মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Mrinmoy Rajmalla

ইতিহাসের পথযাত্রায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে বিকল্প চিন্তা ও উদ্যোগের উদ্ভব ও বিকাশ ঘটেছে। এগুলি মূলত প্রচলিত ধারার সমান্তরালে বা বিরোধিতা করে গড়ে উঠেছে। বিকল্প চিন্তা ও উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজের অসঙ্গতি ও বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত ও সুখী সমাজ গড়ে তোলা।

Table of Contents

মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ

বাংলায় ছাপাখানার উদ্ভব কবে হয়?

১৭৭৮ খ্রিস্টাব্দে।

অ্যা গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ গ্রন্থটির রচয়িতা কে?

ব্রাসি হ্যালহেড।

হ্যালহেড-এর গ্রন্থ অ্যা গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ – গ্রন্থের বাংলা হরফের ছাঁচ কে তৈরি করেন?

চার্লস উইলকিন্স।

বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত?

চার্লস উইলকিন্স।

বাংলার কোথায় প্রথম ছাপাখানার উদ্ভব হয়?

হুগলিতে।

হ্যালহেড-এর রচিত ব্যাকরণ গ্রন্থটি কোথায় মুদ্রিত হয়?

হুগলির জন এন্ড্রুজ-এর ছাপাখানায়।

বাংলায় ছাপাখানা উদ্ভবের পশ্চাতে একজন বিখ্যাত পৃষ্ঠপোষকের নাম লেখো।

ওয়ারেন হেস্টিংস।

কোম্পানির প্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

১৭৮০ খ্রিস্টাব্দে।

কার উদ্যোগে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয়?

চার্লস উইলকিন্স-এর উদ্যোগে।

ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?

হিকিজ বেঙ্গল গেজেট।

হিকিজ বেঙ্গল গেজেট করে প্রকাশিত হয়?

২৯ জানুয়ারি, ১৭৮০ খ্রি.।

ফেরিস অ্যান্ড কোম্পানী কী?

উনিশ শতকের কলকাতার একটি বিখ্যাত ছাপাখানা।

ইঙ্গরাজি ও বাঙ্গালি বোকেবিলরি করে প্রকাশিত হয়?

১৭৯৩ খ্রিস্টাব্দে।

ইঙ্গরাজি ও বাঙ্গালি বোকেবিলরি কোন্ প্রেস থেকে মুদ্রিত হয়?

ক্যালকাটা ক্রনিকল প্রেস থেকে।

কলকাতায় ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা কে প্রতিষ্ঠা করেন?

চার্লস উইলকিন্স।

চার্লস উইলকিন্স-এর একজন উল্লেখযোগ্য শিষ্যের নাম লেখো।

পঞ্চানন কর্মকার।

পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত?

একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী।

শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

১৮০০ খ্রিস্টাব্দে।

শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের একজনের নাম লেখো।

উইলিয়াম কেরি।

উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড এই তিনজন একত্রে কী নামে পরিচিত?

শ্রীরামপুর ত্রয়ী।

ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

১৮০০ খ্রিষ্টাব্দে।

কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি।

লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

কলকাতায়।

ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

১৮১৭ খ্রিস্টাব্দে।

কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

ডেভিড হেয়ার।

পীয়ার্সনের বাক্যাবলী ২য় সং কবে প্রকাশিত হয়?

১৮২৫ খ্রিস্টাব্দে।

১৮২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত পশ্বাবলী নামক গ্রন্থের রচয়িতা কে?

লসন।

রাধাকান্ত দেব, তারিনী মিত্র, রামকমল সেন সম্পাদিত নীতিকথা — ১ম ভাগ কবে প্রকাশিত হয়?

১৮১৮ খ্রিস্টাব্দে।

বেঙ্গলী স্পেলিং বুক (১৮১৮ খ্রি.) গ্রন্থটির রচয়িতা কে?

রাজা রাধাকান্ত দেব।

কোন্ প্রতিষ্ঠান বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানোর উদ্যোগ নেয়?

ক্যালকাটা স্কুল বুক সোসাইটি।

কবে বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানো হয?

১৮২৫ খ্রিস্টাব্দে।

শিশুদের শিক্ষার ক্ষেত্রে আনন্দের সঙ্গে পাঠগ্রহণের একটি বইয়ের নাম লেখো।

লসন-এর রচিত পশ্বাবলী।

বর্ণপরিচয় নামক শিশুপাঠ্যগ্রন্থের রচয়িতা কে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বর্ণপরিচয় প্রথম ভাগ করে প্রকাশিত হয়?

১৩ এপ্রিল, ১৮৫৫ খ্রি.।

ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রথম উদাহরণ কোনটি?

হিন্দুস্থানী প্রেস (১৮০২ খ্রি.) প্রতিষ্ঠা।

খিদিরপুরের সংস্কৃত প্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

১৮০৭ খ্রিস্টাব্দে।

কোন্‌ ছাপাখানা থেকে রামমোহন রায়ের কঠোপনিষৎ মুদ্রিত হয়?

বাঙ্গালি প্রেস।

উনিশ শতকের একটি ছাপাখানার নাম লেখো।

শাঁখারিটোলার মহেন্দ্রলাল প্রেস।

বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারের প্রতিষ্ঠিত ছাপখানার নাম কী?

সংস্কৃত যন্ত্র।

সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানায় প্রথম মুদ্রিত বইয়ের নাম কী?

ভরতচন্দ্রের অন্নদামঙ্গল।

বিদ্যাসাগর কর্তৃক স্থাপিত বই বিক্রয় কেন্দ্রের নাম কী?

প্রেস ডিপজিটরি।

ইউ রায় অ্যান্ড সন্স নামক প্রকাশনা কে প্রতিষ্ঠা করেন?

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটোদের জন্য কোন্ মাসিক পত্রিকা পেশ করেন?

সন্দেশ।

সুকুমার রায় কর্তৃক রচিত আবোল তাবোল গ্রন্থটি কোন্ প্রকাশনা থেকে প্রকাশিত হয়?

ইউ রায় অ্যান্ড সন্স।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কে প্রতিষ্ঠা করেন?

ডাঃ মহেন্দ্রলাল সরকার।

কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়?

১৮৭৬ খ্রিস্টাব্দে।

কলকাতা সায়েন্স কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

১৯১৪ খ্রিস্টাব্দে।

কলকাতা বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের পালিত অধ্যাপক পদে প্রথম কে নিযুক্ত হন?

বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়।

বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু।

বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়?

১৯১৭ খ্রিস্টাব্দে।

হাওড়ায় শিবপুর প্রযুক্তি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৫৬ খ্রিস্টাব্দে।

বিশ্ববিদ্যালয় আইন কবে প্রবর্তিত হয়?

১৯০৪ খ্রিস্টাব্দে।

কে বিশ্ববিদ্যালয় আইন পাস (১৯০৪ খ্রি.) করেন?

লর্ড কার্জন।

বিকল্প জাতীয়তাবাদী শিক্ষা ধারণার উদ্ভব কখন হয়?

১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকালে।

জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

১৯০৬ খ্রিস্টাব্দে।

বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

অরবিন্দ ঘোষ।

বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?

১৯০৬ খ্রিস্টাব্দে।

ডন পত্রিকা কে প্রকাশ করেন?

সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

বোলপুরে শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন?

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়?

১৯২১ খ্রিস্টাব্দে।

বিকল্প চিন্তা ও উদ্যোগ সমাজের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সমাজের অসঙ্গতি ও বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত ও সুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer