মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের প্রাকৃতিক পরিবেশ - ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বর্তমানে ভারতে কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে?

সর্বশেষ গঠিত তিনটি পূর্ণাঙ্গ রাজ্য উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানাসহ বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 29 এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিসহ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 7টি।

ভারতের মূল ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ প্রান্তের অক্ষাংশ কত?

ভারতের মূল ভূখণ্ডের উত্তর প্রান্তের অক্ষাংশ 37°06′ উত্তর এবং দক্ষিণ প্রান্তের অক্ষাংশ 8°4′ উত্তর।

ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের দ্রাঘিমা কত?

ভারতের পূর্ব প্রান্তের দ্রাঘিমা 97°25′ পূর্ব এবং পশ্চিম প্রান্তের দ্রাঘিমা 68°7′ পূর্ব।

কোন্ দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় রাজ্য দুটির সৃষ্টি হয়েছে?

পূর্বতন উত্তরপ্রদেশ রাজ্য থেকে উত্তরাখণ্ড ও পূর্বতন মধ্যপ্রদেশ রাজ্য থেকে ছত্তিশগড় রাজ্যটির সৃষ্টি হয়েছে।

ভারতের উত্তর-দক্ষিণে ও পূর্ব-পশ্চিমে বিস্তার কত?

ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার 3214 কিমি এবং পূর্ব-পশ্চিমে বিস্তার 2933 কিমি।

ভারতের স্থলসীমার ও উপকূলের দৈর্ঘ্য কত?

ভারতের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় 15200 কিমি। ভারতের মূল ভূখণ্ড, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল নিয়ে ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য প্রায় 7517 কিমি।

আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

আয়তন অনুসারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ।

ভারতের চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো।

ভারতের চারটি কেন্দ্রশাসিত অঞ্চল –

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,
  2. দমন ও দিউ,
  3. চণ্ডীগড় এবং
  4. পুদুচেরি।

ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী ও সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী দেশ দুটির নাম লেখো।

ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ চিন এবং সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী দেশ মালদ্বীপ।

ম্যাকমোহন লাইন ও র‍্যাডক্লিফ লাইন কী?

ম্যাকমোহন লাইন – ভুটানের পূর্ব অংশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত-চিন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত।

র‍্যাডক্লিফ লাইন – উত্তর-পশ্চিমে ভারত-পাকিস্তান সীমারেখা র‍্যাডক্লিফ লাইন নামে পরিচিত।

ভারতের পশ্চিমে অবস্থিত দুটি প্রতিবেশী দেশের নাম লেখো।

ভারতের পশ্চিমে অবস্থিত দুটি প্রতিবেশী দেশের নাম –

  1. পাকিস্তান এবং
  2. আফগানিস্তান।

ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চল কোন্ কোন্ দুটি রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়?

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী হিসেবে পরিগণিত হয়।

ভারতে রাজ্য পুনর্গঠনের সময় কোন্ কোন্ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল?

ভারতে রাজ্য পুনর্গঠনের সময় যেসব বিষয়ের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় সেগুলি হল –

  1. ভাষা, 
  2. সাংস্কৃতিক সাযুজ্য,
  3. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি,
  4. অর্থনৈতিক উন্নয়ন,
  5. প্রাকৃতিক পরিবেশের সাদৃশ্য,
  6. আঞ্চলিক নিরাপত্তা,
  7. অর্থনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্য প্রভৃতি।

ভারতের কোন্ কোন্ রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তিরেখা প্রসারিত হয়েছে?

গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে কর্কটক্রান্তিরেখা প্রসারিত হয়েছে।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা