Madhyamik History Suggestion 2026 Wbbse – একটি বাক্যে উত্তর দাও

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘একটি বাক্যে উত্তর দাও’ প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik History Suggestion 2026 Wbbse - একটি বাক্যে উত্তর দাও
Contents Show

Madhyamik History Suggestion 2026 Wbbse – একটি বাক্যে উত্তর দাও

কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদ্যাপন করা হয়?

5 জুন।

সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?

মহাফেজখানায়।

কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়?

1929 খ্রিস্টাব্দে।

বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?

রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়?

1853 খ্রিস্টাব্দে।

গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হত?

নদীয়া জেলার কুমারখালি গ্রামের কুষ্টিয়া থেকে।

বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট -এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

প্রমথনাথ বসু।

‘গান্ধীবুড়ি’ নামে কে পরিচিত ছিলেন?

মাতঙ্গিনী হাজরা।

কোন্ বছর ‘সোমপ্রকাশ’ -এর প্রকাশন সাময়িক স্থগিত রাখা হয়?

1878 খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ -এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে-কোনো একটি উল্লেখ কর।

কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যের একটি নিদর্শন হল ‘কলিকাতা হাইকোর্ট’।

রেভা. জেমস্ লঙ্ কোন্ অপরাধে অপরাধী হয়েছিলেন?

রেভা. জেমস্ লঙ্ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন।

‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটি কে রচনা করেন?

‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটির রচয়িতা ছিলেন ফেলিক্স কেরি।

বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?

বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়?

1860 খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়।

‘বর্ণপরিচয় কে রচনা করেন?

‘বর্ণপরিচয়’য়ের রচয়িতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?

‘গোরা উপন্যাসটির রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখ।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হল অন্নদামঙ্গল।

কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।

ঊষা মেহেতা কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

ঊষা মেহেতা ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় পটভূমিকায় অঙ্কিত?

‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গের পটভূমিকায় অঙ্কিত।

‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের’ (1920) কোথায় প্রতিষ্ঠিত হয়?

‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ (1920) মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়।

ফরোয়ার্ড ব্লক কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?

ফরোয়ার্ড ব্লক 1939 সালে প্রতিষ্ঠিত হয়।

মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর।

‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ।

সরকারী নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

সরকারী নথিপত্র মহাফেজ খানায় সংরক্ষণ করা হয়।

বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?

বাংলায় ঊনবিংশ শতককে নবজাগরণের শতক বলা হয়।

‘উলগুলান’ বলতে কি বোঝায়?

‘উলগুলান’ বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা।

বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন বছর প্রতিষ্ঠিত হয়?

বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

দলিত বিদ্রোহের নেতা কে ছিলেন?

দলিত বিদ্রোহের নেতা ছিলেন ড. বি.আর. আম্বেদকর।

কোথায় এবং কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়?

সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে মাদ্রাজ সমুদ্রতটে প্রথম মে-দিবস পালিত হয়।

‘বিধবাবিবাহ আইন’ কে কত সালে প্রচলন করেন?

‘বিধবাবিবাহ আইন’ 1856 খ্রীঃ লর্ড ক্যানিং প্রচলন করেন।

‘যত মত তত পথ’ – উক্তিটির বক্তা কে?

‘যত মত তত পথ’ – উক্তির বক্তা ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।

দামিন-ই-কোহ -এর অর্থ কি?

দামিন-ই-কোহ -এর অর্থ হল পর্বতের প্রান্তদেশ।

সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন?

সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ।

‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে ছিলেন?

‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র।

‘আনন্দমঠ’ উপন্যাসের রচয়িতা কে ছিলেন?

‘আনন্দমঠ’ উপন্যাসের রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

কত সালে রঙপুর বিদ্রোহ শুরু হয়েছিল?

1793 খ্রিস্টাব্দে রঙপুর বিদ্রোহ শুরু হয়েছিল।

ইন্ডিগো বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল?

1859-1860 খ্রিস্টাব্দের মধ্যে ইন্ডিগো বিদ্রোহ শুরু হয়েছিল।

সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি?

সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হল ‘জীবনের ঝরাপাতা’।

লীলা নাগ (রায়) কোন্ সংঘের সাথে যুক্ত ছিলেন?

লীলা নাগ (রায়) দীপালি সংঘের সাথে যুক্ত ছিলেন।

বঙ্গদর্শন সাময়িক পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

বঙ্গদর্শন সাময়কি পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

‘জীবনস্মৃতি’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

‘জীবনস্মৃতি’ গ্রন্থের রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

‘একা’ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?

‘একা’ আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারি পাসি।

এ.আই.টি.ইউ.সি. -এর প্রথম সভাপতি কে ছিলেন?

এ.আই.টি.ইউ.সি. -এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রাই।

নববিধান কে প্রতিষ্ঠা করেন?

নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন।

‘নবান্ন’ নাটকের রচয়িতা কে ছিলেন?

‘নবান্ন’ নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য।

বিপিনচন্দ্র পাল রচিত ‘সত্তর বৎসর’ গ্রন্থটি কোথায় এবং কখন প্রকাশিত হয়েছিল?

বিপিনচন্দ্র পাল রচিত ‘সত্তর বৎসর’ গ্রন্থটি প্রবাসী পত্রিকায় 1333 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল।

মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কত সালে প্রচলিত হয়েছিল?

1858 খ্রিস্টাব্দে মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রচলিত হয়েছিল।

মহাবিদ্রোহ কবে শুরু হয়েছিল?

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল।

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহর সময় মুঘল সম্রাট কে ছিলেন?

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

রাজ্য পুর্নগঠন কমিশন কে এবং কখন প্রতিষ্ঠা করেন?

রাজ্য পুর্নগঠন কমিশন জওহরলাল নেহরু এবং সৈয়দ ফজল আলি-এর নেতৃত্বে 1953 সালে প্রতিষ্ঠিত হয়।

‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব্ সায়েন্স’ -এর প্রতিষ্ঠাতা কে?

‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ -এর প্রতিষ্ঠাতা ছিলেন ডা. মহেন্দ্রলাল সরকার।

‘পেপসু’ কি?

পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাবের সম্মিলিত রাজ্যসমূহ।

অলিন্দ যুদ্ধের নেতৃত্বে কারা ছিলেন?

অলিন্দ যুদ্ধের নেতৃত্বে ছিলেন বিনয়-বাদল-দীনেশ।

কোন্ শতককে বাংলার নবজাগরণের যুগ বলা হয়?

উনিশ শতককে বাংলার নবজাগরণের যুগ বলা হয়।

রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন এবং কখন?

1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

‘তিন আইন’ কখন পাস হয়?

1872 খ্রিস্টাব্দে ‘তিন আইন’ পাস হয়।

‘একা অন্দোলন কবে শুরু হয়েছিল?

‘একা’ আন্দোলন শুরু হয়েছিল 1921 খ্রিস্টাব্দে।

বর্তমান ভারতের রচয়িতা কে ছিলেন?

বর্তমান ভারতের রচয়িতা ছিলেন ছিলেন স্বামী বিবেকানন্দ।

সতীদাহ প্রথা আইন কবে পাস হয়?

1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইন পাস হয়।

কোল বিদ্রোহ কবে শুরু হয়েছিল?

কোল বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

ভারতসভা কত সালে প্রতিষ্ঠিত হয়?

1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়।

উনিশ শতকে বাংলার বিখ্যাত ব্যঙ্গচিত্রকর কে ছিলেন?

উনিশ শতকে বাংলার বিখ্যাত ব্যঙ্গচিত্রকর ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।

তিতুমীর কোন্ আন্দোলনে নেতৃত্বে দিয়েছিলেন?

তিতুমীর ‘তারিখ-ই-মহম্মদীয়া’ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

তিতুমীরের আসল নাম কি ছিল?

তিতুমীরের আসল নাম ছিল মীর নিসার আলি।

ইউরোপীয়ান ক্লাব কে আক্রমণ করেছিলেন?

ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন?

হাজি শরিয়ত উল্লাহ ফরাজি আন্দোলন শুরু করেছিলেন।

কে গান্ধিবুড়ি নামে পরিচিত ছিলেন?

মাতঙ্গিনী হাজরা গান্ধিবুড়ি নামে পরিচিত ছিলেন।

হ্যালহেড -এর ‘The Grammar of Bengal Language’ বইটি কোন্ ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল?

হ্যালহেড -এর ‘বেঙ্গলী গ্রামার’ বইটি অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল।

পাবনার কৃষক আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?

পাবানার কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিলেন ঈশানচন্দ্র রায়।

বাংলার প্রজা অধিকার আইন কবে পাস হয়?

1885 খ্রিস্টাব্দে বাংলার প্রজা অধিকার আইন পাস হয়।

সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?

সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে।

জাতীয় শিক্ষা পরিষদ ___ কখন প্রতিষ্ঠিত হয়?

1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়।

অলিন্দ যুদ্ধ কোথায় হয়েছিল?

অলিন্দ যুদ্ধ রাইটার্স বিল্ডিং-এ হয়েছিল।

ওয়াহাবি কথার অর্থ কি?

ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ।

ইন্ডিগো বিদ্রোহের নেতার নাম কি?

ইন্ডিগো বিদ্রোহের নেতার নাম ছিল বিশু ডাকাত।

আধুনিক ছাপাখানার জনক কে?

আধুনিক ছাপাখানার জনক ছিলেন জোহানেস গুটেনবার্গ (জার্মানি)।


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ইতিহাস একটি বাক্যে উত্তর দাও সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা