মাধ্যমিক ভৌতবিজ্ঞান – পরিবেশের জন্য ভাবনা – দু-একটি বাক্যে উত্তর দাও

এ আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও এর বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও প্রশ্নোত্তর গুলি আপনি যদি ভালো করে দেখে মুখস্ত করে যান, তাহলে মাধ্যমিক পরীক্ষায় পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের দু-একটি বাক্যে উত্তর দাও থেকে যা প্রশ্নই আসুক না কেন আপনি সঠিক উত্তর দিতে পারবেন।

Table of Contents

পরিবেশ হল আমাদের চারপাশের সবকিছু, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। পরিবেশের মধ্যে রয়েছে জলবায়ু, আবহাওয়া, মাটি, জল, জীববৈচিত্র্য, এবং অন্যান্য জীবিত ও মৃত উপাদান। পরিবেশ আমাদের জীবনকে ধারণ করে এবং আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে। ( WB WBBSE Class 10th Physical Science Suggestion)

পরিবেশের জন্য ভাবনা

পরিবেশের জন্য ভাবনা – দু-একটি বাক্যে উত্তর দাও

নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কতখানি?

ট্রোপোস্ফিয়ার স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে মেরু অঞ্চলে প্রায় ৪-9 কিমি পর্যন্ত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16-18 কিমি পর্যন্ত বিস্তৃত।

ট্রোপোপজ কী?

10 km উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার পরিবর্তন ঘটে না, তাকে ট্রোপোপজ বলে।

বায়ুমণ্ডলের কোন্ স্তরকে ক্রমহ্রাসমান উন্নতা স্তর বলা হয়?

বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরটিকে ক্রমহ্রাসমান উয়তা স্তর বলা হয়।

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উন্নতা কোন্ অংশে দেখা যায়?

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উয়তা (-80°C) দেখা যায় নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপজ অংশে।

স্ট্র্যাটোপজ কী?

স্ট্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার পরিবর্তন হয় না, তাকে স্ট্র্যাটোপজ বলে।

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত?

ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ 76 cm পারদস্তম্ভের চাপের সমান।

বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম?

মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর।

থার্মোস্ফিয়ার অঞ্চলে কোন্ কোন্ গ্যাসের প্রাধান্য দেখা যায়?

থার্মোস্ফিয়ার অঞ্চলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।

ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই লক্ষ করা যায় যে একটি নির্দিষ্ট হারে উয়তা হ্রাস পেতে থাকে, এই ঘটনাকে কী বলা হয়?

ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠার সময় নির্দিষ্ট হারে উয়তা হ্রাসের ঘটনাকে বলে সাধারণ তাপ হ্রাস (normal lapse rate)।

ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উয়তা কত থাকে?

ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উয়তা থাকে প্রায় -57°C
থেকে -60°C।

বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও।

কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের উন্নতা বৃদ্ধি করে।

পদার্থের কোন্ ভৌত অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে?

পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে।

সাময়িক বায়ুপ্রবাহের একটি উদাহরণ দাও।

সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ হল স্থলবায়ু (land breeze), সমুদ্রবায়ু (sea breeze) ইত্যাদি।

বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা কতভাগ ওজোনোস্ফিয়ারে বিদ্যমান?

বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90 ভাগ ওজোনোস্ফিয়ারে বর্তমান।

বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2– এর শতকরা ভাগ কত?

প্রায় 0.032%।

ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন্ অণুতে পরিণত হয়?

ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়।

অতিবেগুনি রশ্মি চোখের কী ক্ষতি করে?

অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে।

ODS – এর পূর্ণরূপটি লেখো।

Ozone Depleting Substances (অর্থাৎ, ওজোন বিনষ্টকারী পদার্থসমূহ)।

ODP – এর পূর্ণরূপটি কী?

Ozone Depleting Potential (অর্থাৎ, ওজোন বিনষ্ট করার ক্ষমতা)।

বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কী?

ডবসন স্পেকট্রোমিটার।

Chapman Cycle – কী?

স্ট্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে Chapman Cycle বলে।

CFC (ক্লোরোফ্লুরোকার্বন) কোথায় ব্যবহার করা হত?

একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়করূপে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে CFC ব্যবহার করা হত।

একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে?

একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে।

যদি বায়ুমণ্ডলে CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকত তবে বায়ুমণ্ডলের গড় উন্নতা কত হত?

বায়ুমণ্ডলে CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে বায়ুমণ্ডলের গড় উয়তা হত প্রায় -30°C

গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উন্নতা কত থাকে?

গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উয়তা থাকে প্রায় 15°C

গ্লোবাল ওয়ার্মিং – এর ফলে কোন্ কোন্ ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে?

গ্লোবাল ওয়ার্মিং – এর ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া, এনকেফেলাইটিসের মতো ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে।

বিকল্প জ্বালানি (alternative fuel) বলতে কী বোঝ?

জীবাশ্ম জ্বালানি সঞ্চয় ও সংরক্ষণের জন্য যেসব অপ্রচলিত
শক্তির উৎসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাদের বিকল্প জ্বালানি বলে। যেমন-সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি।

শক্তির উৎসের দুটি প্রধান শ্রেণি উল্লেখ করো।

i. চিরাচরিত এবং
ii. অচিরাচরিত শক্তির উৎস।

দুটি চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

জলপ্রবাহজনিত শক্তি যেমন – জলবিদ্যুৎ এবং জীবভর শক্তি যেমন – জ্বালানি কাঠ।

একটি চিরাচরিত কিন্তু অ-পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

জীবাশ্ম জ্বালানি যেমন – কয়লা।

দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

i. সৌরশক্তি এবং
ii. সমুদ্রশক্তি।

দুটি অচিরাচরিত কিন্তু অ-পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।

i. ভূ-তাপশক্তি এবং
ii. পারমাণবিক শক্তি।

সৌর-উত্তাপক যন্ত্রগুলির ভেতরের দিকটি কালো রং করা থাকে কেন?

কারণ কালো পৃষ্ঠতল সৌর বিকিরণ থেকে অধিক তাপ শোষণ করে।

কোন জ্বালানির তাপনমূল্য (calorific value) সবচেয়ে বেশি?

ইড্রোজেন (150 kJ/g)|

DNES পুরো কথাটি কী?

Department of Non-conventional Energy sources (অর্থাৎ, অপ্রচলিত শক্তির উৎস দপ্তর)।

প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেকসময় ব্লক হয়ে যায় কেন?

কঠিন মিথেন হাইড্রেট গঠিত হওয়ার ফলে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায়।

কয়লার খনিতে কয়লার স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনাময় উৎস। গ্যাসটি কী? একে firedamp বলে কেন?

জ্বালানি গ্যাসটি হল মিথেন (CH₁)। এটি বায়ুর সঙ্গে বিস্ফোরক মিশ্রণ উৎপন্ন করে এবং খনিতে প্রায়শই অগ্নিকান্ডের সৃষ্টি করে। তাই একে firedamp বলা হয়।

পেট্রোপ্ল্যান্ট কাদের বলা হয়?

এমন কিছু উদ্ভিদ আছে যাদের নিঃসৃত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায় যা পেট্রোলিয়ামজাত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই উদ্ভিদগুলিকে পেট্রোপ্ল্যান্ট বলে। ইউফোরবিয়েসি, অ্যাসক্লেপিয়াডেসি, অ্যাপোসায়নেসি গোত্রভূক্ত উদ্ভিদগুলি এই গুণসমন্বিত।

সৌরশক্তি কাকে বলে?

সূর্য থেকে আগত আলো ও উত্তাপ থেকে যে শক্তি আহরণ করা যায় তাকেই সৌরশক্তি বলে।

সৌরবিদ্যুৎ কোশে কীভাবে তড়িতের সৃষ্টি হয়?

সূর্যরশ্মিতে থাকা ফোটন কণা সৌরবিদ্যুৎ কোশে ব্যবহৃত অর্ধপরিবাহীর (যেমন – Si) ওপর আপতিত হলে ওর মধ্যেকার ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে ওঠে ও বিচ্যুত হয়ে তড়িৎপ্রবাহের সৃষ্টি করে।

বায়ুশক্তি বলতে কী বোঝ?

প্রাকৃতিক বায়ুপ্রবাহের গতিশক্তিই বায়ুশক্তি নামে পরিচিত। প্রাকৃতিক বায়ুপ্রবাহের অভিমুখে বায়ুকল বা বায়ুচক্র বসিয়ে বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে চক্রের সঙ্গে যুক্ত টারবাইনের মাধ্যমে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়।

ভূ-তাপশক্তি বলতে কী বোঝ?

উত্তপ্ত শিলাস্তরের সংস্পর্শে এসে ভূ-গর্ভস্থ জলস্তর বাষ্পে পরিণত হয়। এই বাষ্পকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয়, তাকে ভূ-তাপশক্তি বলে।

জোয়ার-ভাটার শক্তি কাকে বলে?

জোয়ার-ভাটার প্রভাবে নদীর মোহনায় সৃষ্ট প্রবল জলস্রোতের অভিমুখে টারবাইন যন্ত্র বসিয়ে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে জোয়ার-ভাটার শক্তি বলে।

বায়োগ্যাস উৎপাদনের জন্য কোন্ কাঁচামালটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

বায়োগ্যাস উৎপাদনে গোবর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

বায়োডিজেল কী থেকে তৈরি করা হয়?

উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্সএস্টারিফিকেশনের ফলে বায়োডিজেল তৈরি হয়।

বায়োইথানল কী থেকে তৈরি করা হয়?

আখ বা ভুট্টা থেকে সন্ধান (fermentation) প্রক্রিয়ায় বায়োইথানল তৈরি করা হয়।

আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়?

আমাদের দেশে জ্যাট্রোফা গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়।

কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আর এক নাম Sweet gas কেন?

কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস অশুদ্ধিরূপে মিশে থাকে না বলে একে Sweet gas বলে।

ফায়ারি আইস (fiery ice) কাকে বলা হয়?

মিথেন হাইড্রেট – কে ফায়ারি আইস বলা হয়।

মিথেন হাইড্রেট কী?

মিথেন হাইড্রেট একটি কেলাসাকার কঠিন পদার্থ। জল (H2O) অণুর সমন্বয়ে গঠিত বরফের মতো কেলাসটির মধ্যে প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে এটির সৃষ্টি হয়।

মিথেন হাইড্রেটের সংকেত লেখো।

মিথেন হাইড্রেটের সংকেত হল – 4CH, 23H2O

পরিবেশের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। আমরা সকলে মিলে পরিবেশের সুরক্ষার জন্য কাজ করলেই আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

এই প্রবন্ধে, আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ের “পরিবেশের জন্য ভাবনা” অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি পরিবেশের সাথে সম্পর্কিত মৌলিক ধারণাগুলির একটি ভালো ভিত্তি স্থাপন করে।

যদি আপনি এই প্রশ্নোত্তরগুলি মনোযোগ দিয়ে পড়েন এবং মুখস্থ করেন, তাহলে আপনি পরীক্ষায় যেকোনো ধরণের প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবেন। কারণ, এই প্রশ্নোত্তরগুলি বিভিন্ন ধরণের প্রশ্নের সমাধানের জন্য প্রয়োজনীয় ধারণা এবং নীতিগুলি অন্তর্ভুক্ত করে।

পরিশেষে, মনে রাখবেন যে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন কেবল পরীক্ষার জন্য নয়, বরং আমাদের গ্রহটিকে রক্ষা করার জন্যও গুরুত্বপূর্ণ। পরিবেশ সম্পর্কে যত বেশি জানবেন, তত বেশি আমরা এর যত্ন নিতে পারবো।

4.7/5 - (3 votes)


Join WhatsApp Channel For Free Study Meterial Join Now
Join Telegram Channel Free Study Meterial Join Now

মন্তব্য করুন