উত্তর সরকার উপকূল কোনটি? পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূল বেশি ভগ্ন কেন?

আজকের আলোচনার বিষয় হলো ভারতের উত্তর সরকার উপকূল কোনটি এবং কেন পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূল বেশি ভগ্ন। দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের ভূপ্রকৃতি” বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে।

উত্তর সরকার উপকূল কোনটি? পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূল বেশি ভগ্ন কেন?

উত্তর সরকার উপকূল কোনটি?

উত্তর সরকার উপকূল কোনটি?বঙ্গোপসাগর-সংলগ্ন ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশের নাম উত্তর সরকার উপকূল। উত্তরে সুবর্ণরেখা নদীর মোহানা থেকে দক্ষিণে কৃয়া নদীর বদ্বীপ পর্যন্ত উত্তর সরকার উপকূলের বিস্তৃতি। অর্থাৎ সমগ্র ওডিশা উপকূল এবং অন্ধ্র উপকূলের উত্তরাংশ নিয়ে উত্তর সরকার উপকূল গঠিত। এই উপকূলেই আছে বিখ্যাত চিলকা ও কোলের হ্রদ এবং মহানদী, গোদাবরী ও কৃয়া নদীর বদ্বীপ।

পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূল বেশি ভগ্ন কেন?

ভারতের পশ্চিম উপকূলভাগ গঠিত হয়েছে ভূ-আন্দোলনের প্রভাবে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশটি বারবার উত্থিত এবং নিমজ্জিত হয়ে এই পশ্চিম উপকূল গড়ে উঠেছে, তাই এটি ভগ্ন। কিন্তু পূর্ব উপকূল সয়কার্যের ফলে গড়ে উঠেছে বলে এটি সমতল এবং ধীরে ধীরে সমুদ্রের ধারে নেমে গেছে।

আজকের আলোচনার মাধ্যমে আমরা উত্তর সরকারের উপকূল সম্পর্কে জানতে পেরেছি এবং পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূল কেন বেশি ভগ্ন তা বুঝতে পেরেছি। দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের ভূপ্রকৃতি” বিভাগে এই প্রশ্ন থেকে প্রশ্ন আসতে পারে। তাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হলে পূর্ব ও পশ্চিম উপকূলের ভিন্নতা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।

Share via:

মন্তব্য করুন