মাধ্যমিক ইতিহাস – সংঘবদ্ধতার গোড়ার কথা

Mrinmoy Rajmalla

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দশম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায়ের নাম সংঘব্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ে ভারতে সাম্রাজ্যবাদের উত্থান ও বিকাশের কারণ, বৈশিষ্ট্য ও প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।

Table of Contents

সংঘবদ্ধতার গোড়ার কথা – Class 10 History

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্ত

সিপাহি বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন?

ভারত সচিব আর্ল স্ট্যানলি।

সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

লর্ড ক্যানিং।

সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?

মঙ্গল পান্ডে।

প্রথম কোথায় সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে?

ব্যারাকপুরে।

ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

লর্ড ক্যানিং।

কাকে বিদ্রোহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে?

দ্বিতীয় বাহাদুর শাহকে।

ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন?

দ্বিতীয় বাহাদুর শাহ।

কে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করে?

মঙ্গল পান্ডে।

সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?

রেঙ্গুনে।

নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স কত ছিল?

৮২ বছর।

মোগল সম্রাট বাহাদুর শাহ কোথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন?

রেঙ্গুনে।

মহারানির ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?

১ নভেম্বর, ১৮৫৮ খ্রিস্টাব্দে।

কত খ্রিস্টাব্দে কোম্পানির শাসনের অবসান ঘটে?

১৮৫৮ খ্রিস্টাব্দে।

কোন্ আইন বলে কোম্পানির শাসনের অবসান ঘটে?

An act for the better Government of India 1858.

কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয়?

১৮৬১ খ্রিস্টাব্দে।

ভাইসরয় কথার অর্থ কী?

রাজ প্রতিনিধি।

ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

লর্ড ক্যানিং।

কবে বোর্ড অব কন্ট্রোলের অবসান ঘটে?

১৮৫৮ খ্রিস্টাব্দে।

ভারতে ভাইসরয়ের শাসন কবে থেকে শুরু হয়?

১৮৫৮ খ্রিস্টাব্দে।

ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত?

লন্ডনে।

ভারত সচিবের দপ্তরের নাম কী ছিল?

ইন্ডিয়া হাউজ।

মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো।

তাঁতিয়া টোপী।

মহাবিদ্রোহ দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো।

হ্যাভলক।

বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কার লেখা?

দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।

বিদেশের ঠাকুরের সঙ্গে স্বদেশের কুকুরের তুলনা করেছেন কে?

কবি ঈশ্বর গুপ্ত।

কুকুর ও ভারতীয় প্রবেশ নিষেধ – কোথায় লেখা থাকত?

ভারতে অবস্থিত ইউরোপীয় ক্লাবগুলিতে।

The revolt of 1857 swept the Indian sky clear of many clouds — উক্তিটি কার?

ঐতিহাসিক স্যার লেপেল গ্রিফিন-এর।

মহাবিদ্রোহের পর ভারতের গভর্নর জেনারেলকে কী নামে অভিহিত করা হয়?

ভাইসরয় নামে।

মহাবিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত তন্ত্র ও মৃত প্রায় সামন্তশ্রেণির মৃত্যুকালীন আর্তনাদ — উক্তিটি কার?

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার-এর।

কে মহারানির ঘোষণাপত্রকে রাজনৈতিক (Political Bluff) বলেছেন?

ঐতিহাসিক বিপান চন্দ্ৰ।

ঊনবিংশ শতককে কে সভাসমিতির যুগ বলেছেন?

ডঃ অনিল শীল।

বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে?

১৮৩৬ খ্রিস্টাব্দে।

জমিদার সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

১৮৩৮ খ্রিস্টাব্দে।

ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন?

উইলিয়াম অ্যাডামস্।

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন – এর সম্পাদক ও সভাপতি কে ছিলেন?

সভাপতি রাধাকান্ত দেব, সম্পাদক – দ্বারকানাথ ঠাকুর।

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর মুখপাত্র ছিল কোনটি?

হিন্দু পেট্রিয়ট পত্রিকা।

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে কাদের নাম জড়িয়ে আছে?

দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব।

হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেন?

নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু।

কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?

১৮৬৭ খ্রিস্টাব্দে।

ইন্ডিয়ান লিগ কে গঠন করেন?

শিশির কুমার ঘোষ।

কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ গঠিত হয়?

১৮৭৫ খ্রিস্টাব্দে।

ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

কর্ত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়?

১৮৭৬ খ্রিস্টাব্দে (২৬ জুলাই)।

A Nation in Making (নির্মীয়মান জাতি) গ্রন্থখানি কার লেখা?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় – এর।

ভারত সভার উদ্যোগে জাতীয় সম্মেলন করে আয়োজন করা হয়েছিল?

১৮৮৩ খ্রিস্টাব্দে।

কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব কে করেন?

রামতনু লাহিড়ি।

কোন্ রাজনৈতিক সংস্থা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল?

ভারত সভা।

Judicial disqualification based on race distinction — এই বৈষম্য কে দূর করার চেষ্টা করেন?

লর্ড রিপন।

আত্মরক্ষা কমিটি কারা গঠন করে?

ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলনকারী ইউরোপীয়রা।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি হয়?

১৮৭৬ খ্রিস্টাব্দে।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে জারি হয়?

লর্ড নর্থব্রুকের আমলে।

লর্ড রিপনের আইন সদস্যের নাম কী?

সি. পি. ইলবার্ট।

থিওসোফিক্যাল সোসাইটি কারা গঠন করেন?

কর্নেল অলকট ও ম্যাডাম ব্লাভটস্কি।

দেশীয় মুদ্রণ আইন (Vernacular Press Act) কত খ্রিস্টাব্দে জারি হয়?

১৮৭৮ খ্রিস্টাব্দে।

কার আমলে Vernacular Press Act পাশ হয়?

লর্ড লিটনের আমলে।

Vernacular Press Act কে তুলে দেন?

লর্ড রিপন।

সত্যশোধক সমাজ কে গঠন করেন?

জ্যোতিরাও ফুলে।

উনিশ শতকে ভারতে সভাসমিতি গঠনের চরম পর্যায়ে কোন্ প্রতিষ্ঠান গঠিত হয়?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা।

কত সালে Indian Council Act পাশ হয়?

১৮৬১ খ্রিস্টাব্দে।

পরাধীন ভারতে জাতীয় সংগীত কোনটি?

বন্দেমাতরম্।

আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

বন্দোমাতরম সংগীতটি কোন্ উপন্যাসটি থেকে নেওয়া হয়েছে?

আনন্দমঠ উপন্যাস থেকে।

বর্তমান ভারত কার লেখা?

স্বামী বিবেকানন্দের।

প্রাচ্য ও পাশ্চাত্য কার লেখা?

স্বামী বিবেকানন্দের।

গোরা উপন্যাস করে প্রকাশিত হয়?

১৯১০ খ্রিস্টাব্দে।

গোরা উপন্যাসটি কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

গোরা নিজেকে হিন্দু না আইরিশ মনে করত?

আইরিশ বলে মনে করত।

কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলেছেন?

অরবিন্দ ঘোষ।

আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?

রাজা রামমোহন রায়কে।

ওঠো, জাগো, নিজের প্রাপ্য বুঝে নাও — উক্তিটি কার?

স্বামী বিবেকানন্দের।

একজন রাজনৈতিক নেতার নাম লেখো, যিনি ভারত সভার সদস্য ছিলেন।

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

পুনা সার্বজনিক সভা (১৮৬৭ খ্রিস্টাব্দে) কার নেতৃত্বে গড়ে ওঠে?

গোপালহরি দেশমুখ।

কোন্ বিখ্যাত ভারতীয় নেতাকে ভারতীয় সিভিল সার্ভিস (ICS) থেকে বহিষ্কার করা হয়?

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

অ্যালান অক্টাভিয়ান হিউম।

কত খ্রিস্টাব্দে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

১৮৮৫ খ্রিস্টাব্দে।

জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

সংঘবদ্ধতার গোড়ার কথার বৈশিষ্ট্যগুলি ভারতে সংঘবদ্ধতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বৈশিষ্ট্যগুলির ফলে ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হয়।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer