এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যাক্তি ও অভিযোজন – অভিব্যাক্তি – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জীবের বেঁচে থাকার জন্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবের এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে অভিযোজন বলে। অভিযোজনের মাধ্যমে জীব পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে।

জীবের অভিব্যক্তিও অভিযোজনের একটি অংশ। জীবের শারীরিক বৈশিষ্ট্য, আচরণ এবং রাসায়নিক পদার্থের প্রকাশই অভিব্যক্তি। জীবের অভিব্যক্তি নির্ধারিত হয় জিনের মাধ্যমে। জিনগত পরিবর্তনের ফলে জীবের অভিব্যক্তির পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনগুলি অভিযোজনের দিকে নিয়ে যেতে পারে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যাক্তি ও অভিযোজন – অভিব্যাক্তি
Contents Show

অভিব্যক্তির জনক কে?

বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন হলেন অভিব্যক্তির জনক।

প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব কোথায় হয়েছিল?

প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব জলে (সমুদ্রে) হয়েছিল।

পৃথিবীর আনুমানিক বয়স কত?

পৃথিবীর আনুমানিক বয়স 460 কোটি বছর।

পৃথিবীতে জীবনের বা প্রাণের আবির্ভাব কত বছর আগে হয়েছিল?

পৃথিবীতে জীবনের বা প্রাণের আর্বিভাব 370 কোটি বছর আগে হয়েছিল।

তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ কী জাতীয় অঙ্গের উদাহরণ?

তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ সমসংস্থ অঙ্গের উদাহরণ।

পতঙ্গের ডানা ও পাখির ডানা কী জাতীয় অঙ্গের উদাহরণ?

পতঙ্গের ডানা ও পাখির ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ।

মানুষের দুটি ভেস্টিজিয়াল বা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।

মানুষের দুটি ভেস্টিজিয়াল বা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হল ভার্মিফর্ম অ্যাপেনডিক্স ও চক্ষুর উপপল্লব বা তৃতীয় পল্লব।

উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল — 1. ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র (আদা, হলুদ), 2. কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর (স্ট্যামিনোড)।

প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কী প্রকারের ছিল?

বিজ্ঞানীদের মতে, প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড RNA প্রকৃতির ছিল।

আদি পৃথিবীতে কার্বন কীরূপে ছিল?

আদি পৃথিবীতে কার্বন বিজারিতরূপে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ হিসেবে ছিল।

আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি কী কী?

আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি হল — মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি।

কোন্ সরীসৃপের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত?

কুমিরের হূৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত।

ভেনাস হূৎপিণ্ড কাদের মধ্যে দেখা যায়?

ভেনাস হৃৎপিণ্ড মাছেদের মধ্যে দেখা যায়।

আদি শিলায় প্রস্তরীভূত জীবদেহকে কী বলে?

আদি শিলায় প্রস্তরীভূত জীবদেহকে জীবাশ্ম বলে।

আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?

আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস (Equus ferus cabellus)।

একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল রাজকাকড়া বা লিমিউলাস (Limulus)।

একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল স্ফেনোডন (Sphenodon)।

আরকিওপটেরিক্স কী?

আরকিওপটেরিক্স হল সরীসৃপ ও পক্ষীর হৃতযোজক বা মিসিং লিংক।

মিউটেশন থিয়োরি বা পরিব্যক্তিবাদের প্রবক্তা কে?

মিউটেশন থিয়োরি বা পরিব্যক্তিবাদের প্রবক্তা হলেন — হুগো দ্য ভ্রিস।

কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কী বলা হয়?

কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে প্রোটোসেল বলা হয়।

ব্যবহার ও অব্যবহার মতবাদটি কার?

ব্যবহার ও অব্যবহার মতবাদটি হল বিজ্ঞানী জ্যাঁ ব্যাপ্তিস্ত ল্যার্মাক-এর মতবাদ।

অর্জিত গুণের বংশানুসরণ কার মতবাদ?

অর্জিত গুণের বংশানুসরণ হল বিজ্ঞানী জ্যাঁ ব্যাপ্তিস্ত ল্যামার্ক-এর মতবাদ।

ডারউইন রচিত পুস্তকের নাম কী?

ডারউইন রচিত পুস্তকের নাম ‘On the Origin of Species by means of Natural Selection’I

চার্লস ডারউইন যে জাহাজটি করে পৃথিবী পরিক্রমা করেছিলেন তার নাম কী?

চার্লস ডারউইন দীর্ঘ পাঁচ বছর (1831-1836) ধরে এইচ এম এস বিগ্ল্ (HMS Beagle = His/Her Majesty’s Ship Beagle) নামক জাহাজে করে পৃথিবী পরিক্রমা করেছিলেন।

যোগ্যতমের উদ্‌বর্তন মতবাদটির প্রথম প্রস্তাবণা করেন কোন্ বিজ্ঞানী?

যোগ্যতমের উদ্‌বর্তন মতবাদটির প্রথম প্রস্তাবণা করেন বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ?

প্রাকৃতিক নির্বাচন চার্লস ডারউইন-এর মতবাদ।

ল্যামার্ক তাঁর মতবাদ যে পুস্তকে লিপিবদ্ধ করেন তার নাম কী?

ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে তাঁর মতবাদ ফিলোজফিক জুলজিক (Philosophic Zoologique) নামক বইয়ে লিপিবদ্ধ করেন।

পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন্ অঙ্গের মিল দেখা যায়?

পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার অগ্রপদের মিল দেখা যায়।

যে প্রক্রিয়ায় উদংশীয় জীব থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে অতিমন্থর গতিতে জটিল ও উন্নত জীবের আবির্ভাব ঘটে, তাকে কী বলে?

যে প্রক্রিয়ায় উদ্ববংশীয় জীব থেকে নানা পরিবর্তনের মধ্য দিয়ে অতি মন্থর গতিতে জটিল ও উন্নত জীবের আবির্ভাব ঘটে, তাকে বিবর্তন বলে।

দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত জীবকে কী বলে?

দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত জীবকে সংযোগরক্ষাকারী প্রাণী বলে।

বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কী বলে?

বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ বলে।

যে দ্বীপে ডারউইন ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন, তার নাম কী?

যে দ্বীপে ডারউইন ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন, তার নাম গ্যালাপাগোস।

ওয়াইসম্যান 1892 খ্রিস্টাব্দে কোন্ তত্ত্ব প্রকাশ করেন?

ওয়াইসম্যান 1892 খ্রিস্টাব্দে জার্মপ্লাজম তত্ত্ব প্রকাশ করেন।

খাদ্য ও আশ্রয়ের জন্য বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম দেখা যায়, তাকে কী বলে?

খাদ্য ও আশ্রয়ের জন্য বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম দেখা যায়, তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।

ঘোড়ার কোন আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে?

ঘোড়ার তৃতীয় আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে।

জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে কী বলে?

জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে অজীবজনি বা অ্যাবায়োজেনেসিস বলে।

উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটির নাম কী?

উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটির নাম হল ডানা।

ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম লেখো।

ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম হল প্লাটিপাস।

ঘোড়ার বিবর্তনের ধারায় প্রাপ্ত প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো।

ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম হল ইওহিপ্পাস।

ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল?

ইওহিপ্পাসের উচ্চতা ছিল 11 ইঞ্চি।

ইওহিপ্পাসের সামনের পায়ে এবং পেছনের পায়ে কতগুলি আঙুল ছিল?

ইওহিপ্পাস-এর সামনের পায়ে 4 টি এবং পেছনের পায়ে 3 টি আঙুল ছিল।

ডারউইনের মতে প্রকৃতিতে জীবের সংখ্যা কী হারে বৃদ্ধি পায়?

ডারউইনের মতে, প্রকৃতিতে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়।

1859 খ্রিস্টাব্দে ডারউইন রচিত অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটির অপর নাম কী ছিল?

ডারউইন রচিত বইটির অপর নাম হল দ্য প্রিজার্ভেশন অফ ফেবার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ(The Preservation of Favoured Races in the Struggle for Life)|

যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে কী বলে?

যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদের মাইক্রোফসিল বলে।

সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জটিল জীব সৃষ্টিকে কী বলে?

সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জটিল জীব সৃষ্টিকে জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে।

ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগরক্ষাকারী জীবটির নাম কী?

ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে সংযোগরক্ষাকারী জীবটির নাম নিটাম।

কে কত খ্রিস্টাব্দে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন?

ভ্রুণতত্ত্ববিদ আর্নস্ট হেকেল (Ernst Haeckel) 1874 খ্রিস্টাব্দে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন।

বায়োজেনেটিক সূত্রটি আর কী নামে পরিচিত?

বায়োজেনেটিক সূত্রটি রিক্যাপিচুলেশন থিওরি বা পুনরাবৃত্তিবাদ নামে পরিচিত।

স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় গঠিত ফুলকাথলি ও ফুলকা খাঁজের পরিণতি কী?

স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ভ্রুণ অবস্থায় গঠিত ফুলকাথলি ও ফুলকা খাঁজ পূর্ণাঙ্গ দশায় থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস প্রভৃতি গ্রন্থিরূপে অবস্থান করে।

অভিব্যক্তির অন্যতম একটি কারণ লেখো।

অভিব্যক্তির অন্যতম কারণ হল মিউটেশন বা পরিব্যক্তি।

ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম লেখো।

ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম হল বিজ্ঞানী ওয়াইসম্যান।

মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থরূপে কী পাওয়া গেছিল?

মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থরূপে অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছিল।

নিওল্যামার্কিজম প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম লেখো।

নিওল্যামার্কিজম প্রবর্তনকারী একজন বিজ্ঞানী হলেন হারবার্ট স্পেনসার।

নয়া ডারউইনবাদ প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম লেখো।

নয়া ডারউনবাদ প্রবর্তনকারী একজন বিজ্ঞানী হলেন ডবঝানস্কি৷

একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভদের নাম লেখো।

একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ হল গিংকগো বাইলোবা।

ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায় (Ontogeny repeats phylogeny) — এই মতবাদের প্রবক্তা কে?

ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়–এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল (Haeckel)। একে বায়োজেনেটিক সূত্র বলে।

অভিব্যক্তি মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অভিব্যক্তির মাধ্যমে আমরা অন্যদের সাথে যোগাযোগ স্থাপন, সম্পর্ক গড়ে তোলা, এবং আমাদের আবেগ প্রকাশ করতে পারি।

Share via:

মন্তব্য করুন