণ।

উত্তর – শুদ্ধ

মেরু অঞ্চলে নুনাটাক দেখা যায়।

উত্তর – শুদ্ধ

হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়।

উত্তর – অশুদ্ধ

হিমসিঁড়ির অবনমিত অংশে জল জমে যেসব হ্রদের সৃষ্টি হয়, তাদের বলে প্যাটারনস্টার হ্রদ।

উত্তর – শুদ্ধ

মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে বা পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে সমুদ্র উপকূলে যেসব জলমগ্ন খাত দেখা যায় সেগুলিকে বলে ফিয়র্ড।

উত্তর – শুদ্ধ

ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলে ‘বাসকেট অব্ এগস্ রিলিফ’ বা ‘ডিম ভরতি ঝুড়ির মতো ভূমিরূপ’।

উত্তর – শুদ্ধ

হিমবাহের বরফ গলে উৎপন্ন বালি, কাদা ও গন্ডশিলার স্তূপকে একত্রে হিমকর্দ বলে।

উত্তর – শুদ্ধ

হিমরেখার ওপর শুধু শীতকালে বরফ জমে থাকে।

উত্তর – অশুদ্ধ

ঝুলন্ত উপত্যকার অগ্রভাগে জলপ্রপাত সৃষ্টি হয়।

উত্তর – শুদ্ধ

বিশ্বের বৃহত্তম পর্বতের পাদদেশীয় হিমবাহ হল হুবার্ড।

উত্তর – অশুদ্ধ

হিমশৈলের \( \frac19 \) অংশ সমুদ্রে ভেসে থাকে।

উত্তর – শুদ্ধ

মহাদেশীয় হিমবাহে বার্গস্রুন্ড দেখা যায়।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. হর্নA. ভারতের দীর্ঘতম হিমবাহ1. → C.
2. হুবার্ডB. কুমেরুর বরফবিহীন পর্বতশৃঙ্গ2. → D.
3. সিয়াচেনC. শিবলিঙ্গ শৃঙ্গ3. → A.
4. নুনাটাকD. পাদদেশীয় হিমবাহ4. → E.
5. মালাসপিনাE. উপত্যকা হিমবাহ5. → B.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. ম্যাটারহর্নA. কুবের1. → C.
2. ক্রেভাসB. সোগনে2. → D.
3. ঝুলন্ত উপত্যকাC. ভাসমান বরফের স্তূপ3. → E.
4. ফিয়র্ডD. পিরামিড চূড়া4. → A.
5. হিমশৈলE. হিমবাহের ফাটল5. → B.

3.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. ল্যামবার্টA. কারাকোরাম1. → C.
2. যমুনোত্রীB. পূর্ব হিমালয়2. → E.
3. বলটারোC. কুমায়নু হিমালয়3. → B.
4. মালঘপিনাD. অ্যান্টার্কটিকা4. → A.
5. জেমুE. আলাস্কা5. → D.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম করো।

পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের হল আলাস্কার মালাসপিনা।

পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম করো।

পৃথিবীর দীর্ঘতম হিমবাহের হল অ্যান্টার্কটিকার ল্যামবার্ট।

হিমবাহের ওপর বরফের ফাটলকে কী বলে?

হিমবাহের ওপর বরফের ফাটলকে ক্রেভাস বলে।

পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

নরওয়ের সোগনে ফিয়র্ড। মতান্তরে অ্যান্টার্কটিকার স্কেলটন ইনলেট (Skelton Inlet)।

প্যাটারনস্টার হ্রদ কোথায় সৃষ্টি হয়?

প্যাটারনস্টার হ্রদ হিমদ্রোণি বা হিমবাহ উপত্যকায় সৃষ্টি হয়।

অনেকগুলি ড্রামলিন একসাথে থাকলে ভূমিরূপ দেখতে কেমন হয়?

অনেকগুলি ড্রামলিন একসাথে থাকলে ভূমিরূপ দেখতে ডিমভরতি ঝুড়ির মতো হয়।

ভারতের সিয়াচেন কী ধরনের হিমবাহ?

ভারতের সিয়াচেন হল পার্বত্য বা উপত্যকা হিমবাহ।

ভারতের কোথায় ‘রসে মতানে’ ভূমিরূপের দেখা মেলে?

ভারতের কাশ্মীরে লিডার নদীর উপত্যকায় ‘রসে মতানে’ ভূমিরূপের দেখা মেলে।

নেপালের মাকালু কী ধরনের ভূমিরূপ?

নেপালের মাকালু হল পিরামিড চূড়া ধরনের ভূমিরূপ।

দুটি পার্শ্ব গ্রাবরেখা মিশে কী ধরনের গ্রাবরেখা তৈরি হয়?

দুটি পার্শ্ব গ্রাবরেখা মিশে মধ্য গ্রাবরেখা তৈরি হয়।

হিমবাহবাহিত ক্ষয়জাত পদার্থকে কী বলে?

হিমবাহবাহিত ক্ষয়জাত পদার্থকে গ্রাবরেখা বা মোরেন বলে।

জমাটবদ্ধ তুষারকণাকে কী বলে?

জমাটবদ্ধ তুষারকণাকে ফার্ন বলে।

কোন্ মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়?

অ্যান্টার্কটিকা মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়।

কেম কী?

হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে বড়ো কোনো হ্রদ বা জলাশয়ে যে ত্রিকোণাকার বা বদ্বীপের মতো ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলে।

কোন্ প্রকার হিমবাহের ব্যাপ্তি এবং গভীরতা সর্বাধিক?

মহাদেশীয় হিমবাহের ব্যাপ্তি এবং গভীরতা সর্বাধিক।

পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম লেখো।

পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হল গ্রিনল্যান্ডের জ্যাকোবসাভোঁ আইব্রে।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর “হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা