মাধ্যমিক গণিত – ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী – কষে দেখি 23.1

Rahul

এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের ত্রয়োবিংশ অধ্যায়, ‘ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি’ -এর ‘কষে দেখি – 23.1’ বিভাগের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।

ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী - কষে দেখি 23.1-মাধ্যমিক গণিত
Contents Show

1. একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ AB=10 সেমি., ভূমি BC=8 সেমি. এবং লম্ব AC=6 সেমি.। ∠ ABC –এর sine এবং tangent এর মান নির্ণয় করি।

একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ AB10 সেমি. ভূমি BC8 সেমি. এবং লম্ব AC 6সেমি. । ∠ABC –এর Sin

সমাধান –

সমকোণী ত্রিভুজ ABC-তে ∠ ABC এর সাপেক্ষে, অতিভুজ AB=10 সেমি., ভূমি BC=8 সেমি. এবং লম্ব AC=6 সেমি.।

∴ sin ∠ABC = লম্ব / অতিভুজ = \(\frac{AC}{AB} = \frac{6}{10} = \frac{3}{5}\)

এবং tan ∠ABC = লম্ব / ভূমি = \(\frac{AC}{BC} = \frac{6}{8} = \frac{3}{4}\)

2. সোমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার ∠ABC=90°, AB=24 সেমি. এবং BC=7 সেমি.। হিসাব করে sinA, cosA, tanA ও cosecA-এর মান লিখি।

সমাধান

সোমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার ∠ABC=90°, AB=24 সেমি.

সমকোণী ত্রিভুজ ABC এর কোণ ∠A এর সাপেক্ষে ভূমি AB=24 সেমি. এবং লম্ব BC=7 সেমি. এবং অতিভুজ AC।

পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই,

(অতিভুজ)² = (লম্ব)² + (ভূমি)²

বা, (AC)² = (BC)² + (AB)²

বা, (AC)² = 49 + 576

বা, (AC)² = 625

বা, (AC)² = (25)²

বা, AC = 25

∴ অতিভুজ AC = 25 সেমি.

∴ sinA = লম্ব / অতিভুজ = \(\frac{BC}{AC} = \frac{7}{25}\)

cosA = ভূমি / অতিভুজ = \(\frac{AB}{AC} = \frac{24}{25}\)

tanA = লম্ব / ভূমি = \( \frac{BC}{AB} = \frac{7}{24} \)

cosecA = অতিভুজ / লম্ব = \(\frac{AC}{BC} = \frac{25}{7}\)

3. যদি ABC একটি সমকোণী ত্রিভুজের ∠C = 90°, BC = 21 একক এবং AB = 29 একক হয়, তাহলে Sin A, Cos A, Sin B ও Cos B এর মান নির্ণয় করি।

সমাধান

ABC সমকোণী ত্রিভুজের ∠C = 90°, BC = 21 একক এবং AB = 29 একক।

∴ AC = \(\sqrt{AB^2 – BC^2}\)

= \(\sqrt{(29)^2 – (21)^2}\)

= \(\sqrt{841 – 441}\)

= \(\sqrt{400}\)

= \(20\) একক।

∠A এর সাপেক্ষে ভূমি AC এবং লম্ব BC এবং অতিভুজ AB আবার B কোণের সাপেক্ষে লম্ব AC এবং ভূমি BC এবং অতিভুজ AB

∴ sinA=লম্বঅতিভুজ=BCAB=2129

∴ cosA=ভূমিঅতিভুজ=ACAB=2029

∴ sinB=লম্বঅতিভুজ=ACAB=2029

∴ cosB=ভূমিঅতিভুজ=BCAB=2129

4. যদি cos θ = 7/25 হয়, তাহলে θ কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি।

সমাধানঃ


cosθ=ভূমিঅতিভুজ=725

ধরি, ভূমি = \(7k\) এবং অতিভুজ = \(25k\) [\(k(\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]।

পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই,

(অতিভুজ)2=(লম্ব)2+(ভূমি)2

বা, (25k)2=(লম্ব)2+(7k)2

বা, (লম্ব)2=625k249k2

বা, (লম্ব)2=576k2

বা, (লম্ব)2=(24k)2

বা, লম্ব=24k

tanθ=লম্বভূমি=24k7k=247

secθ=অতিভুজভূমি=25k7k=257

cosecθ=অতিভুজলম্ব=25k24k=2524

cotθ=ভূমিলম্ব=7k24k=724

5. যদি cotθ = 2 হয়, তাহলে tanθ ও secθ -এর মান নির্ণয় করি এবং দেখাই যে, 1+tan²θ=sec²θ

সমাধান –

cotθ=2=ভূমিলম্ব

ধরি, ভূমি = \(2k\) এবং লম্ব = \(k\) [\(k (\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]।


অতিভুজ=(লম্ব)2+(ভূমি)2

=k2+(2k)2

=k2+4k2

=5k2

=k5

secθ=অতিভুজভূমি=k52k=52

এবং tanθ=লম্বভূমি=k2k=12

∴ \(1+\tan^2\theta = 1+\left(\frac{1}{2}\right)^2\)

= \(1+\frac{1}{4}\)

= \(\frac{5}{4}\)

= \(\left(\frac{\sqrt{5}}{2}\right)^2\)

= \(\sec^2\theta\)

∴ \(1+\tan^2\theta = \sec^2\theta\) [প্রমাণিত]

6. যদি cosθ = 0.6 হয়, তাহলে দেখাই যে, (5sinθ – 3tanθ) = 0

সমাধান –


cosθ=610=35=ভূমিঅতিভুজ

ধরি, ভূমি = \(3k\) এবং অতিভুজ = \(5k\) [\(k(\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]

∴ লম্ব = \(\sqrt{(5k)^2 – (3k)^2} = \sqrt{25k^2 – 9k^2} = \sqrt{16k^2} = 4k\)


sinθ=লম্বঅতিভুজ=4k5k=45

tanθ=লম্বভূমি=4k3k=43

∴ \((5\sin\theta-3\tan\theta) = 5 \times \frac{4}{5} – 3 \times \frac{4}{3} = 4 – 4 = 0\)

∴ \((5\sin\theta-3\tan\theta)=0\) [প্রমাণিত]

7. যদি cotA = 4/7.5 হয়, তাহলে cosA এবং cosecA -এর মান নির্ণয় করি এবং দেখাই যে, 1+cot²A = cosec²A

সমাধানঃ


cotA=47.5=4075=815=ভূমিলম্ব

ধরি, ভূমি = \(8k\) এবং লম্ব = \(15k\) [\(k(\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]

∴ অতিভুজ = \(\sqrt{(15k)^2 + (8k)^2}\)

= \(\sqrt{225k^2 + 64k^2}\)

= \(\sqrt{289k^2}\)

= \(17k\)


cosA=ভূমিঅতিভুজ=8k17k=817

cosecA=অতিভুজলম্ব=17k15k=1715

∴ \(1+\cot^2 A = 1 + \left(\frac{8}{15}\right)^2\)

= \(1 + \frac{64}{225}\)

= \(\frac{225+64}{225}\)

= \(\frac{289}{225}\)

= \(\left(\frac{17}{15}\right)^2\)

= \(cosec^2 A\)

∴ \(1+\cot^2 A=cosec^2 A\) [প্রমাণিত]

8. যদি sinC = 2/3 হয়, তবে cosC × cosecC –এর মান হিসাব করে লিখি।

সমাধান


sinC=23=লম্বঅতিভুজ

ধরি, লম্ব = \(2k\) এবং অতিভুজ = \(3k\) [\(k(\neq 0)\) একটি আনুপাতিক ধ্রুবক]

∴ ভূমি = \(\sqrt{(3k)^2 – (2k)^2} = \sqrt{9k^2 – 4k^2} = \sqrt{5k^2} = \sqrt{5}k\)


cosC=ভূমিঅতিভুজ=5k3k=53

cosecC=অতিভুজলম্ব=3k2k=32

∴ \(\cos C \times cosec C = \frac{\sqrt{5}}{3} \times \frac{3}{2} = \frac{\sqrt{5}}{2}\)

9. নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি।

(i) tanA এর মান সর্বদা 1 অপেক্ষা বড়।

উত্তর – মিথ্যা।

সমাধান – tanA = লম্ব / ভূমি

এখন লম্ব < ভূমি হলে tanA<1 হবে সুতরাং বিবৃতিটি মিথ্যা।

(ii) cotA এর মান 1 অপেক্ষা ছোট।

উত্তর – মিথ্যা।

সমাধান –

cotA = ভূমি/লম্ব

এখন ভূমি > লম্ব হলে cotA > 1 হবে সুতরাং বিবৃতিটি মিথ্যা।

(iii) একটি কোণ θ-এর জন্য sinθ = 4/3 হতে পারে।

উত্তর – মিথ্যা।

সমাধান –

sinθ = লম্ব/অতিভুজ = 4/3

একক্ষেত্রে লম্ব 4 একক হলে অতিভুজ 3 একক কিন্তু কোনো একটি সমকোণী ত্রিভুজে লম্ব অপেক্ষা অতিভুজ ছোট হতে পারে না।

∴ sinθ = 4/3 হতে পারে না।

(iv) একটি কোণ α –এর জন্য seca=12/5 হতে পারে না।

উত্তর – মিথ্যা।

সমাধান – secα= অতিভুজ/ভূমি = 12/5

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 একক হলে ভূমি 5 একক হওয়া সম্ভব।

সুতরাং বিবৃতিটি মিথ্যা।

(V) একটি কোণ β (Beta) –এর জন্য cosecβ=5/13 হতে পারে।

উত্তর – মিথ্যা।

সমাধান –

cosec β = অতিভুজ/লম্ব = 5/13

অর্থাৎ অতিভুজ 5 একক হলে লম্ব 13 একক যা অসম্ভব কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সর্বাধিক।

∴ cosec β =5/13 হতে পারে না।

(vi) একটি কোণ θ-এর জন্য cosθ =3/5 হতে পারে।

উত্তর – সত্য।

সমাধান – cosθ = ভূমি/অতিভুজ = 3/5

∴ ভূমি 3 একক হলে অতিভুজ 5 একক হতে পারে।

সুতরাং cosθ =3/5 হতে পারে।


এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের ত্রয়োবিংশ অধ্যায়, ‘ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি’ -এর ‘কষে দেখি – 23.1’ বিভাগের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে।

আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Physical Science Suggestion 2026

Madhyamik Life Science Suggestion 2026

Madhyamik Physical Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Physical Science Suggestion 2026 – সত্য মিথ্যা